
বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, আদালত, শপিং মল, গার্মেন্ট ও শিল্পকারখানা, সরকারি-বেসরকারি কর্মস্থলসহ জনসমাগম (পাবলিক প্লেস) হয় এমন স্থানে ব্রেস্ট ফিডিং (মাতৃদুগ্ধ দান) কর্নার স্থাপনে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তিন বছরের বেশি সময় আগে এ বিষয়ে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল রবিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। যৌক্তিক সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে হাইকোর্টের এ রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।
জনসমাগম হয় এমন সব স্থানে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের নির্দেশনা চেয়ে ২০১৯ সালের অক্টোবরে ৯ মাস বয়সী শিশু উমাইর বিন সাদী ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনের যুক্তিতে বলা হয়, জনসমাগম হয় এমন স্থানে দুগ্ধপোষ্য শিশুকে মায়েরা বুকের দুধ পান করতে গিয়ে নানা বিড়ম্বনার সম্মুখীন হন। তাই সব পাবলিক প্লেসে নারী ও শিশুর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে মাতৃদুগ্ধ দান কর্নার স্থাপনের নির্দেশনা চাওয়া হয়। আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৭ অক্টোবর রুল দেয় হাইকোর্ট।
রুলে সরকার পরিচালিত ও নিয়ন্ত্রিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, শপিং মল, হাসপাতাল, আদালত, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মতো জনসমাগম স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং এ ধরনের পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চায় আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট রাশিদুল হাসান।
অ্যাডভোকেট ইশরাত দেশ রূপান্তরকে বলেন, রিট আবেদন ও রুলের ধারাবাহিকতায় একটি সম্পূরক আবেদন করা হলে ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট এক অন্তর্বর্তীকালীন আদেশে গার্মেন্ট কারখানাসহ দেশের সব কলকারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার বা বেবি কেয়ার কর্নার স্থাপনের নির্দেশ দেয়। এ জন্য শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে ৬০ দিনের সময় দেয় হাইকোর্ট। তবে ওই বছরের মার্চে করোনা সংক্রমণ শুরু হলে আদালত বন্ধ থাকাসহ নানা কারণে আদেশ বাস্তবায়ন জটিলতায় পড়ে। এরপর ওই বছরের অক্টোবরে পূর্ণাঙ্গ আদেশের অনুলিপি প্রকাশ হয়। হাইকোর্টের রুল এবং অন্তর্বর্তীকালীন আদেশের পর এই কয়েক বছরে এ নিয়ে সাড়া পড়ে। ইতিমধ্যে সারা দেশে বিভিন্ন জেলার আদালত, রেলস্টেশন, গার্মেন্ট ফ্যাক্টরিসহ অসংখ্য জনসমাগমস্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন হয়েছে বলে জানা গেছে।
তিনি বলেন, ‘হাইকোর্টের এ রায়ের নির্দেশনায় বলা হয়েছে, শুধু সরকারি নয়, বেসরকারি কর্মস্থলসহ সব পাবলিক প্লেসে যৌক্তিক সময়ের মধ্যে এ কর্নার স্থাপন করতে হবে। তবে এটি শুধু স্থাপন করাই নয়, ওই কর্নারে যাতে নারী ও শিশুর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।’
আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার চাপ রয়েছে। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছে। অন্যদিকে বিদেশিরা জোর দিচ্ছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। এ অবস্থায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বও দ্বাদশ সংসদ নির্বাচনকে গুরুত্ব দিয়েই দেখছে। আগের দুবারের মতো এবার যে আর নির্বাচন করা যাবে না সেই বার্তাও ক্ষমতাসীন দলের নেতৃত্বকে দেওয়া হয়েছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগ ওই দুবারের ফলাফল বাদ দিয়ে আগের নির্বাচনগুলোর ফল বিশ্লেষণ করেছে। চালিয়েছে দুটি জরিপ। এ জরিপ ও বিশ্লেষণ ধরে ২০০ আসনে নজর দিয়েছে দলটি। এর মধ্যে তাদের লক্ষ্য অন্তত ১৬০ আসন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের চার নেতার সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে।
নবম সংসদ নির্বাচন ২০০৮ সালে ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বড় বিজয় নিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে। কিন্তু দশম ও একাদশ সংসদ নির্বাচনে ফলাফল কোনো মানদ-েই ফেলছে না দলটি। দুটি নির্বাচনের ফল আমলে আনছে না ক্ষমতাসীনরা।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের চার নেতা দেশ রূপান্তরকে বলেন, জাতীয় নির্বাচন নিয়ে মাঠপর্যায়ে দুটি জরিপ হয়েছে। এ ছাড়া আগের নির্বাচনগুলোর ফল বিশ্লেষণ করে ভোটের চিত্র দেখা হয়েছে। দশম (২০১৪) ও একাদশ (২০১৮) নির্বাচনের যে ফলাফল তা বিবেচনায় না এনে আমলে নেওয়া হচ্ছে ১৯৯১, ১৯৯৬ (জুন), ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনের ফলের ওপর। কারণ ওই দুটি নির্বাচনের ফলাফল ছিল অস্বাভাবিক। তা আমলে নিলে বিচার-বিশ্লেষণ নির্মোহ হবে না বলে দাবি করেন নীতিনির্ধারণী পর্যায়ের ওই নেতারা।
তারা বলেন, মাঠপর্যায়ে একেবারেই নতুন করে খুব অল্প সময়ে আসনভিত্তিক দুটি জরিপ কাজ শেষ হয়েছে। তার ভিত্তিতে তারা ২০০ আসন টার্গেট করেছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘একাধিক উপায়ে জরিপ চলে। এগুলো সর্বোচ্চ পর্যায়ে থেকে দেখভাল করা হয়।’
সভাপতিম-লীর আরেক সদস্য ফারুক খান বলেন, ‘জরিপ একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ে আপডেট থাকতে চান। কোথায় কী অবস্থা তা পরিষ্কার করে জানতে অনেক মাধ্যম ব্যবহার করা হয়।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, এই মুহূর্তে ১৮০ থেকে ২০০ আসনের জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। তাই নিশ্চিত আসন ও অল্প ঝুঁকির আসনগুলো জরিপ করে চিহ্নিত করা হয়েছে। জরিপে অভিজ্ঞ দেশি-বিদেশি প্রতিষ্ঠান এ কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব একটি টিমও জরিপ করেছে। জরিপ কাজ সরাসরি মনিটরিং করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ ছাড়া রাষ্ট্রীয় কয়েকটি গোয়েন্দা সংস্থাও নিজস্ব কৌশল ব্যবহার করে জরিপ চালাচ্ছে।
ওই নেতা বলেন, ‘১৯৯১ সালের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আসন ভিত্তিক ফলাফলের ওপর জরিপ ও গবেষণা চলছে। এ ক্ষেত্রে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচনের ফলাফলে কোথায় বড় ব্যবধানে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন, কোথায় অল্প ব্যবধান ছিল সেটাও দেখা হচ্ছে। আবার কোন কোন নির্বাচনে অল্প ব্যবধানে হেরেছে আবার বড় ব্যবধানে হেরেছে তা নিয়েও কাজ চলছে। তবে ঢাকা বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে একচেটিয়া জয়লাভ করবে, এমন আভাস পাওয়া গেছে জরিপে। অন্য তিনটি বিভাগ চট্টগ্রাম, রাজশাহী খুলনা বিভাগেও আসন পাওয়া যেতে পারে। তবে সংখ্যায় কম।
অন্য একটি সূত্র দেশ রূপান্তরকে জানায়, অল্প ও বড় ব্যবধানে জেতা এবং একেবারে কম ব্যবধানে পরাজিত আসন ধরে ২০০ আসনে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা আছে। ১০ হাজার থেকে ৫০ হাজার ভোটের ব্যবধানে যেসব আসনে ওই চারটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হয়েছে সেসব আসনকে গুরুত্ব দিচ্ছে না।
ওই সূত্র জানায়, ২০০ আসনে ভালো ফলাফলের সম্ভাবনা দেখলেও এর মধ্যে ১৬০ বা তার অধিক আসন নিয়ে সন্তুষ্ট থেকেই সামনে এগোবে সরকারি দল।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ এক নেতা দেশ রূপান্তরকে বলেন, জরিপে দেখা গেছে, ১৬০ আসনে ভালোভাবে জেতার সম্ভাবনা আছে। বাকি আসনে কোনোরকমে জিততেও পারে অথবা হারতেও পারে। ১৬০ আসন পেতেই হবে, সে লক্ষ্যে জোরালো প্রস্তুতি ও গুরুত্বসহকারে কাজ করার পরিকল্পনা সবই নেওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘সম্ভাবনা দেখতে পাওয়া আসনগুলোকে লক্ষ্য করে এবার আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা রেখেছি। এর মধ্যে মনোনয়নের ব্যাপারটিতে সংবেদনশীল থাকবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। যেসব এলাকায় সংসদ সদস্যদের বদনাম আছে তাদের পরিবর্তন করে পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন প্রার্থী দেওয়া হবে।’
প্রবীণ এ নেতা আরও বলেন, প্রত্যেক নির্বাচনেই প্রার্থী দেখলে বোঝা যায় প্রার্থী পরিবর্তন থাকেই। এবার অন্যবারের চেয়ে প্রার্থী বদলানো বাড়তে পারে। কারণ বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হলে তাদের সমালোচনা যেমন হয় ওই সমালোচনা নির্বাচনে দলের বিরুদ্ধেও যায়। কিন্তু প্রার্থী বদলে পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী বেছে নিলে বিতর্কিত প্রার্থীর সমালোচনা ভুলে নতুন প্রার্থীর আলোচনা সামনে চলে আসে। সমালোচনা ভুলে গিয়ে আলোচনায় আসাটাকে পুঁজি করতে নতুন প্রার্থীর ব্যাপারে ইতিবাচক শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড। ফলে গুরুতর সমালোচনা ও বদনাম থাকা প্রার্থীর মনোনয়ন অনিশ্চিত এটাই দলীয় সিদ্ধান্ত।
