
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে সরকারের নির্বাহী আদেশে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গ্রাহক পর্যায়ে বাড়ছে বিদ্যুতের দাম। পাশাপাশি গ্যাসের বিতরণ চার্জও বাড়তে পারে। একই সঙ্গে পাইকারি বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়াও শুরু হয়েছে। চলতি সপ্তাহে এ-সংক্রান্ত আদেশ জারির সম্ভাবনা আছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দেশ রূপান্তরকে বলেছেন, ‘আমরা বলেছি প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে।’ চলতি সপ্তাহে দাম বাড়ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাড়তে পারে, কিন্তু সেটা আমি জানি না।’ এর আগে ১২ জানুয়ারি গণশুনানি ছাড়াই নির্বাহী আদেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধির পর ১৭ জানুয়ারি অস্বাভাবিক হারে সর্বোচ্চ ১৭৯ শতাংশ পর্যন্ত গ্যাসের দাম বাড়ানো হয়, যা ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৫০ পয়সা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
মন্ত্রণালয়ের হাতে মূল্যবৃদ্ধির ক্ষমতা দেওয়ার আগে গণশুনানির মাধ্যমে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তখন সাধারণ মানুষের কথা কিছুটা বিবেচনা করার সুযোগ থাকলেও নির্বাহী আদেশের সময় এসব করা হয় না। দফায় দফায় এভাবে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে দৈনন্দিন ব্যয় বাড়বে; যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম দেশ রূপান্তরকে বলেন, সরকার যেভাবে বিইআরসির ক্ষমতা খর্ব করছে, তা ভোক্তার জন্য এবং বিদ্যুৎ-জ্বালানি খাত তথা সামগ্রিক দেশের জন্য অশনিসংকেত। তিনি বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাত পুরোপুরি কারিগরি। এর সঙ্গে আইনের নানা বিষয় জড়িত। কিন্তু মন্ত্রণালয়ের প্রতিনিধিদের এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থে সই করা ছাড়া তারা কিছুই করে না। এভাবে তো সাধারণ মানুষের কল্যাণ সম্ভব নয়। বিইআরসি গণশুনানির মাধ্যমে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করত বিধায় সেখানে কিছুটা হলেও বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলোর জবাবদিহি থাকত। তাদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ ছিল। সেখানে জনগণের অংশগ্রহণের সুযোগ ছিল বিধায় কোম্পানিগুলোও যেনতেন হিসাব উপস্থাপন করে মূল্যহার বাড়ানোর ব্যাপারে কঠিন চ্যালেঞ্জর সম্মুখীন হয়। কিন্তু আইন সংশোধনে সেই সুযোগ আর থাকল না। তড়িঘড়ি করে করা এ সংশোধন অসাধু ব্যবসাকে সুরক্ষা দেবে।
সরকারের নির্বাহী আদেশ আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হস্তক্ষেপের কারণে লাইসেন্সসংক্রান্ত কাজের পাশাপাশি সীমিত পরিসরে বিরোধ মীমাংসা ছাড়া আর কিছুই এককভাবে করতে পারছে না জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। কমিশনের সদস্যরা এ ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করেছেন।
বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন কোম্পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে কমিশনের চলমান প্রক্রিয়া বাতিল করে ২৯ জানুয়ারি বিইআরসি এ-সংক্রান্ত যে আদেশ দিয়েছে, তাতে বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেছে।
বিইআরসি সূত্রমতে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে ৮ জানুয়ারি গণশুনানি করে কমিশন। এরপর ১৫ জানুয়ারি পর্যন্ত শুনানি-উত্তর লিখিত মতামত কমিশনে দাখিলের সুযোগ দেওয়া হয়। কমিশনের এই কার্যক্রম চলা অবস্থায় ১২ জানুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়িয়ে দেয় মন্ত্রণালয়। জানুয়ারি থেকেই বিদ্যুতের নতুন মূল্য কার্যকর করার আদেশ দেওয়া হয়। সরকারের এমন নির্বাহী আদেশের ফলে কমিশন বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে চলমান কার্যক্রম নিষ্পত্তির ঘোষণা দিয়েছে।
এদিকে রাষ্ট্রায়ত্ত সবগুলো গ্যাস বিতরণ ও সঞ্চালন কোম্পানি প্রতি বছর মুনাফা করলেও বিতরণ চার্জ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এর আগে কোম্পানিগুলো এ ধরনের আবেদন এনার্জি রেগুলেটরি কমিশনে দিলেও আইন সংশোধনের কারণে জ¦ালানি বিভাগে এ প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় চার্জ বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। শিগগির এ-সংক্রান্ত আদেশ জারি হতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের বিতরণ চার্জ ৫ গুণ বৃদ্ধি করে প্রতি ঘনমিটারে ১৩ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৬৪ পয়সা করার প্রস্তাব দিয়েছে।
যদিও প্রতিষ্ঠানটি ২০২০-২১ অর্থবছরে ৩৪৫ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৩১৮ কোটি টাকা মুনাফা করেছে। তিতাসের মতো অন্যান্য গ্যাস বিতরণ ও সঞ্চালন কোম্পানি প্রতি বছরই মুনাফা করছে। সর্বশেষ গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে তাদের মুনাফার পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে মূল্যবৃদ্ধির শুনানিতে গ্যাসের বিতরণ চার্জ বাতিল করার সুপারিশ করেছিল বিইআরসির কারিগরি কমিটি। এতে বলা হয়েছিল, সবগুলো গ্যাস বিতরণ কোম্পানি মুনাফা করছে। ফলে তাদের বিতরণ চার্জ আদায় না করলেও মুনাফায় থাকবে। এ কারণে শুধু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিতরণ চার্জ ২৫ পয়সা থেকে কমিয়ে ৯ পয়সা করার সুপারিশ দেওয়া হয়। অন্যান্য বিতরণ কোম্পানির বিতরণ চার্জ বিলুপ্ত করার সুপারিশ দেওয়া হয়।
১৯৯৮ সালের ২৩ জুলাই রাজধানীর মিন্টো রোডের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নির্যাতনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেল মারা যান। এর জেরে ২০০৩ সালের ৭ এপ্রিল যুগান্তকারী এক রায়ে ফৌজদারি কার্যবিধির বিনা পরোয়ানায় গ্রেপ্তার সংক্রান্ত ৫৪ ধারা এবং রিমান্ডে নিয়ে ১৬৭ ধারার অপ্রয়োগ রোধে ১৫টি নির্দেশনা দেওয়া হয়, যা পরে আপিল বিভাগেও বহাল থাকে।
ধর্ষণ প্রমাণ করতে ভুক্তভোগীর ‘টু ফিঙ্গার টেস্ট’ বিষয়ে জোরালো আপত্তি ছিল নারী অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীদের। ২০১৩ সালে কয়েকটি মানবাধিকার সংগঠনের পক্ষে আইনজীবীরা হাইকোর্টে রিট করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১৮ সালের ১২ এপ্রিল এ পরীক্ষা নিষিদ্ধ করে হাইকোর্ট বলে, ধর্ষণ-প্রমাণে অযৌক্তিক এ শারীরিক পরীক্ষার কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই।
বিশ্লেষকদের ভাষ্য, ৫৪ ও ১৬৭ ধারার অপপ্রয়োগ হয়তো পুরোপুরি বন্ধ হয়নি, তবে জনস্বার্থের এসব মামলার ফলে নাগরিকের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার বিষয়ে সুফল মিলেছে। ধর্ষণের ক্ষেত্রেও নিবর্তনমূলক শারীরিক পরীক্ষার ভেতর দিয়ে যেতে হচ্ছে না ভুক্তভোগীকে।
রাষ্ট্রের নির্বাহী বিভাগ বা প্রশাসনের নীরবতা-নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে জনস্বার্থের মামলার গুরুত্ব রয়েছে সারা বিশ্বে। জনমানুষেরও স্বার্থ, আগ্রহ রয়েছে। তারা বলেন, এ ধরনের মামলা এমন এক আইনি পদক্ষেপ, যা রাষ্ট্র বা সরকারের সিদ্ধান্ত বাস্তবায়িত না হলে, কার্যকরী না হলে ব্যক্তির বা গোষ্ঠীর মানবাধিকার, মৌলিক অধিকার নিশ্চিত করার পথ তৈরি করে। নিখরচায় ব্যক্তি বা গোষ্ঠীর অধিকার নিশ্চিত হয় আদালতের রায়ে বা আদেশে।
উচ্চ আদালতে জনস্বার্থে মামলা পরিচালনা করেন এমন আটজনের সঙ্গে কথা বলেছেন দেশ রূপান্তরের এ প্রতিবেদক। তারা বলেন, রিট মামলা ও জনস্বার্থের মামলা ভিন্ন কিছু না হলেও বিষয়বস্তুতে পার্থক্য রয়েছে। মানবাধিকার লঙ্ঘন, শ্রমিকের অধিকার, সাংবিধানিক ও আইনি ইস্যু, নারী অধিকার, নারী নির্যাতন প্রতিরোধ, নিরাপদ খাদ্য, স্বাস্থ্য নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ুর ক্ষতি, নদীদখল, শিক্ষা, গ্যাস-পানি-বিদ্যুতের দৈনন্দিন প্রয়োজন প্রভৃতি বিষয়ে রাষ্ট্রের নির্বাহী বিভাগের নীরবতা-উদাসীনতার প্রশ্ন প্রায়ই ওঠে। এসব বিষয়ে প্রায়ই প্রভাবশালীরা হস্তক্ষেপ করেন। তখন সংক্ষুব্ধ ব্যক্তি-গোষ্ঠীর একমাত্র আশ্রয় উচ্চ আদালত।
