
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের নতুন করে আরোপ করা শুল্কের পেঁয়াজ আমদানি বেড়েছে। এতে করে স্থলবন্দর এলাকার আড়তে পেঁয়াজের দাম কেজিতে ৫-৭ টাকা কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম খুব একটা বাড়বে না বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সোমবার বন্দর দিয়ে ৫৯টি ট্রাকে ১ হাজার ৭৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত বন্দর দিয়ে ১৫ ট্রাক পেঁয়াজ এসেছে।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এ দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। পেঁয়াজের ওপর শুল্ক আরোপের খবরে রবিবার বন্দরে আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর নাসিক জাতের পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, যা শনিবার ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সোমবার বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় ইন্দোর জাতের কিছুটা কমে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর নাসিক জাতের বিক্রি হয়েছে ৫৩ থেকে ৫৪ টাকায়। গতকালও একই দামে বিক্রি হয়েছে। তবে এখনো যে দাম রয়েছে, তা শুল্ক আরোপের আগের চেয়ে বেশি।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, শনিবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। এরপর সোমবার হিলি স্থলবন্দর দিয়ে প্রথম নতুন দামের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তিনি জানান, আগে খোলা ঋণপত্র বা এলসি সমন্বয় করতে হয়েছে। বর্তমানে ভারত থেকে তারা প্রতি কেজি পেঁয়াজ কিনছেন ২৮ রুপি দরে। এর সঙ্গে পরিবহন খরচ রয়েছে সাড়ে ৬ রুপির মতো আর শুল্ক রয়েছে ৪ থেকে ৫ রুপি। সবমিলিয়ে বন্দরে পৌঁছানো পর্যন্ত খরচ পড়ছে ৫১ টাকার মতো। তারা পাইকারিতে বিক্রি করছেন ৫২ থেকে ৫৩ টাকা দরে।
আমদানিকারক শাহিনুর রেজা বলেন, রবিবার বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এদিন মাত্র সাত ট্রাক পেঁয়াজ এসেছিল আগের দামে। কিন্তু শুল্ক আরোপের খবরে ও চাহিদার তুলনার পণ্যটির সরবরাহ কমায় পেঁয়াজের দাম অস্থিতিশীল হয়ে ওঠে। তবে সোমবার থেকে সেই শুল্ক পরিশোধ করেই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সেদিন বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এলসি খোলা রয়েছে, পাইপলাইনে পেঁয়াজবাহী অনেক ট্রাক রয়েছে।
নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের মধ্যে বিএনপির দেওয়া সংস্কারের রূপরেখার পাশাপাশি অন্য কয়েকটি দলের পক্ষ থেকে তোলা আরেকটি বিষয় নিয়ে আলোচনা আছে। এ বিষয়টি হচ্ছে সংসদে ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা’। ওই দলগুলোর কয়েকটি বলেছে, তারা নির্বাচন কমিশনেও এ প্রস্তাব দিয়েছে। সেসব দলের মধ্যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও আছে।
‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায়’ কোনো দল সারা দেশে মোট প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন পাবে। বাংলাদেশের সংসদ ৩০০ আসনের। সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হলে প্রতি ১ শতাংশ ভোটের জন্য তিনটি আসন পাওয়া যাবে। যে দল ৫০ শতাংশ ভোট পাবে, তারা সংসদে আসন পাবে ১৫০টি।
এ ব্যবস্থায় ছোট-বড় সব রাজনৈতিক দল প্রাপ্ত ভোট অনুযায়ী দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। জাতীয় সংসদ হয়ে উঠবে সর্বদলীয়। এতে দেশের রাজনীতি যে দ্বিদলীয় বৃত্তে আটকে গেছে সেখান থেকে যেমন বেরিয়ে আসবে, তেমনি নির্বাচন ঘিরে কালো টাকা ও পেশিশক্তির দৌরাত্ম্য কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কা; ইউরোপের নেদারল্যান্ডস ও স্পেনসহ প্রায় ৯৫টি দেশে কয়েক ধরনের সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু আছে। বিশ্বের একশর মতো দেশে সংসদীয় ব্যবস্থা রয়েছে।
