
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্ডের মাধ্যমে করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান এ কার্যক্রমের ব্যবস্থাপনায় কিছু ঘাটতি সরকারের নজরে আসায় তিনি এ নির্দেশ দেন। গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর ওই নির্দেশসহ বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
কার্ড কীভাবে ও কাদের দেওয়া হবে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঠিক করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আর কার্ড না হওয়া পর্যন্ত এখনকার মতোই ওএমএসের কার্যক্রম চলবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন এক কোটি পরিবারকে টিসিবির কার্ডের মাধ্যমে যেভাবে সহযোগিতা করা হয়, ওএমএসও সেভাবে কার্ডের মাধ্যমে দিতে বলেছেন প্রধানমন্ত্রী। যেন লোকজনকে অহেতুক দীর্ঘমেয়াদি ভিড় করতে না হয়। তাদের মধ্যে যেন শৃঙ্খলা থাকে।
অব্যবস্থাপনার ধরন বিষয়ে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, নানারকম অনিয়ম-অব্যবস্থাপনার কথা হয়তো প্রধানমন্ত্রীর কাছে গেছে, তার নজরে এসেছে। এজন্য উনি এ নির্দেশনা দিয়েছেন।
বর্তমানে ঢাকাসহ সারা দেশে ওএমএস ডিলারের মাধ্যমে দরিদ্র মানুষের কাছে চাল ও আটা বিক্রি করছে খাদ্য অধিদপ্তর। একজন সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৩ কেজি আটা কিনতে পারেন। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি হচ্ছে।
ওএমএস পণ্যের ক্রেতারা বলছেন, তারা প্রতি কেজি চাল ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি কিনতে পারেন। তাতে তাদের ব্যয় হয় ১৫০ টাকা। অথচ বাজারে একই পরিমাণ চালের দাম ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা। তারচেয়েও বেশি সাশ্রয় হচ্ছে আটায়। কারণ, প্রতি কেজি ওএমএসের আটার দাম ২৪ টাকা, যা বাজারে ৬৫ থেকে ৭০ টাকা। ফলে ওএমএসের ৫ কেজি আটায় তাদের সাশ্রয় হয় ২০০ টাকারও বেশি।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, কম দামের কারণে কলোবাজারে সরকারের আটা ও চাল চলে যাচ্ছে। মূলত এ অনিয়ম বন্ধে সরকার কার্ডের মাধ্যমে ওএমএস দিতে চাচ্ছে।
বর্তমান ঊর্ধ্বমূল্যের বাজারে ওএমএসের চাল ও আটার জন্য ঘণ্টার পর ঘণ্টা মানুষের অপেক্ষা নতুন নয়। এসব ডিলারের দোকানের সামনে বিশৃঙ্খলাও এখন নিত্যদিনের চিত্র। বিশেষত বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এসব পণ্যের চাহিদা তুঙ্গে।
আরও ৪৪ দেশে দ্বৈত নাগরিকত্ব পাবেন বাংলাদেশিরা
আরও ৪৪টি দেশে দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন বাংলাদেশিরা। এজন্য এসব দেশ যুক্ত করে বিভিন্ন দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব সুবিধা দেওয়ার বিষয়ে এসআরও জারির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এর আগে ৫৭টি দেশে বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্বের সুবিধা ছিল। নতুন করে ৪৪টি দেশ যুক্ত হওয়ায় এখন মোট ১০১টি দেশের নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব সুবিধা পাবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
আগে ইউরোপ, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ মোট ৫৭টি দেশ ছিল।
নতুন ৪৪টি দেশের মধ্যে আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ রয়েছে। এরমধ্যে রয়েছে- মিসর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা ও মরিশাস।
দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশের মধ্যে রয়েছে- ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে ও গায়ানা।
ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশের মধ্যে রয়েছে- কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস এবং ওশেনিয়া মহাদেশের ফিজিসহ মোট ৪৪টি দেশকে এসআরওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
ভিসির মেয়াদ বাড়াতে বঙ্গবন্ধু মেডিকেল
বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন
উপচার্যের মেয়াদ বাড়াতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর নীতিগত অনুমোদন দিয়েছে মান্ত্রিসভা।
অন্য সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য বা কোষাধক্ষ্যের মেয়াদ হয় চার বছর, কিন্তু বর্তমান আইনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এসব পদের মেয়াদ তিন বছর আছে। সংশোধনীতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো চার বছর করার জন্য প্রস্তাব অনুমোদন হয়েছে।
এখানে আগে ৩০ জন সিন্ডিকেট সদস্য ছিলেন। এখন ৩১ জন করা হয়েছে। আগে স্পিকারের মাধ্যমে তিনজন সংসদ সদস্য সিন্ডিকেটে ছিলেন। এখন এর মধ্যে একজন নারী সংসদ সদস্য থাকবেন। সিন্ডিকেটে আগে শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থাকলেও এখন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজিও থাকবেন ।
কাতারে কাজ করবেন ১ হাজার ১২৯ জন সেনা সদস্য
কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের ১ হাজার ১২৯ জন সেনা সদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে একটি চুক্তি রয়েছে এবং তার আওতায় ৫ হাজারের বেশি সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন। কাতারের সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যার আওতায় ১ হাজার ১২৯ জন আর্মড ফোর্সের সদস্য ওখানে লিয়নে বা ডেপুটেশনে কাজ করবেন।
স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন চিন্তাধারার প্রয়োগ ঘটান : ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে নবীন বিসিএস ক্যাডারদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, আমি চাই নতুন কর্মকর্তারা দেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। গতকাল প্রধানমন্ত্রী তার কার্যালয়ের (পিএমও) শাপলা মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
গত ১৪ বছরে দেশের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী নবীনদের পরিবর্তনের ধারা বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের একমাত্র লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করে দেশবাসীর জন্য উন্নত ও সুন্দর জীবন নিশ্চিত করা। নতুন বিসিএস ক্যাডারদের ২০৪১ সালের সৈনিক হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলা হবে। আজকের অফিসাররাই হবে আগামী দিনের সৈনিক।
তিনি বলেন, সরকারের প্রণীত ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য আপনাদের কাজ করতে হবে। সরকার ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য এটির বাস্তবায়ন শুরু করেছে।
ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর মো. আশরাফ উদ্দিন।
মিঠামইন যাচ্ছেন আজ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হাওর উপজেলা মিঠামইন সফরে যাবেন। তার এ ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে পুরো হাওর এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফর উপলক্ষে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হাওরবাসী।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।
দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে সপরিবারে তিনি আতিথ্য গ্রহণ করবেন। সেখানে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে হাওরের বিভিন্ন প্রজাতির মাছের ২০টি রেসিপি ও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে।
এরপর বিকেল ৩টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, ঋণদাতা সংস্থার সংস্কার প্রস্তাব মেনে চলা প্রভৃতি নানামুখী চাপে রয়েছে সরকার। সংকটের মধ্যেও আগামী বাজেটে দেশের শিল্পোদ্যোক্তাদের খুশি করার প্রয়াস থাকছে।
দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ বাতিল করার দাবি জানালেও আগামী বাজেটে তা কার্যকর করা হবে না। বরং শিল্প খাতে টাকার জোগান বাড়াতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হবে।
আইএমএফ থেকে ঋণ ছাড় করাতে নতুন খাতে শুল্ক-কর-ভ্যাট আরোপ, বিদ্যমান শুল্কহার বাড়ানো এবং মওকুফ সুবিধা বাতিলের উদ্যোগ নেওয়া হলেও শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের আপত্তিতে আগামী বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ বাতিলের শর্তের সবটা মানা হবে না। বরং দেশি শিল্পে বিনিয়োগ উৎসাহিত করতে অধিক ব্যবহৃত কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে রাজস্ব ছাড় ও রেয়াতি সুবিধা দেওয়া হবে।