সম্পাদকম-লীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ মনে করছে, বিতর্কিতদের বাদ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে মানুষ পুরনো কথা এমনিতেই ভুলে যাবে। বরং প্রার্থী চমক থাকলে তাকে নিয়েই আলোচনায় মেতে থাকবে মানুষ। জাতীয়ভাবেও সেটা আলোচনার জন্ম দেবে। বিতর্কিত সংসদ সদস্যকে বাদ দিলে বিতর্কিত কর্মকাণ্ড আলোচনায় থাকে না। তাই প্রার্থী পরিবর্তন করে সুফল নিতে চায় আওয়ামী লীগ।
দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের এক বৈঠকে এমন আলোচনার কথা তুলে ধরে সভাপতিম-লীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বিতর্কিতদের মনোনয়ন দেওয়া হলে তাদের কর্মকা- নিয়ে গণমাধ্যম ও স্থানীয় লোকজন সমালোচনা করবে। তার প্রভাব পড়বে ভোটের মাঠে।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের তিন নেতা দেশ রূপান্তরকে বলেন, উপনির্বাচনগুলোতে পরীক্ষামূলক নতুন প্রার্থীদের গুরুত্ব দেওয়া হয়েছে মূলত দ্বাদশ সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে। তাতে ফলও ভালো এসেছে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা। সর্বশেষ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে প্রার্থী মনোনয়ন এরই নজির।
দলীয় একটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিগত সভাপতিমণ্ডলীর বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে কথা হয়। সেখানে একাধিক সদস্য দলীয় সভাপতি শেখ হাসিনাকে বলেছেন, যার বদনাম আছে, দলের সঙ্গে ঝামেলা আছে তাকে মনোনয়ন না দিয়ে আরেকজনকে যেন দেওয়া হয়।
দলের সভাপতিমণ্ডলীর এক সদস্য দলীয় প্রধানের উদ্ধৃতি দিয়ে দেশ রূপান্তরকে বলেন, দলীয় কোন্দলের বিষয়টি শেখ হাসিনার মাথায় আছে। তিনি বারবার দলীয় কোন্দল মেটাতে বলেছেন। না হয় কোন্দলে জড়িত পক্ষের কাউকে মনোনয়ন দেওয়া হবে না। সে ক্ষেত্রে তৃতীয় একজনের মনোনয়ন পাওয়ার সুযোগ বেশি।
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতির স্বার্থেই একটা ভালো নির্বাচন চায়। কারণ গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। সেটা এখন নেই। আমরাও এখন চাই একটি শক্তিশালী বিরোধী দল। তাহলে অনেক ক্ষেত্রে না চাইলেও কম্প্রোমাইজ (আপস) করতে হচ্ছে সরকারকে।’
সভাপতিমণ্ডলীর ওই সদস্য বলেন, ‘আমাদের সরকার এখন একটা ভালো নির্বাচন চায়। সে ক্ষেত্রে ক্ষমতায় থাকতে পারার মতো আসন পেলেও চলবে, এ নীতি নিয়ে এগোনো হচ্ছে। তবে সংসদে আস্থা-অনাস্থার সম্ভাবনা যাতে না থাকে তার জন্য দুই-তৃতীয়াংশের বেশি আসন পক্ষে থাকলে নিশ্চিত থাকা যায়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এবং নতুন দেশ (জনশক্তি পাঠানোর জন্য) খুঁজে বের করতে হবে। আমরা এমন ধরনের প্রশিক্ষণের (কর্মীদের জন্য) ব্যবস্থা করব, যা একটি দেশের প্রয়োজন।’ তিনি গতকাল রবিবার তার সরকারি বাসভবন গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন।
সরকার ইতিমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দক্ষ জনশক্তি পাঠাতে হবে এবং সেজন্য আমরা কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’ তিনি আরও বলেন, ‘যদি আমরা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের বড় সুযোগ রয়েছে।’ বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা কীভাবে ভালো থাকবেন এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করবেন, সে বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা (প্রবাসী) যদি হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠান, তবে তা হয়তো আপনাদের পরিবারের সদস্যদের কাছে পৌঁছায় এবং তারা তা ব্যয় করে। কিন্তু এতে যিনি এই অর্থ পাঠাচ্ছেন তার কোনো সঞ্চয় হয় না।’ তিনি আরও বলেন, কখনো কখনো প্রেরিত অর্থ অপব্যয় করা হয়।
শেখ হাসিনা বলেন, ‘অনেক প্রবাসী শ্রমিক দেশে ফেরার পর দেখেন যে দেশে তার কোনো টাকা নেই এবং অনেককে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।’ এ ব্যাপারে তিনি আরও বলেন, যারা ব্যাংকিং বা আইনি মাধ্যমে টাকা পাঠায়, তার সরকার তাদের সেই রেমিট্যান্স প্রবাহে প্রণোদনা দিচ্ছে। খবর বাসসের।
সরকার কর্র্তৃক প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ব্যাংক কর্র্তৃপক্ষকে এজেন্ট নিয়োগের মাধ্যমে সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশ দেন, যাতে করে প্রবাসীরা তাদের আবাসস্থলে থেকে সহজেই রেমিট্যান্স পাঠাতে পারেন। তিনি আরও বলেন, ‘আপনি (প্রবাসী) যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। তবে আপনার যতটা প্রয়োজন, ততটা খরচ করবেন এবং বাকিটা সঞ্চয় হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আপনি দেশে ফিরে এই সঞ্চয় ব্যবহার করতে পারেন।’
সরকারপ্রধান বলেন, ‘হুন্ডি ব্যবহার করে টাকা পাঠানো হলে, তা অন্যের হাতে চলে যাবে। কিন্তু ব্যাংকে এমন কোনো আশঙ্কা নেই।’ তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে ফেরার পর তাদের সঞ্চয়কৃত অর্থসহ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন।
প্রধানমন্ত্রী এ লক্ষ্যে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
ফ্রিল্যান্সারদের জন্য সরকার যে লার্নিং অ্যান্ড আর্নিং ক্যাম্পেইন চালু করেছে সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন দেশ তার ফল পেতে শুরু করেছে। তিনি বলেন, ফ্রিল্যান্সাররা ঘরে বসেই দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে, যা আগে হিসাব ছিল না।
শেখ হাসিনা বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং মানুষ বেশি আয় করছে। তিনি আরও বলেন, একজন দিনমজুর আগে দিনে ২০০-৩০০ টাকা আয় করত, এখন কাজের ধরনের ওপর নির্ভর করে প্রতিদিন ৬০০-১০০০ টাকা আয় করতে পারে। সর্বনি¤œ আয় ৫০০-৬০০ টাকা।
গত বছর নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে অংশ নেয়নি বিএনপি। গত মার্চ মাসে আবার অনানুষ্ঠানিক আলোচনার আমন্ত্রণ জানালেও বিএনপি মৌখিকভাবে না যাওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছে। সম্প্রতি বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের কূটনীতিকদের বৈঠক হয়েছে। কিন্তু নির্বাচন প্রশ্নে বিএনপি তার আগের অবস্থানেই রয়েছে। তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে। কারণ তারা মনে করছে, দলীয় সরকারের অধীনে নির্বাচনে গেলে অনুকূল পরিবেশ ও সমান সুযোগ পাবে না।
বিএনপির এ অনড় অবস্থান নিয়ে দলীয় নেতারা বলছেন, তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দলের হাইকমান্ড বলছেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন না হলে কী হবে, তা জনগণই সিদ্ধান্ত নেবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি ২০১৪ ও ’১৮ সালের মতো আরেকটি জাতীয় সংসদ নির্বাচনে করে উতরে যায়, সে ক্ষেত্রে বিএনপির অবস্থান কী হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো সমঝোতা না হলে এ নির্বাচন ঠেকানোর সাংগঠনিক সক্ষমতা বিএনপির কতটুকু রয়েছে সেটি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে বিএনপি কী করবে এমন প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘কী হবে? জনগণই সিদ্ধান্ত নেবে। ডেফিনেটলি, বরাবর যেভাবে নিয়েছে বাংলাদেশের মানুষ। তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান এসেছিল, সেটা একটা আন্দোলনের মধ্য দিয়ে এসেছিল। এটা অস্বীকার করার উপায় নেই। আমরা জনগণকে বিশ্বাস করি, ভালোবাসি, তাদের মতামতটা উঠে আসুক সেই কারণে আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু তারা (আওয়ামী লীগ) জনগণের দাবি না মেনে, যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চায়।’
তিনি আরও বলেন, ‘আমাদের মূল বিষয় হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড (নির্বাচনে সমান সুযোগ)। এটি তৈরির আগে সংসদ বাতিল করেন, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। নির্বাচন হবে। আমরা একশবার নির্বাচনে যাব। ২০১৪ সালে বয়কট করেছিলাম। ২০১৮ সালে আমরা ওয়াক ওভার তো দিতে চাইনি। প্রধানমন্ত্রী নিজে একবার নয়, দুই দফা সবার সামনে প্রমিজ করলেন, একদম নিরপেক্ষ নির্বাচন হবে। কী লাভ হয়েছে?’
