
পরতে পরতে রঙ বদলানো ম্যাচের শেষটায় ভাগ্য মুখ ফিরিয়ে নিল রূপায়ণ সিটি কুমিল্লার কাছ থেকে। ৫৬ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হেলায় হারালেন দলটির কোরিয়ান ডিফেন্ডার কিম সুং ইয়োব। তার পেনাল্টি স্ট্রোক চলে গেল বার উঁচিয়ে। এর সঙ্গে দুই বিদেশি আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত দলটির বিরুদ্ধে গেছে। তাতে হকি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলার স্বপ্ন বিলীন হয়েছে রূপায়ণ সিটির। দ্বিতীয় কোয়ালিফায়ারে মোনার্ক পদ্মার কাছে তারা হেরেছে ৪-৩ গোলে। মোনার্কের হয়ে চারটি গোলই করেন জাপানিজ মিয়া তানিমিৎসু। আগামীকাল সাকিব আল হাসান মালিকানাধীন মোনার্ক ফাইনালে মুখোমুখি হবে একমি চট্টগ্রামের।
ম্যাচের প্রায় পুরোটা সময় প্রাধান্য বিস্তার করে খেলতে দেখা গিয়েছে রূপায়ণ সিটিকে। আগের ম্যাচে স্পেন থেকে উড়িয়ে আনা তারকা জোয়াকিন মেনিনির সংযুক্তিতে তারা আক্রমণভাগে ছিল অনেক বেশি সংঘবদ্ধ। তবে ম্যাচজুড়েই দুই মালয়েশিয়ান ও কোরিয়ান আম্পায়ারের ভুল বাঁশি খেলার গতিরোধ করেছে। তাদের বেশিরভাগ সিদ্ধান্তই গেছে রূপায়ণের বিপক্ষে। তারপরও প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। ১৩ মিনিটে মেনিনি করেন সুযোগ সন্ধানী গোল। মিলন হোসেনের রিভার্স হিট গোলমুখ থেকে ফিরিয়েছিলেন ইরফানুল হক। ফিরতি বল পেয়ে জোরালো হিটে গোলের খাতা খোলেন স্প্যানিশ তারকা। পরের মিনিটেই দলের দ্বিতীয় পিসিকে গোলে পরিণত করে ব্যবধান বাড়ান সোহানুর রহমান সবুজ। মিলনের পুশ ভারতীয় প্রদীপ মোর থামালে তাতে রূপায়ণ অধিনায়কের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক জালে জড়ায়। তবে দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ফিরে আসে আগের দিন এলিমিনেটরে মেট্রো বরিশালকে হারিয়ে আসা মোনার্ক পদ্মা। ১৭ মিনিটে তানিমিৎসু দলের দ্বিতীয় পিসি থেকে গোল করে ব্যবধান কমান। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে রূপায়ণ সিটির মালয়েশিয়ান ডিফেন্ডার ইজাদ হাকিমি রাসেল মাহমুদ জিমিকে শুটিং সার্কেলের ভেতরে বাজে ট্যাকল করে পেনাল্টি স্ট্রোক উপহার দেন। তা থেকে ২-২ করেন তানিমিৎসু। তবে ৩৯ মিনিটে মেনিনি অসাধারণ স্টিকওয়ার্কে রূপায়ণের লিড পুনরুদ্ধার করেন। বাঁ দিক থেকে ভারতীয় প্রদীপ মোরের পাস পেয়ে একজনকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন এই আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ ফরোয়ার্ড। চতুর্থ কোয়ার্টারের পঞ্চম মিনিটে একটি বিতর্কিত পিসি ও হলুদ কার্ডের সিদ্ধান্তে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল রূপায়ণ। রূপায়ণ অধিনায়ক সবুজকে হলুদ কার্ড দেখালে তারা মাঠের এক পাশে চলে আসে। খেলা প্রায় ৫ মিনিট বন্ধ থাকার পর রূপায়ণ সিটি কুমিল্লার দেখভালের দায়িত্বে থাকা সাবেক ফুটবলার আবদুল গাফফারের হস্তক্ষেপে মাঠে গড়ায় খেলা। সেই পিসি থেকে গোল না পেলেও পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় মোনার্ক। তবে রেফারেল চেয়ে সেটি বাতিল করায় রূপায়ণ। তবে ফিরতি পিসি থেকে তানিমিৎসু ৩-৩ করেন। ৫৫ মিনিটে পরপর দুটি পিসি নষ্ট করার পর তানিমিৎসু মোনার্ককে প্রথমবারের মতো এগিয়ে নেন। তবে ম্যাচে ফেরার দারুণ সুযোগ ছিল রূপায়ণের। পরের মিনিটে দলটির কোরিয়ান ডিফেন্ডার কিম সুং ইয়োব পিসি থেকে গোল করতে না পারলেও আম্পায়ার পেনাল্টি স্ট্রোকের বাঁশি বাজান। দারুণ সেই সুযোগ ইয়োব বার উঁচিয়ে মেরে দলের বিদায় নিশ্চিত করে দেন।
ম্যাচ শেষে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আবদুল গাফফার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পক্ষপাতমূলক আম্পায়ারিং এই ম্যাচেও জারি থাকল। গত ম্যাচে আম্পায়াররা আমাদের হারিয়ে দিয়েছিল। আজও বারবার আম্পায়ারদের বাঁশি আমাদের বিরুদ্ধে বেজেছে। এর সঙ্গে ভাগ্যও শেষ পর্যন্ত সহায়তা করেনি। তাই হারতে হয়েছে।’ রূপায়ণ সিটির ক্ষুব্ধ ম্যানেজার এহসান রানা দাবি করেন, ‘এখানে অন্য কিছু কাজ করেছে। আমরা ৭ গোলে এগিয়ে গেলেও এই ম্যাচ জিতে বের হতে পারতাম না।’
ম্যাচ শেষে মোনার্ক পদ্মার অভিজ্ঞ মিডফিল্ডার জিমি ও রানার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছিল; যা অন্যদের হস্তক্ষেপে হাতাহাতিতে গড়ায়নি। সব মিলিয়ে বিদায়টা প্রত্যাশা মতো হলো না রূপায়ণ সিটি কুমিল্লার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে আছে। এ মন্দা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা গণভবন থেকে মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত মূল আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সকল ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়টা হলো আমাদের উন্নয়নের গতি কিছুটা হলেও শ্লথ হয়ে গিয়েছে।
করোনাভাইরাসের অভিঘাত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশন (নিষেধাজ্ঞা), কাউন্টার স্যাংশনের (পাল্টা নিষেধাজ্ঞা) ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এই মন্দা মোকাবিলায় এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তার দেশের প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে, উন্নত জীবন পাবে, শিক্ষা-দীক্ষায় উন্নত হবে, সেই লক্ষ্য ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।’
অগ্নিনির্বাপণকারীদের ‘দুঃসময়ের বন্ধু’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা (ফায়ার ফাইটার) নিজেদের জীবন বাজি রেখে মানুষের কল্যাণ করে মানুষকে উদ্ধার করেন। একটি মহৎ কাজে তারা নিয়োজিত রয়েছেন। কাজেই ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যই দুঃসময়ের বন্ধু হিসেবে মানুষের কাছে প্রতীয়মান। তাই ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে আমরা বিদেশি সহায়তাও কাজে লাগিয়েছি।’
প্রধানমন্ত্রী সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়িত্ব পালনকালে নিহত ৩০ জন অগ্নিনির্বাপণকর্মীকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি তাদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শেখ হাসিনা বলেন, ‘ফায়ার সার্ভিস সম্পূর্ণ সক্ষমতার, উচ্চক্ষমতার সেবাদানকারী প্রতিষ্ঠানে যাতে রূপান্তরিত হয়, সে ব্যবস্থাই আমরা গ্রহণ করেছি। প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস প্রতিষ্ঠার যে ঘোষণা আমরা দিয়েছিলাম, তা এখন শেষ পর্যায়ে। যারা এ কাজে সম্পৃক্ত, তারা যেন উন্নত মানের প্রশিক্ষণ ও যন্ত্রপাতি পান, সেদিকে লক্ষ রেখেই আমরা বঙ্গবন্ধু ফায়ার একাডেমি প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছি।’