প্রায় তিন দশক ধরে দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধি ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মুখ থেকে পক্ষে-বিপক্ষে কোনো কথা শোনা যায়নি। তবে সম্প্রতি দুই জোটের সঙ্গে থাকা কয়েকটি দলকে পদ্ধতি নিয়ে বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্য দিতে দেখা গেছে। বর্তমান সংসদে বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও সংসদে এ বিষয়ে আলোচনা করেছিলেন। অন্যদিকে গত বছর নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের সংলাপে কমিশনের কাছে আনুপাতিক প্রতিনিধিত্বের সুপারিশ করেছে বেশ কয়েকটি দল।
একাদশ জাতীয় সংসদ ও তার আগের কয়েকটি নির্বাচন ভোটচিত্র দেখলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি আরও বোধগম্য হবে। ২০১৮ সালের সংসদ নির্বাচনে ৩৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলো ২৮৮ আসন পায়। তারা মোট প্রদত্ত ভোটের ৭৪ দশমিক ৪৪ শতাংশ পেয়েছে। অন্যদিকে বিএনপির জোট জাতীয় ঐক্যফ্রন্ট ১২ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে মাত্র আটটি আসন পায়। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা ভোটের অনুপাতে আসন বণ্টন পদ্ধতি থাকলে বিএনপির নেতৃত্বাধীন জোট আরও ২৮টি আসন বেশি পেত। অন্যদিকে আওয়ামী লীগ ও তার মিত্ররা পেত ২২৩টি আসন।
এ নির্বাচনের পর বিএনপি ও মিত্র দলগুলোসহ সরকারবিরোধীরা দলীয় সরকারের অধীনে আর নির্বাচন করবে না বলে জানিয়ে দেয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বিএনপি ও তার মিত্রদের এখন এক দফা দাবিতে পরিণত হয়েছে।
গত ছয়টি জাতীয় নির্বাচন পর্যালোচনা করে দেখা যায়, যারাই সরকার গঠন করেছে কেউই ৫০ শতাংশ ভোট পায়নি। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০ দশমিক ৮ শতাংশ ভোটে আসন পেয়েছিল ১৪০টি। আওয়ামী লীগ ৩০ দশমিক ১ শতাংশ ভোটে পেয়েছিল ৮৮টি। ভোটের শতাংশের ভিত্তিতে আসন নির্ধারিত হলে বিএনপি আসন পেত ৯৩টি। আওয়ামী লীগ পেত ৯০টি।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ৩৭ দশমিক ৪ শতাংশ ভোটে ১৪৬টি ও বিএনপি ৩৩ দশমিক ৬ শতাংশ ভোটে ১১৬টি আসন পেয়েছিল। সংখ্যানুপাতিক পদ্ধতি হলে আওয়ামী লীগ আসন পেত ১১৩টি আর বিএনপি পেত ১০১টি।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৭৫ দশমিক ৫৯ শতাংশ। বিএনপি ৪০ দশমিক ৪১ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে। অন্যদিকে আওয়ামী লীগ ৪০ দশমিক শূন্য ২ শতাংশ ভোট পেয়ে মাত্র ৬২টি আসন পায়। অথচ ভোটের আনুপাতিক হার হিসাব করলে বিএনপি আসন পেত ১২৪টি আর আওয়ামী লীগ পেত ১২০টি।
একইভাবে ২০০৮ সালে আওয়ামী লীগ ৪৯ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন করে। এ সময় দলটি ২৩০টি আসন পায়। অন্যদিকে বিএনপি ৩৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে আসন পায় মাত্র ৩০টি। আনুপাতিক হার হিসাবে আওয়ামী লীগ আসন পেত ১৪৭টি, বিএনপি পেত ৯৯টি।
দেশে বিদ্যমান ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ ব্যবস্থায় অনেকে বিনা ভোটেই নির্বাচিত হচ্ছেন। বিশেষ করে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে ভোট ছাড়াই সংসদ সদস্য নির্বাচিত হয়। এমন ঘটনা ’৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনেও ঘটেছে। কোথাও আবার প্রদত্ত ভোটের অর্ধেকেরও কম ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন।
ভোটের এমন পদ্ধতি পরিবর্তে সংখ্যানুপাতিক ব্যবস্থার দাবি জানিয়ে আসছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ ডজনের বেশি দল।