শিল্পের ১৯টি খাতে কর অবকাশ সুবিধা দেওয়া হবে। করপোরেট করে নতুন হার যোগ করা হবে না বলে জানা গেছে।
বৈশ্বিক মন্দায় শিল্পের অনেক খাতে ক্রেতা কমেছে। দেশি শিল্পে গতি আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী বাজেটে বিদেশে পণ্যের নতুন বাজার তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। ডলার সংকটেও শিল্প খাতে গতি বাড়াতে বেশি ব্যবহৃত শতাধিক পণ্যের তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে এলসি বা ঋণপত্র খোলার সুযোগ দেওয়া হবে। দেশি শিল্পের সুরক্ষায় নতুন করে সম্পূরক শুল্ক কমানো হবে না।
আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে শিল্প খাতের জন্য এসব ব্যবস্থা অন্তর্ভুক্ত করে প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। রূপরেখায় বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে তৈরি পোশাক শিল্পসহ সব খাতেই অস্থিরতা চলছে। তাই বাজেটে শিল্প খাতের সংকট কাটাতে সরকারের নগদ প্রণোদনা দরকার। উৎসে করে ও অগ্রিম করে ছাড় দেওয়া হলে শিল্প খাতে ইতিবাচক প্রভাব পড়বে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের মধ্যে এইচএসকোডজনিত জটিলতার কারণে পাওনা রাজস্বের পরিমাণ নির্ধারণে বড় অঙ্কের পার্থক্য দেখা দেয়। এ কারণে মামলাও হয়। এ জটিলতা দূর করতে আগামী বাজেটে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রযোজন।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, কাঁচামাল আমদানিতে রাজস্ব ছাড় দেওয়া না হলে দেশের শিল্প খাত শেষ হয়ে যাবে। বৈশ্বিক মন্দার কারণে কাঁচামালের সংকট অনেক বেশি। শিল্প খাতের এ অস্থিরতার মধ্যে উৎসে কর ও অগ্রিম কর পরিশোধের চাপে আছি। আন্তর্জাতিক বাজারের কারণে দেশের শিল্প খাতে খারাপ সময় যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে শিল্প টিকিয়ে রাখতে কোনো সংস্থার সুপারিশ নয় বরং ব্যবসায়ীদের সুবিধা দেখতে হবে সরকারকে।
অর্থনীতির বিশ্লেষক সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুল মজিদ দেশ রূপান্তরকে বলেন, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরকার নিজেই সংকটে রয়েছে। আগামী বাজেট নির্বাচনের আগের বাজেট। দেশের শিল্প খাত খুব সুবিধাজনক অবস্থায় নেই। তাই চাপে থেকেও সরকারকে শিল্প খাতের সুবিধায় পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া বিকল্প নেই। এটা খুব কঠিন কাজও নয়।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে আগামী বাজেটে দেশি শিল্প খাতের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ সামনে রেখে আগামী বাজেট প্রস্তাবে শিল্প খাতের জন্য কতটা এবং কী কী সুবিধা দেওয়া যায় তা নিয়ে একাধিক বৈঠক করেছে অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, ট্যারিফ কমিশন প্রভৃতি।
এসব বৈঠকে প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয়ের ও এনবিআরের বাজেট প্রস্তুত কমিটির কর্মকর্তারা খতিয়ে দেখে বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করবে। পরে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের দাবি বিবেচনা করে কিছু সংযোজন বা বিয়োজন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর আগামী বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। জাতীয় সংসদে আলোচনার পর সংশোধনী শেষে বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হবে। অতঃপর ২০২৩-২৪ অর্থবছরে এসব পদক্ষেপ শিল্প খাতের আইন গণ্য হবে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, আগামী বাজেটে শিল্প খাতের জন্য কী থাকা উচিত সরকার-সংশ্লিষ্টরা প্রাথমিক রূপরেখায় তার সুপারিশ করেছে। প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপট ও ব্যবসায়ীদের দাবি বিবেচনায় কিছু যোগ বা বিয়োগ করলে বাজেট প্রস্তাব চূড়ান্ত হবে।
রূপরেখায় বলা হয়েছে, বাজেটে আমদানিকৃত মোটরসাইকেলের চেয়ে দেশে সংযোজিত বা উৎপাদিত মোটরসাইকেলে বেশি সুবিধা রাখা প্রয়োজন। মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে নিম্ন হারে শুল্ক বহাল রাখা হবে আগামীতেও।
বলা হয়েছে, বৈশ্বিক মন্দায় ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে অনেক পণ্যের অর্ডার কমে গেছে। সামনে শিল্প খাতে বড় সংকট আসতে পারে। এর মোকাবিলা উদ্যোক্তাদের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য নীতিসহায়তা প্রয়োজন। আগামী বাজেটে নতুন বাজার সৃষ্টিতে গুরুত্ব দিতে হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, পণ্যের নতুন বাজার খুঁজতে হবে। এতে বৈশ্বিক মন্দায় টিকে থাকা সহজ হবে। স্থানীয় শিল্পোদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও গত কয়েক অর্থবছরে বাজেটে তিন হাজারের বেশি পণ্যের সম্পূরক শুল্কের হার কমানো হয়েছে। যেসব পণ্যের সম্পূরক শুল্ক কমানো হয়েছে সেসবের আমদানি খরচ কমেছে। এতে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য সমজাতীয় পণ্যের চেয়ে কম দামে বিক্রি হয়েছে। এবার স্থানীয় শিল্পের সুরক্ষায় সম্পূরক শুল্ক না কমিয়ে কোনো কোনো পণ্যে নতুনভাবে সম্পূরক শুল্ক বসানো যেতে পারে।
রূপরেখায় বলা হয়েছে, রপ্তানি আয়ের বড় অংশ আসে তৈরি পোশাক ও এর সহযোগী খাত থেকে। তৈরি পোশাকশিল্পের ওভেন খাতের ৬০ শতাংশ ও নিট খাতের ১৫ শতাংশ কাঁচামাল আমদানি করতে হয়। ব্যবহার্য রাসায়নিকের ৭০ শতাংশই আমদানি করা হয়। ব্যবহার্য বৈদ্যুতিক সরঞ্জাম, লোহার রড, স্ক্র্যাব, শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতির অধিকাংশ এবং গাড়ির যন্ত্রাংশ, নির্মাণসামগ্রী, টায়ার-টিউব, প্রসাধনী, খেলনা, জুয়েলারির কাঁচামালও আমদানি করা হয়। জাহাজ নির্মাণ, জাহাজ ভাঙা, টেক্সটাইল, চামড়া খাতের কাঁচামাল আমদানি হয়। আবাসন খাতের ওপর নির্ভরশীল শিল্পের শতাধিক খাত। এসব খাতের কাঁচামালও আমদানিনির্ভর। দেশি টেলিভিশন, ফ্রিজার, এসি, মোবাইল, ওষুধ ও অটোমোবাইল শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানি করা হয়।
এ ছাড়া পেপার ও পেপার বোর্ড, আর্ট কার্ড, ডুপ্লেক্স বোর্ড, মিডিয়াম পেপার, লাইনার পেপার, পলিপ্রোপাইলিন (পিপি), বিএপিপি ও অ্যাডহেসিভ টেপ, প্লাস্টিক দানা, হ্যাঙ্গার, পলিথিন, সুতা, কাপড়, বৈদুত্যিক তার আমদানিতে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ওষুধশিল্পের কাঁচামাল, রাসায়নিক ও এ জাতীয় পণ্য, সিমেন্টের জন্য ক্লিংকার ও লাইম স্টোন, বিপি শিট, টিন প্লেট, পুরনো জাহাজ আমদানি, লোহা ও ইস্পাত, লৌহবহির্ভূত বিভিন্ন খনিজ ধাতু আমদানিতে অগ্রাধিকার দিতে সুপারিশ করা হয়েছে।
এভাবে হিসাব কষে রূপরেখায় শতাধিক শিল্প খাতের কাঁচামাল আমদানিতে রাজস্ব ছাড়ের সুপারিশ করা হয়েছে। রূপরেখায় শুধু কাঁচামাল নয়, মধ্যবর্তী কাঁচামাল আমদানিতেও সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি ও প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং তৈরিতে ব্যবহার্য উপকরণ আমদানিতেও রেয়াতি সুবিধা দেওয়া প্রয়োজন।
রূপরেখা অনুসারে আগামী বাজেটে নির্মাণ শিল্প খাতকে একক খাত হিসেবে গুরুত্ব দিয়ে বহুল ব্যবহৃত পণ্যের শুল্ক ও কর কমানো হবে। বোল্ডার স্টোন, ক্রাশড স্টোন, ফেরো অ্যালয়, বিলেট, বার রড, অ্যাঙ্গেল, ফ্লাই অ্যাশে রাজস্ব ছাড় দেওয়া হবে। সিরামিকস ও রাবার শিল্পে ব্যবহৃত কাঁচামালের শুল্ক বা কর কমানো হবে। পেট্রোলিয়াম জেলি, প্যারাফিন ওয়াং, কাঁচা রাবার, রাবার প্রসেসিং অয়েল, গাম রেজিনে রাজস্ব ছাড় দেওয়া হবে। ইলেকট্রিক খাতের বিকাশে যেসব উপকরণে নিম্ন হারে শুল্ক থাকবে তার মধ্যে রয়েছে ইউরিয়া রেজিন, ডিওপি, রোল আকারের অ্যাডহেসিভ টেপ, ফাইবার গ্লাস, কম্প্রেশারের যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ।
কারাগারে যাওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানকে দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় সামনে রেখে অনুষ্ঠিত ওই সভায় বলা হয়, রায়ে সাজা হলে দল পরিচালনা করবেন তারেক রহমান। তাই খালেদা জিয়ার সাজা হওয়ার পর থেকে তারেক রহমানই দল পরিচালনা করছেন। কিন্তু কারাগারে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় সরকার খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি এখনো রাজনীতিতে এক অর্থে নিষ্ক্রিয়। তাই সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার রাজনীতিতে বাধা নেই বলা হলেও আদতে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি নিয়ে ভারছেন না তিনি। এমনটাই জানিয়েছেন তার মেজো বোন সেলিমা ইসলাম।
