
টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে এগারো দেখায় একটিমাত্র জয় বাংলাদেশের। দুর্ভাগ্যজনক ভাবে সেই ম্যাচটায় ছিলেন না সাকিব আল হাসান। ২০১৯ সালে ফিরোজ শাহ কোটলায় জেতা সেই ম্যাচে সাকিব ছিলেন না, কারণ তখন তিনি ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও প্রকাশ না করায় নিষিদ্ধ।
সাকিবের স্মৃতিতে তাই ভারতের সঙ্গে টি-টোয়েন্টিতে সবশেষ মুখোমুখি হওয়াটা কলম্বোর সেই দুঃস্বপ্ন। নিদাহাস ট্রফির আসরটারই শেষ বল, জিততে হলে ভারতের দরকার ৫ রান। বোলার ছিলেন সৌম্য সরকার। দীনেশ কার্তিক কাভারের ওপর দিয়ে মারলেন ছয়! সেদিনও সাকিব ছিলেন অধিনায়ক, ৪ বছর বাদে আবারও নানান পাকেচক্রে টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়ে গেছে ভারতের সঙ্গেও, এশিয়া কাপে সুপার ফোরে উঠতে না পারায় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ভিন্ন গ্রুপে থাকায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সাকিবকে মুখোমুখি হতে হয়নি আইপিএল সতীর্থদের।
ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে সবচেয়ে ভালো জানার কথা সাকিবেরই, আইপিএলে তো অনেকগুলো মৌসুমই কাটিয়েছেন একাধিক দলে। নামে টেকনিক্যাল কনসালট্যান্ট হলেও আসলে তো শ্রীধরন শ্রীরামই কোচ, নিজের দেশের খেলোয়াড়দের তারও ভালো করে চেনার কথা। অন্তত বিরাট কোহলির দুর্বলতা নিয়ে তো শ্রীরামের জানারই কথা, রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং কোচ ছিলেন যে। দলের অধিনায়ক এবং কোচ, এমনকি ভিডিও অ্যানালিস্টও (শ্রীনিবাসন, ভারতীয় এবং আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কাজ করেন) যখন আজকের প্রতিপক্ষ সম্পর্কে এত এত ধারণা রাখেন, তখন প্রস্তুতিটা তো একদম প্রতিটা জায়গা ধরে ধরেই হওয়া উচিত। তবে অবাক করার বিষয় ব্রিসবেন হয়ে অ্যাডিলেডে দু’দিন হলো গেলেও বাংলাদেশ দল অনুশীলনই করেনি!
খবরটা জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। কারণ অধিনায়কের অভিমত, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগ পর্যন্তই প্রস্তুতি নেওয়ার সময়। ‘একবার খেলা শুরু হয়ে গেলে কোনো বিশ্বকাপেই সেটা ফুটবল বলেন আর ক্রিকেট বলেন খুব বেশি প্রস্তুতির জায়গা থাকে না। আমাদের বেলাতেও এর ব্যতিক্রম কিছু নয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কত বেশি সতেজ থাকা যায়, মানসিকভাবে এবং শারীরিক ভাবে।’
যদিও সাকিবের যুক্তির সঙ্গে মেলে না ভারতীয় দলের ক্রিকেট দর্শন। কাল অ্যাডিলেডে ঐচ্ছিক অনুশীলন থাকলেও চলে এসেছিলেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। রোদ বৃষ্টি মেঘের লুকোচুরির মাঝেও নেটে রাহুলের ব্যাটিংটা ঠিক করে দেওয়ার জন্য কাজ করছিলেন কোহলি। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা তিনটা ইনিংসেই এক অঙ্কের ঘরে আটকে গেছেন রাহুল, তাই নেটে কোহলির দ্বারস্থ। সৌম্য সরকার তো রাহুলের চেয়ে রানে অনেক এগিয়ে, করেছেন ১৪, ১৫ আর ০। তার আর নেট অনুশীলনেরই বা কী দরকার!
প্রতিপক্ষ সম্পর্কে সবটা জানেন বলেই বোধহয় মিথ্যে বড়াই করলেন না সাকিব। মেনেই নিলেন, ‘ভারত ফেভারিট দল। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। আর অঘটন ঘটানোর চেষ্টা করব।’
বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে খেলেছে ৮ ব্যাটসম্যান নিয়ে, সঙ্গে তিন পেসার। সাকিবের সঙ্গে হাত ঘুরাচ্ছেন মোসাদ্দেক হোসেন অথবা সৌম্য। দলে একজন বোলারের অভাব আছে কিনা, এমন প্রশ্নে সাকিবের উত্তর ‘দেখুন, ঘাটতি থাকলে আমরা ২০ ওভার করতে পারতাম না। মোসাদ্দেক জিম্বাবুয়ের বিপক্ষে এই বছর ৫ উইকেটও পেয়েছে একটা ম্যাচে। ৫ উইকেট পাওয়া টি-টোয়েন্টিতে খুবই দুর্লভ ব্যাপার। তাকে যদি অনিয়মিত বোলার হিসেবে মনে করা হয়, আমি বলব যে সেটা ভুল। ও (মোসাদ্দেক) হয়তো আরও ভালো বোলিং করতে পারে, ওকে আমরা ওভাবে বিবেচনা করিনি। যদি ঘরোয়া ক্রিকেট দেখেন ও কিন্তু টি-টোয়েটিতে চার ওভার করে।’
অনেক প্রশ্নের উত্তরই সাকিব এড়িয়ে গেছেন টিম মিটিং না হওয়ার অজুহাত দিয়ে, এমনকি উইকেটও দেখেননি সংবাদ সম্মেলনের আগে। বলেছেন, ‘উইকেট দেখা হয়নি আর দেখলেও যে বোঝা যাবে ব্যাপারটা সে রকম নয়। খেলা শুরুর আগে যেকোনো কিছুই বলা মুশকিল।’
অধিনায়ক হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই সাকিব বলেছিলেন হাতে যা মালমশলা আছে তাই দিয়েই সেরাটা বের করে আনাই লক্ষ্য। কাল দলীয় সমন্বয় নিয়ে বলতে গিয়েও সাকিব পুনরাবৃত্তি করলেন, ‘একাদশ নিয়ে আসলে চিন্তা করা হয়নি, কিন্তু কম্বিনেশন তো চাইলেই অনেক রকম বানানো যায়। এমন নয় যে একটা কম্বিনেশন নিয়েই আছি কিংবা থাকা আর কম্বিনেশন আসলে অনেক রকম বানানো যায়। তারপরও আমাদের হাতে যতটুকু আছে, তার সদ্ব্যবহার কীভাবে করতে পারি, সেটা আমাদের চিন্তা করতে হবে।’
ভারতের কোচ রাহুল দ্রাবিড় এসেছিলেন সংবাদ সম্মেলনে। খেলোয়াড়ি জীবনে ভদ্র এবং মার্জিত রাহুল ক্রিকেটের শিষ্টাচার মেনেই বলেছেন, ‘আমরা তাদের (বাংলাদেশ) শ্রদ্ধা করি, তারা ভালো দল। এই বিশ্বকাপ দেখিয়েছে যে অন্তত এই ফরম্যাটে কোনো দলকেই হালকা চালে নেওয়ার সুযোগ নেই। আমাদের প্রস্তুতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার আগে যা ছিল, এখানেও তাই থাকবে। কিছুই বাদ যাবে না।’
আপসেট ঘটানোর স্বপ্ন আছে, কিন্তু প্রস্তুতিটা যে নেই সেটা স্পষ্ট। যে দলে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষ দশে থাকা দুজন, তারাও ম্যাচের আগের দিন নেটে অনুশীলনে ব্যস্ত। অন্যদিকে যে দলের বিশ্বকাপে তিন ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৫০, তারা হোটেলে বিশ্রাম করছেন। কেন শ্রীরাম ভারতের ক্রিকেটে এক ভুলে যাওয়া অধ্যায় আর দ্রাবিড় এক উজ্জ্বল নক্ষত্র, দুই দলের ম্যাচের আগের দিনের কার্যক্রম সেটাই মনে করিয়ে দিল আরও একবার।
আমনের উৎপাদন রেকর্ড পরিমাণ বাড়ায় বিশ্বে তৃতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার আমনের দর নির্ধারণী সভায় বলা হয়েছে, এবারে গত বছরের চেয়ে ১৩ লাখ টন আমন বেশি হবে; যা উৎপাদিত মোট চালের সঙ্গে যোগ হলে বাংলাদেশ ইন্দোনেশিয়াকে টপকে যাবে।
চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয় দাবি করলেও জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার (ফাও) ওয়েবসাইটে ইন্দোনেশিয়াকেই তৃতীয় বৃহত্তম দেশ দেখানো হচ্ছে। ফাওয়ের গতকাল ১ নভেম্বরের তথ্য অনুযায়ী, বিশ্বের ২৯ দশমিক ৬০ শতাংশ চাল উৎপাদন করে চীন। ২৪ দশমিক ৮৭ শতাংশ উৎপাদন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ উভয় দেশই ৭ দশমিক ৬৪ শতাংশ করে চাল উৎপাদন করলেও ইন্দোনেশিয়াকেই তৃতীয় দেখাচ্ছে ফাও। একই পরিমাণ উৎপাদন করে বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে।
এর কারণ ব্যাখ্যা করে কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ইন্দোনেশিয়া ধারাবাহিকভাবে তৃতীয় অবস্থানে রয়েছে। এ কারণে সমান সমান উৎপাদন করলেও বাংলাদেশকে চতুর্থ দেখাচ্ছে সংস্থাটি। তবে এবারের আমন মৌসুমে চাল উৎপাদন ১৩ লাখ টন বেশি হলে ইন্দোনেশিয়াকে টপকে যাবে বাংলাদেশ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত বছরই বাংলাদেশ তৃতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। কিন্তু ফাও ইন্দোনেশিয়াকেই তৃতীয় দেখাচ্ছে। যা-ই হোক, এবারে ১ লাখ টন বেশি হলেও বাংলাদেশ অফিশিয়ালি ইন্দোনেশিয়াকে টপকে যাবে।
গতকাল আমনের দর নির্ধারণী সভা শেষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, ‘চাল উৎপাদনে তৃতীয় হওয়া সত্যি বিস্ময়কর। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো সম্মিলিতভাবেই বলছে চাল উৎপাদনে আমরা এগিয়েছি দারুণভাবে।’
উৎপাদনের হিসাবে দেশে বোরো ধানই সবচেয়ে বড় ফসল। প্রতি বছর এ মৌসুমে প্রায় দুই কোটি টন চাল উৎপাদন হয়। বোরো বড় ফসল হলেও এর উৎপাদন ব্যয় আমনের তুলনায় অনেক বেশি। বোরোর পরই রয়েছে আমনের অবস্থান। এ বছর শ্রাবণ মাসে এক দিন বৃষ্টি হয়েছে; যা নিয়ে কৃষকদের পাশাপাশি সরকারও খুবই উৎকণ্ঠার মধ্যে ছিল। বৃষ্টির অভাবে সময়মতো আমন রোপণ করতে পারেননি কৃষক। বিষয়টি মন্ত্রিসভা বৈঠকে তোলা হলে সরকার সেচ দিয়ে আমন রোপণের সিদ্ধান্ত নেয়। দেশে বিদ্যুৎসংকট থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয় সেচ পাম্পে। শেষ পর্যন্ত রোপণ করা হলেও আসে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে যেসব জেলায় ঘূর্ণিঝড় আঘাত করেছে, সেসব জেলায় খুব একটা আমন হয় না। তারপরও ৫ হাজার ৬০০ হেক্টর জমির আমন ফসল নষ্ট হয়েছে।
সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের জন্য গতকাল দর নির্ধারণী সভায় কৃষিমন্ত্রী রাজ্জাক সাংবাদিকদের বলেছেন, আমন হলো ফটোসেনথেটিক (সালোকসংশ্লেষী)। দিন ছোট হয়ে এলে আমন ধানে ফুল এসে যায়, ফুল এলেই উৎপাদন কমে যায়। ধান বড় হতে পারে না। কিন্তু একদম শেষ দিকে কৃষকরা সেচ দিয়ে নানাভাবে আমন চাষ করেছেন। বিল বা নিচু জমিতে আমন হয় না। এবার নিচুজমি শুকিয়ে যাওয়ায় সেসব জমিতেও আমন হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমনের ভালো ফলন হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, যে ধানগুলো একটু পরিপক্ব হয়েছিল, সেগুলো কিছুটা পড়ে গেছে। আর দক্ষিণাঞ্চলে ধানটা দিনাজপুর ও নওগাঁর চেয়ে এক মাস পরে লাগানো হয়। কাজেই মনে হয় না খুব একটা ক্ষতি হয়েছে।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) দেশে খাদ্যের পর্যাপ্ততা নিয়ে গবেষণা করে। একই সঙ্গে আমদানির সুবিধার জন্য সারা বিশ্বের খাদ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা নিয়ে কাজ করে। এ ইউনিটই খাদ্য নিয়ে সরকারকে পরামর্শ দেয়। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের কমিটি হচ্ছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি)। অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রীসহ আট মন্ত্রী এ কমিটির সদস্য। এই কমিটির গতকালের বৈঠকের কার্যপত্র তৈরি করেছে এফপিএমইউ, যেখানে বলা হয়েছে, এ বছর ১ কোটি ৬৩ লাখ টন আমন উৎপাদন হবে; যা গত বছরের চেয়ে ১৩ লাখ টন বেশি। গত ছয় বছরের আমনের উৎপদন বৃদ্ধির হার পর্যালোচনা করলে দেখা যায় প্রতি বছরই কিছু না কিছু উৎপাদন বেড়েছে। ২০১৬-১৭ সালের তুলনায় পরের বছর উৎপাদন বেড়েছে ৩ লাখ টন। আগের বছরের তুলনায় ২০১৮-১৯ সালে উৎপাদন বেড়েছে ১ লাখ টন। ২০১৯-২০ সালে ১ লাখ, ২০২০-২১ সালে ২ লাখ টন উৎপাদন বেড়েছে বলে জানায় এফপিএমসি। গত বছর আমন হয়েছে ১ কোটি ৫০ লাখ টন।
প্রতি বছর দেশের কৃষিজমি কমছেএ অবস্থায় চালের উৎপাদন বাড়ছে কীভাবে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ধানের নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। অব্যবহৃত জমি সেচের আওতায় আসছে। নিরবচ্ছিন্ন সেচ দেওয়া হচ্ছে। রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। সবকিছু মিলে আগামী দিনে ধানের উৎপাদন আরও বাড়বে।
কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ উইং জানিয়েছে, প্রতি বছরই কৃষির উৎপাদন খরচ বাড়ছে। আমনের উৎপাদন খরচও ঊর্ধ্বমুখী। চলতি বছর প্রতি কেজি আমন চাল উৎপাদনে খরচ হয়েছে ৪১ টাকা ৫৮ পয়সা; যা গত বছরের তুলনায় ৫৮ পয়সা বেশি। গত সাত বছরে আমন চালের উৎপাদন খরচ বেড়েছে প্রতি কেজিতে ১২ টাকা ৫৮ পয়সা।
খাদ্য অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, দেশে সরকারি ও বেসরকারি উভয়ভাবেই চাল ও গমের আমদানি কমেছে। ২০১৯-২০ অর্থবছরে বেসরকারিভাবে গম এসেছে ৬০ লাখ টন। পরের বছর ২০২০-২১ অর্থবছরে তা ছিল প্রায় ৪৯ লাখ টন। ২০২১-২২ অর্থবছরে বেসরকারিভাবে গম এসেছে ৩৪ লাখ ৬৬ হাজার টন। চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম চার মাস, অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে গম এসেছে মাত্র ৩ লাখ ৫৭ হাজার টন। গত তিন বছরে বেসরকারিভাবে চালও এসেছে খুব কম। চলতি অর্থবছরের প্রথম চার মাসে বেসরকারিভাবে চাল এসেছে মাত্র ১ লাখ ৬১ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে যা ছিল ৩ লাখ ৪ হাজার টন।
সরকারিভাবে গম আমদানিতেও প্রভাব পড়েছে। গত চার মাসে সরকারিভাবে গম এসেছে ২ লাখ ১৩ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে যা ছিল ৫ লাখ ৪৬ হাজার টন।
চলতি আমন মৌসুমে ধানের দাম কেজিতে ১ টাকা এবং চালের দাম ২ টাকা বাড়িয়ে সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। গতকালের পরিধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবার সরকারিভাবে সারা দেশের কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে ৩ লাখ টন ধান ও ৫ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে। গত আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ধান এবং ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করেছিল সরকার।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দেশ রূপান্তরকে বলেন, সরকার দেশের ভেতর থেকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্র ঠিক করলেও বিদেশ থেকেও চাল আমদানি করা হবে। কয়েকটি দেশের সরকারের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে জি টু জির (সরকার থেকে সরকার) আওতায় চাল আমদানি করা হবে।
আসন্ন দুর্ভিক্ষ মোকাবিলায় যুব সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াজাতকরণে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অনেক উন্নত দেশে অর্থনৈতিক মন্দা বিরাজমান। সেই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হলে আমাদের প্রতি ইঞ্চি জমিতে যেমন আবাদ করতে হবে, তাছাড়া খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াজাত করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। যুব সমাজকে আহ্বান করব, তারা যেন আরও উদ্যোগ নেয়।
গতকাল মঙ্গলবার জাতীয় যুব দিবস-২০২২ এর অনুষ্ঠান উদ্বোধন ও যুব পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াজাতে আমরা যেমন দেশের চাহিদা মেটাতে পারব, আবার অনেক দুর্ভিক্ষপীড়িত দেশকে আমরা সহযোগিতাও করতে পারব। একই সঙ্গে দেশকে উন্নত করতে ‘যে কোনো কাজ’ করার জন্য নিজেদের প্রস্তুত রাখতেও যুবসমাজের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, যে কোনো কাজ করে, নিজে উপার্জন করে নিজের পায়ে দাঁড়ানো এটি অত্যন্ত গর্বের বিষয়। কারণ কোনো কাজকে আমরা ছোট করে দেখি না। কোনো কাজকে আমরা ছোট করে দেখব না।
প্রতি জেলা-উপজেলায় যুব কাউন্সিল গঠন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেছেন, ‘এর মাধ্যমে তারা যেন কাজ করতে পারে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ, একটি প্রশিক্ষিত যুবশ্রেণি গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য।’ দেশে এখন কত প্রশিক্ষিত যুবক রয়েছে, তারও একটি ডাটাবেজ তৈরির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। তিনি বলেন, দক্ষ যুব সমাজ আমাদের সম্পদ। তাদের কাজে লাগাতে হবে। তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।
প্রধানমন্ত্রী বলেন, যুবকরাই শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমরা মনে করি, প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। আজ কত প্রশিক্ষিত যুবক আছে, তার ডাটাবেজ থাকা দরকার। এখনো বাংলাদেশের অনেক কর্মক্ষম যুবশক্তি আছে, এটাই আমাদের বড় শক্তি। আমাদের এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের যুবকরা এত বেশি মেধাবী, তারা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবে। তিনি বলেন, আমরা দক্ষ ও প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে চাই। এজন্য নানা উদ্যোগও গ্রহণ করেছি। আমরা বিজয়ী জাতি। মর্যাদার সঙ্গে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারও কাছে হাত পেতে বা মাথা নিচু করে নয়। আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না।
এসময় বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, যুবকদের সঙ্গে আত্মিক ও মানসিক সম্পর্ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের। তিনি তরুণদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে, অসত্যকে পরিহার করতে, শোষণ-বঞ্চনা, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাতেন। তিনি বলেন, তরুণ যুবকদের ভবিষ্যৎ নিয়ে জাতির পিতা ১৯৭২ সালের ১৯ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় দেশ গড়ার জন্য যুবক ও তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘কাজ করো কঠোর পরিশ্রম করো, না হলে বাঁচতে পারবে না, শুধু বিএ, এমএ পাস করে লাভ নেই। আমি চাই কৃষি কলেজ, কৃষি স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ ও স্কুলে যাতে সত্যিকারের মানুষ পয়দা হয়। বুনিয়াদি শিক্ষা নিলে কাজ করে খেয়ে বেঁচে থাকতে পারবে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে মিলনায়তন মঞ্চে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আজহারুল ইসলাম খান।
অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ছয় যুব সংগঠকসহ মোট ২১ জন সফল যুবককে জাতীয় যুব পুরস্কার-২০২২ দেওয়া হয়েছে।