দলগুলোর নেতারা বলছেন, প্রচলিত নির্বাচন ব্যবস্থায় দেখা যায়, ১০-২০ শতাংশ ভোট পেয়েও নির্বাচিত হয়ে যাচ্ছে। এভাবে প্রতিবারেই ‘সংখ্যালঘিষ্ঠের সরকার’ গঠিত হয় যারা কিনা আসনে জয়ী হলেও আদতে তারা সংখ্যাগরিষ্ঠ ৮০ শতাংশ যারা ভোট দেয়নি তাদের প্রতিনিধিত্ব করে না।
বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা মনে করি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হলে প্রাপ্ত ভোটের হারে সংসদে দলগুলোর প্রতিনিধি থাকবে। এতে করে একতরফাভাবে যেভাবে দুটি দল দেশ পরিচালনা করছে, কারও কথা শোনে না, কোনো কিছুর দায় থাকে না সেটা আর করতে পারবে না।’ তিনি বলেন, বড় দলগুলোর প্রাপ্ত ভোটের হিসাবই বলছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দলের পক্ষেই একা সরকার গঠন করা সম্ভব হবে না। তখন অন্য দলগুলোর কথা শুনতে হবে। অন্যদিকে প্রার্থী নিজেও জানবেন না যে সংসদে যেতে পারবেন কি না। তখন আর টাকা দিয়ে ভোট কেনাবেচার সুযোগ থাকবে না। নির্বাচনটাও অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হবে।
বিশ্লেষকরা বলছেন, এ ব্যবস্থায় অযোগ্য লোকদের নির্বাচিত হয়ে আসার সুযোগও বন্ধ হয়ে যাবে। রাজনৈতিক দলগুলো দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে বেরিয়ে আসবে। উদাহরণ হিসেবে তারা বলছেন, সংসদে এখন সংরক্ষিত নারী আসনের বণ্টনও এ আনুপাতিক হারে হয়। অর্থাৎ সংসদে যে দল যতটি আসন পায় সে অনুপাতেই দলগুলো ৫০টি সংরক্ষিত আসন পায়। তাই এটা কোনো নতুন নির্বাচনী পদ্ধতিও নয়। দরকার শুধু সব রাজনৈতিক দলের সদিচ্ছা।
সম্প্রতি ইসলামী আন্দোলনকে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে সরব হতে দেখা গেছে। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা দুটো বিষয় সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। প্রথমত সব নিবন্ধিত দলকে নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন। অন্যটি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। এ দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে চলমান সংকট দূর হবে, অন্যদিকে সবার অংশগ্রহণে একটি কার্যকর সংসদ গঠন হবে।’
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা শুরু থেকেই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশনকেও বলেছি। আমরা আমাদের ঘোষণাপত্রেও রাখব। এ বিষয়ে আমাদের দলগতভাবেও সিদ্ধান্ত আছে।’
বিএনপির সমমনা গণতন্ত্র মঞ্চের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমরা দলীয়ভাবে যে দফা দিয়েছি সেখানেও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়েছে। এ ছাড়া গণতন্ত্র মঞ্চও এই নির্বাচন পদ্ধতি নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিএনপি এখন পর্যন্ত এ বিষয়ে একমত হয়নি। তারা এ বিষয়ে এখনই কথা বলতে চায় না।’
নির্বাচন বিশেষজ্ঞ সুশাসনের জন্য নাগরিক-সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে সংসদে ছোট ছোট দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়। শুধু তাই নয়, নির্বাচন কেন্দ্র করে এলাকাভিত্তিক যে সহিংসতা তাও রোধ করা সম্ভব। কারণ তখন কালো টাকা বা পেশিওয়ালারা কোটি কোটি টাকা বিনিয়োগে উৎসাহী হবেন না। মনোনয়ন-বাণিজ্যও কমবে। নির্বাচন ও রাজনীতিতে সৎ ও ত্যাগী মানুষের অংশগ্রহণ বাড়বে।’ রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে আরও বেশি সোচ্চার হওয়া উচিত বলে মনে করেন তিনি।
সুজন সম্পাদক জানান, সব রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে এ বিষয়ে তাদের মতামত জানতে তারাও চেষ্টা করবেন।