সেলিমা ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘রাজনীতি নিয়ে খালেদা জিয়া ভাবছেন না। মাঝেমধ্যে প্রয়োজন হলে দলের মহাসচিব মির্জা ফখরুলকে ডেকে পাঠান। এই মুহূর্তে তার একটাই চিন্তাÑ কীভাবে সুস্থ হয়ে উঠবেন তিনি। কারণ তিনি শারীরিক নানা জটিলতা নিয়ে কষ্ট সহ্য করছেন। কয়েক দিন আগে শরীরে ব্যথা ছিল। এখন নেই।’ তিনি বলেন, ‘দলের চিকিৎসক ও পরিবারের সদস্যদের বাইরে কাউকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। তা ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একান্ত জরুরি প্রয়োজন ছাড়া পরিবারের সদস্যদের ফিরোজা ভবনে যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছেন।’
এদিকে গতকাল সোমবার বিকেল সোয়া ৪টার দিকে স্বাস্থ্যপরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বেশ কয়েকজন নেতাকর্মী সঙ্গে ছিলেন। এর আগে বিএনপি মহাসচিবসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় গেছেন খালেদা জিয়া। রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘সিরিয়াস কিছু নয়। রুটিন চেকআপের জন্য ম্যাডামকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কিছু টেস্ট করা হয়েছে। হাসপাতাল থেকে রাত ৮টার দিকে বাসায় ফিরেছেন ম্যাডাম। আজ মঙ্গলবার টেস্টের ফলাফল পাওয়া গেলে সর্বশেষ অবস্থা জানা যাবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার এক স্বজন দেশ রূপান্তরকে বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য চিকিৎসকরা চেয়ারপারসনকে হাসপাতালে নিয়ে গেছেন। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশ যাওয়া জরুরি। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না।’
রাজনীতিতে খালেদা জিয়ার সক্রিয় হওয়া নিয়ে কিছু দিন ধরেই আলোচান হচ্ছে। আইনমন্ত্রী সম্প্রতি তার রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করার পর এ আলোচনার সূত্রপাত। এদিকে বিএনপি চেয়ারপারসন রাজনীতি করবেন কি করবেন না, তা নিয়ে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক অনুষ্ঠানে বলেন, ‘খালেদা জিয়া রাজনীতি নিয়ে ভাবছেন না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন দল পরিচালনা করছেন। তার নেতৃত্বে দল এখন অনেক শক্তিশালী। সময় হলে চেয়ারপারসন নিজে ও দল সিদ্ধান্ত নেবে তার রাজনীতির বিষয়ে।’
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেছেন, শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও অসুস্থ খালেদা জিয়া রাজনীতি নিয়ে ভাবছেন না। এমনকি দলের কোনো পর্যায়ের নেতাদের সাক্ষাৎও দিচ্ছেন না। মাঝেমধ্যে প্রয়োজন হলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই শামীম এস্কান্দারকে ডেকে পাঠান।
খোঁজ নিয়ে জানা গেছে, এক মাস কারাভোগের পর গত ৯ জানুয়ারি জামিনে মুক্তি পান মির্জা ফখরুল। এরপর ২০ জানুয়ারি মির্জা ফখরুল গুলশানের বাসভবন ফিরোজায় গিয়েছিলেন। এক ঘণ্টা ফিরোজায় ছিলেন মির্জা ফখরুল। দলের মহাসচিবের অসুস্থতার কথা শুনে তাকে ডেকে পাঠিয়েছিলেন খালেদা জিয়া।
বহু বছর ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। ১৯ জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।
গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘দলের গঠনতন্ত্রে আছে, চেয়ারপারসন কোনো কারণে সাময়িকভাবে অনুপস্থিত থাকলে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। এটাই গঠনতন্ত্রের বিধান। গঠনতন্ত্রের ৭ ধারার ‘গ’-এর ২ উপধারায় রয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান। ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে সংশোধন এনে তারেকের জন্য সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদটি সৃষ্টি করা হয়।’
করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে তিনি তার গুলশানের বাসায় অবস্থান করছেন।
উচ্চশিক্ষায় আসছে এ যাবৎকালের সর্ববৃহৎ প্রকল্প ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’। ৪ হাজার কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। যা ২০২৩ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। এই প্রকল্পের ৫৫ শতাংশ অর্থ দেবে সরকার। আর বাকি ৪৫ শতাংশ বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে। এই প্রকল্পে দেশে-বিদেশে প্রশিক্ষণ, স্থায়ী শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, চাইল্ড কেয়ার নির্মাণ করার কথা বলা হয়েছে। এতে পরামর্শক ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি টাকা। যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৭ শতাংশ।
ইতিমধ্যে ‘হিট’ প্রকল্প নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। সামান্য কিছু সংশোধন শেষে আগামী মাসে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ওঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।
প্রকল্পটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এই প্রকল্পের আওতাভুক্ত হবে।
জানতে চাইলে ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘হিট প্রকল্পটির পিইসি সভা শেষ হয়েছে। আগামী মাসের মাঝামাঝি বা শেষে তা একনেক সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা হচ্ছে।’
প্রকল্পটির ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালে (ডিপিপি) পরামর্শক সেবা ক্রয় বাবদ প্রায় ২৭৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৭ শতাংশ। কিন্তু এই পরামর্শক ব্যয় নিয়ে পিইসি’র তৃতীয় সভায় প্রশ্ন তোলা হয়েছে। তারা বলছে, পরামর্শক ব্যয়ের প্রস্তাবসমূহের মধ্যে সমন্বয়, লিংক বা মিল থাকা প্রয়োজন। এছাড়া পরামর্শকদের কার্যপরিধি থাকলেও এত অধিক সংখ্যক পরামর্শকের প্রয়োজনীতা বা যৌক্তিকতা, তাদের সুস্পষ্ট যোগ্যতা এবং টর (টার্মস অব রেফারেন্স)-সহ সংশ্লিষ্ট তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা প্রয়োজন।
এছাড়া এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর জন্য প্রকল্পে ২৫১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই টাকার মধ্যে ২৩৫ কোটি টাকা বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো উন্নয়ন এবং পরামর্শক (নকশা প্রণয়ন, সুপারভিশন ও মনিটরিং) বাবদ ১১ কোটি টাকা রাখা হয়েছে। পরামর্শক ব্যয় নির্মাণ কাজের ৪ দশমিক ৭২ শতাংশ। প্রচলিত নিয়ম অনুসারে যা অনেক উচ্চ বলা হয়েছে পিইসি’র তৃতীয় সভায়। ডিপিপিতে কোথায় কাজ হবে, কত আয়তনের কত তলা ভবন নির্মাণ হবে তা উল্লেখ নেই। তাই বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছে পিইসি।
নাম প্রকাশ না করে শিক্ষার আরেকটি প্রকল্পের সাবেক একজন পরামর্শক দেশ রূপান্তরকে বলেন, ‘একটি প্রকল্পের কম্পোনেন্টের ওপর নির্ভর করে তাতে কতজন পরামর্শক থাকবেন। দেখা যায়, এমন কিছু কম্পোনেন্ট আছে যেখানে প্রেষণে কোনো কর্মকর্তাকে আনা যায় না বা ওই বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন সরকারি কর্মকর্তা পাওয়া কঠিন হয়ে পড়ে, সেখানে পুরোটাই পরামর্শকের ওপর নির্ভর করতে হয়। তবে যেগুলো রেগুলার কম্পোনেন্ট যেখানে প্রেষণে কিছু কর্মকর্তারা কাজ করতে পারেন, সেখানে তিন-চারজনের বেশি পরামর্শক লাগার কথা নয়।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি প্রকল্পে কত শতাংশ পরামর্শক ব্যয় থাকতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। টেকনিক্যাল বিষয়গুলোতে একটু বেশি পরামর্শক ব্যয় হতে পারে, তবে তা প্রকল্পের মোট খরচের চার থেকে পাঁচ শতাংশের বেশি নয়। আর নন-টেকনিক্যাল বা নির্মাণ সংক্রান্ত প্রকল্পে তেমন একটা পরামর্শক ব্যয়েরই প্রয়োজন নেই।
জানা যায়, উচ্চশিক্ষার আগের প্রকল্প হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) শেষ হয় ২০১৮ সালে। দুই হাজার ৫৫ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে চারটি কম্পোনেন্ট ছিল। তিনটি কম্পোনেন্টে পরামর্শক ছিলেন ২০ জনের মতো। আর বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা চালুর কম্পোনেন্ট ‘বিডিরেন’-এ প্রায় ২০ জন পরামর্শক ছিলেন। কারণ বিডিরেন-এ পরামর্শকের বাইরে আর কোনো কর্মকর্তা ছিলেন না।