বিএনপি তাদের দাবির পক্ষে সরকারের ওপর বিদেশিদের চাপ আশা করছে। কূটনৈতিক মহলও সরকারকে বলছে, তারা বাংলাদেশে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। অনেক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপানসহ বিভিন্ন দেশ এ নিয়ে সরকারি দল ও বিএনপির নেতাদের সঙ্গে কথা বলছেন। তাদের তরফ থেকে সর্বশেষ সংলাপের উদ্যোগ বিষয়ে আওয়ামী লীগের কাছে জানতে চাওয়া হয়েছে।
গত ২২ মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তার বাসায় আওয়ামী লীগ নেতাদের আমন্ত্রণ জানিয়ে কথা বলেছেন। তার আগে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেছেন। তারা সরকারের কাছে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন ও তার পরিবেশের কথা বলেছেন। সরকারের পক্ষ তাদের আশ্বস্ত করা হয়েছে।
সর্বশেষ পিটার হাসের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদের আলোচনার পরদিন ইসি আলোচনার আমন্ত্রণ জানিয়ে বিএনপিকে চিঠি দেয়। এরপর আরও আটটি দলকে আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত অনড় অবস্থানে থাকা বিএনপি আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দাবি আদায় কতটুকু করতে পারবে সেটা প্রশ্ন সাপেক্ষ। আবার আন্দোলন ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলটির নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে প্রশ্ন রয়েছে। ভেতরে ভেতরে একটি অংশ মনে করছে, যতটা সম্ভব দাবি আদায় করে নির্বাচন করে সংসদে শক্তিশালী অবস্থান তৈরি করা। এতে সংসদে ও মাঠের রাজনীতি জোরালো হবে। পরেরবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আরেক দল মনে করে যে, আওয়ামী লীগের অধীনে কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না। এ মতের পাল্লাই ভারী। বিএনপি নির্বাচন বর্জন করলে এ অংশে থাকা নেতাকর্মীদের অবস্থান কী হবে। আবার নির্বাচনে না গেলে আওয়ামী লীগ মোটামুটি একতরফা নির্বাচনের করে ফেলতে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেটা হয়ে গেলে পরবর্তী সময়ে বিএনপি পদক্ষেপ নেবে এ প্রশ্ন আছে।
ফেনী জেলা যুবদলের সভাপতি ও সদর উপজেলার ৮ নম্বর ধনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম এবং লক্ষ্মীপুরের রামগতির পৌরসভার বর্তমান কাউন্সিলে ও বিএনপির যুগ্ম আহ্বায়কের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা বলেন, বিএনপি আন্দোলন আছে। সঠিক পথে আছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ সরকারের অধীনে নির্বাচনে যাওয়া মানে আবার পরাজয় স্বীকার করে হামলা-মামলার জন্য প্রস্তুতি নেওয়া। তাই তারা মনে করেন, আন্দোলনের মাধ্যমেই বিএনপি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।
বিএনপির কয়েকজন নেতা দেশ রূপান্তরকে বলেছেন, প্রধানমন্ত্রী নিজে একবার নয়, দুই দফা সবার সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, নির্বাচন নিরপেক্ষ হবে। বিএনপি সেই প্রতিশ্রুতিতে আস্থা রেখেছিল। কিন্তু লাভ তো হয়নি। সরকারপ্রধান তার প্রতিশ্রুতি রাখেননি উল্লেখ করে তারা বলেন, প্রধানমন্ত্রী এখন যাই বলেন, তাতে কী হবে? তাই দাবি আদায় না হলে বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। নির্দলীয় সরকারের দাবি আদায়ের আগে নির্বাচন হয়ে গেলে বিএনপির সামনে ২০১৪ সালের নির্বাচন-পরবর্তী আন্দোলনের উদাহরণ রয়েছে।
দলীয় একাধিক সূত্রমতে, মূলত দুটি কারণে বিএনপির এ অনড় অবস্থান। প্রথমত, বিএনপি মনে করছে, সরকারের কর্মকা-ে জনগণ ক্ষুব্ধ। বাধা-বিপত্তি সত্ত্বেও সমাবেশগুলোতে তাদের অংশগ্রহণ সেটাই প্রমাণ করে। নির্বাচন ঘনিয়ে এলে, জনগণকে আরও সম্পৃক্ত করে, আরও বড় পরিসরে মাঠে নামতে পারবে বলে বিএনপির বিশ্বাস। সে ক্ষেত্রে জনগণই তাদের দাবি আদায় করে নেবে। দ্বিতীয়ত, বিএনপি কূটনৈতিকদের বোঝাতে পেরেছে, মানুষ গত দুটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। উন্নয়ন সহযোগী হিসেবে জনগণের পছন্দের সরকার প্রতিষ্ঠায় তাদের কাজ করা উচিত। এসব অভিযোগের ন্যূনতম সত্যতা পাওয়ায় কূটনৈতিকরাও সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছে। বিএনপি মনে করছে, গত দুই সংসদ নির্বাচনের মতো এবার সরকার কোনোভাবে যেনতেন নির্বাচন করলে তা উন্নয়ন সহযোগীদের কাছে গ্রহণযোগ্য হবে। আর গ্রহণযোগ্য নির্বাচন না হলে বহির্বিশে^ নেতিবাচক প্রভাব পড়বে।
এ ছাড়াও বিএনপির অনড় অবস্থানের আরেকটি কারণ হলো নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। আরপিও বা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী, কোনো দল পরপর দুবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল করতে পারে ইসি। ২০১৮ সালে দলটিকে অনেক হিসাবের মধ্যে এটাও মাথায় রাখতে হয়েছে। এবার সেই বাধ্যকতা নেই।
বিএনপির একাধিক সূত্র বলছে, ১৪ সালের মতো যদি অবস্থা হয় তাহলে চূড়ান্ত সেই আন্দোলনের যাওয়ার আগে দলটি নির্বাচন পর্যন্ত সংঘাতে না গিয়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। পাশাপাশি নিরপেক্ষ সরকারের দাবিতে অটল থেকে কূটনৈতিক পর্যায়ে তৎপরতাও চালিয়ে যাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে আলাদা বৈঠকে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তত্ত্বাবধায়ক সরকার কেন প্রয়োজন তা বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ২০১৪ সালের মতো একতরফা ও নির্বাচন ব্যবস্থার বাইরে রেখে আগের মতো একটি সাজানো নির্বাচন করতে চায়। দলটি বলছে, একতরফা নির্বাচন করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়েই ক্ষমতাসীনদের প্রতিহত করা হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘১৯৯৪-৯৫ সালে আওয়ামী লীগ-জামায়াত আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদারতা দেখিয়ে তা মেনে নিয়েছিলেন। আমরাও বর্তমান প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই উদারতা আশা করি। কারণ সবকিছুর পর তিনি শেখ মুজিবের কন্যা। আর যদি খামখেয়ালি বহাল রাখেন তাহলে ইতিহাস অনেককে মুছে ফেলেছে। তিনিও ইতিহাস থেকে মুছে যাবেন। খামখেয়ালি করে লাভ হবে না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০১৪ সালে আমরা আন্দোলন করেছি। এখনো আন্দোলন করছি। সেই সময়ে আমরা অবরোধ করছি, এখন মার খাচ্ছি। আমরা দেখতে চাই শান্তি-সমাবেশের নামে আওয়ামী লীগ আমাদের কতটুকু মারতে পারে। মার খেতে খেতে জনগণ একসময় তার জবাব ঠিকই দেবে।’
ঋণের সুদের হারে থাকছে না ক্যাপ সুবিধা। আগামী জুন মাসে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে, যা আগামী জুলাই থেকে কার্যকর হবে। এর ফলে ৯ শতাংশ ঋণ সুদহার তুলে দিয়ে ট্রেজারি বিল, বন্ডের ছয় মাসের গড় সুদহার (ওয়েটেড) বিবেচনা করে প্রতি মাসে একটি রেফারেন্স রেট নির্ধারণ করে দেবে কেন্দ্রীয় ব্যাংক। এর সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশ সুদ যোগ করে ঋণ সুদহার নির্ধারণ করতে পারবে বাণিজ্যিক ব্যাংক। এখন ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ৬ দশমিক ৯৯। ফলে এখনকার হিসাবে ঋণের সুদ হতে পারে সর্বোচ্চ ১০ শতাংশ। তবে ব্যাংকঋণের সুদের সর্বোচ্চ হার কত হবে, বাংলাদেশ ব্যাংক তা প্রতি মাসে নির্ধারণ করে ঘোষণা করবে। এ হার ঠিক করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার নির্ধারিত সূত্র অনুসরণ করবে। এর নাম দেওয়া হয়েছে ‘শর্টটার্ম মান্থলি এভারেজ রেট’ বা স্মার্ট।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক আরও পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পাশাপাশি ভোক্তা ঋণে সর্বোচ্চ সুদহার কত হবে, তা-ও নির্ধারণ করে দেওয়া হবে।
এ ছাড়া রপ্তানি পণ্যের সঠিক মূল্য নির্ধারণে তদারকি, বাজারভিত্তিক ডলারের দাম নির্ধারণ, ব্যাংকারদের জন্য আলাদা হাসপাতাল তৈরি ও খেলাপি ঋণ আদায়ে প্রয়োজনী পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনের নেতৃত্বে সব বাণিজ্যিক ব্যাংকের এমডিরা ব্যাংকার্স সভায় যোগ দেন।
ব্যাংকার্স সভায় মূল আলোচ্য বিষয় ছিল ঋণের সুদহার নির্ধারণ পদ্ধতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের অন্যতম হলো সুদহার নির্দিষ্ট করে না রেখে করিডর প্রথা চালু করে তা বাজারের ওপর ছেড়ে দেওয়া। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের সুদের হারের সঙ্গে ৩ শতাংশ যুক্ত করে যে সুদ হয়, তা নিতে পারবে ব্যাংকগুলো।