জনস্বার্থবিষয়ক মামলার পরিসংখ্যান রাখার রাষ্ট্রীয় ব্যবস্থা এ দেশে নেই। দেশ রূপান্তরের চেষ্টায় গত ২৫ বছরে ১০টির মতো আইনি সংগঠন, মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন এবং অন্যান্য সংগঠনের ৯১০টির মতো মামলার তথ্য পাওয়া গেছে। ব্যক্তিগতভাবে আইনজীবীরাও প্রায়ই মামলা করেন। বেশিরভাগ মামলায় উচ্চ আদালতের রায়, অন্তর্বর্তীকালীন আদেশ ও রুল হয়েছে বলে আইনজীবীরা জানান। মামলা চালাতে গিয়ে প্রভাবশালীদের হুমকিতেও পড়তে হয়। দ্রুত প্রচার পেতে অনেক মামলার ‘মেরিট’ বা প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হয় না। তবে জনস্বার্থের মামলা বেড়েছে। এ নিয়ে কিছুটা উদ্বিগ্ন জ্যেষ্ঠ আইনজীবীরা।
বাংলাদেশে জনস্বার্থের মামলা : প্রবীণ আইনবিদরা জানান, বাংলাদেশে জনস্বার্থের মামলার ধারণা শুরু হয় ১৯৭৪ সালে আলোচিত ‘বেরুবাড়ি’ মামলা দিয়ে। এ বিষয়ে উল্লেখযোগ্য রায় হয় ১৯৯৬ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) মহাসচিব ড. মহিউদ্দিনের করা ফ্যাপ-২০ (ফ্লাড অ্যাকশন প্ল্যান) বিষয়ক মামলায়। বন্যা ঠেকাতে টাঙ্গাইল জেলায় বাঁধ নির্মাণ এবং এর ফলে এলাকার কৃষি, মৎস্যচাষ, গবাদিপশু ও পরিবেশের ক্ষতিকর প্রভাব ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে ১৯৯৪ সালের জুনে হাইকোর্টে রিট করেন তিনি। রিটকারীর লোকাস স্ট্যান্ডি (আবেদনের এখতিয়ার) নিয়ে আপত্তি তুলে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয়। তবে আপিল বিভাগ ১৯৯৬ সালের ২৫ জুলাই হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে রায়ের পর্যবেক্ষণে সংবিধানে রিট-সংক্রান্ত ১০২(১) ও ১০২(২) (ক) অনুচ্ছেদের ব্যাখ্যায় বলে, ‘যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি’ কথাটি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, সমষ্টিগত ও সংহত ব্যক্তিত্ব হিসেবে জনগণও এর আওতায় আসবে।
জনস্বার্থের মামলায় সরব আইনজীবী ও সংগঠন : দুই দশকের বেশি সময় ধরে মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) জনস্বার্থের মামলা করছে নিয়মিত। ১৯৯৩ সাল থেকে নাগরিককে আইনি সহায়তা দিচ্ছে আইনি সহায়তা সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। দুটি সংগঠন প্রায় ২০০ মামলা করেছে। ফতোয়া বিষয়ে মামলা, শিক্ষার্থীর ফরমে মায়ের অধিকার নিশ্চিত করার মামলা, নিকাহনামায় ‘কুমারী’ শব্দ বাতিল, পুনর্বাসন না করে বস্তি উচ্ছেদ, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ অসংখ্য মামলা কখনো যৌথভাবে, কখনো পৃথকভাবে করছে সংগঠন দুটি।
সারা দেশের অন্তত দুই হাজার আইনজীবী নিয়মিত ব্লাস্ট ও আসকের পক্ষে আইনি সহায়তা দিচ্ছেন। কেন জনস্বার্থে মামলা করেন এ প্রশ্নের জবাবে ব্লাস্টের ট্রাস্টি ও আসকের চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না দেশ রূপান্তরকে বলেন, দেশপ্রেম এখানে মুখ্য বিবেচনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত এ রাষ্ট্র জনগণের। মানুষ অধিকার-বঞ্চিত হলে কষ্ট হয়। এ জন্যই আদালতে দাঁড়িয়ে মানুষের কথা বলি। এ জন্য কোনো ফি নেন না আইনজীবীরা। অনেক সময় বাধা ও হুমকির সম্মুখীন হয়েছি। পিছপা হইনি। তরুণ আইনজীবীরা এ ধরনের মামলায় আসছে। এটি খুবই আশাব্যঞ্জক। আদালত কিন্তু মানুষের জন্যই। খুব ব্যতিক্রম না হলে মানুষের অধিকার আদালতে অগ্রাহ্য হয় না।
৩০ বছর আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি উচ্ছেদ মামলাসহ দেশের বিভিন্ন প্রান্তে জলাধার দখল, অবৈধ ইটভাটা, নদীদখল-দূষণ এবং পরিবেশ ও জলবায়ুসংক্রান্ত প্রায় ৩৫০টি জনস্বার্থের মামলা করেছে। ৫০টিরও বেশি মামলায় চূড়ান্ত রায় তারা পেয়েছে। বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান দেশ রূপান্তরকে বলেন, দেশের নানা প্রান্ত থেকে মানুষ পরিবেশগত বিপর্যয় ও দুর্যোগ নিয়ে আমাদের কাছে আসে। মুষ্টিমেয় কিছু লোক নিজেদের স্বার্থে প্রাকৃতিক সম্পদ লুটেপুটে খেতে চায়। তারা রাজনীতির নীতিনির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তার করে। আইনের অপপ্রয়োগের মাধ্যমে জনস্বার্থমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন ও ধ্বংস ত্বরান্বিত হচ্ছে। জনগোষ্ঠীর ও সামাজিক পশ্চাদপদতার কারণে স্বাভাবিক আইনি প্রক্রিয়া চালানো যাচ্ছে না। এ কারণে জনস্বার্থে আমরা মামলা করি। এতে জনস্বার্থমূলক সিদ্ধান্ত বাস্তবায়ন ও সরকারের জবাবদিহি নিশ্চিত হয়। তিনি বলেন, গণতন্ত্র যত বিকশিত হবে, জবাবদিহি যত বাড়বে, আদালতের রায় কার্যকর করা তত সহজ হবে। মামলার রায় হলে মানুষ মনে শক্তি পায়। জবাবদিহির ক্ষেত্র তৈরি করা, প্রশাসনকে প্রশ্ন করার মামলার সুফল একেবারে কম নয়।
২০০৪ সালে যাত্রা শুরু করে মানবাধিকার ও পরিবেশবাদী সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। দেড় দশকের বেশি সময়ে সংগঠনটি উচ্চ আদালতে জনস্বার্থে মামলা করেছে ৩৩০টি। ৯৮ ভাগ মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ এসেছে। ৯০টি মামলায় রুলের ওপর চূড়ান্ত রায় এসেছে। ২৩০টি মামলায় রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ এসেছে হাইকোর্ট থেকে। এসবের মধ্যে ঢাকার পাশের চার নদী রক্ষার মামলা, হাতিরঝিল নিয়ে মামলা, ঢাকায় পরিবেশ দূষণ, উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন বন্ধের মামলা রয়েছে। এইচআরপিবির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, জনস্বার্থের মামলার পেছনের কারণ সুশাসনের ঘাটতি। যে কাজ প্রশাসনের করার কথা তা অনেক সময়ই হয় না। আইনজীবীদের পেশাগত মনোভাব হলো, মক্কেল ফি দেবে আর তারা মামলা পরিচালনা করবে। কিন্তু এর বাইরেও অনেক কিছু করা যায়। তিনি বলেন, স্বার্থান্বেষী মহল আদালতকে সামনে রেখে জনস্বার্থে মামলার নামে নিজেদের ব্যক্তিস্বার্থ নিয়ে কাজ করে। সতর্ক না হলে মামলার মর্যাদা লঙ্ঘিত হবে।
গত সাত বছরে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় ইস্যুতে উচ্চ আদালতে অন্তত ২২টি মামলা করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)। প্রায় সবগুলোতে অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছে বলে জানান ক্যাবের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। দেশ রূপান্তরকে তিনি বলেন, জনস্বার্থের মামলায় মানুষের অধিকার রক্ষার, আদালতে উপস্থাপন করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ধরা যাক, থানা হেফাজতে কাউকে নির্যাতন করা হলো। তখনই উচ্চ আদালতের দ্বারস্থ হতে হয়। প্রমাণ করতে হয়, ওই ব্যক্তি নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, আমরা মুখে বলি জনগণের রাষ্ট্র। কিন্তু জনগণের কল্যাণে রাষ্ট্র ভূমিকা কতটুকু? রাষ্ট্রীয় কাজে সীমাবদ্ধতা ও উদাসীনতা দুটোই আছে। আমাদের মতো দেশে এসব স্বাভাবিক বিষয়। প্রশাসন সব কাজ করবে না জেনেই মানুষকে আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার চেষ্টা করেন অনেক আইনজীবী।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ল লাইফ ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, ল ল্যাব ফাউন্ডেশন, চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন প্রভৃতি সংগঠন জনস্বার্থে মামলা করছে নিয়মিত। বিএনডব্লিউএলএ নারীর প্রতি নিষ্ঠুরতা, যৌন হয়রানি, ইভটিজিং, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ রোধ প্রভৃতি ইস্যুতে ৫০টি মামলা করেছে গত দুই দশকে। অধিকাংশ ক্ষেত্রে রায় ও অন্তর্বর্তীকালীন আদেশে এসেছে বলে জানান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। তিনি দেশ রূপান্তরকে বলেন, সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে তা রক্ষার দায়িত্ব সরকারের। অনেক ক্ষেত্রেই তা পালিত হয় না। তখনই আমরা মামলা করি, সাংবিধানিক অধিকার পূরণে সরকারকে বাধ্য করার জন্য।