সরকারপ্রধান বলেন, লিঙ্গবৈষ্যম দূর করতে ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ার ফাইটার’ করা হয়েছে। পরিদর্শকের সংখ্যা ৫০ থেকে ২৬৮, ডুবুরির সংখ্যা ২৫ থেকে ৮৫, অ্যাম্বুলেন্স সংখ্যা ৫০ থেকে ১৯২, আগুন নেভানোর পানিবাহী গাড়ির সংখ্যা ২২৭ থেকে ৬১৭ এবং ফায়ার পাম্পের সংখ্যা ৪৫০ থেকে ১৫৪৬টিতে উন্নীত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও নিরাপত্তাসেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সীতাকুণ্ডে সাম্প্রতিক বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ১৩ জন অগ্নিবীরের পরিবারসহ ফায়ার সার্ভিসের ৪৫ জন সদস্যের হাতে চারটি ক্যাটাগরিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পদক-২০২২ তুলে দেন। প্রধানমন্ত্রী বাহিনীর কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন এবং রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। সূত্র : বাসস
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির (চনপাড়া পুনর্বাসন কেন্দ্র) মূল ফটক দিয়ে ঢুকে এক কিলোমিটার ভেতরে ৪ নম্বর ওয়ার্ডের নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে কাইলা রায়হানের তিনতলা ভবন। গত সোমবার বিকেলে ওই ভবনের কাছাকাছি গেলে দেখা যায়, ভবন লাগোয়া সরু রাস্তার সামনে ১৫ থেকে ২০ বছরের ৮-১০ জনের জটলা। ভবনের সামনে যেতেই সরু রাস্তা দিয়ে ভেতরে ঢুকে যায় তারা।
নব কিশলয় বিদ্যালয়ের আশপাশের দোকানি ও স্থানীয় লোকজন জানান, দিন-রাত ২৪ ঘণ্টা এভাবেই মাদক নিয়ে দাঁড়িয়ে থাকে কারবারিরা। বস্তির সব থেকে বেশি মাদক বিক্রি হয় কাইলা রায়হানের বাড়ির সামনে। ওই বাড়িতেই রয়েছে মাদকের গুদাম। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৩) চনপাড়া বস্তিতে খুন হওয়ার পর থেকে বাড়িটি তালাবদ্ধ রয়েছে। তবে থেমে নেই মাদকের কারবার।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পাশে ১২৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা চনপাড়া বস্তির ৮০ একরে সোয়া লাখ মানুষের বাস। ৯টি ওয়ার্ড বা মহল্লায় বিভক্ত এই বস্তিতে ছোট-বড় ১১৪টি মাদক বিক্রির স্পট রয়েছে। ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, হেরোইন, গাঁজা থেকে
শুরু করে সবধরনের মাদকই এসব স্পটে পাওয়া যায়। এসব মাদক বিক্রি করা হচ্ছে ছোট ছোট ছেলেদের দিয়ে। প্রতিটি স্পটের জন্য কারবারিদের কাছ থেকে সপ্তাহে ৫ হাজার টাকা করে চাঁদা বা বখরা তোলা হয়, মাসে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ লাখ টাকা। এর বিনিময়ে প্রকাশ্যে নির্বিঘেœ মাদক বেচাবিক্রির সুযোগ পায় কারবারিরা। একই সঙ্গে ক্রেতারা কোনো ঝুটঝামেলা ছাড়াই মাদক সেবনের সুযোগ পান বস্তি এলাকায়। এসব মাদকের ক্রেতা উঠতি বয়সী ছেলেমেয়েরা। যাদের বেশিরভাগই রাজধানী থেকে যাওয়া ও বস্তির আশপাশের বাসিন্দা।
এ ছাড়া চনপাড়া বস্তি থেকে মাদকের বড় চালান যায় বস্তিসংলগ্ন শীতলক্ষ্যা নদীর বিপরীত পাশে রাজধানীর ডেমরা থানাধীন শিল্প এলাকায়ও। ডেমরা থেকেই পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে এসব মাদক।
বস্তির ষাটোর্ধ্ব এক বাসিন্দা দেশ রূপান্তরকে বলেন, ‘যেসব ছেলেমেয়ে মাদক সেবন করতে আসে তা কল্পনাও করতে পারবেন না। ভার্সিটির ছেলেমেয়েরা দল বেঁধে আসে, স্বামী-স্ত্রীও প্রাইভেট কার নিয়ে চলে আসে বস্তিতে মাদকসেবন করতে। ২৪ ঘণ্টা ধরে বেচাবিক্রি হয়। প্রতিটি স্পটে মাদক গ্রহণের জন্য ঘরের ব্যবস্থাও আছে।’
তিনি বলেন, ‘একেকটি ওয়ার্ডে সাত থেকে দশটি করে মাদকের স্পট আছে। এখানে কে কোন ওয়ার্ডে মাদক বিক্রি করবে তা রাজনৈতিক নেতারা ঠিক করে দেয়। সব মুখবুজে সহ্য করা ছাড়া কারও কিছুই করার নেই।’
বস্তি এলাকায় আধিপত্য নিয়ে মাদক কারবারিদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। তাদের বিবাদে অতিষ্ঠ সাধারণ বাসিন্দাদের অনেকে বস্তি ছেড়ে অন্য এলাকায় চলে যাচ্ছেন। বস্তির অফিস ঘাটের নৌকার মাঝি মো. আলমগীর হোসেন সম্প্রতি পরিবার নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। তিনি গতকাল মুঠোফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘বস্তিতে থাকার মতন পরিবেশ নেই। মাদক কারবারিদের আধিপত্য নিয়ে বিবাদ লেগেই থাকে। একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। নির্বিচারে ঘরবাড়ি ভাঙচুর করে।’ তার মতন অনেকে বস্তি ছেড়ে চলে যাচ্ছেন বলে জানান আলমগীর।
বস্তিবাসীর অভিযোগ রয়েছে, মাদক কারবারিদের পৃষ্ঠপোষক কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মো. বজলুর রহমান। তিনি বস্তি এলাকার ‘অঘোষিত সম্রাট’। তিনি একই সঙ্গে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের চনপাড়া ইউনিটের (চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন) সাধারণ সম্পাদক। বজলুর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তার ঘনিষ্ঠজনদের দিয়ে গড়ে তুলেছেন মাদক কারবারের এক অভয় আশ্রম। বজলুর রহমানের সাঙ্গোপাঙ্গরা মাদকের স্পট থেকে নিয়মিত চাঁদা তোলে। চাঁদার সেই টাকার ভাগবাটোয়ারা হয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে পুলিশের বিভিন্ন মহলেও।
নাম প্রকাশ না করার শর্তে এক মাদক কারবারি দেশ রূপান্তরকে বলেন, ইউপি সদস্য বজলুর লোকজন নিয়মিত চাঁদা তোলেন। এসব টাকার একটি বড় অংশ রাজনৈতিক নেতারা পান। আরেকটা অংশ চনপাড়া পুলিশ ফাঁড়ি, রূপগঞ্জ থানা, ডেমরা থানা ও ডিবি পুলিশকে দেওয়া হয়। ফলে বস্তিতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ঝামেলা করে না।’
এসব অভিযোগের বিষয়ে জানতে বজলুর রহমানকে গতকাল ফোন করলে এক নারী রিসিভ করেন। এ প্রতিবেদকের পরিচয় জানার পর ফোন কেটে দেন তিনি। এরপর একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বস্তিতে আধিপত্যের লড়াই ও কাঁচা টাকার ছড়াছড়ি শুরু হয় ২০১৩ সালের পর থেকে। সে সময় অবৈধ গ্যাস সংযোগ দিতে বাড়িপ্রতি প্রথম পর্যায়ে ৪০ হাজার ও পরে ১০ হাজার করে টাকা দিতে হয়েছে। এভাবে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা বজলু, আনোয়ার ও সমশেরের তিনটি গ্রুপ। যাদের আধিপত্য বেশি ছিল তারা বেশি টাকা নিয়েছিল।
বস্তিসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে চারটি নৌঘাট রয়েছে। ৬ নম্বর ওয়ার্ডের ‘বাজার ঘাট’, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী অফিস ঘাট, ১ নম্বর ওয়ার্ডের ‘এক নং চরের ঘাট ও ‘বওর বা বাইদ্দার ঘাট’। এসব ঘাট দিয়ে নদী পথে বস্তিতে মাদক ঢোকে। মাদক কারবারিরা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট বড় চালান এনে কুমিল্লার দাউদকান্দিতে জড়ো করে। সেখান থেকে দুই থেকে তিন হাজার করে ভাগ করে প্রথমে মেঘনা নদী ও পরে শীতলক্ষ্যা নদী দিয়ে বাল্ক হেডে করে চনপাড়া বস্তিতে নিয়ে আসে। গভীর রাতে অফিস ঘাট দিয়ে বেশি ঢোকে এসব ইয়াবা। এ ছাড়া পাশর্^বর্তী দেশ ভারত থেকে আসা ফেনসিডিল মেঘনা ব্রিজের পাম্পের আশপাশে গাড়ি থেকে ফেলে দেয় কারবারিরা। সেখান থেকে অটোরিকশা করে ঢোকে চনপাড়া বস্তিতে। নদী পথেও আসে। অন্যান্য মাদকের বেশিরভাগই ঢোকে এই চার ঘাট দিয়ে। বস্তির পাইকারি ডিলারদের মধ্যে বজলু মেম্বরের মেয়ের জামাই রিপন, শ্যালক জাহির ছাড়াও ফেন্সি ফারুক, রবিন অন্যতম।
বস্তির এক নম্বর ওয়ার্ডে মাদক বিক্রি নিয়ন্ত্রণ করে তালুকদার মুজাহিদ, মাল্টা রনি ও উজ্জ্বল। দুই নম্বর ওয়ার্ডে আলমগীর, তিন নম্বর ওয়ার্ডে শাওন, চান ও পাঁচ নম্বর ওয়ার্ডে রায়হান, ছয় নম্বর ওয়ার্ডে মনু ওরফে ময়না ও পাগলা ফারুক, সাত নম্বর ওয়ার্ডে বন্দুকযুদ্ধে নিহত শাহিনের সহযোগী জুলহাস, সুমন ও সিরাজুল। আর ৯ নম্বর ওয়ার্ডে রাজার লোকজন। এসব মাদক কারবারি কখনো বস্তির বাইরে বের হয় না।