সভায় জানানো হয়, প্রতি মাসে ট্রেজারি বিলের একাধিকবার নিলাম হয়। ফলে এর সুদের হারের ওপর ভিত্তি করে একটা গড় হার নির্ধারণ করা হবে। যদি ট্রেজারি বিলের সুদহার কমে যায়, তবে অতিরিক্ত হার বাড়িয়ে সুদের হার বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। বাংলাদেশ ব্যাংক প্রতি মাসে গড় সুদহার কত হবে, তা নির্ধারণ করে জানিয়ে দেবে
সভায় ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রার নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে দাম নির্ধারণে বিভিন্ন উপকরণ উঠে যাবে। কার্যকর হবে একক দর। আইএমএফ ডলারের দরের হরেক রকম উপকরণ এবং এগুলোর বিভিন্ন ধরনের দাম নিয়ে প্রশ্ন তোলে। তারা বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দেওয়ার ক্ষেত্রে ডলারের দর বাজারভিত্তিক করার শর্ত দেয়। এর সঙ্গে ডলার বেচাকেনায় স্বচ্ছতা আনার লক্ষ্যে দামের ক্ষেত্রেও একক দর চালুর কথা বলে। এ শর্ত জুনের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি খাতের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সভায় ডলারের একক দাম নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। ডলার বেচাকেনায় হরেক রকম উপকরণ ও দাম উঠে যাবে। ডলারের একক দর কার্যকর হবে। এতে ডলার বেচাকেনায় স্বচ্ছতা আসবে বলেও জানান এই এমডি। পাশাপাশি ডলারের দামে কারসাজি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ব্যাংকারদের হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় সবার কাছে এ বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে ব্যাংকাদের হাসপাতালের জায়গা ক্রয়ে বিজ্ঞাপন দেওয়া হতে পারে। আর খেলাপি ঋণ উত্তোলন এবং নতুন করে ঋণ বিতরণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সভায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আগে যে পণ্য আনতে সাড়ে আট বিলিয়ন ডলার খরচ হচ্ছিল, এখন সাড়ে পাঁচ বিলিয়ন ডলার দিয়েই এসব পণ্যের ঋণপত্র খোলা যাচ্ছে। আমদানি পণ্যের মূল্য পরীক্ষা করায় ডলার খরচ কমে আসছে। বেশি ডলার খরচ করে পণ্য আনা কমে গেছে। বাংলাদেশ ব্যাংক এখন ৩০ লাখ ডলারের বেশি ঋণপত্রের মূল্য যাচাই করে অনুমোদন দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন ঋণপত্রের মূল্য আগের চেয়ে বেশি যাচাই-বাছাই করছে। অপ্রয়োজনীয় আমদানির অনুমোদন দিচ্ছে না। ফলে ঋণপত্র খোলা কমে গেছে। এখন যেসব পণ্য রপ্তানি হচ্ছে, তার সঠিক মূল্য নির্ধারণ করা হচ্ছে কি না, তা তদারকি শুরু করবে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এতে রপ্তানির আড়ালে অর্থ পাচার কমে আসবে। ফলে প্রবাসী আয়ে যে হুন্ডি প্রথা আছে, তা-ও কমে আসবে।
সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, হুন্ডির চাহিদা কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এতেই অতিরিক্ত ডলার খরচ কমে আসবে। পাশাপাশি সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া নিয়ে কাজ হচ্ছে, যা আগামী জুলাই থেকে কার্যকর হবে।
ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় উচ্চ আদালতে আগাম জামিন পেয়েছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তার করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ ছয় সপ্তাহ জামিনের এই আদেশ দেয়। গতকাল সকালে মতিউর রহমানের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আদালত বেলা ৩টায় শুনানির জন্য সময় নির্ধারণ করে। শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনের নির্ধারিত স্থান থেকে ভার্চুয়ালি আদালতে হাজির হন মতিউর রহমান। তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, জেড আই খান পান্না, সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রশান্ত কুমার কর্মকার। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আইনজীবীরা বলেন, ছয় সপ্তাহের মধ্যে মতিউর রহমানকে ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে হবে।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। এতে দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘ফটোকার্ড’ তৈরি করা হয়। যাতে ‘পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব’ এমন উদ্ধৃতি দেখা যায়। উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবিটি ছিল এক শিশুর। ফেসবুকে ওই পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে তা প্রত্যাহার করে প্রথম আলো। একই সঙ্গে এ বিষয়ে সংশোধনী দিয়ে প্রতিবেদনটি অনলাইনে প্রকাশ করে তারা।
এ ঘটনায় মুক্তিযুদ্ধের চেতনাকে হেয়প্রতিপন্ন করে মিথ্যা ও রাষ্ট্রবিরোধী প্রতিবেদন প্রকাশের অভিযোগে গত ২৯ মার্চ রাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করেন আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। এতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং পত্রিকাটির সাভারে কর্মরত নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও তার সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করেন বাদী। মামলাটির এজাহারে নাম উল্লেখ করা অপর আসামি শামস গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাকে গত বুধবার ভোরে সিআইডি সদস্য পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার পর ৩০ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
প্রথম আলো সম্পাদকের জামিন শুনানিতে আইনজীবী ফিদা এম কামাল বলেন, ‘ওই প্রতিবেদনে শিশুটির যে ছবি ছাপা হয়েছে তা জাকির নয়, সবুজের। জাকির নামে একজন দিনমজুরের বক্তব্য এসেছে প্রতিবেদনে। পরে ভুলের সংশোধনীও দিয়েছে প্রথম আলো। কিন্তু ৭১ টিভির প্রতিবেদনের ভিত্তিতে এ ধরনের হয়রানিমূলক মামলা কি পলিটিক্যাল মোটিভেটেড নয়?’
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক তখন এজাহার থেকে পড়তে থাকেন। বিচারক বলেন, ‘আমরা যতদূর জানি প্রথম আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। তাদের সেøাগান হচ্ছে সত্যের সন্ধানে। এখন আপনারা (প্রথম আলো) যদি তথ্য প্রকাশে এ ধরনের ভুল করেন তাহলে কীভাবে হবে?’ এখানে ইনফরমেন্ট (বাদী) কীভাবে সংক্ষুব্ধ হলেন সে প্রশ্ন তোলে হাইকোর্ট।
তখন ফিদা এম কামাল বলেন, ‘আমরা জানি না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে এখন নতুন রূপ দিয়ে ব্যবহার হচ্ছে।’
একপর্যায়ে অ্যাডভোকেট জেড আই খান পান্না জামিনের আরজি জানিয়ে আদালতের উদ্দেশে বলেন, ‘পিটিশনার (মতিউর রহমান) একজন মুক্তিযোদ্ধা। তিনি ছাত্র ইউনিয়ন করতেন। পত্রিকাটিও মুক্তিযুদ্ধের কথা বলে। ভাত জোটছে না বললেই কি স্বাধীনতার সম্মান নষ্ট হয়ে যায়। স্বাধীনতা কি এতই হালকা!’
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ‘বিশ্বজুড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু সাত বছরের এক শিশুকে ১০ টাকা দিয়ে তাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি (মতিউর রহমান)। তারপর সংশোধনী দিয়েছেন। এভাবে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মুক্তিযুদ্ধের নামে তাদের এ ধরনের দায়িত্বহীন আচরণ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। প্রথম আলোর মতো পত্রিকার কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়।’
আদালত তখন বলে, ‘যেহেতু একটা সংশোধনী হয়েছে, আইনের আশ্রয়লাভের অধিকার তো তাদের রয়েছে।’
এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী জামিনের বিরোধিতা করে বলেন, ‘প্রথম আলোর বিরুদ্ধে যে অভিযোগ সেটি সঠিক কি না তা কিন্তু বের করেছে আরেকজন সাংবাদিক।’
আদালত বলে, ‘এ বিষয়ে তো প্রেস কাউন্সিলে অভিযোগ করা যেত।’ শুনানি শেষে আদালত মতিউর রহমানকে জামিনের আদেশ দেয়।
অ্যাডভোকেট জেড আই খান পান্না দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের বক্তব্য শুনে আদালত ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে। এ সময়ের মধ্যে মতিউর রহমানকে নিম্ন আদালতে যেতে হবে।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী সুজিত চ্যাটার্জি দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্টের লিখিত আদেশ পাওয়ার পর থেকে ছয় সপ্তাহ পর্যন্ত তিনি জামিনে থাকবেন এবং এ সময়ের মধ্যে তাকে মহানগর দায়রা জজ আদলতে আত্মসমর্পণ করতে হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিতে চায় তার পরিবার। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়ার বিষয়টি জানতে পেরেছেন জার্মান বিএনপি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিএনপি নেতারা।