জনস্বার্থে মামলার উদ্যোগ খুব ভালো কাজ বলে মনে করি। কেননা এটা করা হয় জনগণের স্বার্থে মানুষের ভালোর জন্যই কিন্তু আদালত রায় ও আদেশ দিয়ে থাকেন। মানুষ যাতে অন্যায়ভাবে সাজা না পায়, কেউ যেন বিনা দোষে হাজতবাস না করেন, কাউকে যেন নির্যাতনের শিকার হতে না হয়, কেউ যেন তার ন্যায্য সাংবিধানিক ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন। মোদ্দা কথা হলো এটা কিন্তু ব্যক্তি কিংবা সংগঠনের নিজের স্বার্থে নয়, দেশের ও রাষ্ট্রের স্বার্থে এ মামলাগুলো হচ্ছে। মামলাটিতে জয়ী হয়েছে। এ জন্য তাদের পরিশ্রম করতে হয়েছে। কখনো কখনো ঝুঁকিও নিতে হচ্ছে। আদালতও মনে করেন, এটা যেহেতু জনগণের স্বার্থের বিষয় তাই খুব বেশি ব্যতিক্রম না হলেই তারা আদেশ ও রায় দেন। এখানে আইনজীবীদের বড় একটা ভূমিকা রয়েছে। এই যে পুরো প্রক্রিয়াটি সত্যিকার অর্থে আমি বলব, এটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় দারুণ ইতিবাচক প্রভাব ফেলে। হ্যাঁ, জনস্বার্থের মামলাকে কেন্দ্র করে কেউ কেউ হয়তো ব্যক্তিগত চিন্তা ও গণমাধ্যমে প্রচারের আলোয় আসতে চান। কিন্তু এ প্রবণতা খুব বেশি নয়।
কথা হচ্ছে, যে কাজটা রাষ্ট্রের প্রশাসনের করার কথা সেই কাজটা আইনজীবীরা কেন করেন? এ ক্ষেত্রে মানুষের জন্য কাজ করতে রাষ্ট্রের সমস্যা আছে, এটা বলব না। কখনো কখনো রাষ্ট্র হয় তো মনে করে যে, এমনিতেই অনেক মামলা, অনেক সমস্যা। অনেক দায়িত্ব। এতকিছু করতে গেলে দায়িত্বের মধ্যে যদি আরও দায়িত্ব নেওয়া হয় তাহলে সঠিকভাবে কাজ করা যাবে কি না এটা নিয়ে রাষ্ট্রের নির্বাহী বিভাগ এক ধরনের দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন। আর এ কারণেই নানা সময়ে নানা কারণে উদাসীতার পরিচয় দেওয়া হয়। আমি বলব, রাষ্ট্র যেমন মানুষের জন্য তেমনি মানুষের প্রয়োজনে প্রশাসন ও নির্বাহী বিভাগের সবসময় তৎপর থাকা উচিত।
লেখক : জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী
এবারের অমর একুশে বইমেলায় বই প্রকাশ ও বিক্রির সংখ্যা অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন প্রকাশক-লেখকরা। কাগজের দাম দ্বিগুণ এবং বই মুদ্রণের অন্যান্য জিনিসপত্রের দাম প্রায় দেড়গুণের বেশি বেড়ে যাওয়ায় প্রকাশকরা অন্যান্য বছরের তুলনায় এবার কম বই প্রকাশ করছেন। পা-ুলিপি প্রস্তুতির পরও প্রকাশ করতে পারছেন না অনেক লেখক। এসবের পাশাপাশি বইমেলার স্টলের জায়গার দাম ও নির্মাণ ব্যয় সংকুলান করতে না পেরে এবং প্রকাশনা ব্যবসায় মন্দার আশঙ্কায় মেলায় অংশ নিচ্ছে না অনেক প্রকাশনা সংস্থাও।
বইমেলার এমন চিত্র ভবিষ্যৎ শিক্ষা ও সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন লেখক-প্রকাশকরা। তারা বলছেন, এমনিতেই গত দু’তিন বছর ধরে বই বিক্রি অর্ধেকে নেমে এসেছে। তার ওপর এবার বই বিক্রি ও প্রকাশ কম হলে মনন ও সৃজনশীল লেখক-পাঠক তৈরিতে ও সৃজনশীল সাহিত্য বিকাশ বাধাগ্রস্ত হবে।
এ ব্যাপারে লেখক, গবেষক ও শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুন দেশ রূপান্তরকে বলেন, কাগজের দাম বৃদ্ধির প্রভাব শুধু বইমেলা, নতুন বই প্রকাশ কিংবা পাঠক-লেখকের মনন-সৃজনশীলতায় পড়ে না; সামগ্রিকভাবে দেশ, শিক্ষা ও সংস্কৃতির ওপর পড়ে।
অবশ্য মেলায় মানসম্পন্ন ভালো বই প্রকাশের পক্ষে এই লেখক ও গবেষক। তিনি বলেন, বইমেলায় বই কম বের হোক, ভালো বই বের হোক। কম বই বের হলে খারাপ কিছু দেখি না। যদিও দাম বাড়বে, কিন্তু বই বিক্রি ভালো হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করি। কারণ গত দু’বছর লোকজন সেভাবে মেলায় আসতে পারেনি। এবার আশা করি, সেদিক থেকে এবার ভারসাম্য রক্ষা হতে পারে।
একইভাবে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি, একুশ বইমেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এবং পুঁথি নিলয় প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী শ্যামল পাল দেশ রূপান্তরকে বলেন, বই বিক্রি ও বই প্রকাশের সংখ্যা কমে যাওয়ার প্রভাব আমাদের সৃজনশীলতা মননশীলতায় পড়বে। সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এতে মননশীল পাঠক ও লেখক তৈরি এবং নতুন সাহিত্য বিকাশ সবকিছু নিয়েই একটা সংকটের মধ্যে পড়ব আমরা।
এমন অবস্থায় আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পড় বই গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে এখন চলছে প্রকাশকদের ব্যস্ত সময়। স্টল নির্মাণ ও সাজসজ্জায় রাতদিন কাজ চলছে। নির্ধারিত সময়ের আগে সব কাজ সম্পন্ন হবে বলে একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন।
বই প্রকাশ ও বিক্রি অর্ধেকে নেমে আসবে : শ্যামল পাল বলেন, বিলাসী লোকজন বই কেনে না, পাঠক বই কেনে। পাঠকের বই কেনার একটা বাজেট থাকে। অর্থনৈতিক অবস্থার কারণে এবার সেই বাজেট কমবে। তার ওপর বইয়ের দাম বেড়েছে। ২০০ টাকার বই ৩০০ টাকা, ৪০০ টাকার বই ৬০০ টাকা হচ্ছে। তাতে বই বিক্রি কমে যাবে। আবার নতুন বই প্রকাশের সংখ্যাও এবার কমে যাবে। একটা বই বের করতে বিগত বছরগুলোতে যদি ৩০-৩৫ হাজার টাকা খরচ হতো, এবার সেটা ৬০-৭০ হাজার টাকা খরচ পড়বে। সেক্ষেত্রে প্রকাশকদেরও তো পুঁজির সংকট আছে।
নিজের প্রকাশনা সংস্থা থেকেও বই প্রকাশ কম হচ্ছে জানিয়ে এই প্রকাশক বলেন, এবার আমি ৫২-৫৫টা বই করছি। অথচ প্রতি বছর ১৩০-১৩৫টা বই করি। অর্থাৎ বই প্রকাশ ও বিক্রির সংখ্যা অর্ধেকে নেমে আসবে এবার। বই প্রকাশ নিয়ে এবার তাড়াহুড়ো নেই। বই প্রকাশ করতে আগের বছরগুলোতে প্রকাশকদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল, এবার সেটা নেই।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরপর দুইবারের সাবেক সভাপতি এবং আকাশ প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী আলমগীর সিকদার লোটন দেশ রূপান্তরকে বলেন, আমরা সারা বছরই বই প্রকাশ করি। মেলায় গড়ে ২৫টির মতো বই বের হয়। এবার সেখানে ১৫টা প্রকাশ হতে পারে। কারণ কাগজের দাম চড়া। আবার চড়া দামেও প্রয়োজন অনুযায়ী কাগজ পাচ্ছি না।
প্রকাশনা সংস্থা ভাষাচিত্রের স্বত্বাধিকারী খন্দকার সোহেল বলেন, বইয়ের সংখ্যা এবার অবশ্যই কমে এসেছে। আমি নিজেও বইমেলায় ৭০-৮০টা বই করতাম, সেখানে এবার ২০টা বই করব কি না সন্দেহ আছে। পা-ুলিপি তৈরি আছে। কিন্তু সাহস পাই না। অসংখ্য প্রকাশক বই প্রকাশ কমিয়ে দিয়েছেন। গত বছর যে বইটার দাম ছিল ২০০ টাকা, সেটার দাম এবার হবে ৩৫০-৪০০ টাকা। স্বভাবতই এত টাকা দিয়ে এরকম চিকন একটা বই আমাদের পাঠককরা কিনবেন বলে মনে হয় না।
বেহুলা বাংলার প্রকাশনের স্বত্বাধিকারী চন্দন চৌধুরী বলেন, প্রতি বছর আমরা শতাধিক বই করি। গত বছর করেছিলাম ১২৭টা বই। এইবার খুব বেশি হলে ৭০-৮০টা করব। অর্থাৎ ৪০ শতাংশ কমে যাবে। এটার কারণ কাগজের দাম বেড়েছে। প্লেট, বোর্ডসহ বইয়ের জন্য যে সব জিনিস লাগে, সেগুলোর দাম দ্বিগুণের বেশি বেড়েছে। বছরজুড়ে বই প্রকাশনাতেও ভাটা পড়েছে। অর্ধেক হয়ে গেছে বই বিক্রি।
কাগজের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নেই : অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, উন্নয়নের সঙ্গে সাংস্কৃতিক জিডিপি বৃদ্ধি করতে হবে। কিন্তু সেই সাংস্কৃতিক জিডিপির পেছনে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। সরকার এটাতে মনোযোগ দেয়নি। সংস্কৃতি বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশ পরিচালিত হচ্ছে সংস্কৃতির দ্বারা। সাংস্কৃতিক জিডিপি বৃদ্ধি একটা হতে পারত কাগজের মূল্য নিয়ন্ত্রণ অথবা সুলভ মূল্যে দেওয়া। সরকার যদি ঋণখেলাপিদের এত সুযোগ-সুবিধা দিতে পারে, তাহলে সামান্য একটা বইমেলায় ৫ কোটি টাকা ভর্তুকি দিত, তা হলে কী হতো। এই জিনিসগুলো সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেখা উচিত ছিল। প্রকাশকদের বারবার আলাপ-আলোচনা করা উচিত ছিল। সংস্কৃতির প্রতি প্রধানমন্ত্রী সবসময় নমনীয়। তার কাছে তো জিনিসটা পৌঁছাতে হবে।