জাতীয় পার্টিতে দলের চেয়ারম্যান জিএম কাদের এবং কো-চেয়ারম্যান রওশন এরশাদকে ঘিরে যে বিরোধ চলছিল, তাতে একটি নতুন অধ্যায় যুক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রওশন এরশাদ নিজেকে জাতীয় পাটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। এ নিয়ে দিনভর ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো রওশন এরশাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এ মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’ এ ধরনের একটি সিদ্ধান্তের উল্লেখ রয়েছে গত বছর ২২ জুলাই হওয়া সভার কার্যবিবরণীতে। সেই কার্যবিবরণীর নিচে রওশনের স্বাক্ষর রয়েছে। তবে তারিখ দেওয়া হয়েছে ২২/৮/২০২৩। ফলে প্রশ্ন উঠেছে, এক বছর এক মাসের আগের সভার প্রস্তাবে কেন গতকাল রওশন এরশাদ স্বাক্ষর করলেন।
এদিকে রওশন এরশাদ যাদের অনুরোধে দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে দাবি করছেন, তারা হলেন জাতীয় পার্টির চার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা এবং সালমা ইসলাম।
তবে এ ধরনের কোনো প্রস্তাব করেননি জানিয়ে গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাল্টা বিজ্ঞপ্তি পাঠিয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং প্রস্তাবকারী হিসেবে তার নাম ব্যবহার করার ঘটনায় নিন্দা জানান।
রওশন এমন একসময় নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলেন যখন দলটির চেয়ারম্যান জিএম কাদের তিন দিনের সফরে ভারত রয়েছেন। তিনি গত রবিবার ভারত যান এবং গতকাল দেশে ফেরার কথা। রওশনের নিজেকে চেয়ারম্যান ঘোষণার বিষয়ে ভারত সফরে থাকা জিএম কাদেরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে তার অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন।
রওশন এরশাদের বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত হওয়ার জন্য এ প্রতিবেদক গতকাল একাধিকবার রওশনকে ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তার মোবাইলে বার্তা পাঠিয়ে বিজ্ঞপ্তির সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
গত শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রওশন এরশাদ। সেই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের তিন দিনের মাথায় রওশন এরশাদের এ ঘোষণা রাজনীতিতে একটা নতুন গুঞ্জন সৃষ্টি করেছে। পাশাপাশি দলটির ভাঙনের সম্ভাবনা আরও জোরালো হলো বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় পার্টির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক চুন্নু দেশ রূপান্তরকে বলেন, ‘আমি গণমাধ্যমে রওশন এরশাদের বিজ্ঞপ্তি দেখেছি। কিন্তু এটা আদৌ ম্যাডাম (রওশন এরশাদ) স্বাক্ষর করেছেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। যারা অসুস্থ রওশন এরশাদকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, এটা তাদের কোনো চক্রান্ত হতেও পারে। জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা কেউ এ বিষয়ে জানেন না বলে আমাকে জানিয়েছেন।’
দলের মহাসচিব হিসেবে আপনি রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে সিনিয়র এ রাজনীতিক বলেন, ‘আমি মনে করি না তার প্রয়োজন আছে। জাতীয় পার্টি একটা গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদের কাউকে বহিষ্কার করা কিংবা নিজে নিজেকে চেয়ারম্যান ঘোষণার সুযোগ নেই।’
শুধু এবারই প্রথম নয়, এর আগেও রওশন ও জিএম কাদেরের মধ্যে যারা সম্পর্কে দেবর-ভাবি, তাদের দ্বন্দ্ব নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ হয়। গত বছর থাইল্যান্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় রওশন এরশাদ অনেকটা হঠাৎ করেই জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন আহ্বান করেন। যদিও পরে তা স্থগিত ঘোষণা করা হয়। আবার এ লড়াই শুরু হওয়ার পর রওশন এরশাদের ঘনিষ্ঠ মশিউর রহমান রাঙ্গাসহ একাধিক নেতাকে পার্টি থেকে বহিষ্কার করেন জিএম কাদের। এমনকি রওশন এরশাদকে সংসদে বিরোধীদলীয় নেতার পদ থেকে সরিয়ে দিতে স্পিকারের কাছে চিঠি পর্যন্ত পাঠানো হয়।