তারা বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশ রূপান্তরকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জার্মানিতে নেওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য। কিন্তু সে সময় শেষ পর্যন্ত তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। এবার চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে আনার কথা শুনছি। জার্মানিতে খালেদা জিয়ার যে চিকিৎসা দরকার তার আধুনিক সকল সুযোগ সুবিধা জার্মানিতে রয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যদি চেয়ারপারসনকে জার্মানিতে আনা হয় তাহলে আমরা তার জন্য কিছু করার সুযোগ পাব। জার্মানিতে তার ভালো চিকিৎসা হবে।’
এর অংশ হিসেবে গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জান রল্ফ জানোস্কির সঙ্গে কথা বলেছেন। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানোস্কি বলেছেন, ‘খালেদা জিয়া যে ধরনের সমস্যায় ভুগছেন তার সবচেয়ে ভালো চিকিৎসা বিশ্বের যে কয়েকটি দেশে সম্ভব জার্মানি তার অন্যতম। বাংলাদেশ সরকার অনুমতি দিলে জার্মানিতে তার সুচিকিৎসা হতে পারে।’
গত ৯ আগস্ট খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত দেড় মাসের বেশি সময় ধরে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে অনেক দিন ধরে তার লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়ে আসছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার হৃদ্যন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। তিনি হাসপাতালে কখনো কিছুটা ভালো থাকছেন, পরক্ষণেই তার স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। ফলে তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘লিভার সমস্যার কারণে ম্যাডামের শ্বাস কষ্ট হয়। ইতোমধ্যে তাকে দুইবার করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছিল। লিভার প্রতিস্থাপন করতে পারলে শ্বাসকষ্টটা হতো না।’
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ না থাকায় তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর বিষয়টি এখন সামনে এসেছে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হতে পারে এমন খবরে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও খোঁজখবর নিচ্ছেন জার্মান বিএনপি নেতারা।
জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, ‘জার্মানিতে ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য আনা হতে পারে বলে জানতে পেরেছি। আমরা খুবই খুশি। কারণ জার্মানিতে আসলে আমরা তার চিকিৎসার বিষয়ে আমাদের সাধ্যমতো চেষ্টা করতে পারব। চেয়ারপারসনের যে চিকিৎসা দরকার তা সকল ব্যবস্থা জার্মানিতে রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ম্যাডামের মুক্তি, তার উন্নত চিকিৎসা ও গণতন্ত্র ফেরাতে দেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে জার্মানিতে বিভিন্ন কর্মসূচি পালন করছি। আগামী ৯ অক্টোবর আমাদের কর্মসূচি রয়েছে। জার্মান বিএনপির উদ্যোগে রোডমার্চ ও অবস্থান কর্মসূচি পালন করব জার্মান পার্লামেন্টের সামনে। ’
আকুল মিয়া বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য যখন বিদেশে নেওয়ার আলোচনা চলছিল তখনও জার্মানিতে নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়েছিল। সে সময় তারেক রহমানের সেবা করতে না পারলেও চেয়ারপারসন খালেদা জিয়ার সেবা করতে পারব বলে আশা করছি। তার চিকিৎসা জার্মানিতে করতে পারলে আমরা ধন্য হবো।’
গত ২৫ সেপ্টেম্বর সোমবার খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামত জানতে চেয়ে আবেদনের কপি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।’
দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রাকৃতিক বিস্ময় হাওরের ওপর অত্যাচারের যেন শেষ নেই। ধান-মাছের এই বিপুল ভান্ডার রক্ষার নামে একদিকে চলে স্থায়ী-অস্থায়ী বাঁধ নির্মাণে সীমাহীন দুর্নীতি; যার কারণে যখন-তখন হাওরডুবিতে ঘটে ফসলহানি। পাশাপাশি আরেক দিকে চলে যোগাযোগব্যবস্থার উন্নয়নের নামে অবৈজ্ঞানিকভাবে যত্রতত্র বাঁধ-রাস্তা-ব্রিজ-কালভার্ট নির্মাণের ধুম; ফলে পরিবেশ-প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে মরতে বসেছে হাওর। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শেষমেশ সরকারপ্রধান হুকুম দিয়েছেনে ‘হাওরে আর কোনো সড়ক নয়।’
এই পরিস্থিতিতে দেশ রূপান্তরের চোখে ধরা পড়েছে আরেক অশনিসংকেত। এবার শিল্পপতিদের চোখ পড়েছে হাওরে। কোথাও কোথাও থাবাও পড়তে শুরু করেছে। তেমনি সব ক্ষতচিহ্ন দেখা গেছে ভাটি অঞ্চলের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় গুঙ্গিয়াজুরী হাওরে। এখানে গড়ে উঠেছে মুরগির ডিম ও কম্পোস্ট সার উৎপাদনের কারখানা। তৈরি হচ্ছে ফ্লাওয়ার মিল, ফুড অ্যান্ড বেভারেজ শিল্প। হাওরের ‘লিলুয়া’ বাতাসে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে কারখানার দুর্গন্ধ। ‘চান্নি পসর রাইতে’ এখন আর শোনা যায় না বাউলকণ্ঠের দরদি সুর। প্রায় দিনই শিল্পপতিদের আনাগোনার অশুভ পদধ্বনি শুনতে পান হাওরবাসী।
অথচ যেকোনো ধরনের স্থাপনা তৈরি বা উন্নয়ন প্রকল্পের জন্য হওরের স্বাভাবিক পরিবেশ ও জীবনাচরণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে দৃষ্টি রাখার নির্দেশনা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ১৮ জানুয়ারি জেলা প্রশাসকদের সম্মেলনে হাওর অঞ্চলের সড়কগুলো এলিভেটেড করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরপর থেকে হাওরাঞ্চলে কোনো সড়ক করতে হলে এলিভেটেড পদ্ধতিতে করতে হবে, যাতে সেখানকার জীববৈচিত্র্য রক্ষা পায়। সরকারপ্রধানের এমন নির্দেশের পরও থামেনি হাওর ধ্বংসের তৎপরতা।
হাওরে জমি কেনাবেচার হিড়িক
বাহুবল উপজেলার স্নানঘাট বাজারের অদূরে গুঙ্গিয়াজুরী হাওরের নিচু জমি ভরাট করে বিশাল আকৃতির ছয়টি শেডসহ অনেক স্থাপনা নিয়ে ‘কাজী ফার্ম’ গড়ে তুলেছে মুরগির ডিম ও কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্র। উপজেলার বাগদাইরসহ আরও কয়েকটি গ্রামের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদ কার্যালয়, উপজেলা ও জেলা সদরে যাতায়াতের একমাত্র পথের ধারেই কাজী ফার্মের এই প্রতিষ্ঠান। এখনই নাকে কাপড় দিয়ে দ্রুত পার হতে হয় রাস্তা; আর প্রতিদিন প্রায় ১২ লাখ ডিম উৎপাদনের এই বিশাল কারখানাটি পুরোপুরি চালু হলে দুর্গন্ধে বসবাস করা যাবে কি না, তা নিয়ে চিন্তায় পড়েছেন এলাকাবাসী। স্নানঘাট ভূমি কার্যালয় থেকে জানা গেছে, এ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের নামে ১৯ একর ৮০ শতক জমি নামজারি হয়েছে। আরও কয়েক একর জমি কিনেছে তারা, যা নামজারির অপেক্ষায়।
গত ১৮ জুন হাওর লাগোয়া বাগদাইর গ্রামের রাস্তায় দাঁড়িয়ে কথা হয় স্নানঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য আলেকজান বিবির সঙ্গে। তিনিসহ আরও কয়েকজন নারী-পুরুষ দেশ রূপান্তরকে বললেন, হাওরের ফসলি জমি ভরাট করে এ ফার্মটি গড়া হয়েছে। এভাবে শিল্প গড়ে উঠলে হাওরের অস্তিত্ব বিলীন হতে আর সময় লাগবে না।
স্থানীয় লিটন মিয়া বললেন, গুঙ্গিয়াজুরী হাওরের ইলাম এলাকায় আকিজ গ্রুপেরও ১৮ বিঘা জমি রয়েছে। উঁচু পাড় বেঁধে আপাতত মাছ চাষ করছে তারা। আগে জমিটির মালিক ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী। আব্দুল কাদির চৌধুরী জানান, পাঁচ-ছয় বছর আগে তার নিজের জমি ছাড়াও আশপাশের আরও ৫০ বিঘা জমি কিনেছে আকিজ গ্রুপ। আপাতত পুকুর করেছে। ভবিষ্যতে কী করবে, কোম্পানিই জানে।
দীর্ঘদিন ধরে জমি কেনাবেচায় মধ্যস্থতা (দালালি) করেন হারুন মিয়া। তিনি জানান, শুকনো মৌসুমে মাসের ১০ দিনই তাকে হাওরে জমি দেখাতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর লোকজনকে নিয়ে যেতে হচ্ছে। এই মুহূর্তে ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকজন শিল্পপতির সঙ্গে তার মাধ্যমে জমির মালিকদের কথাবার্তা চলছে।
একই পেশার আলী আমজদ বলেন, ইদানীং গুঙ্গিয়াজুরী হাওর এলাকায় ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। সালাউদ্দিন নামে ঢাকার এক বাসিন্দা গত মার্চে বন্ধুদের নিয়ে হাওর ঘুরে গেছেন। রাস্তার পাশে তিনি কমপক্ষে ১৫-২০ একর জমি কিনতে চান। তার সঙ্গে আলাপ করে আমজাদ যা বুঝতে পেরেছেন, জমিতে তারা সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহী।
লন্ডনপ্রবাসী নাঈম চৌধুরী জানান, তার ১২ বিঘা জমি কেনার জন্য দামদর ঠিক করেন ঢাকার ব্যবসায়ী জুয়েল খান। সবকিছু ঠিকঠাক করার পর অজ্ঞাত কারণে তিনি সরে যান। নাঈম চৌধুরী পরে জানতে পারেন, কমিশন নিয়ে বনিবনা না হওয়ায় আইনি পরামর্শক জুয়েল খানকে নিরুৎসাহিত করেন।