এ ব্যাপারে শ্যামল পাল বলেন, কাগজের দামটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা বারবার সরকারকে বলেছি, প্রতিযোগী কমিশনকে বলেছি, বিভিন্ন সংস্থাকে জানিয়েছি। দিকনির্দেশনা দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ হয়নি। কাগজ নিয়ন্ত্রণে আসেনি। তার ওপর বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ার কারণে কাগজের দাম আরেক ধাপ, প্রায় ২০ শতাংশ দাম বেড়ে গেল।
মুদ্রণের সবকিছুর দাম বেড়েছে : মুদ্রণের সব কিছুর দাম বেড়েছে- জানিয়ে শ্যামল পাল বলেন, যে কালির দাম ছিল ১৬০০-১৮০০ টাকা সেট, সেই কালি হয়েছে ৪ হাজার টাকা সেট। প্লেটের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। মুদ্রণের জন্য যে সব জিনিস আমদানি করতে হয়, সেগুলোর সবকিছুর দাম বেড়েছে। প্রকাশক সোহেল খন্দকার বলেন, গত বছর যে বই পেস্টিং করেছি ৩০ টাকা দিয়ে, এবার তাকে দিতে হচ্ছে ৫০ টাকা। প্লেটেও সমহারে বেড়েছে। কালি ও কেরোসিনের দাম বৃদ্ধির কারণে প্রিন্টিং রেট বেড়েছে। ছাপানো খরচ যেটা ছিল ৩০০ টাকা, সেটাতে ৫০ টাকা বেড়েছে। অন্যগুলো এক-তৃতীয়াংশ থেকে এক-চতুর্থাংশ বেড়েছে। বাঁধাইয়ের বোর্ড কাগজ ও কাপড়েরও দাম বেড়েছে।
অনেক প্রকাশক অংশ নিচ্ছেন না : আকাশ প্রকাশনার স্বত্বাধিকারী আলমগীর সিকদার লোটন বলেন, বাংলাবাজারের অনেক নামকরা প্রকাশক এবার মেলায় যাচ্ছেন না। এর মধ্যে একটি আছে যারা বাম রাজনীতির বই বের করেন। আবার রাজনীতিসহ মূলধারার বই বের করেন এমন কিছু প্রকাশকও স্টল নেননি। কাগজের দাম তো বেড়েছেই। তার ওপর স্টলের জায়গার দাম বেশি হয়েছে। স্টল বানাতে যেসব জিনিসপত্র লাগবে সেগুলোর দামও বেড়েছে।
ভাষাচিত্রের স্বত্বাধিকারী খন্দকার সোহেল বলেন, ৫-১০ বছর আগে প্রকাশকরা বইমেলায় স্টল নিলে, তাদের পরবর্তী ছয় মাস আর কিছু করতে হতো না, তাদের এত লাভ হতো। কিন্তু এবার অন্তত ১০০ প্রকাশক বইমেলায় স্টল নিচ্ছেন না। এটা গত দুই বছর ধরেই হচ্ছে। কারণ বইমেলায় স্টল নিলে তারা ক্ষতিগ্রস্ত হন। অর্থাৎ প্রকাশনা সংস্থাগুলো বইমেলা থেকে দূরে সরে যাচ্ছে।
তবুও বইমেলা : গত দু’বছরও করোনার কারণে প্রকাশনা ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা। তারা বলেছেন, তারপরও চেতনার জায়গা থেকে তারা বইমেলায় অংশ নিয়েছেন এবং এবারও নিচ্ছেন।
এ ব্যাপারে আলমগীর সিকদার লোটন দেশ রূপান্তরকে বলেন, মেলা থেমে থাকবে না। একুশের মেলা বাঙালির একটা চেতনার জায়গা। তারা মেলায় যাবেন। কিন্তু বই অতটা কিনতে পারবেন না। কারণ মানুষের পকেটে টাকা নেই। সে হিসেবে বই বিক্রি কমে যাবে।
প্রকাশক খন্দকার সোহেল বলেন, এবারের বইমেলা নিয়ে এখনো আমরা দোদুল্যমানতায় আছি। একই সঙ্গে আশাবাদী, আবার উদ্বেগেও আছি। আশাবাদী এই কারণে যে, এবারের বইমেলার করোনার কোনো প্রভাব নেই, যেটা গত দুই বছর ছিল। মেলার সময় ও স্টল বিন্যাস নিয়ে কোনো চিন্তা নেই। এবার মেলায় প্রচুর লোক আসবে। এইবারের মেলার ডিজাইনটা সুন্দর হয়েছে। কিন্তু শঙ্কার জায়গা হলো নতুন বই বিক্রি নিয়ে।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ নিখোঁজ নাকি আত্মগোপনেএ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জে তোলপাড় চলছে। তার স্ত্রীর দাবি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আওয়ামী লীগ নেতারা মনে করছেন তিনি আত্মগোপনে থেকে নাটক করছেন। এদিকে একটি অডিও রেকড ফাঁস হওয়ার পর গতকাল সোমবার আবু আসিফ টক অব দ্য টাউন হয়ে উঠেছেন।
আবু আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) উপনির্বাচনে তিনি বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং এই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য বহিষ্কৃত নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আবু আসিফ মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কয়েক দিন আগে আসিফ অভিযোগ করেছিলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর প্রচন্ড চাপ আসছে। তার নির্বাচনী প্রচারণার দায়িত্বে নিয়োজিত কর্মী-সমর্থকদের নানাভাবে হয়রানি করাসহ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তবে এর মধ্যেও তিনি নির্বাচন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিলেন।
২৬ জানুয়ারি আসিফ অভিযোগ করেছিলেন, ২৫ জানুয়ারি রাত থেকে তার শ্যালক ও নির্বাচন পরিচালনাকারী কমিটির প্রধান সমন্বয় শাফায়েত হোসেন ‘নিখোঁজ’ রয়েছেন। ওই দিনই রাতে পুলিশ গ্রেপ্তার করেছে তার প্রধান নির্বাচনী এজেন্ট মুসা মিয়াকে। যদিও পুলিশ বলেছে, মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গত রবিবার বিকেল থেকে আশুগঞ্জে খবর ছড়িয়ে পড়ে আবু আসিফ নিখোঁজ। তার স্ত্রী মেহেরুন্নিছা রবিবার সন্ধ্যায় মুঠোফোনে জানান, দুই দিন ধরে আমার স্বামী ঘরে ফেরেনি। আমাদের লোকজনও ভয়ে থাকছে। আসিফ আত্মগোপনে রয়েছেন কি না জানতে চাইলে মেহেরুন্নিছা বলেন, ‘আমার স্বামী আত্মগোপনে যাননি।’ এ বিষয়ে থানায় বা কোথাও লিখিত অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের পালিয়ে থাকতে হচ্ছে। আমিও ভয়ের মধ্যে আছি। দ্রুত একটা কিছু করব।’
তবে আবু আসিফ নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের স্ত্রী এবং বাসার কেয়ারটেকারের মধ্যে ফোনালাপ বলে একটি অডিও ফাঁস হয়। যেখানে আসিফের স্ত্রীকে কেয়ারটেকারকে আসিফের জন্য জামাকাপড় গোছানোর নির্দেশ দিতে শোনা যায়। সেখানে একটি নারী কণ্ঠ, ‘ইফসুফ (কেয়ারটেকার) স্যার কই, স্যারের (আসিফ) কতগুলো জামাকাপড়, গেঞ্জি, প্যান্ট, শীতের কাপড়, জুতা মোজা ব্যাগে ভরে দিয়ে দে তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি দে। কেউ যেন না জানে স্যার কই গেছে। ক্যামেরা বন্ধ করে দে। ক্যামেরার লাইন বন্ধ কর বাসার। স্যার গেলে আরও ১০ মিনিট পর ক্যামেরার লাইন খুলবে।
এমন কথোপকথন ফাঁস হওয়ার পর বিএনপি নেতা আসিফ নিখোঁজ নাকি আত্মগোপনে গেছেন, এ নিয়ে আলোচনা আরও ডালপালা মেলতে শুরু করে। এরপর থেকে সোমবার সারা দিন ফোন করলেও আসিফের স্ত্রী ফোন রিসিভ করেননি। আসিফের ফোনও বন্ধ পাওয়া গেছে।
আসিফ নাটকের ঘটনায় বিব্রতবোধ করছেন তার নিকটাত্মীয় ও স্বজনরা। তারা নিখোঁজ বা আত্মগোপন কোনোটাই বলতে চান না।
আসিফের ভাতিজা ও আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের বলেন, ‘আমি সাত্তার সাহেবের (কলার ছড়ি) নির্বাচন নিয়ে ব্যস্ত। চাচা আসিফের বিষয়ে কিছুই জানি না। আপনারা এ বিষয়ে প্রশ্ন করলে বিব্রতবোধ করি।’
তবে আবু আসিফের এ ঘটনাকে নাটক বলে আখ্যায়িত করেছেন স্থানীয় আওয়ামী লীগ। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (১) এম এম তোফায়েল আলী রুবেল বলেন, ‘আসিফ নিজেই আত্মগোপন করে নাটকের জন্ম দিয়েছেন। নির্বাচনে আলোচনায় থাকার জন্যই তিনি এ কাজ করেছেন।’
আবু আসিফ নিখোঁজ নাকি আত্মগোপনে, এটা নিশ্চিত করে বলতে পারেননি আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান। তিনি গতকাল বলেন, ‘আবু আসিফের বিষয়ে তার স্ত্রী বা পরিবারের কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। তবে যেহেতু মিডিয়ায় খবর এসেছে, তাই আমরা স্থানীয়ভাবে খোঁজ-খবর নিচ্ছি তিনি কোথায় আছেন। আমরা তার বাসায় যাইনি বা আশপাশে ঘোরাফেরাও করছে না কেউ।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলম বলেন, ‘জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। এখন কেউ যদি নিজেকে লুকিয়ে রাখে, তাহলে তো আমাদের কিছু করার নেই।’