‘হিট’ এর ডিপিপি পর্যালোচনা করে দেখা যায়, এই প্রকল্পেও চারটি কম্পোনেন্ট রয়েছে। সেগুলো হলো হায়ার এডুকেশন স্তরে ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল পার্টনারশিপ শক্তিশালীকরণ, ট্রান্সফরমিং হায়ার এডুকেকশন ইন বাংলাদেশ, এনহ্যান্সিং প্রজেক্ট ম্যানেজমেন্ট ও রেজাল্ট মনিটরিং অ্যান্ড কমিউনিকেশন এবং কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্ট।
সূত্র জানায়, ‘হিট’ প্রকল্পের অধীনে ৩২০ জনের বিদেশে প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে আর ১৯ হাজার ৭৯০ জনের দেশে প্রশিক্ষণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া প্রকল্প কার্যালয়ের অভ্যন্তরীণ সাজসজ্জায় এক কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ১২ কোটি টাকা ব্যয়ে একটি চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিজ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। তবে পিইসি সভায় চাইল্ড কেয়ার নির্মাণে এত অধিক ব্যয়ের প্রস্তাবের ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
জানা যায়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের প্রশিক্ষণের জন্য পৃথক কোনো ইনস্টিটিউট নেই। ফলে শিক্ষকরা কেন্দ্রীয়ভাবে কোনো প্রশিক্ষণ নিতে পারতেন না। এ প্রকল্পের আওতায় একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিশ^বিদ্যালয় পর্যায়ের ল্যাবরেটরির মান উন্নয়ন, নারী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ একাধিক প্রয়োজনীয় প্রস্তাব রাখা হয়েছে।
প্রকল্পে একটি ১ লাখ ২০ হাজার বগ মিটারের আবাসিক ভবন নির্মাণ, একটি ১ লাখ ১১ হাজার ৬৭৫ বর্গ মিটারের অনাবাসিক ভবন নির্মাণ, ১ লাখ ৪৯ হাজার ২০৯ ঘন মিটারের ভূমি উন্নয়ন, ১৩টি যানবাহন, ৮০টি কম্পিউটার ও যন্ত্রাংশ ক্রয়, ৮টি টেলি-কমিউনিকেশন সরঞ্জাম ক্রয়, ৪০ হাজার ৪৬টি আইসিটি সরঞ্জাম ক্রয়, ২৭টি অফিস সরঞ্জাম ও ২টি ক্যামেরা ও যন্ত্রাংশ ক্রয়, প্রকল্প অনুদান, গবেষণা অনুদান, সাংস্কৃতিক অনুদান ও অন্যান্য অনুদান, ৭ প্যাকেজ আসবাবপত্র, ৫১৫ জনের বৃত্তি ও স্কলারশিপ, পরামর্শকসেবা ক্রয়, ৩৫টি কম্পিউটার সফটওয়্যার ও ৬টি ডাটাবেজ ক্রয়, ৬ প্যাকেজ বই ও সাময়িকী ক্রয়, বছরে ৫টি প্রকাশনা করা, অফিস ভাড়া, দেশে ও বিদেশে প্রশিক্ষণ, ২৫টি সার্ভেসহ বিভিন্ন কার্যক্রম করার প্রস্তাব করা হয়েছে।
প্রকল্পের পটভূমিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ হলো শিক্ষিতদের চাকরির সুযোগ সৃষ্টি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর উত্তীর্ণ প্রায় ৩৯ শতাংশ এবং কলেজ থেকে স্নাতক ও পাস কোর্স সম্পন্ন ৪৬ শতাংশ শিক্ষার্থী চাকরির সুযোগ পাচ্ছে না। এছাড়া দক্ষিণ এশিয়া অঞ্চলের নারীদের উন্নয়নের একটি বিরাট সম্ভাবনা ও সুযোগ রয়েছে। বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারী পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে যে অবর্ণনীয় ক্ষতি হয়েছে, তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকল্পটি গ্রহণের পরিকল্পনা করা হয়।
৪৫ বছর পর আবারও বাংলাদেশে দূতাবাস চালুর মধ্য দিয়ে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল সোমবার বিকেলে সফররত আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে সঙ্গে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজধানীর বনানীতে দূতাবাস উদ্বোধন করেন।
দূতাবাস উদ্বোধনকালে শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়া একটি আনন্দের মুহূর্ত। এটা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এটাকে আমি শুধু কূটনৈতিক বিষয় বলব না, এটা আবেগঘন একটি মুহূর্ত আমার কাছে।’
এ দূতাবাস উদ্বোধনের লক্ষ্যেই গতকাল সকালে দুদিনের সফরে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরো। তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিকেলে ক্যাফিয়েরো দূতাবাস উদ্বোধন করেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের আগে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও এমওইউ সই করেন তারা। সেগুলো হচ্ছেÑ দুই দেশের ফুটবল সহযোগিতা, ভিসা ওয়েভার ও পররাষ্ট্র একাডেমির মধ্যে সহযোগিতা। কূটনৈতিক এবং অফিশিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের ফলে অফিশিয়াল পাসপোর্ট ও কূটনীতিকদের আর্জেন্টিনা যেতে ভিসা লাগবে না।
বৈঠক সম্পর্কে এবং দূতাবাস চালুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, ৪৫ বছর পর দেশটি এখানে আবারও দূতাবাস চালু করেছে। তারা এখানে দূতাবাস খুলেছিল স্বাধীনতার পরে। এরপর তা আবার বন্ধ হয়ে যায়। মন্ত্রী মনে করেন, এবার দূতাবাস চালুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বহুপক্ষীয় বিষয়ে সম্পর্ক উন্নয়ন হবে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে, আর্জেন্টিনার দূতাবাস হয়েছে এখানে। এখন আমাদেরও দায়-দায়িত্ব হলো আর্জেন্টিনায় বাংলাদেশ দূতাবাস খোলা।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বড় প্রতিনিধিদল এসেছে এবং তারা এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছে। লাতিন আমেরিকার বাণিজ্যিক জোট মারকেশরের বর্তমান প্রেসিডেন্ট আর্জেন্টিনা এবং সেই জোটে ঢোকার জন্য বাংলাদেশ ইতিমধ্যে আবেদন করেছে বলে জানান ড. মোমেন।
প্রসঙ্গত, বাংলাদেশের স্বাধীনতার পরপর ১৯৭২ সালে আর্জেন্টিনা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং ঢাকায় দূতাবাস খোলা হয়। এরপর ১৯৭৮ সালে তা বন্ধ হয়ে যায়। গত বছরের শেষের দিকে আর্জেন্টিনা ঢাকায় দূতাবাস খোলার ঘোষণা দেয়।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ফুটবল বিশ্বকাপ এই দূতাবাস খোলাকে অনেকটাই এগিয়ে দিয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত এবং লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনার বিষয়টি কাতার বিশ্বকাপে আর্জেন্টাইনদের বিশেষ নজর কাড়ে। বিশ্ব গণমাধ্যমেও এটি আলোচনায় এসেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথম বর্ষের ছাত্রীকে রাতভর নির্যাতনের পর বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগের সত্যতা মিলেছে। এর পরিপ্রেক্ষিতে দেশরতœ শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীর সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল কর্র্তৃপক্ষ। নির্যাতনের ঘটনায় হল কর্র্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গতকাল সোমবার জানিয়েছেন হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম।
যে পাঁচজনের হলের সিট বাতিল করা হয়েছে তারা হলেন ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, দেশরত্ন শেখ হাসিনা হল শাখার সহসভাপতি তাবাসসুম ইসলাম এবং কর্মী মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা আক্তার ঊর্মি। তাদের আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হল কর্র্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্তদের শাস্তি হলেও বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ তাকিয়ে আছে হাইকোর্টের নির্দেশনার দিকে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা।
ইবির দেশরত্ন শেখ হাসিনা হলের অতিথি কক্ষে চার ঘণ্টা আটকে রেখে প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুনকে নির্যাতনের অভিযোগ ওঠে ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত তাকে ওই কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন ফুলপরী। এ ঘটনার বিচার চেয়ে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি বলেন, র্যাগিংয়ের নামে ছাত্রলীগ নেত্রীরা তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি ঘটনা কাউকে জানালে জীবননাশের হুমকিও দেন তারা। রাতের ওই ঘটনার পর বিপর্যস্ত ফুলপরী সকালে হল ছেড়ে বাসায় চলে যান। ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল কর্র্তৃপক্ষ দুটি কমিটি গঠন করে। এর বাইরে হাইকোর্টের নির্দেশে একটি বিচার বিভাগীয় এবং ইবি শাখা ছাত্রলীগ আরও দুটি কমিটি করেছে। এর মধ্যে গত রবিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
দেশরতœ শেখ হাসিনা হল প্রশাসন গঠিত চার সদস্যের তদন্ত কমিটি হলের ছাত্রী, কর্মচারীসহ ২৮ জন সাক্ষাৎকার নেয়। এসব পর্যালোচনা করে গতকাল দুপুর ১২টার দিকে হলের প্রভোস্ট কক্ষে জরুরি সভা হয়। এতে উপস্থিত ছিলেন হলটির প্রভোস্টসহ আবাসিক শিক্ষকরা। সভা শেষে নির্যাতনের অভিযোগের সত্যতার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল করে হল কর্র্তৃপক্ষ।