হাওর গ্রাসের যত কৌশল
নিচু এলাকা হওয়ায় হাওরে জমির দাম তুলনামূলক কম। এখনো এক বিঘা (৩৩ শতক) জমি ৮০ হাজার থেকে দেড় লাখ টাকার মধ্যে বেচাকেনা হয়। পুটিজুরী গ্রামের বাসিন্দা টেনু মিয়া বলেন, বাহুবল ও নবীগঞ্জ উপজেলা অংশে গুঙ্গিয়াজুরী হাওর থেকে দুই-চার কিলোমিটার দূরেই ঢাকা-সিলেট মহাসড়ক, বিবিয়ানা গ্যাস কূপ ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আবার হাওর এলাকা স্থানীয় প্রশাসনের নজরদারিও তেমন থাকে না। ফলে ড্রেজিং মেশিন দিয়ে জমি থেকে বালু তুলে অন্য অংশ ভরাট করে ফেলা সহজ হয়। অনেক ক্ষেত্রে প্রশাসনকে ম্যানেজ করেই ভরাট করা হয়। এভাবে সহজেই হাওরের জমির শ্রেণি পরিবর্তন করে ফেলা হয়।
স্থানীয় নবীর হোসেন বলেন, জমির শ্রেণি পরিবর্তনের অনুমোদন নেওয়া সময়সাপেক্ষ ও বেশ ঝামেলার কাজ। নবীগঞ্জ ও বাহুবল ভূমি অফিসের কয়েকজন তহশিলদারের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ ক্ষেত্রে তাদের না জানিয়েই শিল্পপতিরা সব কাজ সেরে ফেলেন।
অনুসন্ধানে জানা যায়, নিয়ম অনুযায়ী কৃষিজমিতে শিল্প বা আবাসিক এলাকা তৈরির জন্য জমি কেনার আগেই জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। আবেদনটি প্রথমে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠাবেন। ইউএনও তখন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে প্রতিবেদন চাইবেন। সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) সরেজমিন পরিদর্শন এবং কৃষি, মৎস্য ও বন বিভাগের মতামত পাওয়ার পর জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠাবেন। এর পর জেলা প্রশাসক সেই অনুমোদন দিতে পারেন।
কিন্তু বাস্তবে দেখা যায়, কোনো অনুমোদনেরই তোয়াক্কা করেন না শিল্পপতিরা। আবার কেউ জমির শ্রেণি পরিবর্তনের আবেদন করলে তখন চাপের মুখে স্থানীয় প্রশাসনকে শিল্পপতিদের পক্ষেই প্রতিবেদন দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সরেজমিন পরিদর্শনে ভূমির যে শ্রেণি পাওয়া যায়, সেই মোতাবেক ভূমি কর আদায় করে নতুন শ্রেণির বৈধতা দিয়ে দেওয়া হয়।
শিল্পপতিরা রাস্তার পাশে প্রথমে এক-দুই একর জমি একটু বেশি দাম দিয়ে কিনে পরে পেছনের জমি প্রায় পানির দরে কেনেন বলে জানান স্নানঘাট ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবুল কালাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, সাধারণত শিল্প মালিকরা দালাল দিয়ে জমি কিনতে চান। কারণ, তারা সরাসরি কিনতে এলে দাম বেশি চাওয়ার সম্ভাবনা থাকে।
আরেক মধ্যস্থতাকারী শামসু মিয়া বলেন, ‘বেশি জমি কেনার ইচ্ছা থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আমরা কম দামে কিনে দিয়ে বেশি কমিশন নেওয়ার চেষ্টা করি। কারণ, আমাদের আয়ের একটা অংশ ভূমি শাখার কর্মকর্তাদেরও দিতে হয়। নইলে জমির কাগজপত্র যত স্বচ্ছই হোক, তারা “ঘিয়ের মধ্যে কাঁটা” বের করার চেষ্টা করেন।’
এ ছাড়া স্থানীয় বা বহিরাগতদের উদ্যোগে পুকুরের নাম করে হাওর এলাকার যেখানে-সেখানে মাটি খনন করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, আইন বা নিয়মনীতির তোয়াক্কা না করে ড্রেজার বসিয়ে কৃষিজমি থেকে দেদার বালু তোলা হচ্ছে।
জমি নিয়ে লুকোচুরি
হবিগঞ্জের ১৩টি হাওরের মোট আয়তন ৭৩ লাখ ৫৭৯ একর। এর মধ্যে সবচেয়ে বড় গুঙ্গিয়াজুরী হাওরের অবস্থান জেলার বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচঙ্গ ও সদর উপজেলা ঘেঁষে। এই হাওরে কী পরিমাণ জমি ছিল বা এখন কতটুকু আছে, তার প্রকৃত হিসাব পাওয়া যায়নি সরকারি কয়েকটি প্রতিষ্ঠানে যোগাযোগ করেও।
কৃষি সম্প্রসারণ বিভাগের সর্বশেষ হিসাবে, এই হাওরের জমির পরিমাণ ১৭ হাজার ৮৩৩ একর। পানি উন্নয়ন বোর্ড বলছে, ৬৪ হাজার ২২০ একর। ৮ বছর আগে, অর্থাৎ ২০১৭ সালে পরিসংখ্যান বিভাগের প্রকাশিত হিসাবে হাওরের আয়তন দেখানো হয়েছে ১৬ হাজার ৪২৯ একর। জেলা মৎস্য অফিস জানিয়েছে, এই হাওরের আয়তন ১২ হাজার ৩৯৯ একর ৪ শতক। চারটি অফিসের কর্মকর্তারাই তাদের হিসাব সঠিক বলে দাবি করছেন। আরেকটি রহস্যময় বিষয় হলো, চারটি উপজেলা ঘেঁষে এই হাওরের অবস্থান হলেও ওই চার সরকারি প্রতিষ্ঠানই বানিয়াচঙ্গ ছাড়া বাকি তিন উপজেলার হিসাব দেখাচ্ছে।
১০ বছর আগে গুঙ্গিয়াজুরী হাওরে জমির পরিমাণ কত ছিল জানতে চাইলে কৃষি সম্প্রসারণ বিভাগ এক মাস সময় নিয়েও কোনো তথ্য দিতে পারেনি।
ওদিকে ২০১৬ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন হাওর ও জলাভূমি অধিদপ্তরের প্রকাশিত ‘ক্লাসিফিকেশন অব ওয়েটল্যান্ড অব বাংলাদেশ ভলিউম-৩’-এ দেখা যায়, গুঙ্গিয়াজুরী হাওরের মোট আয়তন ৬৯ হাজার ৮২৯ একর ৩৭ শতক। এর মধ্যে বাহুবল উপজেলায় ৩০ হাজার ১৫৬ একর ২০ শতক, বানিয়াচঙ্গ উপজেলায় ১৭ একর ২০ শতক, হবিগঞ্জ সদর ১৫ হাজার ৯০১ একর ৮৬ শতক ও নবীগঞ্জে ২৩ হাজার ৭৫৩ একর ৯৯ শতক।
হাওর এলাকায় দিনে দিনে জনবসতি বৃদ্ধি, হাজার হাজার পুকুর তৈরি, জমি ভরাট করে শিল্প-কারখানা স্থাপনের কারণে আগের চেয়ে এখন কৃষিজমির পরিমাণ অনেকটাই কমে আসছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী।
গুঙ্গিয়াজুরী হাওরের আওতাধীন বাহুবল উপজেলার সাতকাপন ও স্নানঘাট ইউনিয়নের ছয়টি মৌজার নাম উল্লেখ করে গত ১০ বছরে কী পরিমাণ জমি বিক্রি করা হয়েছে, উল্লিখিত সময়ে জমির মূল্য কত ছিল জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করলে উপজেলা সাবরেজিস্ট্রার সুশান্ত ঘোষ এবং জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘মৌজা হিসাব করে জমি কেনাবেচার তথ্য সংরক্ষণ করা হয় না। এসব উত্তর দিতে হলে প্রতিটি দলিল তল্লাশি করে বের করতে হবে, যা ব্যয় ও সময়সাপেক্ষ।’
আবেদন-অনুমোদন খেলা
স্থানীয় কয়েকজন কৃষক জানান, কাজী ফার্মের বিক্রি হওয়া জমির মধ্যে ৭৮ বিঘায় আগে তারা বর্গাচাষ করেছেন দীর্ঘদিন। ২০১৮ সালের দিকে জমির মালিকরা কাজী ফার্ম লিমিটেডের কাছে বিক্রি করে দেন। পরে কাজী ফার্ম প্রায় দুই বছর ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে পুরো জমি উঁচু করে নেয়। তবে নথিপত্র ঘেঁটে দেখা গেছে, এই জমির আগের মালিকের দলিল এবং বর্তমানে কাজী ফার্মের দলিল- দুই জায়গাতেই এটি এখনো ‘কৃষি’ শ্রেণি হিসেবেই আছে।
সরেজমিনে জানা যায়, চলতি বছরের শুষ্ক মৌসুমে গুঙ্গিয়াজুরী হাওরের তলদেশ থেকে বালু তুলে বাহুবলে নির্মাণাধীন কয়েকটি স্থাপনা ও ছয় লেনের ঢাকা-সিলেট মহাসড়কের ঠিকাদারদের কাছে বিক্রি করতে স্নানঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মৎস্যজীবী লীগের নেতা তাজুল ইসলাম একটি সিন্ডিকেট গড়ে তোলেন। হাওরে থাকা তার জমিতে ‘দেশীয় মাছের অভয়ারণ্য’ বানানোর কথা বলে মাটি কেটে পাড় তৈরির অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি। তৎকালীন জেলা প্রশাসক ইশরাত জাহান এ বিষয়ে ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) প্রতিবেদন দিতে বলেন। অভিযোগ উঠেছে, ওই সিন্ডিকেট বাহুবল উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে তাদের পক্ষে প্রতিবেদন করায়। প্রতিবেদন পেয়ে কয়েকটি শর্ত দিয়ে জেলা প্রশাসক মাটি কাটার অনুমোদন দেন। বাণিজ্যিক কাজে তাজুল ইসলাম ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বালু তোলার বিষয়টি জেলা প্রশাসককে জানান স্থানীয় কৃষকরা। এ নিয়ে দেশ রূপান্তরসহ স্থানীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসন তদন্ত করে এর সত্যতা পায় এবং অনুমোদন বাতিল করে। সরেজমিনে দেখা গেছে, বালু তোলা বন্ধ হলেও এখনো ড্রেজার মেশিন ও পাইপলাইন সরানো হয়নি।
গত ১৪ আগস্ট পরিবেশ অধিদপ্তর, হবিগঞ্জ কার্যালয়ে গিয়ে জানা যায়, কাজী ফার্ম বর্জ্য ব্যবস্থাপনার ডিজাইন না দেওয়ায় তাদের পরিবেশ ছাড়পত্রের আবেদন বাতিল করা হয়েছে। একই দিন জেলা প্রশাসন অফিসের রাজস্ব শাখায় যোগাযোগ করে জানা গেছে, কাজী ফার্ম বাহুবল উপজেলার স্নানঘাট প্রজেক্টের জমির শ্রেণি পরিবর্তনের জন্য কোনো আবেদনই করেনি। অফিস সহকারী আব্দুল ওয়াদুদ বিভিন্ন ফাইলপত্র ঘেঁটে ওই কোম্পানির মাধবপুর উপজেলায় কয়েকটি প্রজেক্টের জমির শ্রেণি পরিবর্তনের আবেদন পেয়েছেন।
আব্দুল ওয়াদুদ জানান, গুঙ্গিয়াজুরী হাওরের সমুদ্রফেনা মৌজায় ৫ একর ৭৪ শতক জমি শ্রেণি পরিবর্তনের জন্য আকিজ ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি কোম্পানির আবেদন গত ২৩ জানুয়ারি মঞ্জুর হয়েছে। এ ছাড়া ওই কোম্পানি হাওর থেকে দুই-তিন কিলোমিটর দূরে পশ্চিম ম-লকাপন, হায়দরচক মৌজার ৬টি প্রজেক্টের জন্য প্রায় ৬৩ একর জমি কিনেছে। এগুলোর মধ্যে দুই-একটি বাদে বাকিগুলোর শ্রেণি পরিবর্তন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে গড়া না হলে এসব প্রতিষ্ঠানের বর্জ্য হাওরের দিকেই ধাবিত হয়ে সর্বনাশ ডেকে আনবে।