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারের পুলিশ লাইনস এলাকায় মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৫৯ জন নিহত এবং কমপক্ষে ১৪২ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মসজিদের একটি অংশ ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের নিচে চাপাপড়া লোকজনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান পেশোয়ারের সব হাসপাতালে জরুরি চিকিৎসা পরিস্থিতি জারি করেছেন। বেশিরভাগ আহতকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, গতকাল সোমবার জোহরের মসজিদের সামনের সারিতে উপস্থিত আত্মঘাতী হামলাকারী শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে এ বিপুল হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের অনেকেই পুলিশ কর্মকর্তা, তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন।
মসজিদটিতে নিয়মিত নামাজ আদায় করেন সিভিল সেক্রেটারিয়েট অ্যাসোসিয়েশন পেশোয়ারের সভাপতি তাসাভুর ইকবাল। তিনি বলেন, ‘পুলিশ লাইনস এলাকায় সবসময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরিচয়পত্র এবং দেহতল্লাশি ছাড়া কেউই এ মসজিদে প্রবেশ করতে পারে না।’ পেশোয়ারের এ বাসিন্দা বলেন, আজকের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটা অনেক বড় মসজিদ। একসঙ্গে অসংখ্য মানুষ নামাজ পড়তে পারেন।
পেশোয়ারে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, সেনাপ্রধান আসিম মুনিরসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘এ হামলা পুরো পাকিস্তানের ওপর হামলার শামিল, আমার কোনো সন্দেহ নেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো সন্ত্রাসবাদ মোকাবিলা।’
এদিকে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে দেশটির সশস্ত্রগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানি তালেবানের কমান্ডার সারবাকাফ মোহমান্দ টুইটারে দেওয়া এক বার্তায় পেশোয়ার মসজিদে হামলার দায় স্বীকার করেছেন। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে জঙ্গিগোষ্ঠীটির প্রধান মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত টিটিপি কমান্ডার উমর খালিদ খুরাসানির ভাই মোহমান্দ। গত বছর আগস্টে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে নিহত হন উমর খালিদ। ভাইকে হত্যার প্রতিশোধ নিতেই পেশোয়ারের মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তালেবানের কমান্ডার মোহমান্দ।
গত বছর নভেম্বরে টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর প্রকাশ্য ঘোষণায় আবার পাকিস্তানজুড়ে হামলা শুরুর ঘোষণা দেয় পাকিস্তানি তালেবান গোষ্ঠী। সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটছে পুলিশকে লক্ষ্য করে। এ বছর জানুয়ারিতেই পুলিশের ওপর হামলায় তিনজন নিহত হন। এর আগে গত বছর পেশোয়ারের কোচা রিসালদার এলাকার একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৬৩ জন নিহত হয়েছিলেন।
রাজধানীর পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে অডিটোরিয়ামে দেশি-বিদেশী মডেল ভাড়া করে এনে সাড়ম্বরে ঘোষণা করা হয়েছিল প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নারী ফুটবল আসর ওমেন্স সুপার লিগের। সিনে জগতের তারকাদের সঙ্গে মঞ্চে র্যাম্প করতে করতে প্রত্যাশার ঘুড়িটা দূর আকাশে উড়িয়েছিলেন সাবিনা-সানজিদারা। দেশের ফুটবলের বড় বিজ্ঞাপন এখন তারা। ফুটবলপ্রেমীদের তাদের নিয়ে অসীম আগ্রহকে পুঁজি করে কে-স্পোর্টস আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে ফায়দা লুটতে। তবে দিন যত গড়িয়েছে, মেয়েদের স্বপ্ন ধূসর হয়েছে। এখন তো তা মিলিয়ে গেছে বহুদূরে।
কে-স্পোর্টস-বাফুফের কর্তারা বুঝেছেন, তাদের লেখা চিত্রনাট্য আর বাস্তবতায় বড্ড ফাঁরাক। তাই তারা বারবার টুর্নামেন্ট শুরুর তারিখ দিয়েও আলোচিত টুর্নামেন্টকে মাঠে নিয়ে যেতে পারেননি। সর্বশেষ ১০ জুন আসর শুরুর ঘোষণা দিয়েছিলেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সেটাও মিথ্যে হয়ে গেছে। তাই হতাশা ছাঁপিয়ে নারী ফুটবলারদের মনে ভর করেছে রাজ্যের ক্ষোভ।
কে-স্পোর্টস আর বাফুফের কর্তারা ভেবেছিলেন এমন একটা টুর্নামেন্টের সঙ্গে নিজেদের যুক্ত করতে হামলে পড়বে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। গত বছর নেপালে সাফ শিরোপা জয়ের পর মেয়েদের নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেটাই আসলে স্বপ্নবাজ করে তোলে সালাউদ্দিন-মাহফুজা আক্তার-ফাহাদ করিমদের। তবে হয়েছে উল্টো। সেটাই যে হওয়ার কথা! কে-স্পোর্টস কিংবা বাফুফে, দুটি প্রতিষ্ঠানই যে এখন ভীষণভাবে ইমেজ সঙ্কটে ভুগছে। এর মাঝে অগোচরে একটা ঘটনা ঘটে গিয়েছে, যেটা কখনই প্রত্যাশিত ছিল না। কে-স্পোর্টস আর বাফুফের দেখানো স্বপ্নে বুদ হয়ে গিয়েছিলেন ফুটবলাররা। এমন একটা টুর্নামেন্টে খেলতে মুখিয়ে ছিলেন তারা। এমনিতে ঘরোয়া ফুটবল খেলে সেভাবে পারিশ্রমিক জুটে না। ফ্র্যাঞ্চাইজি লিগে হলে একটা আকর্ষণীয় পারিশ্রমিকের হাতছানি ছিল। তারচেয়েও বেশি ছিল নানা দেশের নামী-দামী ফুটবলারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুবর্ণ সুযোগ। দারুণ একটা স্বপ্ন বাস্তবায়নে মুখ বুজে মেয়েরা কঠোর পরিশ্রম করে গেছেন দিনের পর দিন। এর মাঝেই তারা দেখেছেন বাবার মতো কোচ গোলাম রব্বানী ছোটনের বিদায়। বেতন-ভাতা, সুযোগ-সুবিধা বাড়ানোর ন্যায্য দাবী পুরোপুরি পূরণ না হওয়ার পরও তারা বাফুফের কঠোর অনুশাসন মেনে দুঃসহ গরমে সকাল-বিকাল ঘাম ঝড়িয়েছেন। এরপর যখন দেখলেন এই স্বপ্ন বারবার হোচট খাচ্ছে কে-স্পোর্টসের ব্যর্থতা আর বাফুফের অদূরদর্শীতায়, তখন আর মুখ বুজে থাকতে পারলেন না। হতাশার কথা জানাতে গিয়ে অগোচরে তাদের কণ্ঠ থেকে বের হয়ে এসেছে ক্ষোভের আগুন।
অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি বৃহস্পতিবার ক্যাম্প বন্ধ ঘোষণা করে বাফুফে। সিনিয়র খেলোয়াড়দের দেওয়া হয় পাঁচ দিনের ছুটি। বৃহস্পতিবার রাতে বাসে করে সাতক্ষীরাগামী সাফজয়ের অগ্রনায়ক সাবিনা খাতুন দেশ রূপান্তরকে মুঠোফোনে বলছিলেন, 'ওমেন্স সুপার লিগ স্রেফ আমাদের আবেগ নিয়ে খেললো।' একটু থেমে আবার বলতে শুরু করেন বাংলাদেশ অধিনায়ক, 'প্রথমত সাফের পর কোন খেলা নেই। তারপর এই লিগ মেয়েদের নিয়ে দুই দফা এত কিছু করলো, এত আশা দিলো, মেয়েরা খেলার জন্য মুখিয়ে ছিল। আর সব থেকে বড় ব্যাপার বিদেশী খেলোয়াড় যারা দক্ষিণ এশিয়ার, তাদের নিয়ে আমি নিজেও কাজ করছিলাম। তাদের কাছে এখন আমার সম্মান কই থাকলো! বারবার তারিখ পরিবর্তন করা হয়েছে। মেয়েরা অনেক আশায় ছিল। কিন্তু... । এটা নিয়ে অবশ্য মেয়েরা অনেক আগেই আশা ছেড়ে দিয়েছিল। এখন আমিও কোন আশা দেখছি না।'
সতীর্থদের সংগে ময়মনসিংহের কলসিন্দুরে বাড়ির যেতে যেতে জাতীয় দলের রাইট উইঙ্গার সানজিদা বলছিলেন, 'আসলে কিছু বলার ভাষাই হারায় ফেলেছি। একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। এর জন্য আমরা কঠোর অনুশীলণ করছিলাম। আশা ছিল খেলবো। এখন সেটা হচ্ছে না বলে খুব কষ্ট লাগছে। যখন শুনলাম লিগটা হবে না, তখন মনের অবস্থা কেমন হতে পারে, বুঝতেই পারছেন।'
সাফের পর কোন ম্যাচ খেলার সুযোগ পাননি সিনিয়র ফুটবলাররা। এ নিয়ে ভীষণ হতাশ সানজিদা বলেন, 'নয়টা মাস ধরে অপেক্ষায় আছি খেলার। প্রীতি ম্যাচ বলেন কিংবা কোন টুর্নামেন্ট, একটা ম্যাচও আমরা খেলতে পারিনি সাফের পর। অথচ আমাদের সঙ্গে যারা সাফে খেলেছে, তারা প্রায় সবাই পাঁচটা-ছয়টা করে প্রীতি ম্যাচ খেলে ফেলেছে এর মধ্যে।' মেয়েদের সিঙ্গাপুরে গিয়ে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, মিয়ানমারে অলিম্পিক বাছাই খেলার কথা ছিল। অথচ বাফুফে অর্থ সঙ্কটসহ নানা অযুহাতে তাদের খেলতে পাঠায়নি। সানজিদা বললেন, 'আমরা আসলে হতাশ হতেও ভুলে গেছি। বারবার টুর্নামেন্টে খেলার কথা বলা হয়, আবার সেটা বাতিল হয়। এরকমটা হতে হতে আসলে আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি।'
হতাশা, বঞ্চনায় বাফুফের চাকুরি থেকে পদত্যাগ করেছেন নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। প্রিয় কোচের জন্য কষ্ট পান সানজিদা, 'ছোটন স্যারের হাত ধরেই আমার এখানে আসা। তার কাছেই আমার ফুটবলার হয়ে গড়ে ওঠা। তিনি চলে গেছেন। এতে খুব কষ্ট পাই। তিনি আমাদের অনেক আদর-যত্ন করতেন। বাবা-মেয়ের সম্পর্ক যেমন হয়, ঠিক তেমন সম্পর্ক ছিল।'