জানতে চাইলে চনপাড়া বস্তি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান দেশ রূপান্তরকে বলেন, ‘মাদকের বেশিরভাগই নদীপথে ঢোকে। এজন্য আমাদের তেমন কিছু করার থাকে না।’ মাদক কারবারিদের কাছ থেকে চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘আমি মাত্র এক মাস হয় এখানে এসেছি। এসব অভিযোগ মিথ্যা।’
খোঁজ নিয়ে জানা গেছে, চনপাড়া বস্তিতে দীর্ঘদিন দুটি গ্রুপের আধিপত্য ছিল। গ্রুপ দুটির একটি হলো বজলু মেম্বার ও জয়নালের। আর অন্যটি শাহিন ও রাজার। পরে বজলু ও জয়নালের মধ্যে বিরোধ তৈরি হয়। জয়নাল স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে জেলে আছেন। তার বিরুদ্ধে অন্তত ১০টি মাদক ও হত্যা মামলা আছে। আর অপর গ্রুপের শাহিন গত বৃহস্পতিবার র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনিও স্বেচ্ছাসেবক লীগের চনপাড়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে মাদক ও হত্যার ২৩ মামলা ছিল। রাজাও র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেলে আছেন।
ভাষা আন্দোলন থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন, বাংলাদেশের অভ্যুদয় থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশের বামপন্থি দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। এসব আন্দোলনের ক্ষেত্রে বামপন্থিরা কখনো প্রকাশ্য আবার কখনো নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছে। ইতিহাসের বাঁকবদলের এসব আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মণি সিংহ, অধ্যাপক মোজাফফর আহমেদ, আবদুল হক, মোহাম্মদ তোয়াহা, মোহাম্মদ ফরহাদদের মতো বাম ও উদারপন্থি নেতার আবির্ভাব ঘটেছে। এখনো রাশেদ খান মেনন, আব্দুর রব, হাসানুল হক ইনুর মতো নেতা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম কি তৈরি হয়েছে, যারা বাম আন্দোলনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এমন আলোচনা আছে রাজনৈতিক মহলে।
এমনও আলোচনা আছে যে, ঘুরে ঘুরে দুই-একজন নেতার হাতে দলের নেতৃত্ব থাকায় দলীয় নেতৃত্বের ক্ষেত্রেই নয়, জাতীয় রাজনীতিতেও সংকট ঘনীভূত হচ্ছে।
দেশের সব আন্দোলন-সংগ্রামে ছাত্র, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুরদের অবদান সবসময়ই বেশি ছিল। এই সংগঠনগুলোতে বামপন্থিদের প্রভাব থাকায় একদিকে আন্দোলন যেমন বেগবান হয়েছে তেমনি বামপন্থি দলগুলোও জনগণের কাছাকাছি যেতে পেরেছিল। বর্তমান সময়ে বামপন্থি ছাত্র সংগঠনগুলো অস্তিত্ব সংকটে ভুগছে। দেশে কৃষক-ক্ষেতমজুরদের কোনো কার্যকর আন্দোলন নেই, শ্রমিক সংগঠনগুলো পুরোপুরি আওয়ামী-বিএনপির দখলে চলে গিয়েছে। এইসব পেশাভিত্তিক গণ-সংগঠনগুলোই ছিল বামপন্থি দলগুলোর জনগণের মধ্যে কাজ করা এবং প্রভাব বিস্তার করার মূল মাধ্যম। ফলে কোনো গণআন্দোলন গড়ে তুলতে পারছে না দলগুলো।
বামদলগুলোর নেতারা মনে করেন, এরশাদবিরোধী আন্দোলনের পরে দেশের বাম রাজনীতিতে যোগ্য ও জনপ্রিয় নেতা আসেননি। যারা রয়েছেন তাদের মধ্যেও দূরদর্শিতার অভাব রয়েছে। অন্যদিকে অনেকেই নিজেদের অস্তিত্ব ও ক্ষমতার স্বাদ পেতে জোট করেছেন ক্ষমতায় থাকা দলগুলোর সঙ্গে। এ নিয়ে দলগুলোর ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনা আছে। বড় কথা বাম দলগুলো সাংগঠনিক শক্তি হারাচ্ছে। জনগণের মনোযোগও আর আকর্ষণ করতে পারছে না।
সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান দেশ রূপান্তরকে বলেন, ‘বাম দলের নেতৃত্ব তৈরি হয় শ্রেণিসংগ্রামের মধ্য দিয়ে। কিন্তু আমাদের বামপন্থিরা এটা ভুলে গেছে। শ্রেণিসংগ্রাম তো সমাজের চালিকাশক্তি, কিন্তু সেই শ্রেণিসংগ্রামই নেই। বর্তমানে বামপন্থিদের মধ্যে বিভ্রান্তি রয়েছে। তাদের যে পথ, সেখান থেকে তারা সরে আসছে। ঐতিহ্যকে ধারণ করে আন্দোলন-সংগ্রাম অগ্রসর করেনি।’
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর সারা বিশ্বেই বাম রাজনীতি হোঁচট খেয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে পরিবর্তন আসা উচিত। বিশেষ করে বাম দলগুলোতে নেতৃত্বের এই পরিবর্তন অনেক আগেই আসা উচিত ছিল। কিন্তু তা না হয়ে দীর্ঘ সময় ধরে পদ-পদবি আগলে ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে। বামদলগুলো ব্যক্তিনির্ভর রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে।
বিশ্লেষকরা মনে করেন, বাম রাজনীতির সফলতা নির্ভর করে নেতৃত্বের দৃঢ়তা ও সততার ওপর।
বাম দলগুলোর কেন্দ্রীয় কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, গত ২৮ বছর ধরে দেশের অন্যতম বড় বামপন্থি দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি-সাধারণ সম্পাদক ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম। অন্যদিকে, ৩৬ বছর আহ্বায়ক এবং পাঁচ বছর সাধারণ সম্পাদক, সব মিলিয়ে গত ৪১ বছর ধরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতৃত্বে ছিলেন খালেকুজ্জামান। সম্প্রতি কংগ্রেসের মাধ্যমে দুই দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসে।
একই অবস্থা ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির। দলটির সভাপতি রাশেদ খান মেনন ৩৭ বছর ধরে মূল নেতৃত্ব রয়েছেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু ৩৫ বছর ধরে নেতৃত্বে রয়েছেন। গত বছর নেতৃত্ব জটিলতায় দলটি আবারও ভাঙনের মুখে পড়ে। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব ৩৭ বছর, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ৃয়া ৩৪ বছর ধরে নিজ নিজ দলের নেতৃত্বে আছেন।
বাসদের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ সময় বিশেষ চাহিদা বা প্রয়োজন দেখা দেয়। তার ভিত্তিতে নেতৃত্ব সেভাবে সংগঠিত হওয়া দরকার। যদি কেউ সেটা অনুসরণ না করে তাহলে ক্ষতিগ্রস্ত হয়। আবার শুধুমাত্র নিয়ম করে পরিস্থিতি না বুঝে দলের নেতৃত্ব অদল-বদল করলে দলের অগ্রগতি হয় না। আবার প্রয়োজনের তাগিদে সাড়া না দিয়ে শুধুমাত্র একই নেতৃত্ব বহাল থাকলেও দল বা আন্দোলন অগ্রসর হয় না।’ তিনি বলেন, ‘এটা মূলত নির্ভর করে একটা বিপ্লবী সংগ্রামের বিকাশ, দলের প্রয়োজন এবং সার্বিক সাংগঠনিক প্রয়োজনের ওপর। তার নিরিখে নেতৃত্ব নির্বাচিত হওয়া দরকার এবং রদবদল হওয়া দরকার।’
খালেকুজ্জামান আরও বলেন, ‘শুধুমাত্র নাম করা নেতা হলেই একটা আন্দোলন বিকশিত হয়, তা না। নীতিগত সংগ্রামের বিকাশের মধ্য দিয়ে নেতা তৈরি হয়।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক দেশ রূপান্তরকে বলেন, ‘এই সময়টাতে পৃথিবীজুড়ে বামেরা লড়ছে। বিভিন্ন দেশে লাল ঝা-া উড়াচ্ছে। কিন্তু আমরা পারছি না। এটা আমাদের বড় ব্যর্থতা। আমরা যে কিছু করতে পারি, এই বুঝটা আমাদের মধ্যে নেই।’
তিনি বলেন, ‘দেশের বাম গণতান্ত্রিক শক্তি কখনোই দুর্বল ছিল না। সমস্যা হলো আমাদের শক্তি নিয়ে জনগণের কাছে যেতে পারছি না। এখানে নেতৃত্বের ঘাটতি রয়েছে। কারণ আমরা সময়ের সঙ্গে খাপ খাইয়ে দিকনির্দেশ করতে পারিনি।’