শিল্পপতি পক্ষের ভাষ্য
জানতে চাইলে কাজী ফার্মের ম্যানেজার (অ্যাডমিন) জিয়াউল হক দেশ রূপান্তরের কাছে দাবি করেন, তাদের প্রতিষ্ঠানের জমির শ্রেণি পরিবর্তন করা আছে। গত ৭ আগস্ট মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জিয়াউল হক জানান, বাহুবল স্নানঘাটে তাদের প্রতিষ্ঠানে ডিম উৎপাদন পরীক্ষামূলকভাবে চলছে। এখানে লেয়ার মুরগির ডিম ছাড়াও কম্পোস্ট সার উৎপাদন হবে। এসব মুরগি খুবই স্পর্শকাতর। পরিবেশ একটি বড় বিষয়। যদি এখানকার পরিবেশ অনুকূলে থাকে, তাহলে আরও কী কী উৎপাদন করা যাবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
বায়ুদূষণ সম্পর্কে তিনি বলেন, বিশে^র নামকরা প্রতিষ্ঠান জার্মানির ‘বিগ ডাচম্যান’-এর সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে। ফলে প্রকট দুর্গন্ধ বেরোনোর শঙ্কা খুবই কম। তবে তিনি এও বলেন, সব প্রাণীর শরীরেই গন্ধ থাকে। লাখ লাখ মুরগি যেখানে থাকবে, সেখানে কিছু গন্ধ তো হবেই।
মুরগির বিষ্ঠা সংরক্ষণের ব্যাপারে জিয়াউল হক বলেন, এর গন্ধ বের হওয়ার সুযোগ নেই। কারণ রাসায়নিক ব্যবহারের মাধ্যমে গন্ধ দূর করা হয়। হাওরের জমি ভরাট করে শিল্প গড়ার আইনি দিক সম্পর্কে প্রশ্ন তুললে তিনি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া এ-সম্পর্কে কিছু বলা সম্ভব নয়।’
গত ২৪ আগস্ট বাহুবল উপজেলার আব্দাকামাল এলাকায় আকিজ ভেঞ্চার গ্রুপের নির্মাণাধীন শিল্পপ্রতিষ্ঠানের স্থানীয় ম্যানেজার (অ্যাডমিন) হাবিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, উপজেলার পুটিজুরী, সাতকাপন, স্নানঘাট ইউনিয়নের বিভিন্ন মৌজায় আকিজ গ্রুপের জমি রয়েছে। বর্তমানে আব্দাকামাল এলাকায় প্রায় ৬৫ একর জমিতে বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের কাজ চলছে। গুঙ্গিয়াজুরী হাওর থেকে দুই কিলোমিটারের মতো দূরে এই ‘শিল্পপার্ক’ নির্মাণের পর হাওরের সমুদ্রফেনা মৌজায় তাদের আরও যে ৫৭৪ শতক জমি রয়েছে, তাতে ফ্লাওয়ার মিল, ফুড অ্যান্ড বেভারেজ শিল্প গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, ইতিমধ্যে প্রশাসনের কাছ থেকে তারা জমির শ্রেণি পরিবর্তনসহ সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন।
‘খুবই অন্যায় হবে’
পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষজ্ঞ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, হাওরে নিচু জমি ভরাট করে যদি শিল্প গড়া হয়, তাহলে পরিবেশের ওপর খুবই অন্যায় করা হবে। প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত দিয়েছেন যে হাওরের পানি প্রবাহ ও পানি ধরে রাখার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে এমন অবকাঠামো করা যাবে না। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণের সময় হাওরের পানি প্রবাহ যাতে সঠিক থাকে, এ জন্য তিনি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডিকে।
তিনি আরও বলেন, ‘উজান থেকে নেমে আসা পানির সঙ্গে বালু আসার ফলে অধিকাংশ হাওরের বুক বালুমাটি এসে ভরাট হয়ে যাচ্ছে। হাওর ও বিলগুলোকে পুনঃখনন করে পানি ধারণক্ষমতা বাড়ানো জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। এখন সেখানে যদি মাটি ভরাট করে শিল্প গড়া হয়, সেটা কখনোই কাম্য নয়।’
লাক্সারিয়াস জীবন পাওয়ার জন্য এখন মানুষ দিনরাত শুধুই কাজ করে চলেছেন। যার মধ্যে অফিস ডেস্কে বসে কাজ করেন এমন মানুষের সংখ্যা একেবারে কম নয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেয়ারে বসে ল্যাপটপের সামনে তাকিয়ে থাকা রীতিমতো যন্ত্রণাদায়ক।
শুধু তাই নয়, এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। যারা অফিসে ডেস্কে কাজ করেন তাদের মোটা হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
সারাদিন যারা ডেস্কে বসে কাজ করেন তাদের অন্যতম অভিযোগও এটি। তারা বলে থাকেন, চেয়ারে বসে কাজ করে মোটা হয়ে যাচ্ছি! তবে এই অজুহাতকে একেবারে সত্য বলার সুযোগ নেই। কারণ ডেস্কে বসে কাজ করেও স্লিম ও ফিট থাকা সম্ভব। এজন্য মেনে চলুন পাঁচটি টিপস।
হাঁটুনফিট ও কর্মক্ষম থাকতে নিয়মিত হাঁটুন। দিনের পর দিন দীর্ঘ সময় বসে থাকলে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন। এমনকি কাজের ফাঁকেও ১০ মিনিটের ব্রেক নিয়ে হেঁটে আসতে পারেন।
সোজা হয়ে বসুনচেয়ারে মেরুদণ্ড সোজা রেখে বসুন। মেরুদণ্ডের ডিস্কগুলোতে অনেক চাপ পড়ে, সেই সঙ্গে চাপ পড়ে মেরুদণ্ডের পাশের মাংসপেশি ও লিগামেন্টের ওপর। কম্পিউটার ব্যবহার করার সময় মনিটরটি চোখের সমান স্তরে রাখুন। মাউস ব্যবহার করার সময় শুধু আপনার কব্জি নয় পুরো হাত ব্যবহার করুন।
চাপ এড়িয়ে চলুনএটা খুব কঠিন কাজ, চাপমুক্ত থাকা। বিশেষ করে যখন চারপাশ থেকে নানা ধরনের চাপ আসতে থাকে। তবে মানসিক স্থিরতা ধরে রাখুন, নিজেকে মোটিভেট করুন। কোনও চাপই বেশি দিন থাকে না, এগুলো নিয়ে ভেবে সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগ বাড়ান। এক্ষেত্রে মানসিক চাপ নিয়ন্ত্রণে আনতে অনলাইনে কিছু যোগা শিখে অভ্যাস করুন।
চোখের যত্নকম্পিউটারে কাজ করার সময় স্ক্রিনে একটানা ১০-১৫ মিনিটের বেশি তাকিয়ে থাকবেন না। নিয়মিত চোখের পাতা ফেলুন। স্ক্রিনে পর্যাপ্ত আলো রাখুন, যেন চোখের ওপর বাড়তি চাপ না পড়ে।
হাড়ের যত্ন বসে থাকার ফলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। ক্যালসিয়ামের ঘাটতিও হতে পারে। এজন্য নজর দিতে হবে প্রতিদিনের খাবারে স্বাভাবিক খাবারের সঙ্গে নিয়মিত ডিম, দুধ, দই ও বাদাম রাখুন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোন দেশে ভালো চিকিৎসা হতে পারে তার খোঁজ নিচ্ছে বিএনপি। এর অংশ হিসাবে ঢাকায় জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জান রল্ফ জানোস্কির সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা জার্মানিতে হতে পারে কিনা জানতে চেয়েছেন। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানোস্কি বলেছেন, খালেদা জিয়া যে ধরনের সমস্যায় ভুগছেন তার সবচেয়ে ভালো চিকিৎসা বিশ্বের যে কয়েকটি দেশে সম্ভব জার্মানি তার অন্যতম। বাংলাদেশ সরকার অনুমতি দিলে জার্মানিতে তার সুচিকিৎসা হতে পারে।
এদিকে খালেদা জিয়ার অসুস্থতা, চিকিৎসা, বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান নিয়ে আজ বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা শঙ্কাজনক। মঙ্গলবার জানতে চাইলে ঢাকায় জার্মানির সিডিএ জান রল্ফ জানোস্কি বলেছেন, ‘মির্জা ফখরুলের সঙ্গে আমার কথা হয়েছে। মিসেস জিয়ার শারীরিক অসুস্থতার ধরন সম্পর্কে জেনেছি। তার ভালো চিকিৎসা বিশ্বের খুব কম দেশে সম্ভব। জার্মানিতে এসব সমস্যার খুব ভালো চিকিৎসা আছে। সরকারের অনুমোদন পেলে তিনি জার্মানিতে চিকিৎসা নিতে পারেন।’ এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
৯ আগস্ট অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, সাবেক এই প্রধানমন্ত্রীর লিভারের জটিলতা বৃদ্ধি পাওয়ায় কিডনির কর্মক্ষমতা কিছুটা কমতে শুরু করেছে। ফলে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে কয়েকবার তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছিল। এখন কেবিনে মেডিকেল বোর্ডের অধীনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) লিভার, কিডনি, হার্ট, ফুসফুসসহ সার্বিক অবস্থার অবনতি হওয়ার কারণে সম্প্রতি দুবার সিসিইউতে নিতে হয়। এখন মেডিকেল বোর্ডের অধীনে নিবিড় পর্যবেক্ষণে আছেন। ম্যাডামের শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ।
তিনি আরও জানান, মেডিকেল বোর্ড মনে করে সর্বসম্মতভাবে তাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি দ্রুত বিদেশে লিভার প্রতিস্থাপনে সম্মিলিত আধুনিক মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া জরুরি। তাহলেই তিনি শঙ্কা মুক্ত হতে পারেন বলে বোর্ড রিকমেন্ডেশনে বলেছেন।
এর আগে ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক এই প্রধানমন্ত্রীকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় ৫ দিন পর তিনি বাসায় ফেরেন। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রারাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন।