১৩ জুন সাবিনা-সানজিদাদের ক্যাম্পে ফেরার নির্দেশ দিয়েছে বাফুফে। বিকল্প নেই বলে তারা হয়তো ফিরবেন। তবে ফেরার সময় তাদের চোখে থাকবে না বড় কোন স্বপ্ন। সেটা দেখাই বারণ। কে-স্পোর্টস আর বাফুফে মিলে যে মেয়েদের সব স্বপ্ন গলা টিপে মেরে ফেলেছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর মেয়ের জামাতাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, কাস্টমস ব্যাগেজ, ইমিগ্রেশনসহ অন্যান্য প্রটোকল দেওয়ার একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অনেকেই চিঠিটি শেয়ার করে সমালোচনা করছেন। কেউ বলছেন, মন্ত্রীর মেয়ের জামাই বলে কথা! কেউ কেউ প্রশ্ন করছেন, মন্ত্রীর মেয়ের জামাই প্রটোকল কোন হিসেবে পান? আবার কেউবা বলছেন, একটু বাড়াবাড়ি করে ফেলেছে!
জানা যায়, গত ৬ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়। পরে ৭ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককে চিঠিটি পাঠানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে চিঠিটির সত্যতাও পাওয়া যায়।
মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব ড. অমিতাভ চক্রবর্ত্তী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হকের মেয়ের জামাতা মোহাম্মদ মাহফুজুর রহমান ৯ জুন শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ইকে ৫৮৬ যোগে দুবাই থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতিসহ মন্ত্রীর প্রটোকল অফিসার মশিউর রহমানকে কাস্টমস ব্যাগেজ, ইমিগ্রেশন এবং বিমানবন্দরের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের জন্য বোর্ডিং ব্রিজ পাস দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর পরিচালককে নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহারের জন্য পৃথক লাউঞ্জ রয়েছে। যেটাকে ভিআইপি লাউঞ্জ বলা হয়। ভিআইপি লাউঞ্জ কারা ব্যবহার করতে পারবেন এমন একটি স্পষ্ট নির্দেশনা রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও বিমানবন্দর কর্তৃপক্ষের।
লাউঞ্জ রজনীগন্ধা, বকুল, দোলনচাঁপা ও চামেলি নামে বিমানবন্দরে ৪টি ভিআইপি লাউঞ্জ রয়েছে। রজনীগন্ধা রাষ্ট্রের সর্বোচ্চ ভিআইপিরা ব্যবহার করেন। বকুল ব্যবহার করেন অতিরিক্ত সচিব বা তার পদমযার্দার ও সমমর্যাদার ব্যক্তিরা। দোলনচাঁপা ব্যবহার করেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর চামেলি দিয়ে একুশে পদক পাওয়া ব্যক্তি, সংবাদপত্রের সম্পাদক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রবেশ ও বের হতে পারেন।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে বিদ্যমান ৫ শতাংশ আগাম কর প্রত্যাহারের পরিকল্পনা করেছে সরকার। অন্যদিকে উৎপাদন পর্যায়ে তরল করা পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পেট্রোল, অকটেন ও ডিজেল আমদানিতে প্রতি লিটারে ১৩ দশমিক ৭৫ টাকা করে শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া অন্যান্য জ্বালানি জেট ফুয়েল, ফার্নেস অয়েল, লুব বেইজ অয়েল, কেরোসিনের ক্ষেত্রে প্রতি টনে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। এত দিন এসব জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপ ছিল।
আমদানি করা পণ্যের যথাযথ মূল্য নির্ধারণে ২০২২-২৩ অর্থবছরে পণ্যের ট্যারিফ মূল্য ও ন্যূনতম মূল্য নির্ধারণ-সংক্রান্ত প্রজ্ঞাপনে পেট্রোলিয়াম ও এর উপজাত দুটি হেডিংয়ের আওতায় ১২টি এইচএস কোডের বিপরীতে ট্যারিফ মূল্য এবং একটি হেডিংয়ের আওতায় একটি এইচএস কোডের বিপরীতে ন্যূনতম মূল্য বহাল আছে।
পেট্রোলিয়াম ও এর উপজাতগুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত ওঠানামা করার কারণে অতি প্রয়োজনীয় এই পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ সুপারিশ করা হয়েছে।
এলপিজি সিলিন্ডারের বিষয়ে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এলপিজি সিলিন্ডার তৈরির কাঁচামাল ইস্পাতের পাত (স্টিল শিট) ও ওয়েল্ডিংয়ের তার আমদানির করছাড় সুবিধা তুলে নেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার উৎপাদনকারীরা কাঁচামালে শুল্ককর ছাড় ১২ বছর ধরে ভোগ করে আসছে। তাই রাজস্ব আহরণের স্বার্থে শুধু দুটি উপকরণে ছাড় তুলে নেওয়া হয়েছে। তবে অন্যান্য করছাড়ের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে।
পেট্রোলিয়াম তেল এবং বিটুমিনাস খনিজ থেকে প্রাপ্ত তেলের ওপর বিদ্যমান শুল্ক ৫ শতাংশ। নতুন বাজেট অনুযায়ী এসবের প্রতি ব্যারেলের দাম ১ হাজার ১১৭ টাকা (লিটার প্রতি ৭.০২ টাকা) হতে পারে। প্রতি টন ফার্নেস অয়েলের সুনির্দিষ্ট শুল্ক ৯ হাজার ১০৮ টাকা (লিটার প্রতি ৯.১০ টাকা) করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য নতুন অর্থবছরে (২০২৩-২৪) ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ খাতে ৩৩ হাজার ৮২৫ কোটি ১০ লাখ টাকা এবং জ্বালানি খাতে ৯৯৪ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা নতুন বাজেটে এই বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরে (২০২২-২৩) বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ ছিল ২৬ হাজার ৬৬ কোটি টাকা। পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ৮৯ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ছে ৭ হাজার ৭৩০ কোটি টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বাজেট বক্তৃতায় বলেন, উৎপাদন ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণের ফলে দেশের শতভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০০৯ সালে ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বর্তমানে ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। জ্বালানির ব্যবহার বহুমুখীকরণের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি কয়লা, তরল জ্বালানি, দ্বৈত জ্বালানি, পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, রামপালে কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট ও পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে মোট ১২ হাজার ৯৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন এবং ২ হাজার ৪১৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১৭টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি প্রক্রিয়াধীন আছে। এছাড়া, ১০ হাজার ৪৪৩ মেগাওয়াট ক্ষমতার আরও ৩৪টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মুস্তফা কামাল বলেন, ‘২০৪১ সালের মধ্যে পাশর্^বর্তী দেশগুলো থেকে প্রায় ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পাশাপাশি ঝাড়খ-ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। নেপালের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে শিগগিরই। তিনি বলেন, ‘সব মিলিয়ে আমরা ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে পারব বলে আশা করছি।’
অর্থমন্ত্রী বলেন, ‘সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া ২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ পরিচ্ছন্ন জ্বালানি থেকে সংগ্রহ করতে চাই। এরসঙ্গে সামঞ্জস্য রেখে, ৬০ লাখ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে অফ গ্রিড এলাকায় বসবাসকারী জনগণকে বিদ্যুৎ সুবিধা দেওয়া হচ্ছে। কার্বন নিঃসরণ কমাতে ডিজেলচালিত পাম্পের জায়গায় সৌরচালিত পাম্প স্থাপন করার অংশ হিসেবে সেচকাজে ইতিমধ্যে ২ হাজার ৫৭০টি পাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৮৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সর্বোপরি, রাশিয়ার সহায়তায় রূপপুরে ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।’