এ ব্যাপারে জানতে চাইলে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনার পরের দিনেই আমি হল থেকে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি সব যাচাই-বাছাই করে গত রবিবার আমার কাছে রিপোর্ট জমা দেয়। এতে ছাত্রী নির্যাতনের সত্যতা মিলেছে। সেই মোতাবেক অভিযুক্ত পাঁচজনের স্থায়ীভাবে আবাসিকতা বাতিল করা হয়েছে।’
বিবস্ত্র করে নির্যাতনের প্রমাণ মিলেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নির্যাতনের সত্যতা আছে, এটা বললাম। তবে অভিযুক্ত ঊর্মির ফোনটি পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে আমি মনে করি। এ জন্য বিষয়টি আমি প্রক্টরকে চিঠি দিয়ে অবহিত করেছি।’
জানা গেছে, ফুলপরীকে নির্যাতনের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয় ছাত্রলীগকর্মী ও চারুকলা বিভাগের ছাত্রী হালিমা আক্তার ঊর্মির মোবাইল ফোন দিয়ে। হলের তদন্ত কমিটি তাকে তার মোবাইল ফোনটি জমা দিতে বলে। কিন্তু ঊর্মি তার ফোনটি হারিয়ে গেছে বলে তদন্ত কমিটির কাছে দাবি করেন।
ব্যবস্থা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের : হল কর্র্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও হাইকোর্টের নির্দেশনার দিকে তাকিয়ে আছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। অথচ বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি গত রবিবার রেজিস্ট্রারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কিন্তু উপাচার্য ছুটিতে থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। সিদ্ধান্তের জন্য আগামী ৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ উপাচার্য আগামী ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী দেশ রূপান্তরকে বলেন, ঘটনার ১৪ দিন পেরোলেও নিশ্চুপ বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। অথচ সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের নামে নির্যাতনের ঘটনার এক দিন পরই অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কিন্তু ইবি প্রশাসন তাকিয়ে আছে হাইকোর্টের দিকে। যা লজ্জাজনক। অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার চান তারা।
বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কবে নাগাদ ব্যবস্থা গ্রহণ করবেÑ এমন প্রশ্নের উত্তরে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘উপাচার্য এখন ছুটিতে ঢাকায় আছেন। ছুটি শেষে ক্যাম্পাসে ফিরলে তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপাচার্যের অনুপস্থিতিকালে আমি শুধু রুটিন দায়িত্ব পালন করি।’
রাজধানীর সরকারি কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম রানার (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার বন্ধুরা। শুক্রবার (০২ জুন) রাত সাড়ে ১২টার দিকে চানখারপুলের একটি বাসায় তার বন্ধুরা তাকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রানার বন্ধু ইমরান হোসেন বাবু জানান, 'রানা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়। কয়েক দিন যাবৎ রানার খু্ব মন খারাপ ছিল। একাকী থাকতে চাইত। চুপচাপ থাকত। তবে কী চিন্তা করত সে ব্যাপারে কিছু বলত না। তাই আমি তাকে বলেছিলাম- বন্ধু, তুমি কিছুদিনের জন্য কক্সবাজার ঘুরে আস।'
ঘটনার পরপরই রানার স্ত্রী পরিচয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে রাত দেড়টার সময় সানজিদা নামে এক মেয়েকে আহাজারি করতে দেখা যায়। সানজিদা আক্তার (জান্নাতি) কলেজ শাখা ছাত্রলীগের সাবেক কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলেন।
সানজিদা আক্তারের প্রতিবেশী মাইদুল ইসলাম জানান, 'সানজিদা আপুকে আমরা জান্নাতি আপু বলে ডাকি। রানা ভাইয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে অনেকদিন আগে। রাজনৈতিক কারণে বিষয়টি জানাজানি হয়নি। জান্নাতি আপু ডেমরা রূপগঞ্জের তারাবো এলাকায় একটি বাসায় থাকতেন।'
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক এক সহসভাপতি বলেন, 'আমরা জানতাম, সানজিদার সঙ্গে প্রেম ছিল। বিয়ে হয়েছিল কি-না তা সঠিক জানি না।' মৃত্যুর কারণ যা-ই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উন্মোচন করে বিচারের দাবি জানান তিনি।
রানার মৃত্যুর খবরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন এবং তারা শোক জানান। আজ (০৩ জুন) শনিবার সকাল সাড়ে ৮টায় কবি নজরুল সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
টেস্ট ক্রিকেটে সিলেটের পথচলা শুরু হয়েছিল ২০১৮ সালে। অভিজাত সংস্করণে যা ছিল দেশের অষ্টম ভেন্যু। জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে পা রাখে দেশের সবচেয়ে সুন্দর এই স্টেডিয়ামটি। তবে মাঠের অভিষেক ম্যাচেই হেরে যায় বাংলাদেশ। তারপর আর কোনো পাঁচ দিনের খেলা গড়ায়নি এই মাঠে। এ নিয়ে স্থানীয়দের আক্ষেপের শেষ নেই।
অবশেষে অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। পাঁচ বছর পর আবারও টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘আগামী নভেম্বর-ডিসেম্বরে আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট আয়োজন করতে পারব বলে আশা করছি। এটি আমাদের জন্য খুব একটি উপলক্ষ হবে। কারণ পাঁচ বছর পর সিলেটের মাঠে টেস্ট ক্রিকেট ফিরবে।’
সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি দল সিলেট সফর করেছে। তারা সেখানকার মাঠসহ সব সুযোগ সুবিধা পরিদর্শন করেছেন। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সঙ্গেও বৈঠক করেছেন। সবকিছু দেখে তারা এখানে আরও বেশি ম্যাচ আয়োজনের জন্য উন্মুখ বলে জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল।
তিনি যোগ করেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি দল আমাদের সুযোগ-সুবিধা নিয়ে বেশ মুগ্ধ। তাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে আমরা তাদের সব প্রত্যাশা ও প্রয়োজনীয়তা পূরণ করতে পারব।’
এফটিপি সূচি অনুযায়ী চলতি বছর বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজে খেলার কথা নিউজিল্যান্ডের। তবে সিরিজটি হবে দুই ভাগে। প্রথম ভাগে সেপ্টেম্বরের শেষভাগে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে খেলবে কিউইরা। এই সিরিজ খেলেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে দুই দল।
বিশ্বকাপের পর হবে দুই দলের টেস্ট সিরিজ। নভেম্বরের শেষ দিকে আবারও বাংলাদেশে আসবে কিউইরা। বিসিবি প্রস্তাবিত সূচি অনুযায়ী ২১ নভেম্বর ঢাকায় পা রাখার কথা সফরকারীদের। এরপর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দলটি। ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত গেজেটে কয়েকটি আসনে পরিবর্তন এসেছে।
গত বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট শনিবার (৩ জুন)বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, ২০২১-এর ধারা ৬-এর উপধারা (৩)-এর অধীনে সংসদের পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার প্রাথমিক তালিকা গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় এবং ওই বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৩-এর অধীন পুনর্নির্ধারিত নির্বাচনী এলাকার বিষয়ে দাবি/আপত্তি/সুপারিশ/মতামত আহ্বান করা হয়।
আরও বলা হয়, পরে নির্ধারিত সময়সূচি মোতাবেক প্রাপ্ত দাবি/আপত্তি/সুপারিশ/মতামতের ওপর কমিশন কর্তৃক প্রকাশ্য শুনানি গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন উক্ত আইনের ধারা ৬-এর উপধারা (৪) অনুযায়ী দাবি/আপত্তি/সুপারিশ/মতামত পর্যালোচনা করে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে সংযুক্ত তপশিল মোতাবেক জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করল।
চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে চাপ চাপ রক্ত, ছেঁড়া জামাকাপড়, খাবার, ব্যাগপত্র, রক্তমাখা দেহ। এসবের মাঝেই ভাঙা লাইনের উপর পাওয়া গেলো ছোপ ছোপ রক্তমাখা একটি কবিতার খাতা।
খাতায় লেখা বিভিন্ন রকমের ভালোবাসার কবিতা, মাঝে মাঝে আবার নকশাও আঁকা। হাতে নিয়ে পাতা উল্টাতেই চোখে পড়ল,
‘‘অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালোবাসা সৃষ্টি হয়....’’