এদিকে খালেদা জিয়ার অসুস্থতা, চিকিৎসা, বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান নিয়ে আজ বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা শঙ্কাজনক। এ অবস্থায় তাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। কিন্তু প্রতিবারই সরকার সেসব আমলে না নিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এখন দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আগের মতোই লিভারের জটিলতার পাশাপাশি ফুসফুসের জটিলতা নিয়ে শঙ্কিত তার চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছে। শরীরে ক্যাথেডর লাগানো হয়েছে। আগে যেখানে দুই-তিন দিন পরপর পানি বের করা হয়েছে, এখন প্রতিদিনই পানি বের করতে হচ্ছে। তার কেবিনে মঙ্গলবার আল্ট্রাসনোগ্রাম করানো হয়েছে। ওই চিকিৎসক আরও বলেন, খালেদা জিয়ার অবস্থার তেমন কোনো উন্নতি নেই। লিভার সিরোসিসের সঙ্গে কিডনির জটিলতাও বাড়ছে। তার লিভার প্রতিস্থাপন ছাড়া সামনে বিকল্প নেই। এর জন্য খুব দ্রুত উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানো দরকার।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই গুরুতর। গত সোমবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। আবেদনটি এখন আইন মন্ত্রণালয়ে আছে। গতকাল রাত ৮টা পর্যন্ত তাকে অনুমতি দেওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে খালেদা জিয়ার একান্ত সহকারী জানিয়েছেন।
পাশাপাশি সরকারের অনুমতি পেলে দ্রুততম সময়ে তাকে বিদেশে নিতে ভিসা-প্রক্রিয়া শুরু থেকে এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নিয়েছেন পরিবারের সদস্যরা। সরকারের সবুজ সংকেত না পাওয়ায় ভিসা করানো যাচ্ছে না।
গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন খালেদা জিয়ার মেজো বোন সেলিমা ইসলাম।
তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য জার্মানির পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালের খোঁজখবর নিচ্ছেন যুক্তরাজ্যে অবস্থানরত খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। শারীরিক অবস্থা বেশি খারাপ থাকলে প্রথমে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে অন্য দেশে নেওয়া হবে।
সেলিমা ইসলাম বলেন, ‘আমার বোন হেঁটে জেলে গেলেন। জেলে থাকাবস্থায় অসুস্থ হলে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এরপর করোনার কারণে সরকার তাকে দুটি শর্তে মুক্তি দেয়। তখন থেকেই আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করে আসছি। কিন্তু এখন পর্যন্ত সরকার তাকে মুক্তি দেয়নি। বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে না পারায় দিনের পর দিন তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এখন মৃত্যুর সঙ্গে লড়ছে আমার বোন।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপি নেতারা সার্বক্ষণিক চেয়ারপারসনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছি। সরকার অনুমতি দিলে আমরা দ্রুততম সময়ে চেয়ারপারসনকে বিদেশে পাঠাতে পারব।’
জিয়া পরিবারের সদস্যরা গতকাল দেশ রূপান্তরকে বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তারা সরকারের দিকে তাকিয়ে আছেন। অনুমতি পাওয়া মাত্র সব ধরনের পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে ভিসা প্রস্তুতিসহ অন্যান্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। বিদেশে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ অন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার পুত্রবধূ শর্মিলা রহমান, ব্যক্তিগত সহকারী ফাতেমা ও ছোট ভাই শামীম এস্কান্দার। ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। তখন থেকেই তিনি হাসপাতালে খালেদা জিয়ার সেবায় সার্বক্ষণিক থাকছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসায় বিএনপি গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আজ (গতকাল শুক্রবার) ম্যাডাম শ্বাসকষ্ট অনুভব করলে বিকেলে তাকে তৃতীয়বারের মতো কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। রাতে আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে ২২ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সিসিইউতে নেওয়া হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে তাকে ফের কেবিনে স্থানান্তর করা হয়।
খালেদা জিয়ার চিকিৎসায় বিএনপি গঠিত চিকিৎসক দলের সদস্যরা জানান, খালেদা জিয়া ২০২১ সালের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন। একই বছরের নভেম্বরে তার চিকিৎসকরা জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দলীয় মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, তাদের সাধ্য অনুযায়ী যতটুকু করার ছিল, তারা তা করেছেন। পরবর্তী চিকিৎসা যুক্তরাজ্য, জার্মানি অথবা যুক্তরাষ্ট্রে করার ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারকে বলেছেন। পরের বছর জুন মাসে খালেদা জিয়ার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়। এখনো তার হার্টে দুটি ব্লক রয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পাশাপাশি আমরা বিএনপি নেতারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। চেয়ারপারসনের পরিবারকে সার্বিক সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি। সরকার অনুমতি দিলে দ্রুতই চেয়ারপারসনকে বিদেশে পাঠানো হবে।’
গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘যে মানুষটি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাকে আজ সরকার গৃহবন্দি করে রেখেছে। তিনি গুরুতর অসুস্থ হলেও তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা আশা করি, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে তার পরিবার যে আবেদন করেছে, তা সরকার বাস্তবায়ন করবে।’
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে। কারণ উনি মুক্ত থাকলে ওনাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। উনি মুক্ত থাকলে দেশের গণতন্ত্র মুক্ত থাকবে। উনি মুক্ত থাকলে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না।’
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন দেশ রূপান্তরকে বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী, সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছে। ফলে এখন জেলে যাওয়া বা আদালতের আশ্রয় নেওয়ার প্রশ্নই আসে না। ওই ৪০১ ধারাতেই বলা আছে, নির্বাহী আদেশে শর্ত ছাড়াই মুক্তি দেওয়া যায়। এমনকি সরকার সাজা মওকুফও করতে পারে। ফলে সরকারই শর্তহীন মুক্তি দিয়ে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে।’
গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর বিষয়ে দুই-তিন দিন আগে তার ভাই শামীম এস্কান্দার এসেছিলেন। তিনি আবেদন জমা দিলে তা আইনমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে ব্যাখ্যার জন্য।
আবেদনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি চেয়ে করা আবেদনটি অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নিতে চায় তার পরিবার। ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়ার বিষয়টি জানতে পেরেছেন জার্মান বিএনপি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা বিএনপি নেতারা।
তারা গত বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে আনার কথা শুনছেন। খালেদা জিয়ার যে চিকিৎসা দরকার তার আধুনিক সব সুযোগ-সুবিধা জার্মানিতে রয়েছে। তারাও অপেক্ষা করছেন যদি চেয়ারপারসনকে জার্মানিতে আনা হয় তাহলে তার জন্য কিছু করার সুযোগ পাবেন ওই নেতারা।
খালেদা জিয়াকে জার্মানিতে নেওয়ার বিষয়ে গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) জান রল্ফ জানোস্কির সঙ্গে কথা বলেছেন। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানোস্কি বলেছেন, ‘খালেদা জিয়া যে ধরনের সমস্যায় ভুগছেন তার সবচেয়ে ভালো চিকিৎসা বিশে^র যে কয়েকটি দেশে সম্ভব, জার্মানি তার অন্যতম। বাংলাদেশ সরকার অনুমতি দিলে জার্মানিতে তার সুচিকিৎসা হতে পারে।’
গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার মেরুদ-, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। সেদিন থেকে প্রায় দুই বছর কারাবন্দি ছিলেন তিনি। এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও সাত বছরের সাজা হয় খালেদা জিয়ার। ২০২০ সালের ২৫ মার্চ করোনা মহামারির শুরুতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছিল সরকার। এরপর থেকে তার মুক্তির মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।