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে সংসদ অধিবেশনে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তার সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও বিগত বিএনপি সরকারের সমালোচনায় মুখর হন। গতকাল মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দুই পক্ষের পাল্টাপাল্টি সমালোচনায় সংসদে উত্তাপ ছড়ায়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সংসদ অধিবেশন শুরুই হয় বিদ্যুৎ-জ্বালানি বিষয়ে প্রশ্নোত্তর পর্ব দিয়ে। এ অধিবেশনে বিএনপিদলীয় সদস্যরা নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও কথা বলেন। জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিএনপি জোট সরকারের সময়ে বিদ্যুৎসহ বিভিন্ন খাতে দুর্নীতির সমালোচনা করে বলেন, ‘তারেক রহমান যে লুটপাট করেছে সে হিসাব আমাদের কাছে আছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তা তুলে ধরা হবে।’ এরপর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপিদলীয় সদস্য রুমিন ফারহানা বলেন, সরকার সবকিছুর দায় চাপিয়ে দিচ্ছে তিন নন্দঘোষের ঘাড়ে।
বিএনপিদলীয় সদস্য হারুনুর রশিদ তার সম্পূরক প্রশ্ন উত্থাপন করে বলেন, প্রতিমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের কথা কমপক্ষে ৫০ বার বলেছেন; যা প্রাসঙ্গিক নয়। তিনি বলেন, ‘আপনি জানাবেন (বিদ্যুৎ প্রতিমন্ত্রী) বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ, গ্যাসের দাম কত ছিল?’ তিনি বলেন, ‘আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাচ্ছি বিএনপি সরকার গ্যাসের যে চুক্তি করেছে, সেটা আছে কি না? সেটা সংসদে উপস্থাপন করবেন। বিএনপির আমলে নিত্যপণ্যের দাম কত ছিল তার উত্তর দিন। শুধু বিএনপি জোট সরকারের সময় এই হচ্ছে, ওই হচ্ছে গল্প শোনাচ্ছেন।’
হারুনের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সংসদ সদস্য (হারুন) অনেক উত্তেজিত হয়ে গেছেন। অনেকে সত্য কথা সহজে নিতে পারেন না। আমিও চাই সংসদে সময় দেন। সেখানে জ্বালানি নিয়ে কথা বলব। নাইকো মামলা নিয়ে যে পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ টাকা চুরি করেছে, সেগুলোর প্রমাণপত্র আমাদের হাতে আছে। সেগুলোই ডকুমেন্ট সংসদের ভিডিও স্ক্রিনে তাদের দেখাব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘খাম্বা কোম্পানি দিয়ে তারেক রহমান যে পরিমাণ লুটপাট করেছে, তার হিসাব আমাদের কাছে আছে। সেই তথ্য আমরা সংগ্রহ করেছি। সময় হলে সব বের করব। নির্বাচন সামনে আসছে তো, প্রস্তুত থাকেন। সব দেখাব।’ তিনি বলেন, বিএনপি জোট সরকারের সময় অন্ধকারে ১৭ ঘণ্টা ছিলেন। উনি (হারুনুর রশিদ) বিদ্যুতের দামের কথা বলেন। আরে অন্ধকারে থাকার যে খরচ, সেই খরচের কথা বলেন।
বিএনপির সময়ে বিদ্যুতের সিস্টেম লস কত ছিল তা কি হারুনুর রশিদ জানেন, নাকি তা জানতে চান নসরুল হামিদ। তিনি বলেন, ‘উনি ভুলে গেছেন। ৪৪ শতাংশ অপচয় ছিল। এটা দুর্নীতির মধ্যে পড়ে। তিন-তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামোখা হয়েছে তারা।’ এ সময় পাশ থেকে একজন সদস্য বলেন, টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তখন প্রতিমন্ত্রী সংশোধন করে বলেন পাঁচবার।
তিনি বলেন, বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ উদাহরণ হয় বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয়। আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঘণ্টার পর ঘণ্টা শেষ হয়ে যাবে যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপরে।
নসরুল হামিদ বলেন, ‘কোনো প্রয়োজন নাই চাল, ডাল, গমের কী দাম ছিল জানানোর। আরে ভাই, আপনারা তো খাদ্যই দিতে পারেন নাই। গুলি করে মানুষ মেরেছেন। আবার দামের কথা জিজ্ঞেস করেন।’
বিদ্যুতের দাবিতে কানসাটে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘আমার এখনো খেয়াল আছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টঙ্গীতে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে যান। তিনি ঢাকায় পৌঁছাতে পারেননি, সেটা বন্ধ হয়ে গেছে।’
বিএনপি সংসদ সদস্যদের বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সংসদে কথা না বলার অনুরোধ করেন নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ‘আমি জানি না, কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন। হয়তো লজ্জা-শরম আপনাদের মাঝে নাই। ঘণ্টার পর ঘণ্টা বলতে পারব। তথ্য না শুধু, প্রমাণাদিসহ।’
সরকারের হাতে তিন নন্দঘোষ : রুমিন ফারহানা
অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপিদলীয় সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দায় এড়াতে সরকার তিন নন্দঘোষের ওপর দোষ চাপাচ্ছে। তিনি বলেন, ‘একটা নন্দঘোষ হচ্ছে করোনা, একটা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আরেকটা বিশ্বমন্দা। যাই হোক না কেন, যে অবস্থায় দাঁড়াক না কেন, সরকার সব দোষ চাপাচ্ছে এই তিনটি নন্দঘোষের ঘাড়ে।’
রুমিন ফারহানা বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে। তাহলে সরকারের হিসাবে আমাদের চেয়ে কম মাথাপিছু আয়ের দেশ ভারত, নেপাল ও আফ্রিকার অনেক গরিব দেশকে বিবিসি কেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হওয়ার তালিকায় রাখেনি। গত একযুগে যে লুটপাট হয়েছে, অনিবার্যভাবে তা হওয়ার কথা।’
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে রুমিন কুইক রেন্টালের দায়মুক্তির সমালোচনা করেন। এ ছাড়াও অবকাঠামো উন্নয়নে দুর্নীতি হয়েছে দাবি করে তিনি বলেন, ‘যেখানে লুটপাট হয়, সেখানে টাকা পাচার স্বাভাবিক।’
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে ধন্যবাদ দিয়ে এবং তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিএনপির সংসদ সদস্য বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি কী অবস্থায় আছে সেটা তৌফিক-ই-ইলাহীর চেয়ে বেশি আর কেউ ভালো জানে না।’
আগামী বছর বিশ্বে দুর্ভিক্ষ হবে এমন আশঙ্কা করে প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমি চাষ করার অনুরোধ জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ‘সাধারণভাবে ভাবতে গেলে মনে হবে, প্রধানমন্ত্রীর এ ধরনের কথা কৌশলগতভাবে ভুল। আসলে যখন তার পক্ষ থেকে এ ধরনের বার্তা আসে তখন আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়।’
মন্ত্রণালয়-দপ্তরের বিদ্যুৎ বিল বকেয়া ১৯০০ কোটি টাকা
প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা ১ হাজার ৮৯৩ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের কাছে পাবে ৯০৫ কোটি ২১ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ৩৯৫ কোটি ৬৮ লাখ টাকা। সরকারদলীয় সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে বিদ্যুৎ খাতে ২৮ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে। এর মধ্যে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে ৯ দশমিক ৭৩ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।
রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ভাটা পড়ায় চাপ বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেযা প্রতিনিয়তই প্রকট আকার ধারণ করছে। ডলারের এই চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার ছাড়ছে। যদিও গত কয়েক মাসে ডলার সরবরাহ করেও চাপ সামাল দেওয়া যায়নি। বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি। আগামী সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেড় বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে আসবে ৩৪ বিলিয়ন ডলারে। এতে দেশে অর্থনৈতিক চাপ আরও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে, গত বছরের আগস্টে রেকর্ড ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আর এক বছর আগে ২৭ অক্টোবর রিজার্ভ ছিল ৪৬ দশমিক ৫০ বিলিয়ন ডলার। বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রিজার্ভ কমেছে ১০ দশমিক ৭১ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদদের মতে, করোনা মহামারীতে আমদানি কম হওয়া ও রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ বেড়েছে। কিন্তু লকডাউন উঠে যাওয়ায় দেশে আমদানি বৃদ্ধি পায়। আর আমদানির বিপরীতে রপ্তানি না বাড়া এবং রেমিট্যান্স কমতে থাকায় দেশে ডলার সংকট দেখা দেয়। এতে ডলারের এই চাপ সামাল দিতে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার ছাড়ে। এতে প্রভাব পড়ে রিজার্ভে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ১০ দিনের মধ্যে আকু’র আমদানি বিল পরিশোধ করার কথা রয়েছে। যার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো। সেক্ষেত্রে রিজার্ভ থেকে এই বিল পরিশোধ করলে রিজার্ভ নেমে আসবে ৩৪ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।