পাতা উল্টাতেই চোখে পড়ল আরও একটি কবিতা। তার শুরুতে লেখা,
‘ভালোবাসা এই মন তোকে চায় সারাক্ষণ,
আছিস তুই মনের মাঝে
পাশে থাকিস সকাল সাঁঝে।
কী করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন...’
কবিতাটি লেখক কে, কার জন্য এই কবিতা লিখা, তা জানার উপায় নেই। সম্ভবত, কবিতার খাতার মালিক দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতেই ছিলেন। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, সেই কবিতার খাতা ছিটকে এসে পড়েছে ভাঙা লাইনে।
কবিতার খাতার মালিক সুস্থ, আহত না মৃত, তাও জানা সম্ভব হয়নি। যিনি লিখেছেন, তিনি পুরুষ না মহিলা তা-ও জানা সম্ভব হয়নি। তবে লেখা পড়ে বোঝা যায়, কবিতাটি প্রিয় কারও উদ্দেশে লেখা। যাঁর উদ্দেশে এই কবিতা লেখা, এই কবিতার খাতা কি তাঁর কাছেও কোনও দিন পৌঁছাবে! তাও জানার উপায় নেই।
ভারতের ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাস্থলে এই কবিতার খাতা হাতে পায় আনন্দবাজারের প্রতিনিধি। এভাবেই এক প্রতিবেদনে বর্ণনা তুলে ধরে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩। আহত ৯০০ জনের বেশি। ভেতরে এখনও আটকে আছে অনেক মানুষ।
প্রথম দুই সেটই গড়িয়েছে টাইব্রেকারে। প্রথমটি নিষ্পত্তি হয়েছে ৮৫ মিনিটে। দ্বিতীয়টিও টাইব্রেকারে। সেটির নিষ্পত্তি ঘণ্টার ওপরে। দুটোতেই জয় নোভাক জকোভিচের। তারপরেরটিও জিতে যান এই সার্বিয়ান। ১৪তম ফ্রেঞ্চ ওপেনের খেলায় স্পেনের আলেজান্দ্রো ফোকিনার সঙ্গে ৩-০ সেটে জয়লাভ করেন তিনি। যে জয়ে মধুর প্রতিশোধ নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন তিনি।
৩৬ বছর বয়সী এই নাম্বার ওয়ান টেনিস তারকা প্রথম সেটে কিছুটা ছন্দহীন ছিলেন। তবে চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়াতে তো সময় বেশি লাগে না। জকোভিচও ঘুরে দাঁড়িয়েছেন। তারপর ফোকিনাকে কোনো সেট জিততে না দিয়েই ম্যাচ শেষ করেন তিনি।
প্রায় ৪ ঘণ্টাব্যাপী চলা এই ম্যাচটিতে এক পেশে জয় হলেও প্রতিটি সেটেই উত্তেজনার পারদ ছড়িয়েছেন দুজন। সমর্থকেরাও বারবার হয়েছেন রোমাঞ্চিত। তবে শেষ পর্যন্ত নোভাক জকোভিচের সমর্থকেরাই হাসি নিয়ে বাড়ি ফিরেছেন। আগামী সোমবার জকোভিচ শেষ ষোলোর ম্যাচ খেলতে নামবেন। সেখানে প্রতিপক্ষ হিসেবে কার্লোস আলকারাজকে পেতে পারেন তিনি।
গাজীপুরের দ্বিধা-বিভক্ত রাজনীতি সিটি করপোরেশন নির্বাচনে দুই দফায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ভোটে পরাজিত করে রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, দক্ষ, মেধাবী ও ভাবমূর্তি সম্পন্ন আজমত উল্লাকে বরং আরও ওপরে রাখতে চেষ্টা করছেন। দলীয় সভাপতি টের পেয়েছেন মেয়র প্রার্থী আজমত হারেননি, তাকে গাজীপুরের দলীয় রাজনীতিতে জোর করে হারানো হয়েছে।
গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লাকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকে পাঠান। আজমতের সঙ্গে গাজীপুরের নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্তের ব্যাপারগুলো শেখ হাসিনা জানেন এবং জানান। গণভবনে পরাজিত প্রার্থী আজমতকে বোঝান পরাজয়ের কারণ আমরাই। বিএনপি-জামায়াত তাদের প্রার্থী দেয়নি গাজীপুরের সিটি ভোটে। তারা নৌকা হারাতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই পরিস্থিতি সৃষ্টি করেছে জাহাঙ্গীর আলম। এর সঙ্গে দলেরও কেউ কেউ রসদ জুগিয়েছে। এতে রাজনীতি শেষ হয়ে গেছে এমন নয়।
গণভবনের গুরুত্বপূর্ণ একটি সূত্র দেশ রূপান্তরকে বলেন, আজমত উল্লা খানকে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হচ্ছে। ওই আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) গত ১৫ মে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় ওই শূন্য আসনে আজমতকে মনোনয়ন দেওয়া হতে পারে।
এই নিয়ে ঘনিষ্ঠ অনেকের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ভিন্ন কোনো জটিলতার সৃষ্টি হলে দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুরের যেকোনো আসন থেকে মনোনয়ন পাবেন তিনি। সে ক্ষেত্রে গাজীপুর সিটির ভোটে যে সংসদ সদস্য দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার তথ্য মিলবে তাকেই বাদ দেওয়া হবে। এ সিটি ভোটে হারের কারণ জানতে প্রধানমন্ত্রী নিজস্ব একটি সংস্থাকে নির্ভুল তথ্য দিতে নির্দেশ দিয়েছেন।
নির্বাচনকালীন সরকারে মন্ত্রীর দায়িত্বও পেতে পারেন আজমত, ওই সূত্র দাবি করে। সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী যার ওপর ক্ষুব্ধ হন তার যেমন শাস্তি দেন যার ওপর সন্তুষ্ট ও যিনি ধৈর্য ধারণ করেন তাকে একই সঙ্গে সব দেন। গত ১৫ বছরে বহুজন এর উদাহরণ। গাজীপুরে মেয়র পদে আজমতকে হারা বা হারানোয়, প্রধানমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা জাহাঙ্গীরের ভোটকে ঘিরে যে নাটকীয় আচরণ করেছেন সে সম্পর্কে ক্ষুব্ধ হয়েছেন। গাজীপুরের আওয়ামী লীগের রাজনীতি আজমতকে নিয়ে যে খেলাধুলায় মেতেছে সে আজমতকে নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন আরও ওপরে।
প্রয়াত সংসদ সদস্য নায়ক ফারুক গাজীপুরের কালিগঞ্জে জন্মগ্রহণ করেন। যদিও ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। আজমতও টঙ্গী কালিগঞ্জের। তা ছাড়া ঢাকা লাগোয়া এই জেলার বাসিন্দা আজমত। গাজীপুরের অনেক মানুষ ওই আসনে বসবাসও করেন। এসব মিলিয়ে আজমত প্রায়োরিটি পেতে যাচ্ছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে।
আজমতের বিভিন্ন ঘনিষ্ঠজনেরা এসব তথ্য দিলেও আজমত উল্লা খান দেশ রূপান্তরকে বলেন, এসব ব্যাপারে তার কোনো কিছুই জানা নেই। চিন্তাও করেন না তিনি।
নানা অব্যবস্থাপনায় এগোচ্ছে না প্রাথমিক শিক্ষা। প্রায় শতভাগ শিশু ভর্তির আওতায় এসেছে অনেক আগে। এরপর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের কাজ অনেকটাই আটকে আছে। খোদ সরকারি সংস্থার গবেষণায় উঠে এসেছে প্রাথমিকে চরম দুরবস্থার কথা। গবেষয়ণা প্রতিবেদন অনুযায়ী, কাক্সিক্ষত মানের চেয়ে শিশুরা অনেক পিছিয়ে আছে। কিছু শিক্ষক এবং মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা স্বউদ্যোগে কিছু কাজ করার চেষ্টা করলেও কথায় কথায় তাদের ওপর নেমে আসছে শাস্তির খড়গ। মানের উন্নয়ন না হলেও ঠিকই অধিদপ্তরে বসে ছড়ি ঘোরাচ্ছেন কর্মকর্তারা।
প্রাথমিকের শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সম্প্রতি এই গবেষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সেখানে দেখা যায়, করোনা সংক্রমণের আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা গড়ে ইংরেজি বিষয়ে যতটা শিখত, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ফলে তা সাড়ে ১২ শতাংশ কমে গেছে। একই শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শিখন অর্জনের হার কমেছে প্রায় সাড়ে ১৬ শতাংশ। আর তৃতীয় শ্রেণির বাংলায় কমেছে ১৫ শতাংশের মতো।