উৎপাদিত বিদ্যুৎ জনগণের কাছে পৌঁছে দিতে গত ১৪ বছরে ৬ হাজার ৬৪৪ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সঞ্চালন লাইন ১৪ হাজার ৬৪৪ কিলোমিটারে উন্নীত হয়েছে। এছাড়া বিতরণ লাইন ৩ লাখ ৬৯ হাজার থেকে ৬ লাখ ৬৯ হাজার কিলোমিটারে বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের সিস্টেমলস ১৪ শতাংশ থেকে নেমে এসেছে ৭ দশমিক ৭ শতাংশে। ২০৩০ সালের মধ্যে সঞ্চালন লাইনের পরিমাণ ২৮ হাজার কিলোমিটারে সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের অপব্যবহার রোধের লক্ষ্যে গত ৫ বছরে প্রায় ৫৩ লাখ প্রি-পেইড স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রী কামাল বলেন, ২০০৯ সালের তুলনায়, জ্বালানি তেলের মজুদ ক্ষমতা ৮ লাখ ৯৪ হাজার মেট্রিক টন থেকে বৃদ্ধি করে ২০২১-২২ অর্থবছরে ১৩ লাখ ৬০ হাজার টন করা হয়েছে। পর্যায়ক্রমে এই মজুদ ক্ষমতা ৩০ দিনের পরিবর্তে ৬০ দিনে বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি উদ্বোধন করা ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আমদানি করা জ্বালানি তেল (ডিজেল) দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় এবং সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির পরিশোধন ক্ষমতা ১৫ লাখ টন থেকে ৪৫ লাখ টনে উন্নীত করার চেষ্টা চলছে। পায়রা সমুদ্রবন্দর এলাকায় একটি বৃহৎ সমন্বিত তেল শোধনাগার স্টোরেজ ট্যাংক নির্মাণের সিদ্ধান্ত আছে। সম্প্রতি ভোলার ইলিশা গ্যাসক্ষেত্রে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় প্রতিদিন গ্যাসের উৎপাদন ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট, যা বেড়ে হয়েছে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের সক্ষমতা বাড়ানোর পর দৈনিক গ্যাস উৎপাদন ৯৮৪ মিলিয়ন ঘনফুট বেড়েছে। ২০২৪ সালের মধ্যে আরও ৪৬টি কূপ খনন করা হবে। এতে অতিরিক্ত ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করা হচ্ছে।
মুস্তাফা কামাল বলেন, ‘সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন হওয়ায় আমরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি এবং স্পট মার্কেট থেকেও কেনা হচ্ছে। এছাড়া কক্সবাজারের মাতারবাড়ীতে প্রতিদিন ১ হাজার মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।’
বাজেট বক্তৃতায় আরও বলা হয়, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ১৫৮ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ করা হয়েছে। বর্তমানে দেশের উত্তরাঞ্চল ও অন্যান্য এলাকায় ২১৪ কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ চলছে। ২০২৬ সালের মধ্যে পায়রা ও ভোলা থেকে গ্যাস সঞ্চালনের জন্য আরও ৪২৫ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি অপচয় রোধে প্রি-পেইড মিটার স্থাপনের কাজও চলছে।
চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরের সামগ্রিক বাজেট আকারে ১২ দশমিক ৩৪ শতাংশ বড় হলেও আগামী বছরের শিক্ষা-বাজেট দশমিক ৪৪ শতাংশ কমেছে। তবে টাকার অঙ্কে শিক্ষার দুই মন্ত্রণালয়ের বরাদ্দ ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেড়েছে।
২০২৩-২৪ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের ১৩ দশমিক ৭ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শুধু শিক্ষা খাত হিসাব করলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় বরাদ্দ ১১ দশমিক ৫৭ শতাংশ। টাকার অঙ্কে তা ৮৮ হাজার ১৬২ কোটি। চলতি অর্থবছরে শিক্ষায় বরাদ্দ ছিল ১২ দশমিক ০১ শতাংশ বা ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা।
ইউনেস্কো, শিক্ষাবিদ বা অংশীজনরা অনেক দিন ধরেই শিক্ষায় জিডিপির কমপক্ষে ৪ শতাংশ বরাদ্দের কথা বলছেন। এটাকে তারা বরাদ্দ হিসেবে না দেখে আগামী দিনের বিনিয়োগ হিসেবে দেখতে বলছেন। গত কয়েক বছর ধরে শিক্ষায় বরাদ্দ ১২ শতাংশের আশপাশে ঘুরপাক খাচ্ছিল। জিডিপির হিসাবে তা ছিল ২ শতাংশের কাছাকাছি। চলতি অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির ১ দশমিক ৮৩ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ছিল ২ দশমিক ০৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়াচ্ছে জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী বাজেটে যে লক্ষ্য ধরা হয়েছে, তার সঙ্গে শিক্ষায় বরাদ্দের সংগতি নেই। বাজেটে স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে। এজন্য দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। কিন্তু এ জনগোষ্ঠী তৈরির জন্য প্রয়োজন শিক্ষা খাতে বিনিয়োগ। বরাবরের মতো এবারও শুভংকরের ফাঁকি লক্ষ করছি। শিক্ষার সঙ্গে প্রযুক্তি মিলিয়ে আকার বড় করা হলেও চলতি অর্থবছরের চেয়েও বরাদ্দ কমেছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নেও বাজেটে দিকনির্দেশনা দেখছি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষায় জিডিপির ২ শতাংশের নিচে বরাদ্দ কাক্সিক্ষত নয়। আগামী অর্থবছরে অন্তত ১৪ থেকে ১৫ শতাংশ বরাদ্দ দিলে ভালো হতো। কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় আরও বেশি নজর দেওয়া উচিত ছিল। সেটা আগামী অর্থবছরের বাজেটে দেখা যায়নি।’
তিনি বলেন, ‘আগামী বছরের বাজেটে মিড ডে মিলের জন্য বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, যা খুবই ভালো। যোগ্য শিক্ষক নিয়োগ ও তাদের যথাযথ প্রশিক্ষণে জোর দিতে হবে। শিক্ষায় বরাদ্দের সঠিক ব্যবহারের বিষয়ে গুরুত্ব দিতে হবে।’
আগামী অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে তা ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪২ হাজার ৮৩৮ কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৩৯ হাজার ৯৬১ কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল সরকার।
বাজেট ঘিরে প্রতি বছরই বেসরকারি শিক্ষকদের অন্যতম দাবি থাকে শিক্ষাব্যবস্থার জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও শতভাগ উৎসব-ভাতা প্রদান। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের প্রক্রিয়া চলমান রাখাও তাদের অন্যতম দাবি। কিন্তু সেসব বিষয়ে বাজেটে স্পষ্ট কিছু উল্লেখ নেই। তবে এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য খাতে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটের চেয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে। প্রস্তাবিত বাজেটে এই খাতে এবার বরাদ্দ ১ হাজার ১৮৯ কোটি টাকা বা ৩ দশমিক ২২ শতাংশ বাড়লেও মোট বাজেটের তুলনায় তা কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছরে খাতটিতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ। আগামী বাজেটে তা ৫ শতাংশে নেমে এসেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় মাত্র ১৫০ কোটি টাকা বেশি। এর মধ্যে পরিচালন ব্যয় ১৭ হাজার ২২১ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ১২ হাজার ২১০ কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে ৮ হাজার ৬২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ থেকেই নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যয় নির্বাহ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ দেশ রূপান্তরকে বলেন, এবার টাকার অঙ্কে গত বছরের তুলনায় (বর্তমান ২০২২-২৩ অর্থবছর) ১ হাজার একশ কোটির মতো বেড়েছে। কিন্তু বাজেট শেয়ারে সেটা কমেছে। সামগ্রিক বাজেটের গ্রোথ বা বৃদ্ধি ১২ শতাংশ, কিন্তু স্বাস্থ্যের বাজেটের বৃদ্ধি ৩ শতাংশ। তারমানে রাষ্ট্রীয় বাজেটে স্বাস্থ্য খাতের গুরুত্ব কমেছে। সেই কারণে ৫ দশমিক ৪ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে এসেছে।
এই স্বাস্থ্য অর্থনীতিবিদ বলেন, এবার কমার যৌক্তিক কারণ আছে। সেটা হলো স্বাস্থ্য বিভাগের সেক্টর প্রোগ্রামে উন্নয়ন বাজেট থেকে অর্থ আসে। সেই সেক্টর প্রোগ্রাম এই অর্থবছরে শেষ হয়ে প্রস্তাবিত অর্থবছর থেকে নতুন সেক্টর প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চলমান সেক্টর প্রোগ্রাম সময়মতো বাস্তবায়ন করতে না পারায় সেটার সময় আরও এক বছর বাড়ানো হয়েছে। এই এক বছরের জন্য নতুন বাজেট থাকে না, পুরনো বাজেট থেকেই ব্যয় করতে হয়। ফলে বরাদ্দ না বাড়িয়ে পাঁচ বছরের বাজেট যদি ছয় বছরে গিয়ে ঠেকে, তাহলে প্রতি বছর টাকা কমে যায়। মূলত এ কারণে এবার টাকা কমে গেছে।