আকু হলো এমন একটি ব্যবস্থাযার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো আঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে। বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এর সদস্য। এই ব্যবস্থায় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করতে হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছে ৭১৯ কোটি ৮১ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে যেখানে এসেছিল ৫৪০ কোটি ৮৩ লাখ ডলার। এর আগের ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্সে এসেছিল ৭০৫ কোটি ৫১ লাখ ডলার। করোনার মধ্যেও রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা। সম্প্রতি ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় পাঠানোর হার বেশ কমেছে। রেমিট্যান্স ভাটায় দেশের সার্বিক অর্থনীতিতে চোখ রাঙাচ্ছে ডলার সংকট। ডলার সংকটের প্রভাব সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর পড়ছে। এ সংকট ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশ ব্যাংক ডলার ছেড়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে। এদিকে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে দেশের অর্থনীতি আরও বড় সমস্যার মুখে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সের ক্ষেত্রে ডলারের আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। অথচ নির্ধারিত মূল্যের চেয়ে খোলাবাজারে ডলারের দাম বেশি। এতে প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছে। অন্যদিকে, গতকাল বিএফআইইউ বলেছে, পণ্যের আমদানি ও রপ্তানিতে মূল্য বেশি বা কম দেখিয়ে অর্থ পাচার হচ্ছে। যদি অর্থ পাচার বন্ধ না করা যায় এবং রেমিট্যান্স বৃদ্ধি না করা যায়, তবে রিজার্ভের ওপর আরও চাপ বাড়বে।
ডলার সংকট ও রিজার্ভের চাপ কমানো সম্পর্কে সাবেক গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক, আইন প্রয়োগকারী সংস্থা ও এনবিআরের যৌথ উদ্যোগে যদি অর্থ পাচারকারীদের চিহ্নিত করা না যায় এবং চিহ্নিত অর্থ পাচারকারীদের শাস্তির আওতায় না আনা হয়, তবে এই সংকট কাটানো সম্ভব নয়। এ ছাড়া আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের যৌক্তিক মূল্য নির্ধারণেরও দাবি করেন এই অর্থনীতিবিদ।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আইএমএফের বৈঠকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে রিজার্ভের প্রকৃত হিসাব নিয়ে। আইএমএফ বলছে, চলতি বছরের জুনের শেষ দিকে বাংলাদেশে ৪৬ বিলিয়ন ডলারের রিজার্ভ থাকার যে কথা বলা হয়েছিল, তা আসলে ১৫ শতাংশ বাড়িয়ে বলা হয়েছে। মূলত রিজার্ভ থেকে ৭ বিলিয়ন দিয়ে গঠন করা হয়েছে রপ্তানিকারকদের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ)। আবার রিজার্ভের অর্থ দিয়ে গঠন করা হয়েছে লং টার্ম ফান্ড (এলটিএফ) ও গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ)। বাংলাদেশ বিমানকে উড়োজাহাজ কিনতে সোনালী ব্যাংকের মাধ্যমে রিজার্ভ থেকে ঋণ দেওয়া হয়েছে। আবার পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের খনন কর্মসূচিতেও রিজার্ভ থেকে অর্থ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার ঋণ দেওয়া হয়েছে। এসব খাতে সব মিলিয়ে ব্যবহৃত হয়েছে ৮ বিলিয়ন ডলার।
আইএমএফ বলছে, এসব বিনিয়োগকে বাদ দিয়ে রিজার্ভের প্রকৃত হিসাব করতে হবে। কারণ রিজার্ভের এসব অর্থ চাইলেই ফেরত পাওয়া যাবে না। জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে না। আইএমএফের এই শর্ত মেনে নিতে বাংলাদেশ ব্যাংক সম্মত হয়েছে বলে জানা গেছে। ফলে বর্তমানে রিজার্ভ কমে হয় ২৭ বিলিয়ন ডলারের কিছু বেশি। আর চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আকু’র ১ দশমিক ৫ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর তা নেমে আসবে ২৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে। সেপ্টেম্বরে প্রায় ৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে। সেই হিসাবে এই রিজার্ভ দিয়ে তিন মাসের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী একটি দেশের কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ রিজার্ভ থাকতে হয়। সে বিবেচনায় বেশ অস্বস্তিতে আছে বাংলাদেশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে সরকার। ঋণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার, কেন্দ্রীয় ব্যাংকের স্বশাসন, খেলাপি ঋণ কমিয়ে আনা, গ্যাস, বিদ্যুৎ, সারে ভর্তুকি এবং নগদ সহায়তা কমিয়ে আনার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ কমিয়ে আনা, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরাও। তবে তেল, গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়ানো নিয়ে আপত্তি তুলেছেন তারা।
ঋণ নিয়ে আলোচনা করতে ২৬ অক্টোবর বাংলাদেশে আসা আইএমএফ প্রতিনিধিদল অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিচ্ছে কোথায় কী ধরনের সংস্কার করতে হবে।
এখন পর্যন্ত আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া, রিজার্ভের হিসাব পদ্ধতি আন্তর্জাতিক মানের করা, বিদেশি মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া, আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দামের সমন্বয়, সারে ভর্তুকি প্রত্যাহার, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো প্রভৃতি প্রসঙ্গ।
ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গত সোমবার অর্থ বিভাগের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধিদলটি। অর্থ বিভাগের কর্মকর্তাদের কাছে গ্যাস, বিদ্যুৎ ও সারের ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছে তারা। এ ছাড়া সরকারি বড় বড় কোম্পানিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে।
বিশ্লেষকরা বলছেন, কৃষিনির্ভর দেশের প্রধান চালিকাশক্তি হচ্ছে কৃষি খাত। দেশের মানুষ সরকারের দেওয়া ভর্তুকি মূল্যে তেল, সার, বীজ কিনে আবাদ করেন। কিছুদিন আগে জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর কারণে অরাজকতা তৈরি হয়। দেশের বিভিন্ন স্থানে ডিজেল ও সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েন কৃষকরা। ধানের জমিতে পানি দিতে না পেরে আত্মহত্যা করেন রাজশাহীর গোদাগাড়ীর এক কৃষক।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে বলেন, ‘আইএমএফ প্রত্যেক দেশ, প্রত্যেক অর্থনীতির জন্য একই ধরনের ফর্মুলা দিয়ে থাকে। অন্য কিছু চিন্তা করার ক্ষমতা তাদের নেই। বাস্তব পরিস্থিতি বিবেচনা করার মতো বোধও তাদের নেই। দেশের জনগণের স্বার্থ তাদের বিবেচ্য বিষয় নয়। যে খাতে সুবিধা দিলে জনগণের লাভ হবে, সে খাত কখনোই তাদের বিবেচনায় আসে না।’
তিনি বলেন, ‘তারা সবসময় বহুজাতিক কোম্পানি ও বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বিষয়টি দেখে। তাদের কোনো ধরনের বিশ্লেষণী ক্ষমতা কাজ করে না। তারা সবসময় মুনাফার জন্য বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরণ করার পরামর্শ দেয়। জনগণের জন্য প্রয়োজনীয় ভর্তুকিতে তাদের আপত্তি। ব্যবসায়ী গোষ্ঠীর জন্য যেসব সুবিধা দেওয়া হয়, সেগুলো নিয়ে তারা প্রশ্ন তোলে না।’
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সরকারের হস্তক্ষেপ, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকদের ‘রাজনৈতিক’ নিয়োগ, ব্যাংক খাতে অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বাড়ার কারণ জানতে চেয়েছে এবং এ বিষয়ে পরামর্শ দিয়েছে।
আইএমএফের এসব প্রস্তাবকে সমর্থন করেছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে আনু মুহাম্মদ বলেন, ‘শুধু বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক নয়, সব প্রতিষ্ঠানেরই সক্ষমতা এবং কাজ করার স্বাধীনতা ও দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণের কর্তৃত্ব থাকা উচিত। এগুলো সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।’
ব্যাংকিং খাতে দুর্নীতির শেষ নেই। ঋণ খেলাপের শেষ নেই। বাংলাদেশ ব্যাংকই বেসরকারি ব্যাংকগুলোতে বহু ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। যদিও রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানো এবং বাংলাদেশ ব্যাংকের যে কাজ সেখানে তাদের অবস্থানকে শক্তিশালী করতে চায় আইএমএফ।
এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগও কাজ করছে। আইএমএফকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানিয়েছে, আর্থিক খাতের সংস্কারে ইতিমধ্যে কয়েকটি আইন সংস্কারের কাজ শুরু হয়েছে। তিন-চারটি আইন সংস্কারের জন্য এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এগুলোতে ঋণখেলাপির সংজ্ঞা পরিবর্তনের বিষয়টিও রয়েছে। ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করার বিষয়টিও যুক্ত করা হয়েছে। আইন পাস হওয়ার পর ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করা হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আশা করছে, এতে খেলাপি ঋণ অনেক কমে যাবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকে আইএমএফ বলেছে, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত অনেক কম। টেকসই উন্নয়নের জন্য রাজস্ব আয় বাড়ানোর কোনো বিকল্প নেই। আর এ জন্য বিভিন্ন ক্ষেত্রে করছাড় কমাতে হবে। এ ছাড়া রাজস্ব খাতে কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া আইএমএফের প্রস্তাবকে যুক্তিসংগত বলে মনে করেন বিশ্লেষকরা। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘আইএমএফ এনবিআরকে যে পরামর্শ দিয়েছে তা যথাযথ।’
এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘করছাড় একবারে তুলে নিলে শিল্প খাতের সুরক্ষার মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাধাগ্রস্ত হবে। ফলে ধাপে ধাপে করছাড় কমানোর উদ্যোগ নেওয়া হবে। কর আহরণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ চলমান আছে। বিশেষ করে করের আওতা বাড়ানো হচ্ছে। এ ছাড়া আইনে সংশোধন আনা হচ্ছে।’
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধিদল। ব্যাংকিং খাতের বিশাল অঙ্কের খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব পদ্ধতিতে পরিবর্তন, মুদ্রানীতি, বৈদেশিক বাণিজ্য ঘাটতি, ঋণের সুদ ও মুদ্রার বিনিময় হার, সঞ্চয়পত্রের সুদহার, বন্ড ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
এ বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সাংবাদিকদের বলেন, ‘ভবিষ্যৎ ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে আমরা আইএমএফের কাছে ঋণ চেয়েছি। ঋণ নিয়ে সংস্থাটির সঙ্গে কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। তারা কিছু পরামর্শ দিচ্ছে। আমাদের দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই সেসব বিষয়ে সিদ্ধান্ত নেব। মহামারী করোনার ধাক্কা কাটিয়ে ওঠার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও বেশ চাপে পড়েছে। আর চাপ সামলাতেই সরকার আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে।’
ময়নাতদন্ত প্রতিবেদনকে বলা হয় ‘লাশের সাক্ষ্য’। সেই প্রতিবেদনে প্রায়ই ভুল থাকছে। হত্যা হয়ে যাচ্ছে আত্মহত্যা বা দুর্ঘটনা। দেশের মর্গগুলোর আধুনিকায়ন না হওয়া, চিকিৎসকদের অদক্ষতা এবং মর্গে আসার আগেই মরদেহের আলামত নষ্ট হয়ে যাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে ভুলের অন্যতম কারণ। সংশ্লিষ্টদের ভাষ্য এরকমই।
অনুসন্ধানে জানা গেছে, দেশের বেশিরভাগ মর্গে মরদেহের ভিসেরা বা বিভিন্ন নমুনা সংরক্ষণের আধুনিক সুবিধাসংবলিত জায়গা নেই। এসব ধারণের জন্য কনটেইনার, প্রিজারভেটিভ বা রাসায়নিকের সরবরাহও প্রয়োজনের তুলনায় কম। অনেক সময় প্রিজারভেটিভ না থাকলে লবণ পানির সাহায্যে মর্গে লাশ সংরক্ষণ করা হয় এবং হিস্টোপ্যাথলজিক্যাল ল্যাবে যেসব স্যাম্পল বা নমুনা পাঠানো হয়, সেসব ভালোমানের ফরমালিন দিয়ে সংরক্ষিত করে পাঠানো হয় না। ফলে আলামত নষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। ময়নাতদন্ত প্রতিবেদনেও ভুলের আশঙ্কা বাড়ে। কখনো চিকিৎসক প্রভাবিত হয়েও ভুল ময়নাতদন্ত প্রতিবেদন দেন।
ময়নাতদন্তসংশ্লিষ্ট চিকিৎসকরা বলেন, আমাদের দেশে আধুনিক মর্গ ব্যবস্থাপনা নেই। তাছাড়া লাশ মর্গে আসার আগেই অনেক আলামত নষ্ট হয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রথমে থানায় নেয়; তারপর থানা থেকে নেয় মেডিকেল কলেজে। এরপর অ্যাম্বুলেন্স, লেগুনা বা ট্রাকে বা ভ্যানে করে আনে মর্গে। এত আলামত নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। এসব কারণে ভুল ময়নাতদন্ত প্রতিবেদন আসে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘ময়নাতদন্তের ভুল প্রতিবেদনের প্রধান কারণ আধুনিক যন্ত্রপাতি ও আধুনিক মর্গের অভাব। দ্বিতীয় কারণ, লাশ যখন আমাদের কাছে আসে তখন আমরা সিন অব দ্য ক্রাইম (অপরাধের দৃশ্য) ভিজিট করি না। ফলে অনেক ইনফরমেশন ধরা পড়ে না। উন্নতবিশ্বে কোথাও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে পুলিশ ওই স্থানকে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখে এবং সবার আগে ভিজিট করে একজন ফরেনসিক স্পেশালিস্ট। ওখান থেকে তথ্য-উপাত্ত সংগৃহীত হয়ে মর্গে চলে আসে। মর্গে লাশ পাঠায় পুলিশ, পরে পোস্টমর্টেম করে সংগৃহীত তথ্য-উপাত্তের সঙ্গে মরদেহের ফাইন্ডিংস মিলিয়ে ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হয়। সেটাই সঠিক ও নির্ভরযোগ্য হয়। কিন্তু আমাদের দেশে এমন হয় না।’
ময়নাতদন্ত কী : খুন বা অস্বাভাবিক মৃত্যুর পর ভুক্তভোগীর মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য একজন ফরেনসিক চিকিৎসক বা বিশেষজ্ঞ মরদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ বা অঙ্গবিশেষের গভীর নিরীক্ষণ করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর কারণ উল্লেখ করে মন্তব্যসহ যে প্রতিবেদন দেওয়া হয় তাই পোস্টমর্টেম রিপোর্ট বা ময়নাতদন্ত প্রতিবেদন। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন, ময়নাতদন্ত হওয়া জরুরি, তখন মৃতদেহ সিভিল সার্জন বা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
সম্প্রতি ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা ও রেল দুর্ঘটনাজনিত মৃত্যুর কথা উল্লেখ থাকা ২২টি মামলা তদন্ত করে পিবিআই জানায়, এগুলো ছিল পরিকল্পিত হত্যাকান্ড। ওই মামলাগুলোতে পুলিশের অন্যান্য সংস্থা তদন্ত করে ময়নাতদন্ত প্রতিবেদনের আলোকে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল।
পিবিআইপ্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার দেশ রূপান্তরকে বলেন, ‘হত্যা বা অপমৃত্যুর মামলার তদন্তে ময়নাতদন্তের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। ভালো ময়নাতদন্ত মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ময়নাতদন্ত সঠিক না হলে তদন্ত ভিন্ন পথে মোড় নেয়। ময়নাতদন্ত প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তাকে মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে, ঘটনার রহস্য উদঘাটনে দারুণভাবে সহায়তা করে।’
খোঁজ নিয়ে জানা গেছে, মিটফোর্ড বা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ২০২১ সালে ৭৪০টি, ২০২২ সালে ৬০০টি ও চলতি বছর ১৫ মে পর্যন্ত ১৪৫টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। গত ১৫ মে দুপুরে সেখানকার মর্গে গিয়ে দেখা গেছে জরাজীর্ণ দশা। দুটি মরদেহ পড়ে আছে পোস্টমর্টেমের অপেক্ষায়। মর্গ সহকারী নাম প্রকাশ না করে এ প্রতিবেদককে বলেন, ‘মর্গের লাশ রাখার একমাত্র ফ্রিজটি তিন বছর ধরে নষ্ট। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় মালামালের সংকট সবসময়ই থাকে। নেই আধুনিক কোনো সুবিধা। তিনজন মর্গ সহকারীই বছরের পর বছর চুক্তিভিত্তিতে কাজ করছেন।’
জানা গেছে, রাজধানীসহ দেশের অন্যান্য মর্গের দশা একই।
ময়নাতদন্ত সম্পর্কিত সমস্যা নিয়ে পিবিআইয়ের এক প্রতিবেদনে দেশের মর্গসংশ্লিষ্টদের ফরেনসিক বিষয়ে আধুনিক ও বিশ্বমানের প্রশিক্ষণের অভাব, বিশেষজ্ঞ ফরেনসিক চিকিৎসকের তুলনায় লাশের সংখ্যা বেশি, আধুনিক যন্ত্রপাতি ও হিমাগারসহ মানসম্মত অবকাঠামো না থাকাকে ভুল ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য দায়ী করা হয়েছে। এ ছাড়া মর্গ অ্যাসিস্ট্যান্ট বা ডোমের স্বল্পতা, জটিল ও চাঞ্চল্যকর মরদেহের ময়নাতদন্তের ক্ষেত্রে বোর্ড গঠন করে ময়নাতদন্ত না করা, আদালতে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে অনীহা থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ময়নাতদন্ত কাজে অংশ নিতে চান না বলে উল্লেখ করা হয়েছে।