গবেষণার তথ্য বলছে, করোনার আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে শিখন অর্জনের গড় হার ছিল প্রায় ৪৯ শতাংশ। করোনাকালে বন্ধের প্রভাবে এই হার কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। একই শ্রেণির বাংলাদেশ ও বিশ^পরিচয় বিষয়ে শিখন অর্জনের গড় হার ৫১ শতাংশের বেশি, যা আগে ছিল ৬৮ শতাংশের মতো। পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও বিজ্ঞানেও ক্ষতি বেড়েছে।
এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক শিক্ষার ঘাটতি পূরণে এ ধরনের গবেষণার দরকার ছিল। আন্তর্জাতিক মানদ- বজায় রেখেই তা করা হয়েছে। আমরা এই গবেষণা প্রতিবেদন দু-এক দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব। আমরা অন্তত এক বছরের জন্য রেমিডিয়াল ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি। মন্ত্রণালয় সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিক শিক্ষা দিন দিন পিছিয়ে পড়লেও সেদিকে তেমন একটা নজর নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। তারা ব্যস্ত আছে লাখ লাখ শিক্ষক এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়ন নিয়ে। কেউ কথা বললেই তার ওপর নেমে আসছে শাস্তি। ফলে শিক্ষকরাও দিন দিন তাদের আগ্রহ হারিয়ে ফেলছেন; কোনো রকমে দিন পার করছেন।
জানা যায়, প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী ও অনন্য অবদানের জন্য ২০১৯ সালে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন রাজবাড়ী জেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। একই বছর রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি শ্রেষ্ঠ সহকারী শিক্ষিক নির্বাচিত হন। সাধারণত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব শিক্ষকের হাতে পদক তুলে দেন। শিক্ষকদের পাশাপাশি সেরা শিক্ষার্থীদের পদক দেওয়া হয় একই অনুষ্ঠানে। কিন্তু করোনাকালে তাদের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষক পদক তুলে দেওয়া যায়নি। গত ১২ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে এ পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তাই অনুষ্ঠানের কয়েক দিন আগে স্বাভাবিকভাবে তারা দাবি তুলেছিলেন, দেরি হলেও প্রধানমন্ত্রীর হাত থেকে তারা পদক নেবেন; যা তাদের সারা জীবনের স্বপ্ন পূরণ করবে। কিন্তু সেটা না হওয়ায় তারা প্রতিমন্ত্রীর হাত থেকে ঠিকই পদক নেন। তবে এর ৬৮ দিনের মাথায় এই শ্রেষ্ঠ শিক্ষকদের প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেওয়ার দাবি তোলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই ঘটনায় জয়পুরহাটের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়। কারণ তার বিদ্যালয়ের এক শিক্ষার্থী এ পদক নিতে ১১ মার্চ ঢাকা এসেছিল। ওই শিক্ষকও প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেওয়ার দাবিকে সমর্থন করেছিলেন। সাময়িক বরখাস্ত করা হলেও তাদের কাউকে শোকজ করা হয়নি; যা বিধিবহির্ভূত বলছেন শিক্ষকরা।
জানতে চাইলে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ দেশ রূপান্তরকে বলেন, ‘সাময়িক বরখাস্তের পরবর্তী যে প্রক্রিয়া আছে, সেদিকেই আমরা যাব।’ এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সঙ্গে এসব ব্যাপারে কথা বলার জন্য গতকাল একাধিকবার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নেওয়া একজন শিক্ষকের জীবনে সেরা প্রাপ্তি। এ জন্য শিক্ষকদের দাবি থাকতেই পারে, প্রত্যাশা থাকতেই পারে। তবে সবচেয়ে বড় কথা হলো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। শিক্ষকদের যেভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি বলে আমার মনে হয়। এর প্রভাব অন্যান্য শিক্ষকের মধ্যেও পড়বে, এটাই স্বাভাবিক।’
শুধু তা-ই নয়, করোনাকালে বন্ধ থাকা প্রাথমিক শিক্ষা চালু রাখতে কিছু শিক্ষক ও মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা স্বউদ্যোগে কিছু অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন; যাতে অনলাইন ক্লাস, শিক্ষকদের মধ্যে আলোচনাসহ নানা কাজ করা হয়। এতে প্রতিটি ফেসবুক গ্রুপে লাখ থেকে হাজারো শিক্ষক যুক্ত হয়েছেন। এখনো সেসব গ্রুপ সক্রিয় রয়েছে। কিন্তু সেই গ্রুপগুলোকেই এখন শায়েস্তা করার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের অজুহাত দেখিয়ে অনলাইনে যুক্ত থাকা অনেক শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাকেই দেওয়া হচ্ছে কারণ দর্শানো নোটিস (শোকজ)। সরকার যেখানে শিক্ষকদের ডিজিটালি আপডেট হওয়ার কথা বলছে, সেখানে প্রায় অনেকটাই উল্টো পথে হাঁটছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষকরা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দীর্ঘদিন ধরে আসন গেড়ে বসেছেন কিছু কর্মকর্তা। অনেকেই ৬ থেকে ১২ বছর ধরে একই দপ্তরে চাকরি করছেন। তাদের যে দায়িত্বই থাক না কেন যত লাভজনক কাজ আছে, সেগুলোতেই তারা হাত দিচ্ছেন। যোগ্য কর্মকর্তাকে অধিদপ্তরে আনলে তাদের সরে যেতে হবে, এ জন্য তারা নানাভাবে ঊর্ধ্বতনদের ভুল বুঝিয়ে মাঠপর্যায়ে শাস্তি দিয়ে সবাইকে ভীত করে তুলছেন। এতে পিছিয়ে পড়ছে প্রাথমিক শিক্ষার মান।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত মার্চ-এপ্রিলে অনলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি করা হয়। যদিও নিয়ম ছিল, অনলাইনে নির্দিষ্ট মানদন্ড পূরণ ছাড়া কেউ বদলি হতে পারবেন না। কিন্তু তা মানেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঢাকা ও ঢাকার বাইরে নিয়ম ভেঙে কয়েক শো শিক্ষকের বদলির আদেশ জারি করা হয়। আর এই বদলি-পদায়নে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে দাবি শিক্ষকদের; যা ভাগ-বাটোয়ারা হয়েছে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে। আবার অনেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা শিক্ষা কর্মকর্তাদের বদলিতেও সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। কাউকে ক্ষোভের বশবর্তী হয়েও অনেক দূরে বদলি করে দেওয়া হচ্ছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়ন।
জানা যায়, চলতি বছর থেকে প্রথম শ্রেণিতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। আর আগামী বছর থেকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে এবং ২০২৫ সাল থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। কিন্তু তা পড়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেই অধিদপ্তরের। শিক্ষকদের নামমাত্র প্রশিক্ষণেই দায়িত্ব শেষ করা হয়েছে। আসলে এই শিক্ষাক্রম শিক্ষার্থীরা কতটুকু আত্মস্থ করতে পারছে বা এ জন্য আর কী করা প্রয়োজন, সে ব্যাপারে তেমন নজর নেই।