ফ্লাইট জটিলতায় দেরি শুধু সাকিব আল হাসানেরই হয় না, নেইমারেরও হয়! বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের ফ্লাইট জটিলতায় দেরিতে নিউজিল্যান্ডে পৌঁছানো নিয়ে কম জল ঘোলা হয়নি। তাহিতি হয়ে আসতে না পারায় হাজির থাকতে পারেননি অধিনায়কদের ফটোসেশনে। একই বরাত নেইমার আর মারকুইনহোসেরও। প্যারিস থেকে তুরিনে সময়মতো হাজির হতে পারেননি প্যারিস সেন্ট জার্মেইর এই দুই ফুটবলার, তাই অংশ নেওয়া হয়নি বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের প্রথম অনুশীলন সেশনে। তবে কাল দ্বিতীয় অনুশীলনে ঠিকই মাঠে নেমে পড়েছেন নেইমার।
বিশ্বকাপের আগে তুরিনে, জুভেন্তাসের মাঠে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প ব্রাজিলের। দেশ থেকে সাড়ে পাঁচশ কেজি মালপত্র নিয়ে রবিবার তুরিনে পৌঁছেছেন ব্রাজিল দলের কোচ তিতে ও তার সহকারীরা। সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান লিগে খেলা বিশ্বকাপ দলে থাকা তিন ফুটবলার পেদ্রো, এভারটন রিবেইরো ও ওয়েভারটন।
চূড়ান্ত দলে ডাক পাওয়া ইউরোপের লিগে খেলা ফুটবলাররাও পৌঁছে গেছেন তুরিনে। সবার শেষে যোগ দিয়েছেন মারকুইনহোস ও নেইমার। বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়াতে বিমান পরিবর্তন করতে হয় পিএসজির এ দুই ব্রাজিলিয়ানকে। মাঠে পৌঁছতে পৌঁছতে গড়িয়ে যায় দুপুর। তাই প্রথম অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি তারা।
বিশ্বকাপের আগে তুরিনেই তৈরি হবেন ব্রাজিলের ফুটবলাররা। কোচ তিতে তারপর শেষ মিশনে উড়াল দেবেন কাতারের উদ্দেশে। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেলেসাওদের মিশন হেক্সা।
এবারই প্রথম বিশ্বকাপের দলে থাকার সৌভাগ্য হয়েছে রাফিনহার। বার্সেলোনায় খেলা ২৫ বছর বয়সী এই উইঙ্গারের জাতীয় দলে অভিষেক গত বছরের অক্টোবরে, এক বছর এক মাসেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। বার্সেলোনার ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনহা জানিয়েছেন নিজের রোমাঞ্চের কথা, ‘আমি বিশ্বকাপের জন্য তৈরি আর আমি কঠোর পরিশ্রম করছি যতটা সম্ভব ভালো শারীরিক অবস্থা নিয়ে বিশ্বকাপে যাওয়া যায়।’
বিশ্বকাপে খেলতে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না রাফিনহা, জানিয়েছেন বার্সেলোনার ওয়েবসাইটকে ‘ব্রাজিলের মতো একটা দল যখন বিশ্বকাপ বা যেকোনো প্রতিযোগিতায় খেলে তখনই শিরোপা জয়ের প্রত্যাশা তৈরি হয়। ফ্যানদের এই প্রত্যাশাটা স্বাভাবিক, কারণ আমাদের দলটা এত ভালো, এত এত দারুণ খেলোয়াড়!’
ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে, রাফিনহা তখন শিশু। সেই স্মৃতি একদমই মনে নেই তার, ‘২০০২ বিশ্বকাপ নিয়ে আমার খুব বেশি কিছু মনে নেই কারণ তখন আমি খুব ছোট। তবে সেটা ছিল দারুণ আর ভাষায় প্রকাশ করতে না পারার মতো একটা অভিজ্ঞতা। সবাই সবাইকে আলিঙ্গন করছিল। সেরকম আনন্দের মুহূর্ত ফিরিয়ে আনার এটাই সেরা সময়’ জানিয়েছেন রাফিনহা।
সবশেষ মৌসুমে রাফিনহা ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিডসে। ক্লাবকে অবনমন থেকে বাঁচাবার আনন্দে মাঠে হাঁটু দিয়ে হেঁটেছিলেন রাফিনহা, ব্রাজিল বিশ্বকাপ জিতলে সেটাই করবেন ‘কথা দিচ্ছি, ব্রাজিল যদি বিশ্বকাপ জিতে তাহলে লিডসের প্রিমিয়ার লিগ থেকে অবনমন থেকে রক্ষার পর যেভাবে হাঁটু দিয়ে হেঁটেছিলাম সেভাবেই উদযাপন করব।’
বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ঠিকই, তবে একাদশে জায়গা পেতে হলে জিততে হবে একটা অন্যরকম এল ক্লাসিকো! উইঙ্গার হিসেবে কোচের চোখে রাফিনহার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, মাদ্রিদিস্তাদের এই ফুটবলার গত মৌসুমে ছিলেন দলের ১৪তম চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়ক। তাকে টপকে একাদশে ঢুকতে অনেকটা কষ্টই করতে হবে রাফিনহাকে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উত্থাপনের জন্য পাঠানো হয়েছে। গত রবিবার এ সংক্রান্ত একটি চিঠি পরিকল্পনা কমিশনে পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।
প্রস্তাবটি কিছু সংশোধনী দিয়ে পাঠিয়ে এডিপিতে অননুমোদিত প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য বলা হয়েছে। তবে এ প্রকল্প এডিপিতে পাস হবে কি না মুশকিলে রয়েছে নির্বাচন কমিশন। কারণ প্রস্তাব অনুযায়ী এ মেশিন কিনতে হলে সরকারকে খরচ করতে হবে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ।
এখন রিজার্ভ (বৈদেশিক মুদ্রার সঞ্চিতি) মাত্র ২৬ বিলিয়ন ডলার (যদিও বাংলাদেশ ব্যাংক তার ওয়েবসাইটে দেখাচ্ছে ৩৬.৮ বিলিয়ন ডলার)। রিজার্ভের ওপর যখন চাপ, জ¦ালানি-ঘাটতিতে বিদ্যুৎ পরিস্থিতি যখন নাজুক, তখন এ যন্ত্রের জন্য এত ডলার খরচে সরকারের অনীহা থাকতে পারে।
জানতে চাইলে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, তিনি একটি বৈঠকে আছেন। এ বিষয়ে পরে জানাতে পারবেন।
এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সচিব মো. মামুন আল রশিদ গত সোমবার দেশ রূপান্তরকে বলেন, ‘জাতীয়ভাবে এ প্রস্তাবের গুরুত্ব কী এবং কোথায়, তা-ই মূল বিবেচনার বিষয়। বিভিন্ন দলের সঙ্গে সভা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ইভিএম চালু করবে। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাদের রিকয়ারমেন্ট অনুযায়ী প্রস্তাবটি আমাদের কাছে এসেছে। নীতিগতভাবে অবশ্যই আমরা এটি বিবেচনা করব।’
গত ৮ নভেম্বর (মঙ্গলবার) প্রস্তাবিত প্রকল্পটির ব্যয়ে কাটছাঁটের জন্য সেটি নির্বাচন কমিশনে ফেরত পাঠিয়েছিল পরিকল্পনা কমিশন। ফেরত পাঠানো প্রস্তাবের কোন কোন খাতে কীভাবে ব্যয়-সমন্বয় করা যায় তা নিয়ে মুশকিলে পড়েন প্রকল্পসংশ্লিষ্টরা।
ইসির সূত্র জানিয়েছে, ৮ হাজার ৭১২ কোটি টাকার ইভিএম প্রকল্প। এর সঙ্গে যুক্ত হবে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন পরিচালনা খাতের খরচের প্রায় ৮০০ থেকে ১ হাজার কোটি টাকা। সব মিলিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যয় হবে প্রায় ১০ হাজার কোটি টাকা।’
পরিকল্পনা কমিশন থেকে ফেরত পাঠানোর পর নতুন প্রস্তাবে প্রয়োজনীয় সংশোধন করতে তোড়জোড় শুরু করে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা। কোন কোন খাতে কীভাবে ব্যয়-সমন্বয় করা যায় তা নিয়ে গত বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করেন তারা।
ইসির সেই প্রস্তাবের সার-সংক্ষেপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনার পর এ সংক্রান্ত একটি চিঠি গত রবিবার পরিকল্পনা কমিশন পাঠানো হয়। ওই চিঠিতে ইসির পক্ষ থেকে ‘নির্বাচন ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা’ প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে অননুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করতে অনুরোধ করা হয়। চিঠি পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগে রয়েছে।
পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে বলা হয়, প্রকল্পটি গত ২৬ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির বিশেষ সভার সুপারিশ ও পরিকল্পনামন্ত্রীর অনুমোদনক্রমে ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে অননুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। তবে প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগে মূল্যায়ন করার সময় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচ্য।