ময়নাতদন্ত বিষয়ে পিবিআইয়ের প্রতিবেদন ও দেশ রূপান্তরের অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশের মর্গগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ ও আলোর ব্যবস্থাসহ আধুনিক অবকাঠামো ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। অনেক জেলায় মর্গে বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর নেই। অনেক জেলায় মর্গে পর্যাপ্ত দক্ষ ও প্রশিক্ষিত জনবল নেই। বংশ পরম্পরায় মর্গ অ্যাসিস্ট্যান্ট বা ডোমরা ময়নাতদন্তের সহযোগী হিসেবে কাজ করলেও তাদের কোনো মৌলিক প্রশিক্ষণ নেই। তাছাড়া ঢাকা মেডিকেল কলেজসহ ব্যস্ত মর্গগুলোতে মর্গ অ্যাসিস্ট্যান্টদের স্বল্পতা প্রকট। অনেক জায়গায় দেখা গেছে, লাশ সংরক্ষণের সুরক্ষিত পরিবেশ ও প্রয়োজনীয় নিরাপত্তার অভাব। বিদেশি নাগরিক ও বিশেষ ক্ষেত্রে মরদেহ প্রচলিত নিয়মে হিমঘরে সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। অল্পসংখ্যক মর্গে কুলিং বা ফ্রিজিং বা মর্চুয়ারি কুলার সিস্টেম থাকলেও অধিকাংশ সময় নষ্ট থাকে বলে গরমের সময় লাশে দ্রুত পচন ধরে।
ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সম্ভাব্য সময়ের উল্লেখ থাকা জরুরি। মর্গে আধুনিক প্রযুক্তি না থাকায় অভিমত প্রদানে বিশেষজ্ঞদের সমস্যা হয়। পিবিআইয়ের প্রতিবেদনে উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২০২১ সালের ১ জুন রাজধানীর কলাবাগান থানা এলাকায় নিজ বাসা থেকে ডা. কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করা হয়। তিনি খুন হয়েছিলেন। মরদেহের ময়নাতদন্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে। খুনের ধরন মোটামুটি স্পষ্ট হলেও ঘটনার রহস্য উন্মোচনে খুনের ‘সম্ভাব্য সময়’ জানার জন্য পিবিআই ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের সঙ্গে যোগাযোগ করলে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফরেনসিক বিভাগের চিকিৎসকদের সুযোগ-সুবিধা কম হওয়ায় চিকিৎসা শিক্ষায় এ শাখাটি অবহেলিত এবং কম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ফলে ঢাকা মেডিকেল কলেজ এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ ফরেনসিক ডাক্তারের স্বল্পতা রয়েছে।
প্রতিবেদনটিতে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, সিএমএম আদালতের নির্দেশে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি পিবিআই চট্টগ্রাম মহানগরের লালমোহন থানা এলাকা থেকে কামাল মাঝির (৪৫) ৩৮ মাসের পুরনো মরদেহ তুলে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সেখানে কর্মরতদের কারও এ ধরনের মরদেহের ময়নাতদন্তের অভিজ্ঞতা না থাকায় মরদেহটি ভোলা থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে নেওয়া হয়। দায়িত্বরত প্রভাষক জানান, ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের পদে কেউ কর্মরত নেই। তিনি মরদেহটি ময়নাতদন্তের জন্য অন্য কোনো মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে নেওয়ার অনুরোধ করেন। পিবিআই মরদেহটি বরিশাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগে নিয়ে যায়।
হত্যা কেন ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বা দুর্ঘটনা হিসেবে আসে জানতে চাইলে ফরেনসিক চিকিৎসকরা জানান, কাউকে হত্যা করে রেললাইনে ফেলে রাখলে তার ওপর দিয়ে ট্রেন গিয়ে একেবারে ক্ষতবিক্ষত হয়ে হাড়গোড় বেরিয়ে দলিত হয়ে যায়। একে চিকিৎসাশাস্ত্রে মিউটিলেডেট লাশ বলে। ওইসব লাশের আলামত বোঝা যায় না। আগের আলামত নষ্ট হয়ে নতুন আলামত তৈরি হয়। তখন রেল দুর্ঘটনাই মনে হয়। এতে অনেক সময় চিকিৎসকরা মিসগাইডেড হয়।
ফরেনসিক বিভাগে চিকিৎসকের সংকট বিষয়ে এক চিকিৎসক বলেন, ‘আমি ঢাকায়ে আছি, অথচ আমাকে কক্সবাজার বা পঞ্চগড় গিয়ে স্বাক্ষর দিতে হচ্ছে। বাইরে যাওয়ার, বিশেষ করে একা, বিপদ আছে অনেক, সংক্ষুব্ধ পক্ষ হামলা চালাতে পারে। এজন্য অনেক চিকিৎসক এ বিভাগে থাকতে চান না। এখানে সুবিধাও অনেক কম। মফস্বলে ময়নাতদন্তকারী চিকিৎসককে মিসগাইড করে, মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট লেখানো হয় বলে মন্তব্য করেন তিনি।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে কুমিল্লায় উড়ে গেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ বেলা ৩টা ১৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। সালাউদ্দিন ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে কুমিল্লায় পৌঁছান।
ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লায় পাড়ি দিতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে। তবে সালাউদ্দিন দূরত্বটা পাড়ি দিয়েছেন হেলিকপ্টারে করে। যা আলোচনার জন্ম দিয়েছে।
টাকার অভাবে কদিন আগে নারী ফুটবলারদের অলিম্পিক বাছাইয়ে পাঠায়নি বাফুফে। অথচ ঢাকা থেকে কুমিল্লায় যেতে বাফুফে সভাপতি বেছে নিলেন হেলিকপ্টার।
হেলিকপ্টারে ঢাকা থেকে কুমিল্লার এই যাত্রায় বাফুফে সভাপতির সঙ্গী হয়েছেন সংস্থার নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
ফ্যাটি লিভার রোগটি এখন ঘরে ঘরে। প্রাথমিকভাবে এই রোগের লক্ষণ না বুঝতে পারলে, অনেক সমস্যাই দেখা দিতে পারে। চিকিৎসকরা জানান, এই রোগ থেকে বাঁচতে জীবনধারায় বদল আনতে হবে।
কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন? শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া, হঠাৎ ভুঁড়ি বেড়ে যাওয়া, হলুদ রঙের দুর্গন্ধযুক্ত প্রস্রাব, ওজন অত্যন্ত বেড়ে যাওয়া, সারাক্ষণ ক্লান্তিভাব— এই উপসর্গগুলি ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে। অনেকের ধারণা, মদ্যপান করলেই এই রোগের ঝুঁকি বাড়ে। তবে কেবল মদ্যপান ছেড়ে দিলেই এই রোগের ঝুঁকি কমবে না। কম তেলমশলার খাবার খাওয়া, বাড়ির খাবারে অভ্যস্ত হওয়া, মদ ছেড়ে দেওয়া— এই অভ্যাসগুলিই লিভারকে ভাল রাখার অন্যতম উপায়। এই অসুখকে ঠেকিয়ে রাখতে ডায়েটের ওপর বিশেষ নজর দিতে হবে। তবে এগুলিই শেষ কথা নয়। লিভার ভাল রাখতে মেনে চলতে হয় আরও কিছু নিয়মকানুন। কিন্তু কী কী?
চিনির মাত্রা কমানো
সহজে রোগা হতে চেয়ে অনেকেই নিজের খুশি মতো ডায়েট প্ল্যান বানিয়ে নেন। চিনি বাদ দিয়ে দেদারে কৃত্রিম চিনির উপরেই ভরসা করেন। এতেই আসলে চরম ক্ষতি করছেন শরীরের। অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস আমাদের লিভারের ব্যাপক ক্ষতি করে। ফ্রুকটোজ হোক কিংবা কৃত্রিম চিনি, লিভারের অসুখ ডেকে আনে।
ব্যথার ওষুধ কম খান
বেশকিছু বেদনানাশক ওষুধ লিভারের ক্ষতি করে। কিছু প্যারাসিটামল বা কোলেস্টেরলের ওষুধও লিভারের প্রভূত ক্ষতি করে। ঘুম না হলে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খেতে শুরু করেন। এই অভ্যাসের কারণে লিভারের জটিল রোগে ভুগতে হতে পারে।
পানি বেশি করে খান
শরীর থেকে যতটা দূষিত পদার্থ বার করে দিতে পারবেন, লিভার ততটাই সুস্থ থাকবে। তাই বেশি করে পানি খেতে হবে। তবেই প্রস্রাবের সঙ্গে শরীরের টক্সিন পদার্থগুলি বেরিয়ে যাবে। দিনে কয়েক বার গরম পানিতে পাতিলেবুর রস দিয়ে সেই পানি খান। ডায়েটে রাখুন টক দইয়ের মতো প্রোবায়োটিক।
পর্যাপ্ত ঘুম
সারাদিন কর্মব্যস্ততা আর রাত জেগে মোবাইলে চোখ রেখে সিনেমা দেখা— সব মিলিয়ে ঘুমের সঙ্গে আপস। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘদিন ঘুমের অভাব হলে তার প্রভাব পড়ে লিভারের উপরেও।
ওজন কমান
শুধু সুন্দর দেখানোর জন্যই নয়, লিভার সুরক্ষিত রাখতে চাইলেও কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদের শরীরে কার্বহাইড্রেট-প্রোটিন-ফ্যাটের সঠিক ভারসাম্য থাকা ভীষণ জরুরি। তবে ইদানিং বাড়ির খাবার নয়, বরং রেস্তোরাঁর খাবার, রেড মিট, বাইরের ভাজাভুজি, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার বেশি খেয়ে অভ্যস্ত। আর এর জেরেই শরীরে ট্রান্স ফ্যাটের মাত্রা বাড়ছে। লিভারের পক্ষে এই ফ্যাট মোটেই ভাল নয়।
প্রথম সেট ২৫ মিনিট, দ্বিতীয়টি ২৮ মিনিটে জিতলেন কার্লোস আলকারাজ। মনে হচ্ছিল কোয়ালিফায়ার ফ্যাভিও কোবোলিকে বুঝি উড়িয়েই দিচ্ছেন শীর্ষ বাছাই।
না, তৃতীয় সেটতে প্রতিরোধ গড়লেন ইতালিয়ান। সময় গড়ালো ঘন্টায়। শেষপর্যন্ত জয় এসেছে ৬৬ মিনিটে। ৬-০, ৬-২, ৭-৫ গেমে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে রাফায়েল নাদালের উত্তরসুরি ক্লে কোর্টের সর্বোচ্চ আসর শুরু করলেন।
নাদালের চোটজনিত অনুপস্থিতিতে শীর্ষবাছাই আলকারাজ। ২০২১ এ তৃতীয় রাউন্ড, গতবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন। এবার আরো এগোলে সেমিফাইনালে নোভাক জকোভিচের সংগে দেখা হওয়ার সম্ভাবনা।
সে দেখা যাবে। আপাতত দ্বিতীয় রাউন্ডে আলকারাজকে টপকাতে হবে জাপানের টি. দানিয়লেকে।
আইপিএলের পঞ্চম শিরোপা জিততে চেন্নাই সুপার কিংসের চাই ১৫ ওভারে ১৭১ রান। আহমেদাবাদে রাত ১২.৪০ মিনিটে শুরু হবে খেলা। গুজরাট টাইট্যান্সের ২১৪ রানের জবাবে খেলতে নেমে ৩ বলে ৪ রান করার পর বৃ্স্টিতে বন্ধ হয় ফাইনাল। অর্থাৎ বাকি ১৪.৩ ওভারে আরো ১৬৭ রান চাই ধোনীর দলের।