এ ছাড়া এখনো প্রাথমিকের প্রধান শিক্ষকরা বেতন পান ১১তম গ্রেডে ও সহকারী শিক্ষকরা পান ১৩তম গ্রেডে। দুই ধরনের প্রায় চার লাখ শিক্ষকই ১০ম গ্রেডে বেতনের দাবি করে আসছেন। এ ছাড়া সহকারী থানা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারাও দীর্ঘদিন ধরে নবম গ্রেডের দাবি করছেন। আর মাঠে কাজ করা এসব শিক্ষক ও কর্মকর্তার পদোন্নতিও নেই বললেই চলে। কিন্তু এগুলো সমাধানেও তেমন কোনো উদ্যোগ নেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের; যা প্রাথমিকের মান উন্নীতের ক্ষেত্রে বড় অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রবীণ শিক্ষক নেতা মো. সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘এখনো মফস্বলে বা দুর্গম অঞ্চলের অনেক স্কুলেই এক-দুজন শিক্ষক। অনেক স্কুলে শিক্ষকের পদ তিন-চার বছর ধরে শূন্য। শিক্ষক না থাকলে এর প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়ে। এ ছাড়া সরকারি প্রাথমিকে সাধারণত দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা আসে। তাদের একটু আলাদা যতœ নেওয়া প্রয়োজন। সেগুলোও হচ্ছে না। শিক্ষকরাও তাদের বেতন-ভাতায় সন্তুষ্ট নন। সব মিলিয়ে আমরা প্রাথমিক শিক্ষায় কাক্সিক্ষত মান অর্জন করতে পারছি না।’
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হতে পারে গাজীপুর সিটি নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী আজমত উল্লা খানকে।
গণভবনের গুরুত্বপূর্ণ একটি সূত্র দেশ রূপান্তরকে বলেন, আজমত উল্লা খানকে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হচ্ছে। ওই আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) গত ১৫ মে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় ওই শূন্য আসনে আজমতকে মনোনয়ন দেওয়া হতে পারে।
গাজীপুরের দ্বিধা-বিভক্ত রাজনীতি সিটি করপোরেশন নির্বাচনে দুই দফায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ভোটে পরাজিত করে রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, দক্ষ, মেধাবী ও ভাবমূর্তি সম্পন্ন আজমত উল্লাকে বরং আরও ওপরে রাখতে চেষ্টা করছেন। দলীয় সভাপতি টের পেয়েছেন মেয়র প্রার্থী আজমত হারেননি, তাকে গাজীপুরের দলীয় রাজনীতি জোর করে হারানো হয়েছে।
গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লাকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকে পাঠান। আজমতের সঙ্গে গাজীপুরের নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্তের ব্যাপারগুলো শেখ হাসিনা জানেন এবং জানান। গণভবনে পরাজিত প্রার্থী আজমতকে বোঝান পরাজয়ের কারণ আমরাই। বিএনপি-জামায়াত তাদের প্রার্থী দেয়নি গাজীপুরের সিটি ভোটে। তারা নৌকা হারাতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই পরিস্থিতি সৃষ্টি করেছে জাহাঙ্গীর আলম। এর সঙ্গে দলেরও কেউ কেউ রসদ জুগিয়েছে। এতে রাজনীতি শেষ হয়ে গেছে এমন নয়।
সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী যার ওপর ক্ষুব্ধ হন তার যেমন শাস্তি দেন তেমনি যার ওপর সন্তুষ্ট ও যিনি ধৈর্য ধারণ করেন তাকে একই সঙ্গে সব দেন। গত ১৫ বছরে বহুজন এর উদাহরণ। গাজীপুরে মেয়র পদে আজমতকে হারা বা হারানোয়, প্রধানমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা জাহাঙ্গীরের ভোটকে ঘিরে যে নাটকীয় আচরণ করেছেন সে সম্পর্কে ক্ষুব্ধ হয়েছেন। গাজীপুরের আওয়ামী লীগের রাজনীতি আজমতকে নিয়ে যে খেলাধুলায় মেতেছে সে আজমতকে নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন আরও ওপরে।
প্রয়াত সংসদ সদস্য নায়ক ফারুক গাজীপুরের কালিগঞ্জে জন্মগ্রহণ করেন। যদিও ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। আজমতও টঙ্গী কালিগঞ্জের। তা ছাড়া ঢাকা লাগোয়া এই জেলার বাসিন্দা আজমত। গাজীপুরের অনেক মানুষ ওই আসনে বসবাসও করেন। এসব মিলিয়ে আজমত প্রায়োরিটি পেতে যাচ্ছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে।
আজমতের বিভিন্ন ঘনিষ্ঠজনেরা এসব তথ্য দিলেও আজমত উল্লা খান দেশ রূপান্তরকে বলেন, এসব ব্যাপারে তার কোনো কিছুই জানা নেই। চিন্তাও করেন না তিনি।
দুই দশকেরও বেশি ক্যারিয়ারে অসংখ্য নাটক-টেলিছবি নির্মাণ করেছেন শিহাব শাহীন, উপহার দিয়েছেন হিট প্রোডাকশন। নিজেকে শুধু রোমান্টিক জনরায় আটকে না রেখে কাজ করেছেন বহুমাত্রিক ঘরানায়। নিজেকে প্রমাণ করেছেন সব্যসাচী নির্মাতা হিসেবে। নিজেকে শুধু টেলিভিশনেই আটকে রাখেননি। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও পাল্টেছেন প্লাটফর্ম এবং সেখানেও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা।
সর্বশেষ গেল ঈদে তুমুল সাড়া ফেলেছে তার নির্মিত স্পিন অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সাফল্যের পর কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল এর সাকসেস পার্টি যেখানে উপস্থিত ছিলেন টিমের কলাকুশলী থেকে শুরু করে অন্যান্য নির্মাতা ও শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন সিরিজটির সিক্যুয়াল। শুধু তাই নয়, একসঙ্গে একাধিক সিরিজ ও ফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা।
শিহাব শাহীন বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে এতটা প্রত্যাশা ছিল না কিন্তু সে সাড়া পেয়েছি তা প্রত্যাশার চেয়েও বেশি। দর্শকরাই কাজটিকে গ্রহণ করেছেন আর তাই এখন এর সিক্যুয়াল নিয়ে আসার পরিকল্পনা করছি। স্পিন অফে দেখিয়েছি অ্যালেন স্বপনের পেছনের গল্প। সিন্ডিকেটে তাকে আমরা দেখিয়েছিলাম ২০২২ সালে, সে ঢাকায় আসার পর এর মাঝের সময়টার গল্পই থাকবে সিক্যুয়ালে। যেটার সংযোগ থাকতে পারে ‘সিন্ডিকেট ২’-তে। ঈদের পরপর এটার শুট করার সম্ভাবনা রয়েছে।
এই সিক্যুয়াল ছাড়াও আরও বেশ কিছু সিরিজ ও ফিল্ম নিয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে বলেও জানান এ নির্মাতা। তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকির তত্ত্বাবধানে ওটিটি প্লাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ সিরিজের একটা কনটেন্ট করবো। এখনও কাস্টিং চূড়ান্ত হয়নি। এছাড়া হইচইয়ের একটি সিরিজ ও বিঞ্জের একটি ফিল্ম করা হবে। নাম চূড়ান্ত হয়নি। তবে দুটোতেই জিয়াউল ফারুক অপূর্ব থাকার সম্ভাবনা রয়েছে।
মাঝে শোনা গিয়েছিল, আফরান নিশোকে নিয়ে ‘সিন্ডিকেট ২’ নাকি হবে না, এটা কতটুকু সত্য? এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, এটা ভূয়া তথ্য। ডিসেম্বরের শেষ দিকে ‘সিন্ডিকেট ২’ করবো তার আগে সেপ্টেম্বরে শুরু করবো ‘রসু খাঁ’।
জানা গেছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া পাড়ি জমাচ্ছেন শিহাব শাহীন। দেশে ফিরবেন মাসের শেষ নাগাদ এরপর কাজে নামবেন।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে কুমিল্লায় উড়ে গেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ বেলা ৩টা ১৫ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। সালাউদ্দিন ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে কুমিল্লায় পৌঁছান।
ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লায় পাড়ি দিতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে। তবে সালাউদ্দিন দূরত্বটা পাড়ি দিয়েছেন হেলিকপ্টারে করে। যা আলোচনার জন্ম দিয়েছে।
টাকার অভাবে কদিন আগে নারী ফুটবলারদের অলিম্পিক বাছাইয়ে পাঠায়নি বাফুফে। অথচ ঢাকা থেকে কুমিল্লায় যেতে বাফুফে সভাপতি বেছে নিলেন হেলিকপ্টার।
হেলিকপ্টারে ঢাকা থেকে কুমিল্লার এই যাত্রায় বাফুফে সভাপতির সঙ্গী হয়েছেন সংস্থার নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।