উপর্যুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রকল্প সুষ্ঠুভাবে নির্ধারিত সময়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থাপনের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয়কে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে অর্থায়নের সুস্পষ্ট পরিকল্পনা ডিপিপিতে অন্তর্ভুক্ত করতে হবে; প্রকল্প ব্যয়ের নিবিড় পর্যালোচনা করে নির্বাচনসংশ্লিষ্ট খাতগুলো ঠিক রেখে পুরো ব্যয় প্রয়োজনে পুনর্বিন্যাস করতে হবে; প্রকল্পের কাজে ব্যবহারের জন্য চারটি জিপ ও ৫৩৪টি ডাবল কেবিন পিকআপ কেনার প্রস্তাব করা হয়েছে, গাড়িগুলো কিনে ভাড়া করা যায় কি না তা বিবেচনা করা যেতে পারে। আরও বলা হয়েছে, ডিপিপির ক্রয় পরিকল্পনা অংশের ক্রয়পদ্ধতি এবং অর্পিত ক্রয়কার্য এবং ডিপিএমের বদলে ওটিএম উল্লেখ করতে হবে। ডিপিডির অনুচ্ছেদ-৯-এ উল্লিখিত প্রশাসনিক ব্যয়, পেশাগত সেবা ও সম্মানী, মেরামত ও সংরক্ষণ, ভবন-স্থাপনা, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি এবং ভূমি অধিগ্রহণ খাতে প্রস্তাবিত বরাদ্দ যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা যেতে পারে।
গত বুধবার নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, বাজেট কমে গেলে ইভিএমে আসনসংখ্যাও কমে যাবে। শুধু তাই নয়, ১৫ জানুয়ারির মধ্যে প্রকল্প অনুমোদিত না হলে ১৫০ আসনে ইভিএমে ভোট করা সম্ভব নয়। প্রকল্প প্রস্তাব পাঠানোর পর দেশের অর্থনৈতিক সংকটের বিষয়টি উপলব্ধি করেছে ইসি। ইভিএমে অর্থের অপচয় যাতে না হয়, সেদিকে দৃষ্টি রেখেই সিদ্ধান্ত নেবে কমিশন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দেশ রূপান্তরকে জানান, ইভিএম নিয়ে আমাদের পর্যবেক্ষণ পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। কমিশন থেকে যে ফাইল দেওয়া হয়েছিল, তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু টেকনিক্যাল কমিটির কিছু পর্যবেক্ষণ যুক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা দুই লাখ ইভিএম কেনার প্রস্তাবই পর্যবেক্ষণে রেখেছি। ১৫০ আসনে ইভিএম দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েই প্রস্তাব জমা দিয়েছি। একনেকে ওঠার জন্য যে কাজগুলো দরকার তা হয়ে গেছে। একনেকে পাস হলেই আমরা বাকি কাজ শুরু করব।’
খরচ হবে ৬১০ মিলিয়ন ডলার : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪০ হাজার ১৮৩টি। ভোটকক্ষ ছিল ২ লাখ ৭ হাজার ৩১২টি। ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখের কিছু বেশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনে ভোটারের সংখ্যা হবে ১২ কোটির কাছাকাছি। ভোটকেন্দ্র হতে পারে ৪২ থেকে ৪৪ হাজার। আর ভোটকক্ষ হতে পারে আড়াই লাখের মতো। নির্বাচন কমিশন ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে চায়। এ জন্য তারা গত ১৯ সেপ্টেম্বর কমিশনের বৈঠকে দুই লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নেয়। একটি ইভিএম মেশিনের দাম ইসি ৩ লাখ ৫ হাজার টাকা প্রস্তাব করেছে। সেই হিসাবে মোট খরচ হবে ৬ হাজার ১০০ কোটি টাকা বা ৬১০ মিলিয়ন ডলার (১০০ টাকা = ১ ডলার হিসাবে)। পুরো ডলারই রিজার্ভ থেকে ছাড় করতে হবে।
আমদানি তিন দেশ থেকে : নির্বাচন কমিশন তাদের একমাত্র সোর্স বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) মাধ্যমে ইভিএম আমদানি করবে। ২০১৮ সালেও বিএমটিএফের কাছ থেকে এসব যন্ত্র কেনা হয়েছিল। আর ইভিএমের বিভিন্ন যন্ত্রাংশ এসেছিল স্পেন, হংকং ও চীন থেকে। বিএমটিএফ আমদানিকারক হলেও এজেন্ট হিসেবে কাজ করেছে রাজধানীর উত্তরখানের এমএম এন্টারপ্রাইজ। তারা স্পেনের সিটল (এসসিওয়াইটিএল) ভোটিং হার্ডওয়্যার কোম্পানি এসব যন্ত্র কিনেছিল। প্রতিষ্ঠানটি তিন দেশ থেকে আমদানিকারককে যন্ত্র সরবরাহ করে।
দেউলিয়া সিটল (এসসিওয়াইটিএল) : প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ ৩৫টি দেশে ইভিএম সরবরাহ করেছে। তবে অস্ট্রেলিয়া, ইকুয়েডর, নরওয়েসহ বেশ কয়েকটি দেশে প্রতিষ্ঠানটির সরবরাহকৃত যন্ত্রে ত্রুটি ধরা পড়ায় পরে তারা আর এ যন্ত্র ব্যবহার করেনি বলে উইকিপিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটের নিউজ থেকে জানা যায়।
২ জুন ২০২০, একটি স্প্যানিশ আদালত সিটলকে দেউলিয়া ঘোষণা করে এবং এর সম্পদ নিলামের প্রক্রিয়া শুরু করে। প্যারাগন গ্রুপের সাবসিডিয়ারি ‘সার্ভিস পয়েন্ট সলিউশনস’ ডিসেম্বর ২০২১ এসওই (ঝঙঊ) ও সিটলকে (ঝপুঃষ) অধিগ্রহণ করে। এবার এ প্রতিষ্ঠান থেকে ইভিএম আনা হবে কি না ভেবে দেখা হচ্ছে বলে ইসি সূত্রের দাবি।
কীভাবে খরচ হবে নির্বাচনী ব্যয় : আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানে কত টাকা খরচ হবে, তার হিসাব এখনো করেনি ইসি সচিবালয়। ভোটের যে ব্যয় হয়, তার বড় অংশ যায় আইনশৃঙ্খলা রক্ষায় ও নির্বাচন পরিচালনায়। ব্যালট ছাপা ও আনুষঙ্গিক খরচ খুব বেশি নয়। ব্যালটে হোক আর ইভিএমে নির্বাচন হোক, আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন পরিচালনার খরচ একই থাকবে। নির্বাচন কর্মকর্তাদের ইভিএমের প্রশিক্ষণ, ভোটারদের জন্য ‘মক ভোটিং’-এ বাড়তি খরচ হয়।
ইসি সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটের জন্য ৭০০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছিল ইসি। ৪০০ কোটি টাকা আইনশৃঙ্খলা রক্ষা বাবদ এবং ৩০০ কোটি টাকা নির্বাচন পরিচালনা ব্যয় ধরা হয়েছিল। পরে ব্যয় কিছুটা বেড়েছিল। শেষ পর্যন্ত কত ব্যয় হয়েছিল, তার সুনির্দিষ্ট হিসাব ইসি সচিবালয় থেকে পাওয়া যায়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘দেশের সব পর্যায় থেকে বলা হচ্ছে, ইভিএম দিয়ে সুষ্ঠু ভোট হবে না। কিন্তু নির্বাচন কমিশন সেটা দিয়েই নির্বাচন করতে চাচ্ছে। এটা ক্লিয়ার ও সিম্পল বিষয়, তারা শেষ সময়ে নিজেদের আখের গোছাতে চুরি করতে চাচ্ছে। কমিশনের নেতৃত্বে যারা আছে, তারা মনে করছে সবাই চুরি করেছে। আমি বাদ যাব কেন! তাই চুরির একটি রাস্তা তৈরি করা হয়েছে।’
বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের অন্যতম সেরা আঁখি খাতুন। সেই ছোট থেকেই গড়ন, উচ্চতা ও লড়াকু ফুটবল দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন। মেয়েদের ফুটবলে বাংলাদেশের প্রায় সব সাফল্যেই ছিলেন অগ্রনায়ক হয়ে। সম্প্রতি তিনিও জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন। তবে সতীর্থ সিরাত জাহান স্বপ্নার মতো অবসরের সিদ্ধান্ত নেননি। বরং নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নে বাফুফের বন্দী জীবনকে বিদায় জানিয়েছেন।
সম্প্রতি চীনের বন্দরনগরী হাইকোউ শহরের একটি ফুটবল অ্যাকাডেমিতে খেলার পাশাপাশি পড়ালেখার প্রস্তাব পেয়েছেন আঁখি। এখন চলছে চীনের ভিসা নেওয়ার প্রক্রিয়া। সবকিছু ঠিক থাকলে আসছে ঈদের পর দেশ ছাড়বেন তিনি। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন আঁখি।