সরকার স্বাস্থ্য খাতে এবারও কিছু থোক বরাদ্দ রাখতে পারত বলে মনে করেন স্বাস্থ্য অর্থনীতির এই শিক্ষক। তিনি বলেন, কভিড ছাড়াও আমাদের অনেক জরুরি খাত আছে। এখন ডেঙ্গু চলছে। এটি ইমার্জেন্সি হয়ে যাবে। ফলে এটার জন্য যে ফান্ড দেওয়া আছে হাসপাতালে, রোগী বাড়লে সেটা দিয়ে হবে না। এরকম ইমার্জেন্সি আরও আসতে পারে। এরকম একটা থোক বরাদ্দ রাখলে স্বাস্থ্যের ইমার্জেন্সিতে সেখান থেকে ব্যয় করা যেত। কিন্তু সেটাও নেই। তার মানে কভিডের শিক্ষা থেকে আমরা কিছুই শিখিনি। প্রস্তাবিত বাজেটে সেটার প্রতিফলন নেই।
সামগ্রিকভাবে বাজেটে রোগীদের স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যাবে বলেও মনে করছেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ। তিনি বলেন, এতে স্বাস্থ্যসেবা ও ওষুধসহ সামগ্রিকভাবে স্বাস্থ্য খাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।
যদিও এবারের বাজেটে ওষুধ, চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ক্যানসার রোগীদের চিকিৎসা আরও সুলভ করার জন্য ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, আইভি ক্যানুলা উৎপাদনের অন্যতম প্রধান উপাদান সিলিকন টিউবসহ আরও কিছু বিদ্যমান ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। তামাক জাতীয় পণ্য যেমন তরল নিকোটিন, ট্রান্সডারমাল ইউস নিকোটিন পণ্যের বিপরীতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।
বাসায় তেলাপোকা মারার ওষুধ দেওয়ার পর বিষক্রিয়ায় মারা গেছে রাজধানীর বারিধারা এলাকার ব্যবসায়ী মোবারক হোসেন তুষারের দুই ছেলে। তার মেয়ে এখনো অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। গত শনিবার ‘ডিসিএস অরগানাইজেন লিমিটেড’ নামের একটি পেস্ট কন্ট্রোল কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন ওই ব্যবসায়ী। প্রতিষ্ঠানটির কর্মীরা বাসায় ওষুধ দিয়ে ছয় ঘণ্টা পরে ঢুকে ঘর পরিষ্কার করতে বলেছিলেন। পরিবারটি ৯ ঘণ্টা পরে বাসায় ঢুকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। এ সময় তাদের সবারই পেট খারাপ, বমির মতো উপসর্গ দেখা দেয়।
ওই পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সেই পেস্ট কন্ট্রোল কোম্পানি পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট (গ্যাস ট্যাবলেট) ব্যবহার করেছিল, যেটা থেকে বিষাক্ত গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের বিষক্রিয়াতেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর ওই প্রতিষ্ঠানের ৫ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে রাজধানীতে গত পাঁচ বছরে এই বিষক্রিয়ায় বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চমাত্রার এই কীটনাশক বাসায় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বিভিন্নভাবে সাধারণ কীটনাশক হিসেবে দেদার বিক্রি হচ্ছে সারা দেশে।
সূত্র বলছে, রাজধানীসহ সারা দেশে কয়েক শতাধিক পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান রয়েছে। এসব কোম্পানির প্রায় ৯৫ ভাগের কোনো অনুমোদন নেই। কৃষি ও পরিবেশ অধিদপ্তরের এসব দেখভাল করার কথা থাকলেও তারাও খুব একটা গুরুত্ব দিচ্ছে না।
পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান সেবা নিন প্ল্যাটফর্ম লি.-এর চেয়ারম্যান শামসুল আলম বলেন, দেশে ব্যাঙের ছাতার মতো পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান গড়ে উঠছে। অধিক মুনাফার আশায় তারা এক ধরনের নিষিদ্ধ ট্যাবলেট ব্যবহার করে। আবার অনেকে লিকুইড কেমিক্যাল ব্যবহার করে। কিন্তু কোন মাত্রায় এসব ব্যবহার করতে হয় তার প্রশিক্ষণ নেই। সরকারের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের বিষয়ে আরও বেশি সতর্ক হওয়া উচিত।
রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা যায় অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট যত্রতত্র বিক্রি হচ্ছে। ফুটপাত থেকে শুরু করে দেয়াল লিখন ও অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে চটকদার বিজ্ঞাপন। অথচ চাষাবাদ ছাড়া অন্য কাজে যার ব্যবহার নিষিদ্ধ। বদ্ধ ঘরে এই ধরনের কীটনাশক ব্যবহার করলে যে কারও বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে মাইকিং করে এসব কীটনাশক বিক্রি করছিলেন কাঞ্চন মিয়া। এ ধরনের কীটনাশক বিক্রির অনুমতি তার আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের অনুমতি লাগে না। দশ বছর ধরে এই ব্যবসা করি। কেউ তো কিছু বলে না। কোথা থেকে এসব পণ্য সংগ্রহ করা হয় জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ পুরান ঢাকা থেকে সংগ্রহ করি। গাজীপুর সাভার থেকেও এসে দিয়ে যায়। এসব ব্যবহারে মানুষের মৃত্যুর ঝুঁকি রয়েছে তা জানেন না বলে জানান তিনি।
বিশেষজ্ঞরা বলছেন কীটনাশক জাতীয় একপ্রকার ওষুধের জেনেটিক বা গ্রুপ নাম হলো অ্যালুমিনিয়াম ফসফাইড। বাজারে অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট আকারে ফসটক্সিন, সেলফস, কুইকফস, কুইকফিউম, ডেসিয়াগ্যাস এক্সটি ইত্যাদি নামে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেট গ্যাস ট্যাবলেট নামেও পরিচিত। বাতাসের সংস্পর্শে এসে জীবনবিনাশী ভয়াবহ টক্সিক গ্যাস ফসফিন উৎপাদন করে। এই ট্যাবলেট সাধারণত গুদামজাত শস্যের পোকা দমন, ধান ক্ষেতের পোকা দমন, কলাগাছের পোকা দমন ও ইঁদুর দমনে ব্যবহার হয়ে থাকে। গত এক দশকে দেশে এই বিষাক্ত কীটনাশক মানুষের বাসাবাড়িতে ব্যবহার বাড়ছে। দেশের বাজারে ট্যাবলেট আকারে সহজলভ্য। রাজধানীতে ছারপোকা দমনে প্রায় যথেচ্ছ ব্যবহার হচ্ছে এই ট্যাবলেট।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বালাইনাশক গ্রহণ করলে সেটা দ্রুত ফুসফুসে শোষিত হয় এবং রক্তে মিশে যায়। যদি পর্যাপ্ত পরিমাণ বালাইনাশক শ্বাসের মাধ্যমে গ্রহণ করা হয় তাহলে নাক, গলা ও ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সরকারের যে দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে এসব বিষয়ে তাদের পক্ষ থেকে কোন কোন কীটনাশক কোন মাত্রায় কোন কোন কীটপতঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হবে সেটি নির্দিষ্ট করে নিশ্চিত করতে হবে। আমদানির সময়ও বিষয়টি খেয়াল রাখতে হবে। অথবা দেশেই যদি তৈরি করতে হয় তাহলে যথাযথ কর্র্তৃপক্ষের লাইসেন্স নিয়ে উৎপাদন করতে হবে। এটির গুণগত মান থাকছে কি না তারও পরীক্ষা করতে হবে।
পরিবেশ গবেষক পাভেল পার্থ বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি ওই বাসায় পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানটি অ্যালুমিনিয়াম ফসফাইড ব্যবহার করেছে। যদিও আমরা এ বিষয়ে নিশ্চিত না। আমার মতে এটা আরও বেশি তদন্ত করা উচিত। সরকারের যে প্রতিষ্ঠান এসব বিক্রির অনুমোদন দেয় তাদের এই তদন্ত করে জানানো দরকার কী ধরনের কেমিক্যাল সেখানে ব্যবহার করা হয়েছিল। কারণ পেস্ট কন্ট্রোলের নামে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় এটা জানাটা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশে কোন ধরনের কীটনাশক কীভাবে ব্যবহার করা হবে তার কোনো নীতিমালা নেই। কীটনাশকগুলো সাধারণ কৃষিজমিতে ব্যবহৃত হয়। ঢাকা শহরে এরকম বিষ ব্যবহার নিষিদ্ধ করা উচিত। তাছাড়া রাস্তাঘাটে এসব জিনিস অহরহ বিক্রি হচ্ছে। এসবও তদন্তের আওতায় আনতে হবে।
আরও এক কর্মী গ্রেপ্তার : দুই শিশুর মৃত্যুর ঘটনায় টিটু মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বালাইনাশক কোম্পানিটির কর্মকর্তা। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভাটারা থানার ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, ওই ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।