অন্যদিকে রওশনপন্থিরাও কম যান না। তারা জিএম কাদেরের চেয়ারম্যান পদ নিয়ে আদালতে মামলা করেন। একপর্যায়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে আদালত। যদিও পরবর্তীকালে উচ্চ আদালত তা স্থগিত করে।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর কাদের-রওশন লড়াইয়ের শুরু। তারা দুজনই নিজেকে দলটির চেয়ারম্যান বলে ঘোষণা দেন। এরপর নানা আলোচনা-সমালোচনা ও দেন-দরবারের পর একপর্যায়ে সমঝোতা হয় যে, জিএম কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক পদের পাশাপাশি সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবেই থাকবেন।
জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শান্তনু মজুমদার দেশ রূপান্তরকে বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান নয়, মালিক ছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। আমি মনে করি, বর্তমান সংকট তাদের পারিবারিক কোন্দলের বহিঃপ্রকাশ। যতদিন দলের মালিক এরশাদ জীবিত ছিলেন, ততদিন এ সমস্যা মাথাচাড়া দেয়নি। দল যেহেতু পারিবারিক সংঘটন হিসেবে চলেছে, স্বাভাবিকভাবে মালিকের অনুপস্থিতিতে এর মালিকানা বা দখলদারিত্ব কার হবে তা নিয়ে উভয়পক্ষের দুশ্চিন্তা রয়েছে।’ তার ধারণা, আগামী নির্বাচনে দলের কৌশল নিয়ে দুপক্ষের মধ্যে মতভেদ আছে। তারই বহিঃপ্রকাশ রওশনের নিজেকে চেয়ারম্যান ঘোষণা। জিএম কাদের ফিরে এসে এর একটা পাল্টাা অবস্থান নেবেন। আসন্ন নির্বাচন সামনে রেখে পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে দখলদারিত্ব চাঙ্গা হচ্ছে।
জাতীয় পার্টির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের একটা বড় অংশের সমর্থন রয়েছে রওশনের পেছনে। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে তারা আগামী নির্বাচনেও জোটে থেকে সংসদ সদস্য হিসেবে আসন পাকাপোক্ত করতে চান। পাশাপাশি তারা মনে করেন, জাতীয় পার্টিকে বিএনপি মূল্যায়ন করবে না। পক্ষান্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। একাধিক সভা-সেমিনারে আওয়ামী লীগের সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। তার সঙ্গে দলটির সিনিয়র নেতাকর্মী ও সমর্থকদের বড় অংশের সমর্থন রয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির এক সিনিয়র নেতা জানান, আপাতদৃষ্টিতে দলের সমর্থন এবং নিয়ন্ত্রণ জিএম কাদেরের হাতে থাকলেও অধিকাংশ সংসদ সদস্যরা রওশন এরশাদের সঙ্গে গোপনে আঁতাত রাখছেন। যদি এমন হয়, নির্বাচনের আগমুহূর্তে দেখা যায় যে সরকার তার পরিকল্পনা অনুযায়ী নির্বাচন করে ফেলতে পারে, তাহলে জিএম কাদের দলকে সামাল দিতে পারবেন না এবং তখন দলে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। কেননা জাতীয় পার্টির ছোট-বড় সব নেতাই ক্ষমতার আশপাশে থাকতেই পছন্দ করেন।
জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার দেশ রূপান্তরকে বলেন, ‘বিজ্ঞপ্তিটা দেখেছি। আমি উভয়পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগ করছি। সবার সঙ্গে কথা বলব। তাছাড়া জিএম কাদের ও আগামীকাল দেশে ফিরবেন। তাই আপাতত এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক দিন ধরে জাতীয় পার্টিতে জিএম কাদের ও রওশনের দূরত্ব চলছে। এবারই কিন্তু প্রথম না, মাঝেমধ্যেই এরকম অবাক করার মতো বিষয় কিন্তু আমরা দেখছি। যেহেতু তারা একই পরিবারের সদস্য তারা যদি আলোচনা করে সমস্যার সমাধান করতেন, তাহলে নেতাকর্মীদের হতাশ হতে হতো না। আর এরকম অবাক করার মতো সংবাদ দুদিন পরপর পেতে হতো না। দীর্ঘদিন ধরে দলের নাজুক অবস্থা, সামনে নির্বাচন। এভাবে তো চলতে পারে না।’