গাজীপুরের দ্বিধা-বিভক্ত রাজনীতি সিটি করপোরেশন নির্বাচনে দুই দফায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ভোটে পরাজিত করে রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, দক্ষ, মেধাবী ও ভাবমূর্তি সম্পন্ন আজমত উল্লাকে বরং আরও ওপরে রাখতে চেষ্টা করছেন। দলীয় সভাপতি টের পেয়েছেন মেয়র প্রার্থী আজমত হারেননি, তাকে গাজীপুরের দলীয় রাজনীতিতে জোর করে হারানো হয়েছে।
গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লাকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকে পাঠান। আজমতের সঙ্গে গাজীপুরের নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্তের ব্যাপারগুলো শেখ হাসিনা জানেন এবং জানান। গণভবনে পরাজিত প্রার্থী আজমতকে বোঝান পরাজয়ের কারণ আমরাই। বিএনপি-জামায়াত তাদের প্রার্থী দেয়নি গাজীপুরের সিটি ভোটে। তারা নৌকা হারাতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই পরিস্থিতি সৃষ্টি করেছে জাহাঙ্গীর আলম। এর সঙ্গে দলেরও কেউ কেউ রসদ জুগিয়েছে। এতে রাজনীতি শেষ হয়ে গেছে এমন নয়।
গণভবনের গুরুত্বপূর্ণ একটি সূত্র দেশ রূপান্তরকে বলেন, আজমত উল্লা খানকে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হচ্ছে। ওই আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) গত ১৫ মে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় ওই শূন্য আসনে আজমতকে মনোনয়ন দেওয়া হতে পারে।
এই নিয়ে ঘনিষ্ঠ অনেকের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ভিন্ন কোনো জটিলতার সৃষ্টি হলে দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুরের যেকোনো আসন থেকে মনোনয়ন পাবেন তিনি। সে ক্ষেত্রে গাজীপুর সিটির ভোটে যে সংসদ সদস্য দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার তথ্য মিলবে তাকেই বাদ দেওয়া হবে। এ সিটি ভোটে হারের কারণ জানতে প্রধানমন্ত্রী নিজস্ব একটি সংস্থাকে নির্ভুল তথ্য দিতে নির্দেশ দিয়েছেন।
নির্বাচনকালীন সরকারে মন্ত্রীর দায়িত্বও পেতে পারেন আজমত, ওই সূত্র দাবি করে। সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী যার ওপর ক্ষুব্ধ হন তার যেমন শাস্তি দেন যার ওপর সন্তুষ্ট ও যিনি ধৈর্য ধারণ করেন তাকে একই সঙ্গে সব দেন। গত ১৫ বছরে বহুজন এর উদাহরণ। গাজীপুরে মেয়র পদে আজমতকে হারা বা হারানোয়, প্রধানমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা জাহাঙ্গীরের ভোটকে ঘিরে যে নাটকীয় আচরণ করেছেন সে সম্পর্কে ক্ষুব্ধ হয়েছেন। গাজীপুরের আওয়ামী লীগের রাজনীতি আজমতকে নিয়ে যে খেলাধুলায় মেতেছে সে আজমতকে নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন আরও ওপরে।
প্রয়াত সংসদ সদস্য নায়ক ফারুক গাজীপুরের কালিগঞ্জে জন্মগ্রহণ করেন। যদিও ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। আজমতও টঙ্গী কালিগঞ্জের। তা ছাড়া ঢাকা লাগোয়া এই জেলার বাসিন্দা আজমত। গাজীপুরের অনেক মানুষ ওই আসনে বসবাসও করেন। এসব মিলিয়ে আজমত প্রায়োরিটি পেতে যাচ্ছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে।
আজমতের বিভিন্ন ঘনিষ্ঠজনেরা এসব তথ্য দিলেও আজমত উল্লা খান দেশ রূপান্তরকে বলেন, এসব ব্যাপারে তার কোনো কিছুই জানা নেই। চিন্তাও করেন না তিনি।
নানা অব্যবস্থাপনায় এগোচ্ছে না প্রাথমিক শিক্ষা। প্রায় শতভাগ শিশু ভর্তির আওতায় এসেছে অনেক আগে। এরপর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের কাজ অনেকটাই আটকে আছে। খোদ সরকারি সংস্থার গবেষণায় উঠে এসেছে প্রাথমিকে চরম দুরবস্থার কথা। গবেষয়ণা প্রতিবেদন অনুযায়ী, কাক্সিক্ষত মানের চেয়ে শিশুরা অনেক পিছিয়ে আছে। কিছু শিক্ষক এবং মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা স্বউদ্যোগে কিছু কাজ করার চেষ্টা করলেও কথায় কথায় তাদের ওপর নেমে আসছে শাস্তির খড়গ। মানের উন্নয়ন না হলেও ঠিকই অধিদপ্তরে বসে ছড়ি ঘোরাচ্ছেন কর্মকর্তারা।
প্রাথমিকের শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সম্প্রতি এই গবেষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সেখানে দেখা যায়, করোনা সংক্রমণের আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা গড়ে ইংরেজি বিষয়ে যতটা শিখত, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ফলে তা সাড়ে ১২ শতাংশ কমে গেছে। একই শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শিখন অর্জনের হার কমেছে প্রায় সাড়ে ১৬ শতাংশ। আর তৃতীয় শ্রেণির বাংলায় কমেছে ১৫ শতাংশের মতো।
গবেষণার তথ্য বলছে, করোনার আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে শিখন অর্জনের গড় হার ছিল প্রায় ৪৯ শতাংশ। করোনাকালে বন্ধের প্রভাবে এই হার কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। একই শ্রেণির বাংলাদেশ ও বিশ^পরিচয় বিষয়ে শিখন অর্জনের গড় হার ৫১ শতাংশের বেশি, যা আগে ছিল ৬৮ শতাংশের মতো। পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও বিজ্ঞানেও ক্ষতি বেড়েছে।
এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক শিক্ষার ঘাটতি পূরণে এ ধরনের গবেষণার দরকার ছিল। আন্তর্জাতিক মানদ- বজায় রেখেই তা করা হয়েছে। আমরা এই গবেষণা প্রতিবেদন দু-এক দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব। আমরা অন্তত এক বছরের জন্য রেমিডিয়াল ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি। মন্ত্রণালয় সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিক শিক্ষা দিন দিন পিছিয়ে পড়লেও সেদিকে তেমন একটা নজর নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। তারা ব্যস্ত আছে লাখ লাখ শিক্ষক এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়ন নিয়ে। কেউ কথা বললেই তার ওপর নেমে আসছে শাস্তি। ফলে শিক্ষকরাও দিন দিন তাদের আগ্রহ হারিয়ে ফেলছেন; কোনো রকমে দিন পার করছেন।
জানা যায়, প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী ও অনন্য অবদানের জন্য ২০১৯ সালে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন রাজবাড়ী জেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। একই বছর রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি শ্রেষ্ঠ সহকারী শিক্ষিক নির্বাচিত হন। সাধারণত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব শিক্ষকের হাতে পদক তুলে দেন। শিক্ষকদের পাশাপাশি সেরা শিক্ষার্থীদের পদক দেওয়া হয় একই অনুষ্ঠানে। কিন্তু করোনাকালে তাদের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষক পদক তুলে দেওয়া যায়নি। গত ১২ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে এ পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তাই অনুষ্ঠানের কয়েক দিন আগে স্বাভাবিকভাবে তারা দাবি তুলেছিলেন, দেরি হলেও প্রধানমন্ত্রীর হাত থেকে তারা পদক নেবেন; যা তাদের সারা জীবনের স্বপ্ন পূরণ করবে। কিন্তু সেটা না হওয়ায় তারা প্রতিমন্ত্রীর হাত থেকে ঠিকই পদক নেন। তবে এর ৬৮ দিনের মাথায় এই শ্রেষ্ঠ শিক্ষকদের প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেওয়ার দাবি তোলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই ঘটনায় জয়পুরহাটের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়। কারণ তার বিদ্যালয়ের এক শিক্ষার্থী এ পদক নিতে ১১ মার্চ ঢাকা এসেছিল। ওই শিক্ষকও প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেওয়ার দাবিকে সমর্থন করেছিলেন। সাময়িক বরখাস্ত করা হলেও তাদের কাউকে শোকজ করা হয়নি; যা বিধিবহির্ভূত বলছেন শিক্ষকরা।
জানতে চাইলে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ দেশ রূপান্তরকে বলেন, ‘সাময়িক বরখাস্তের পরবর্তী যে প্রক্রিয়া আছে, সেদিকেই আমরা যাব।’ এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সঙ্গে এসব ব্যাপারে কথা বলার জন্য গতকাল একাধিকবার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নেওয়া একজন শিক্ষকের জীবনে সেরা প্রাপ্তি। এ জন্য শিক্ষকদের দাবি থাকতেই পারে, প্রত্যাশা থাকতেই পারে। তবে সবচেয়ে বড় কথা হলো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। শিক্ষকদের যেভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি বলে আমার মনে হয়। এর প্রভাব অন্যান্য শিক্ষকের মধ্যেও পড়বে, এটাই স্বাভাবিক।’