তিনি যে আর দশজন ফুটবলারের মতো নন, তা আগেই বুঝিয়েছেন আঁখি। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর বিশ্ব ফুটবলের নজর কাড়েন দীর্ঘদেহী এই ডিফেন্ডার। তার নির্ভীক ফুটবল বড্ড মনে ধরে সুইডেনের শীর্ষ লিগের একটি ক্লাবের। সাফে বাংলাদেশ মাত্র একটি গোল হজম করেছিল।
এই কৃতিত্বের বড় দাবীদার সেন্টারব্যাক আঁখি। তাই সুইডিশ ক্লাবটি তাকে দলে নেওয়ার প্রস্তাবও দেয়। প্রথম নারী ফুটবলার হিসেবে ইউরোপের কোন দেশের শীর্ষ লিগে খেলার প্রস্তাবে আঁখি দেখতে শুরু করেছিলেন বড় মঞ্চে নিজেকে প্রমাণের স্বপ্ন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হঠকারি সিদ্ধান্তে সুইডেনে খেলতে যাওয়া হয়নি। জাতীয় দলের খেলা থাকবে বলে সুইডেনের দরজা বন্ধ করে দেয় বাফুফে। পরে অবশ্য অর্থ সঙ্কটসহ নানা অযুহাতে জাতীয় দলকে সিঙ্গাপুরে ফিফা ফ্রেন্ডলি ও মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্ব খেলতে পাঠানো হয়নি।
বিষয়টা ভীষণ কষ্ট দিয়েছিল সদ্য এইচএসসি পাস করা আঁখিকে। অভিমানে কিছুদিন ক্যাম্প ছেড়েও চলে গিয়েছিলেন। পরে অবশ্য ক্যাম্পে যোগ দেন। তবে হতাশা একটুও কমেনি। দিনের পর দিন লক্ষ্যহীণ পথ চলতে কারই বা ভালো লাগে? দেশের ফুটবলের যে ভবিষ্যত নেই ঢের বুঝতে পেরেছিলেন। তাই চীনের প্রস্তাবটাকে লুফে নেন আঁখি।
দেশ রূপান্তরের কাছে ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আমি ওখান থেকে চলে এসেছি ঠিক, তবে ফুটবলেই থাকবো। চীনে ভাল অ্যাকাডেমিতে অনুশীলন ও লিগ খেলার সুযোগ পাচ্ছি। তাই ওইখানে যাবো। এখন ভিসা নিয়ে কাজ করছি। আমার জন্য দোয়া করবেন।'
গত ফেব্রুয়ারিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সিরাজগঞ্জের গর্ব আঁখি। দেশে সুযোগ ছিল বেসরকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। তবে তিনি যে স্বপ্ন বুনেছেন চীনে লেখাপড়া করার, ‘মূলত আমি ওখানে পড়াশোনা ও খেলা এক সঙ্গে করবো। এখানে একটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। তবে ভর্তি হইনি।’
তার এই সিদ্ধান্ত বাফুফেকে জানিয়েই নেওয়া। তবে জাতীয় দলের প্রয়োজনে যেখানেই থাকেন না কেন, চলে আসবেন, 'আমি পল স্যারকে (বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি) জানিয়েই ক্যাম্প ছেড়েছি। তাকে এটাও বলেছি আমি যেখানেই থাকি, জাতীয় দলের প্রয়োজন হলে চলে আসবো।'
সম্প্রতি মেয়েদের ক্যাম্পে লেগেছে দ্রোহের আগুন। তিনদিন আগে অভিমানে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দলের অন্যতম স্ট্রাইকার স্বপ্না। একই দিনে মেয়েদের ফুটবলের সকল সাফল্যের রূপকার অভিজ্ঞ কোচ গোলাম রব্বানী ছোটন। মূলত বাফুফের গঞ্জনার শিকার হয়েই ছোটনের এই সিদ্ধান্ত। তাতেই হুলস্থুল লেগে গেছে ফুটবল অঙ্গনে। সালাউদ্দিন-কিরণের হাতে বন্দী নারী ফুটবল নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। প্রিয় কোচ ছোটনের জন্য ভীষণ মন খারাপ আঁখির, 'সত্যি খুব খারাপ লাগছে স্যারের সরে যাওয়ার কথা শুনে।'
তাকে সুইডেনে খেলতে যেতে দেওয়া হয়নি। স্বপ্নাকেও ভারতের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। আঁখি অবশ্য এই অপ্রিয় বিষয়গুলো এড়িয়েই যেতে চাইলেন। শুধু বলেছেন, 'স্বপ্না আপুর ভারতে খেলার সুযোগ ছিল। তার সঙ্গে কী হয়েছে, সেটা সবার জানা। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে।'
শেষটায় আঁখি যা বলেছেন, তা দিয়েই নারী ফুটবলের ভেতরের চিত্রটা ফুটে উঠেছে। তারা দেশকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন। গোটা দেশের কাছে তারা একেকজন খেলার মাঠের বীর সেনানী। তবে তাতে তাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটেনি। বাফুফের চতুর্থ তলায় গাদাগাদি করে থাকতে হয়। মাস শেষে জুটে নামকোয়াস্তে পারিশ্রমিক। সেটা বাড়ানোর দাবী করলেই নাম কাটা যায় গুডবুক থেকে। আঁখির কথায়, 'ভাইয়া, আমরা তো মেয়ে। আর কত কষ্ট করবো যদি ঠিকভাবে পারিশ্রমিকই না পাই?'
দক্ষিণ এশিয়ার সেরা দল হওয়ার পরও আঁখিদের আকাশ ঢেকে আছে নিকশ কালো অন্ধকারে। এর দায় কী এড়াতে পারবেন, বছরের পর বছর মসনদ আঁকড়ে রাখা ফুটবল কর্তারা?
হার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করলো চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ৫-০ গোলের দাপুটে জয়ে শেষ করেছে দ্বিতীয় স্থানের আর্সেনাল। জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৪-৪ গোলে ড্র করেছে লিভারপুল। সাউদাম্পটনের অবনমন আগেই নিশ্চিত হয়েছিল। রবিবার তাদের সঙ্গে নেমে গেছে লিস্টার ও লিডস। লিডস ১-৪ গোলে হেরে গেছে টটেনহ্যাম হটস্পারের কাছে। আর ২-১ গোলে ওয়েস্টহ্যামকে হারিয়েও লাভ হয়নি লিস্টারের। বেন্টফোর্ডের মাঠে হালান্ড-গুনদোয়ানসহ প্রথমসারির কয়েকজনকে খেলানইনি পেপ গার্দিওলা। সামনে ছিলেন আলভারেজ, মাহরেজ, তাদের পেছেন ফোডেন। ৮৫ মিনিট পর্যন্ত অরক্ষিত রেখেছিল সিটি তাদের গোল। ঠিক ওই সময়ে ব্রেন্টফোর্ডের ইথান পিনোক। পঞ্চম হার দিয়ে লিগ শেষ করে সিটি।
নগর প্রতিদ্বন্দ্বি ম্যানইউ ঘরের মাঠে জেডন সানচো ও ব্রুনো ফার্নান্দেজের দ্বিতীয়ার্ধের দুগোলে ফুলহ্যামকে হারিয়ে তৃতীয় হয়েছে। চেলসির সঙ্গে নিউক্যাসলে ১-১ গোলে ড্র করায় চতুর্থ স্থান নিয়ে শেষ করলো সৌদি যুবরাজের মালিকানধীন নিউক্যাসল। সাউদাম্পটনের সঙ্গে ২-০ গোলে এগিয়ে গিয়েও একপর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল লিভারপুল। ৭২ ও ৭৩ মিনিটে কোডি গাকপো ও ডিয়েগো জোতার গোল ড্র নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ৬৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে লিভারপুল। ব্রাইটন হয়েছে ষষ্ঠ। ঘরে মাঠে জাকার দুই ও সাকার এক গোলে উলভসের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০তে এগিয়ে যায় গানার্সরা। দ্বিতীয়ার্ধে জেসুস ও কিইয়োর আরো দুই গোল করলে বড় জয়ের স্বস্তিতে মৌসুম শেষ করে একসময় শিরোপা লড়াইয়ে থাকা আর্সেনাল।
নতুন পে-স্কেল কিংবা মহার্ঘ ভাতা নয়, সরকারি কর্মচারীদের বেতন বাড়বে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অনুযায়ী। তাদের বেতন প্রতি বছর যতটা বাড়ার কথা এবার তার চেয়ে বেশি বাড়বে। আর তা চলতি বছরের মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে। অর্থাৎ আগামী অর্থবছরে সরকারি কর্মকর্তাদের নিয়মিত ইনক্রিমেন্ট ৫ শতাংশের বাইরে বাড়ানো হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পলিসি রিচার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর দেশ রূপান্তরকে বলেন, গত প্রায় এক বছর ধরে দ্রব্যমূল্য বাড়ার কারণে সাধারণ মানুষ কষ্টে আছেন। সরকারি কর্মকর্তাদের বেশিরভাগের একমাত্র আয় বেতন-ভাতা। বৈশি^ক মন্দার কারণে সরকারও খানিকটা সংকটে আছে। এ পরিস্থিতিতে পে-স্কেল দেওয়ার মতো বড় ধরনের ব্যয় বাড়ানো সরকারের পক্ষে কঠিন হবে। ইনক্রিমেন্ট দেওয়া হলে সরকারের ওপর চাপ বেশি হবে না।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছে সরকারি কর্মরতদের খানিকটা স্বস্তি দিতে কোন খাতে কী পদক্ষেপ নেওয়া যায় এমন প্রস্তাব চাওয়া হয়। একই সঙ্গে বাজেটবিষয়ক বিভিন্ন বৈঠকে সরকারি নীতিনির্ধারকরাও এ বিষয়ে আলোচনা করেন। অর্থ মন্ত্রণালয় থেকে যাচাই-বাছাই করে মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে। চলতি মাসে গণভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করে নিজেদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রী ওই বৈঠকে মহার্ঘ ভাতা দেওয়া হলে কত বাড়তি ব্যয় হবে তা হিসাব করে পরের বৈঠকে উপস্থাপন করতে নির্দেশ দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বড় ধরনের ব্যয় না বাড়িয়ে একটা উপায় বের করতেও বলেন। শেষ পর্যন্ত ইনক্রিমেন্ট বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলতি মাসে প্রধানমন্ত্রীর সর্বশেষ সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছেন।
বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালের বেতন কমিশন অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত কমিশনের সুপারিশ অনুযায়ী এ বেতন কমিশন প্রণীত হয়েছিল। এ কমিশনের সুপারিশে বলা হয়, আর নতুন বেতন কমিশন গঠন করা হবে না। প্রতি বছর ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট বা বেতন বাড়ানো হবে। এ কমিশনের সুপারিশ অনুযায়ী তা হয়ে আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি হিসাব অনুযায়ী, দেশে সরকারি কর্মচারী ১৪ লাখ। বিভিন্ন করপোরেশন এবং এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে হিসাব করলে প্রায় ২২ লাখ।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী অর্থবছরের বাজেটে নিয়মিত ইনক্রিমেন্টের বাইরে আরও কতটা বাড়ানো যায় তা হিসাব করে নির্ধারণ করা হবে। এ কাজ করতে বাজেট প্রস্তাব পেশ করার পর আলাদা কমিটি গঠন করা হবে। এ কমিটি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই শেষে ইনক্রিমেন্টের হার সুপারিশ করবে। এ ক্ষেত্রে মূল্যস্ফীতির হার বিবেচনা করে বিদ্যমান ৫ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে প্রতি মাসে বেতন বাড়ানো হবে, নাকি গড় মূল্যস্ফীতির হার বিবেচনা করে ইনক্রিমেন্টের হার বাড়ানো হবে, তা খতিয়ে দেখা হবে। ২০তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত সবার জন্য একই হারে বেতন বাড়নো হবে কি না, তা আরও খতিয়ে দেখা হবে। চূড়ান্ত হিসাব অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অনুমোদনের পর দাপ্তরিক প্রক্রিয়া শেষে প্রকাশ করা হবে। যে তারিখেই প্রকাশ করা হোক না কেন, আগামী ১ জুলাই থেকে কার্যকরী ধরা হবে।
এখানে মহার্ঘ ভাতা ১০ শতাংশ দেওয়া হলে এ হিসাবে ৪ হাজার কোটি টাকা যোগ করতে হবে। ১৫ শতাংশ দেওয়া হলে ৬ হাজার কোটি এবং ২০ শতাংশ দেওয়া হলে ৮ হাজার কোটি টাকা যোগ করতে হবে। অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী অর্থবছরে সরকারের ব্যয় বাড়বে। আর এতে সরকার ব্যয় কমিয়েও সরকারি কর্মকর্তাদের সন্তুষ্টিতে ইনক্রিমেন্ট বাড়ানো পথে হেঁটেছে।
চলতি ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মরতদের বেতন-ভাতা বাবদ রাখা হয়েছে ছিল ৭৪ হাজার ২৬৬ কোটি টাকা। খরচ না হওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ১ হাজার ৯৩ কোটি টাকা কমানো হয়েছে। আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৯৯২ কোটি টাকা বাজেট হওয়ার কথা আছে। এ বাজেট সরকারি কর্মরতদের বেতন-ভাতার জন্য বরাদ্দ ৭৭ হাজার কোটি টাকা রাখা হতে পারে। সরকারি কর্মকর্তাদের অনেক পদ এখনো খালি আছে। এতে ইনক্রিমেন্ট বাড়ানো হলেও সরকারের ব্যয়ে বড় ধরনের চাপ বাড়বে না।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জায়েদা খাতুন।
তিনি ঘড়ি প্রতীকে মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টায় এ সিটির ৪৮০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।
বৃহস্পতিবার (২৫ মে) রাতে রির্টানিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনের অন্য মেয়র প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪ ভোট, স্বতন্ত্রপ্রার্থী ঘোড়া প্রতীকের মো. হারুন-অর-রশীদ ২ হাজার ৪২৬ ভোট এবং হাতি প্রতীকের সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘ও ভোরের পাখি’। ঈমাম হোসাইনের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন তামান্ন তিথি। অনুষ্ঠানটিতে আবৃত্তি করেছেন আশরাফুল আলম, মীর বরকত, রফিকুল ইসলাম, পলি পারভিন, শাকিলা মতিন মৃদুলা, মাসকুর-এ সাত্তার কল্লোল, আসলাম শিশির, সংগীতা চৌধুরী, আহসান উল্লাহ তমাল। প্রচারিত হয় ২৫ মে সকাল সাড়ে ৯টায়।
এছাড়াও নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’। অনুষ্ঠানটিতে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে কবিকে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে। জনপ্রিয় সংগীতশিল্পী ও বাচিকশিল্পীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যোগ করেছে। ইয়াসমিন মুসতারী, সালাউদ্দিন আহমেদ, শেলু বড়ুয়া, ছন্দা চক্রবর্ত্তী ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রফেসর মুন্সী আবু সাইফ। মনিরুল হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ২৫ মে দুপুর ১ টা ০৫ মিনিটে। আরও প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘দোলনচাঁপা’ ও ‘সন্ধ্যামালতী’। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘বনের পাপিয়া’ (পুনপ্রচার)।
গাজীপুর সিটি করপোরেশনের ভোট শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এ সিটির ৪৮০টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে।
দায়িত্বশীল সূত্র থেকে এখন পর্যন্ত ৪৫০টি কেন্দ্রের প্রাথমিক ফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে আজমত উল্লা খান পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৭৯ ভোট এবং টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৫ হাজার ৪১৩ ভোট।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।
গাজীপুর সিটিতে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের আজমত উল্লা খান এবং স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের মধ্যে। দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী। অপরদিকে ভোটের পরিবেশ ভালো বলে জানান আরেক স্বতন্ত্র প্রার্থী শাহনূর ইসলাম রনি।
কোটা পদ্ধতি তুলে দেওয়ার পরও বিসিএস পরীক্ষায় নারীদের চাকরি পাওয়ার হার প্রায় একই রয়েছে। ১০ শতাংশ কোটা থাকা অবস্থায় তারা যে পরিমাণ চাকরি পাচ্ছিলেন, কোটা তুলে দেওয়ার পরও প্রায় একই হারে চাকরি পাচ্ছেন। সাধারণ ক্যাডার বা কারিগরি ক্যাডারে পিছিয়ে পড়লেও শিক্ষার মতো পেশাগত ক্যাডারগুলোতে এগিয়ে গিয়ে বিসিএসে মোট চাকরি পাওয়ার হারে প্রায় একই অবস্থান ধরে রেখেছেন নারীরা।
অথচ কোটাবিরোধী আন্দোলনের সময় বলা হয়েছিল, কোটা তুলে দিলে চাকরি পাওয়ার ক্ষেত্রে নারীরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রশাসনে নারীর অংশগ্রহণের গ্রাফ নিম্নমুখী হবে। আসলে তা হয়নি। কোটা তুলে দেওয়ার পরও তারা প্রায় সমানতালে এগিয়ে চলছেন।