দলটির আরেক কো-চেয়ারম্যান সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘ইতিমধ্যে আমাদের মহাসচিব দলের অবস্থান ব্যাখ্যা করেছেন। এ দ্বন্দ্ব নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে দেবর-ভাবির মধ্যে দূরত্ব ও দ্বন্দ্ব লেগে আছে।’
রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণার মধ্য দিয়ে এ দ্বন্দ্ব স্থায়ী রূপ লাভ করল কি না, এমন প্রশ্নের জবাবে কাজী ফিরোজ বলেন, ‘এখনই এ বিষয়ে বলা যাচ্ছে না। অপেক্ষা করতে হবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে আরও অনেক কিছু ঘটবে।’
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিধি বা আয়তন বাড়ানোর চিন্তা করছে সরকার। রাজউকের সীমানা বিস্তৃত হবে মেঘনাপাড় থেকে পদ্মাপাড় পর্যন্ত। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ওই জনপদে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের কথা ভাবছে সরকার।
বিশেষজ্ঞদের অনেকের ভিন্নমতও রয়েছে এ বিষয়ে। তারা মনে করেন, রাজউক বিদ্যমান পরিধি বা আয়তনের সঠিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে এ সংস্থার আয়তন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক হবে তা ভেবে দেখা দরকার।
তাদের মতে, ঢাকা ও আশপাশের এলাকার জলাশয়, পুকুর-ডোবা-নালা রক্ষার দায়িত্ব ছিল রাজউকের। জনবল স্বল্পতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে তারা সে দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না। রাজউকের বিদ্যমান সীমার মধ্যে ব্যক্তি উদ্যোগে জলাভূমি, নিচুজমি, কৃষিজমি ভরাট করে নানা স্থাপনা গড়ে উঠেছে, উঠছে। রাজউক সেসব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজউকের আওতাধীন সাভার, কেরানীগঞ্জ, ভাটারা, দক্ষিণগাঁও, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, ডেমরা প্রভৃতি এলাকায় রাজউক নজর দেয়নি। এ অবস্থায় আয়তন বাড়ানো হলে সেখানেও তারা সঠিক ব্যবস্থাপনা করতে পারবে না। রাজউকের সংস্কার করে সক্ষমতা বাড়ানো গেলে বিদ্যমান ও নতুন এলাকায় কার্যকারিতা দেখানো সম্ভব হবে। রাজউকের বিস্তারণের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্টদের এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
চলতি বছরের শুরু থেকে রাজউকের আয়তন বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। তবে বিষয়টি স্পষ্ট হয় জুনে। গত ২০ জুন জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ জানান, ঢাকার পুবে মেঘনা নদী ও পশ্চিমে (বাস্তবে দক্ষিণ-পশ্চিমে) পদ্মা সেতু পর্যন্ত রাজউকের সীমানা বিস্তৃত করার পরিকল্পনা করা হচ্ছে। সরকারের অনুশাসন পেলে রাজউক এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেবে। রাজউক বর্তমানে ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত। এখানে প্রশাসনিক অঞ্চল রয়েছে আটটি। এলাকাগুলোর মধ্যে রয়েছে ঢাকা সিটি করপোরেশন এলাকা, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুর। সম্প্রতি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান নিয়োগ করে ওই প্রতিষ্ঠানকে সক্রিয় করেছে সরকার। গাজীপুরের ৫৯০ বর্গকিলোমিটার এলাকা ছেড়ে দিয়েছে রাজউক। এখন রাজউকের আওতায় রয়েছে ৯৩৮ বর্গকিলোমিটার।