শুধু তা-ই নয়, করোনাকালে বন্ধ থাকা প্রাথমিক শিক্ষা চালু রাখতে কিছু শিক্ষক ও মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা স্বউদ্যোগে কিছু অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন; যাতে অনলাইন ক্লাস, শিক্ষকদের মধ্যে আলোচনাসহ নানা কাজ করা হয়। এতে প্রতিটি ফেসবুক গ্রুপে লাখ থেকে হাজারো শিক্ষক যুক্ত হয়েছেন। এখনো সেসব গ্রুপ সক্রিয় রয়েছে। কিন্তু সেই গ্রুপগুলোকেই এখন শায়েস্তা করার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের অজুহাত দেখিয়ে অনলাইনে যুক্ত থাকা অনেক শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাকেই দেওয়া হচ্ছে কারণ দর্শানো নোটিস (শোকজ)। সরকার যেখানে শিক্ষকদের ডিজিটালি আপডেট হওয়ার কথা বলছে, সেখানে প্রায় অনেকটাই উল্টো পথে হাঁটছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষকরা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দীর্ঘদিন ধরে আসন গেড়ে বসেছেন কিছু কর্মকর্তা। অনেকেই ৬ থেকে ১২ বছর ধরে একই দপ্তরে চাকরি করছেন। তাদের যে দায়িত্বই থাক না কেন যত লাভজনক কাজ আছে, সেগুলোতেই তারা হাত দিচ্ছেন। যোগ্য কর্মকর্তাকে অধিদপ্তরে আনলে তাদের সরে যেতে হবে, এ জন্য তারা নানাভাবে ঊর্ধ্বতনদের ভুল বুঝিয়ে মাঠপর্যায়ে শাস্তি দিয়ে সবাইকে ভীত করে তুলছেন। এতে পিছিয়ে পড়ছে প্রাথমিক শিক্ষার মান।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত মার্চ-এপ্রিলে অনলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি করা হয়। যদিও নিয়ম ছিল, অনলাইনে নির্দিষ্ট মানদন্ড পূরণ ছাড়া কেউ বদলি হতে পারবেন না। কিন্তু তা মানেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঢাকা ও ঢাকার বাইরে নিয়ম ভেঙে কয়েক শো শিক্ষকের বদলির আদেশ জারি করা হয়। আর এই বদলি-পদায়নে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে দাবি শিক্ষকদের; যা ভাগ-বাটোয়ারা হয়েছে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে। আবার অনেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা শিক্ষা কর্মকর্তাদের বদলিতেও সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। কাউকে ক্ষোভের বশবর্তী হয়েও অনেক দূরে বদলি করে দেওয়া হচ্ছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়ন।
জানা যায়, চলতি বছর থেকে প্রথম শ্রেণিতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। আর আগামী বছর থেকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে এবং ২০২৫ সাল থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। কিন্তু তা পড়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেই অধিদপ্তরের। শিক্ষকদের নামমাত্র প্রশিক্ষণেই দায়িত্ব শেষ করা হয়েছে। আসলে এই শিক্ষাক্রম শিক্ষার্থীরা কতটুকু আত্মস্থ করতে পারছে বা এ জন্য আর কী করা প্রয়োজন, সে ব্যাপারে তেমন নজর নেই।
এ ছাড়া এখনো প্রাথমিকের প্রধান শিক্ষকরা বেতন পান ১১তম গ্রেডে ও সহকারী শিক্ষকরা পান ১৩তম গ্রেডে। দুই ধরনের প্রায় চার লাখ শিক্ষকই ১০ম গ্রেডে বেতনের দাবি করে আসছেন। এ ছাড়া সহকারী থানা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারাও দীর্ঘদিন ধরে নবম গ্রেডের দাবি করছেন। আর মাঠে কাজ করা এসব শিক্ষক ও কর্মকর্তার পদোন্নতিও নেই বললেই চলে। কিন্তু এগুলো সমাধানেও তেমন কোনো উদ্যোগ নেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের; যা প্রাথমিকের মান উন্নীতের ক্ষেত্রে বড় অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রবীণ শিক্ষক নেতা মো. সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘এখনো মফস্বলে বা দুর্গম অঞ্চলের অনেক স্কুলেই এক-দুজন শিক্ষক। অনেক স্কুলে শিক্ষকের পদ তিন-চার বছর ধরে শূন্য। শিক্ষক না থাকলে এর প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়ে। এ ছাড়া সরকারি প্রাথমিকে সাধারণত দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা আসে। তাদের একটু আলাদা যতœ নেওয়া প্রয়োজন। সেগুলোও হচ্ছে না। শিক্ষকরাও তাদের বেতন-ভাতায় সন্তুষ্ট নন। সব মিলিয়ে আমরা প্রাথমিক শিক্ষায় কাক্সিক্ষত মান অর্জন করতে পারছি না।’
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হতে পারে গাজীপুর সিটি নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী আজমত উল্লা খানকে।
গণভবনের গুরুত্বপূর্ণ একটি সূত্র দেশ রূপান্তরকে বলেন, আজমত উল্লা খানকে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হচ্ছে। ওই আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) গত ১৫ মে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় ওই শূন্য আসনে আজমতকে মনোনয়ন দেওয়া হতে পারে।
গাজীপুরের দ্বিধা-বিভক্ত রাজনীতি সিটি করপোরেশন নির্বাচনে দুই দফায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ভোটে পরাজিত করে রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, দক্ষ, মেধাবী ও ভাবমূর্তি সম্পন্ন আজমত উল্লাকে বরং আরও ওপরে রাখতে চেষ্টা করছেন। দলীয় সভাপতি টের পেয়েছেন মেয়র প্রার্থী আজমত হারেননি, তাকে গাজীপুরের দলীয় রাজনীতি জোর করে হারানো হয়েছে।
গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লাকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকে পাঠান। আজমতের সঙ্গে গাজীপুরের নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্তের ব্যাপারগুলো শেখ হাসিনা জানেন এবং জানান। গণভবনে পরাজিত প্রার্থী আজমতকে বোঝান পরাজয়ের কারণ আমরাই। বিএনপি-জামায়াত তাদের প্রার্থী দেয়নি গাজীপুরের সিটি ভোটে। তারা নৌকা হারাতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই পরিস্থিতি সৃষ্টি করেছে জাহাঙ্গীর আলম। এর সঙ্গে দলেরও কেউ কেউ রসদ জুগিয়েছে। এতে রাজনীতি শেষ হয়ে গেছে এমন নয়।
সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী যার ওপর ক্ষুব্ধ হন তার যেমন শাস্তি দেন তেমনি যার ওপর সন্তুষ্ট ও যিনি ধৈর্য ধারণ করেন তাকে একই সঙ্গে সব দেন। গত ১৫ বছরে বহুজন এর উদাহরণ। গাজীপুরে মেয়র পদে আজমতকে হারা বা হারানোয়, প্রধানমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা জাহাঙ্গীরের ভোটকে ঘিরে যে নাটকীয় আচরণ করেছেন সে সম্পর্কে ক্ষুব্ধ হয়েছেন। গাজীপুরের আওয়ামী লীগের রাজনীতি আজমতকে নিয়ে যে খেলাধুলায় মেতেছে সে আজমতকে নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন আরও ওপরে।
প্রয়াত সংসদ সদস্য নায়ক ফারুক গাজীপুরের কালিগঞ্জে জন্মগ্রহণ করেন। যদিও ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। আজমতও টঙ্গী কালিগঞ্জের। তা ছাড়া ঢাকা লাগোয়া এই জেলার বাসিন্দা আজমত। গাজীপুরের অনেক মানুষ ওই আসনে বসবাসও করেন। এসব মিলিয়ে আজমত প্রায়োরিটি পেতে যাচ্ছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে।
আজমতের বিভিন্ন ঘনিষ্ঠজনেরা এসব তথ্য দিলেও আজমত উল্লা খান দেশ রূপান্তরকে বলেন, এসব ব্যাপারে তার কোনো কিছুই জানা নেই। চিন্তাও করেন না তিনি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জায়েদা খাতুন।
তিনি ঘড়ি প্রতীকে মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ সিটির ৪৮০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।
বৃহস্পতিবার (২৫ মে) রাতে রির্টানিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনের অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্রপ্রার্থী ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘ও ভোরের পাখি’। ঈমাম হোসাইনের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন তামান্ন তিথি। অনুষ্ঠানটিতে আবৃত্তি করেছেন আশরাফুল আলম, মীর বরকত, রফিকুল ইসলাম, পলি পারভিন, শাকিলা মতিন মৃদুলা, মাসকুর-এ সাত্তার কল্লোল, আসলাম শিশির, সংগীতা চৌধুরী, আহসান উল্লাহ তমাল। প্রচারিত হয় ২৫ মে সকাল সাড়ে ৯টায়।
এছাড়াও নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’। অনুষ্ঠানটিতে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে কবিকে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে। জনপ্রিয় সংগীতশিল্পী ও বাচিকশিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করেছে। ইয়াসমিন মুসতারী, সালাউদ্দিন আহমেদ, শেলু বড়ুয়া, ছন্দা চক্রবর্ত্তী ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রফেসর মুন্সী আবু সাইফ। মনিরুল হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ২৫ মে দুপুর ১ টা ০৫ মিনিটে। আরও প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘দোলনচাঁপা’ ও ‘সন্ধ্যামালতী’। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘বনের পাপিয়া’ (পুনপ্রচার)।