৪০তম বিসিএস দিয়ে চাকরিতে ঢুকে বর্তমানে ঢাকা বিভাগে কর্মরত একজন নারী কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, যে বয়সে ছেলেরা চাকরির জন্য প্রতিযোগিতা করে সেই বয়সে অধিকাংশ নারীকেই বিবাহিত জীবনে প্রবেশ করতে হয়। সংসার করে, সন্তান লালনপালন করে নারীরা ভালো প্রস্তুতি নিতে পারে না। ফলে অনেক মেধাবী নারী প্রতিযোগিতায় উতরে যেতে পারেন না। অনেক নারী পারিবারিক কারণে বিয়ের পর চাকরির আবেদনই করেন না। বিয়ের পর পরীক্ষায় অংশ নিতে বাধা আসে। এসব কাটিয়ে উঠে চাকরিতে প্রবেশ করা কঠিন। আর বিসিএসের চাকরি মানেই বদলিযোগ্য। সংসার-সন্তান রেখে বদলিকৃত পদে যোগ দেওয়া কঠিন বিষয়। সবকিছু মিলিয়ে নারীদের জন্য এ চাকরি সহজ নয়। একজন পুরুষ বেকার নারী বিয়ে করে, কিন্তু একজন নারী বেকার পুরুষ বিয়ে করে না। এ বিষয়টাও ছেলেদের প্রস্তুত হতে সাহায্য করে। এ বাস্তবতা থেকেও পুরুষ প্রতিযোগী বেশি হয়। অন্যদিকে যোগ্য হলেও অনেক নারী প্রতিযোগিতাই করে না।
একজন নারী ইউএনও বলেন, পরীক্ষার হলে বা মৌখিক পরীক্ষার সময় অনেক নারীকে দুগ্ধপোষ্য সন্তানকে সঙ্গে আনতে হয়। এগুলোও অনেক সময় নারীকে চাকরির ক্ষেত্রে নিরুৎসাহিত করে। ঘরে ঘরে বাধা পায় নারীর অগ্রযাত্রার নানা চেষ্টা। নগর-জীবনে নারীর অস্তিত্ব অনেকটা স্বচ্ছন্দের। কিন্তু নগরসভ্যতার বাইরে বিশাল বিস্তৃত গ্রামীণ জনজীবনে পুরুষতন্ত্রের নানা ধরনের অনাকাক্সিক্ষত বেষ্টনী এখনো নারীকে ধরাশায়ী করে রাখে। হাজার হাজার বছর ধরে পৃথিবীর পথ হাঁটছে নারী-পুরুষ। তবু তাদের মধ্যে ভারসাম্য নেই।
কোটা না থাকার পরও নারীরা তাদের অবস্থান কীভাবে ধরে রাখলেন জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ দেশ রূপান্তরকে বলেন, ‘নারী শিক্ষায় বাংলাদেশের অর্জন বিশ্বব্যাপী স্বীকৃত। প্রাথমিকের পর মাধ্যমিকেও মেয়েরা অনেক এগিয়েছে। উচ্চশিক্ষায়ও মেয়েদের অংশগ্রহণের হার বেড়েছে। সবকিছু মিলে বিসিএসে এর প্রতিফল ঘটেছে। যে পরিমাণ মেয়ে উচ্চশিক্ষা নিচ্ছে, সেই তুলনায় চাকরিতে প্রবেশের হার বেশি। উচ্চশিক্ষায় যায় হয়তো ৮০ ভাগ ছেলে। আর মেয়েদের মধ্যে উচ্চশিক্ষায় যাওয়ার হার ৩০ বা ৩৫ শতাংশ। তাদের মধ্যে ২৬ বা ২৭ শতাংশ মেয়ে বিসিএস দিয়ে চাকরি পাচ্ছে। এদিক দিয়ে চিন্তা করলে মেয়েরা অনেক ভালো করছে।’
এক প্রশ্নের জবাব ড. ইমতিয়াজ বলেন, ‘মেয়েদের কাছে শিক্ষা এখনো অপরচুনিটি (সুযোগ) আর ছেলেদের কাছে অধিকার। মেয়েরা যখন এ সুযোগটা পায় অধিকাংশ ক্ষেত্রেই তা কাজে লাগাতে চায়।’ তিনি আরও বলেন, ‘পরিবারের ছেলেসন্তানের জন্য যে বিনিয়োগ, মেয়েসন্তানের জন্য এখনো তার চেয়ে অনেক কম। এখনো মনে করা হয় মেয়ে তো অন্যের ঘরে চলে যাবে। অথচ মজার বিষয় হচ্ছে, পরিবারের দায়িত্ব উচ্চশিক্ষিত ছেলের তুলনায় উচ্চশিক্ষিত মেয়ে অনেক বেশি বহন করে। এসব প্রতিবন্ধকতা হাজার বছরে তৈরি হয়েছে। এগুলো দূর হতে আরও সময় লাগবে।’
অন্যান্য কোটার মতো প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নারীদের জন্য ১০ শতাংশ কোটা ছিল। নারীরা যোগ্যতা অনুযায়ী মেধা কোটায়ও নিয়োগ পেতেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে মেধাভিত্তিক জেলা কোটার পাশাপাশি ১৫ শতাংশ নারী কোটা রয়েছে এখনো। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক জেলা কোটার পাশাপাশি ৬০ শতাংশ নারী কোটা সংরক্ষিত রেখে নিয়োগ দেওয়া হচ্ছে। এভাবে নারীরা সরকারি চাকরিতে পুরুষ প্রার্থীর সঙ্গে মেধা কোটায় প্রতিদ্বন্দ্বিতা করে নিয়োগ লাভের পাশাপাশি সংরক্ষিত কোটায়ও নিয়োগ লাভের সুবিধা পেয়ে থাকেন।
শিক্ষার বিভিন্ন স্তরে ছাত্রীর হার বাড়ছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে এক দশকের বেশি সময় ধরে ছাত্রের চেয়ে ছাত্রীর হার বেশি। কলেজ পর্যায়ে ছাত্র ও ছাত্রীর হার প্রায় সমান। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর হার ৩৬ শতাংশের বেশি।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে সরকার। ৪০তম সাধারণ বিসিএস হচ্ছে কোটামুক্ত প্রথম বিসিএস। ধাপে ধাপে বাছাই করে গত বছর ৩০ মার্চ এই বিসিএসের চূড়ান্ত সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রায় ১৩ মাস পর গত মাসে সেই সুপারিশের বিশ্লেষণ প্রকাশ করেছে পিএসসি। সেখানে বলা হয়েছে, ৪০তম বিসিএসে মোট ২৬ দশমিক ০৩ শতাংশ নারী চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন। যা কোটাযুক্ত ৩৮তম বিসিএসে ২৬ দশমিক ৯১ ও ৩৭তমে ২৪ দশমিক ৬০ শতাংশ ছিল। গত ১ নভেম্বর এ বিসিএসের কর্মকর্তারা চাকরিতে যোগ দিয়েছেন।
পিএসসির একজন সাবেক চেয়ারম্যান বলেছেন, কোটামুক্ত একটি সাধারণ বিসিএসে ২৬ দশমিক ০৩ শতাংশ নারী চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নারীদের শক্ত সক্ষমতা প্রকাশ করে। কারণ এর আগে কোটাযুক্ত ৩৮তম বিসিএসের তুলনায় মাত্র দশমিক ৮৮ শতাংশ কম। অর্থাৎ কোটা তুলে দেওয়ার পরও নারীরা ১ শতাংশও পিছিয়ে পড়েননি। আরেকটি বিষয় লক্ষণীয় যে, প্রত্যেক বিসিএসে নারীদের আবেদনের হার অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণের হার পুরুষের তুলনায় কম অর্থাৎ গড় হার কম। পরীক্ষা কেন্দ্রগুলোতেও নারী প্রার্থীদের পুরুষের তুলনায় অনেক কম চোখে পড়ে। এমনকি কোনো কোনো কক্ষে নারী প্রার্থী থাকেই না। একই সঙ্গে প্রতিযোগিতায় ধাপগুলো অতিক্রম করার ক্ষেত্রে নারীদের অনুত্তীর্ণ হওয়ার পরিমাণ বেশি থাকে। ৪০তম বিসিএসে যোগ্য আবেদনকারী নারী ছিলেন ৩৮ দশমিক ৩৮ শতাংশ। তাদের মধ্যে ১৯ দশমিক ১৯ শতাংশ নারী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন। অথচ পুরুষদের ক্ষেত্রে ভিন্ন চিত্র। যোগ্য আবেদনকারী পুরুষ ছিলেন ৬১ দশমিক ৬২ শতাংশ। প্রিলিমিনারিতে উত্তীর্ণ পুরুষের হার ৮০ দশমিক ৮১ শতাংশ।
৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারে ২১ দশমিক ০৮ শতাংশ নারী সুপারিশ পেয়েছেন। এই হার ৩৮ ও ৩৭তম বিসিএসে ছিল যথাক্রমে ২৪ দশমিক ১৪ ও ২৩ দশমিক ৯ শতাংশ।
৪০তম বিসিএসের কারিগরি ক্যাডারে ২৭ দশমিক ৭৫ শতাংশ নারী সুপারিশ পেয়েছেন। এই হার ৩৮ ও ৩৭তম বিসিএসে ছিল যথাক্রমে ২৯ দশমিক ৫৩ ও ২৫ দশমিক ২ শতাংশ।
সাধারণ এবং কারিগরি ক্যাডারে নারীরা পিছিয়ে পড়লেও শিক্ষার মতো পেশাগত ক্যাডারে এগিয়েছেন। ৪০তম বিসিএসে ২৮ দশমিক ৩৪ শতাংশ নারী সুপারিশ পেয়েছেন। যা ৩৮তমে ২৬ দশমিক ৩০ এবং ৩৭তমে ২৫ দশমিক ২ শতাংশ ছিল।
পুরোপুরি মেধার ভিত্তিতে নেওয়া ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারেও নারীরা পিছিয়েছেন। জেলা কোটাও না থাকায় নাটোর, ভোলা, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে প্রশাসন ক্যাডারে কেউ সুপারিশ পাননি।
গত বছর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি চাকরিজীবীদের তথ্যসংক্রান্ত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস’ প্রতিবেদনের তথ্য বলছে, সিভিল প্রশাসনের ১৪ লাখ সরকারি কর্মচারীর মধ্যে ২৬ শতাংশ নারী। সরকারি দপ্তরের মধ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কাজ করেন সবচেয়ে কমসংখ্যক নারী। মন্ত্রণালয়ের মোট জনবলের ১৯, অধিদপ্তরের ৩১, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারের কার্যালয়ের ১২ এবং আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১২ শতাংশ কর্মী নারী।