পরিকল্পিত ও টেকসই নগর উন্নয়ন এবং নাগরিক সেবার বিশাল দায়িত্ব পালন করছে রাজউক। কিছু অসাধু কর্মকর্তার কারণে রাজউকের অনেক বদনামও হচ্ছে। তবে প্রশাসন বলছে, তারা এ ব্যাপারে কঠোর। ২০২০ সালের জানুয়ারিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রাজউক বিষয়ক এক গবেষণা-প্রতিবেদনে বলা হয়েছে, রাজউক আর দুর্নীতি সমার্থক শব্দে পরিণত হয়েছে। রাজউক মুনাফা অর্জনকারী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, কিন্তু জনবান্ধব হতে পারেনি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজউকে ঘুষ ছাড়া সেবা বিরল। ইমারত নির্মাণের নকশার অনুমোদন পেতে ৫০ হাজার থেকে ২ কোটি টাকা ঘুষ দিতে হয়। রাজউক কর্মকর্তা, দালাল ও সেবাগ্রহীতাদের একাংশÑ ত্রিপক্ষীয় আঁতাত নির্দিষ্ট হারে ঘুষ নেয়। এসব দুর্বলতা রাজউককে অনেক সময় যথাদায়িত্ব পালন করতে দেয় না। অংশীদের পরামর্শÑ রাজউককে এর থেকে বের করে আনতে হবে।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট আলমগীর সামসুল আলামিন (কাজল) দেশ রূপান্তরকে বলেন, ‘রাজউকের আয়তন বাড়ানো যেতে পারে। তাহলে অন্যান্য এলাকায়ও পরিকল্পিত উন্নয়ন ঘটবে। ঢাকা শহরের ওপর চাপ কমবে। এজন্য দক্ষ জনবল লাগবে।’
এফবিসিসিআইয়ের আবাসন-সংক্রান্ড স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘রাজউক পরিকল্পিত ও টেকসই উন্নয়নের স্বার্থে আয়তন বাড়াতে পারে। এজন্য আগে রাজউকের সক্ষমতা বাড়াতে হবে। দক্ষ জনবল লাগবে। এরপর সিদ্ধান্ত নিতে হবে।’
নগরপরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘মেঘনা থেকে পদ্মাপাড় পর্যন্ত পরিকল্পিত উন্নয়নের চিন্তা ইতিবাচক। রাজউকের আয়তন না বাড়িয়ে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সক্ষমতা বাড়িয়েও তা করা সম্ভব।’
ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান দেশ রূপান্তরকে বলেন, ‘রাজউক বিদ্যমান আয়তনের মধ্যেই তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না। ফলে রাজউকের সীমানা বাড়ানোর চিন্তা করা যায় না। প্রতিষ্ঠানটির সংস্কার করে সক্ষমতা বাড়ালে তা সম্ভব হতে পারে।’
রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা দেশ রূপান্তরকে বলেন, ‘রাজউক আয়তন বাড়াতে চায় না। তবে সরকার বাড়াতে বললে তাতে সম্মত থাকবে। ঢাকার আশপাশে রাজউক এলাকার কাছাকাছি এলাকায় পরিকল্পিত নগরায়ণের অনেক সম্ভাবনা রয়েছে। সেসব এলাকা রাজউকের আওতায় এলে সেখানেও পরিকল্পিত উন্নয়ন করা সম্ভব। ঢাকা-মাওয়া মহাসড়কের দুপাশে পাল্লা দিয়ে অপরিকল্পিত উন্নয়ন হচ্ছে, এর নিয়ন্ত্রণ দরকার। সরকার দায়িত্ব দিলে রাজউক তা পালনে আগ্রহী।’
বিদ্যমান আয়তনের পরিকল্পিত উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে সফল না হলেও আয়তন বাড়াতে আগ্রহ কেন? এমন প্রশ্নের জবাবে রাজউক চেয়ারম্যান বলেন, ‘রাজউককে সেভাবে গড়ে তোলা হলে এমন অবস্থার সৃষ্টি হতো না। এখন অনেক পরিবর্তন হয়েছে। নতুন অনেক জনবল নিয়োগ হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে রাজউকের জনবল দাঁড়াবে প্রায় দেড় হাজারে।’
গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘রাজউকের আয়তন বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে। যেসব এলাকা রাজউকের আওতায় আনার আলোচনা চলছে, ওইসব এলাকাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।’
প্রসঙ্গত, ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের উন্নয়নের জন্য ১৯৫৬ সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) করা হয়। টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-১৯৫৩ অনুসরণ করে এটা করা হয়। ১৯৭০ ও ১৯৮০ সালের দিকে ঢাকা ও আশপাশে দ্রুত নগরায়ণ হয়। তখন ডিআইটির সংশোধনের জন্য সরকার প্রশাসনিক ও আইনগত কাঠামো সংশোধনের উদ্যোগ নেয়। ফলে টাউন ইমপ্রুভমেন্ট (সংশোধনী) আইন ১৯৮৭ হয়, যার মাধ্যমে ডিআইটি রাজউকে রূপান্তরিত হয়। ১৯৯১ সালে রাজউকের আয়তন ৩২০ থেকে ৫৯০ বর্গমাইল (১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার) করা হয়। গাজীপুর অংশ ছেড়ে দেওয়ার পর বর্তমান রাজউকের আয়তন ৯৩৮ বর্গকিলোমিটার।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির পুরনো কারখানার স্ক্র্যাপ মালামাল বিক্রির নিলামে অংশগ্রহণে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলোকে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালীদের বাধার কারণে গত সোমবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে একটি দরপত্রও জমা পড়েনি। ১১টি প্রতিষ্ঠান দরপত্র কিনলেও কেউই দরপত্র জমা দিতে পারেনি। এ নিয়ে চতুর্থবারের মতো নিলাম প্রক্রিয়া স্থগিত হলো।
তবে কর্র্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দরপত্র জমা না পড়ায় আইন অনুযায়ী নিলাম প্রক্রিয়া বাতিল হয়েছে। কর্র্তৃপক্ষ আবার দরপত্র আহ্বান করবে।
বাধাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর দাবি, প্রভাবশালীদের কারণে ওই স্থানে দরপত্র জমা দিতে তারা বাধাগ্রস্ত হচ্ছেন। ফলে প্রভাবশালীদের হস্তক্ষেপ ঠেকাতে একাধিক জায়গায় দরপত্র জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
গত সোমবার সকালে দরপত্র জমা দিতে বাধাপ্রাপ্ত হন সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধিরা। এ বিষয়ে তারা শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বরাবর লিখিত আবেদন করেছেন।
সংস্থার ট্রেডিং ডিভিশনের উপব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. আলিমুজ্জামান মুন্সী স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা বিভাগের আওতাধীন সংস্থাগুলো এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিজিবি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধিরা দরপত্র জমা দিতে সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে শিডিউলে উল্লিখিত স্থানে প্রবেশ করেন, যা কারখানা-ফটকে লিপিবদ্ধ আছে। কিন্তু দরপত্র জমা দেওয়ার স্থানে কিছু দুষ্কৃতকারী তাতে বাধা দেয়। যে কারণে যথাসময়ে উপস্থিত হয়েও এবং উপযুক্ত দামে দরপত্র জমা করতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেঞ্চুগঞ্জে বিসিআইসির অধীনে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি নামে নতুন সার কারখানা প্রতিষ্ঠার পর পুরনো কারখানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডকে (এনজিএফএফএল) বিলুপ্ত ঘোষণা করা হয়। পুরনো এই কারখানার যন্ত্রপাতি স্ক্র্যাপ মালামাল হিসেবে বিক্রির সিদ্ধান্ত হয়। এরপর ২০২০ সালের ২ সেপ্টেম্বর প্রথমবার নিলাম আহ্বান করা হয়। ওই নিলামে সিলেটের মেসার্স আতাউল্লাহ গ্রুপ সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০৩ কোটি ৭৫ হাজার টাকা দিয়ে স্ক্র্যাপ কারখানা কিনে নেয়। কিন্তু নিয়মমাফিক টাকা জমা দিতে না পারায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এরপর আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেও টাকা জমা দিতে পারেনি মেসার্স আতাউল্লাহ। এরপর আবার নিলামের সিদ্ধান্ত নেয় বিসিআইসি। সে অনুযায়ী ২০২১ সালের ২৫ মে দ্বিতীয় দফায় দরপত্র আহ্বান করে কর্র্তৃপক্ষ।
ওই নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স সাইদুর রহমান নামের প্রতিষ্ঠান ২১১ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকায় স্ক্র্যাপ মালামাল কিনে নেয়। কিন্তু ওই প্রতিষ্ঠানও নিয়মমাফিক টাকা পরিশোধ না করায় দরপত্র বাতিল করা হয়। এরপর ওই নিলামে ১৩১ কোটি টাকা দরদাতা প্রতিষ্ঠান মেসার্স আল মামুন ট্রেডার্স ক্রেতা হিসেবে তাদের কার্যাদেশ প্রদানের জন্য উচ্চ আদালতে রিট করেন। কিন্তু কারখানা কর্র্তৃপক্ষ তৃতীয় দফায় দরপত্র আহ্বান করে ২০২২ সালের অক্টোবরে। ওই বছরের ১৯ অক্টোবর দরপত্র জমা দেওয়ার শেষ দিনে উচ্চ আদালতের নির্দেশে নিলাম প্রক্রিয়া আবারও স্থগিত হয়। আল মামুন ট্রেডার্সের রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই স্থগিতাদেশ দেয়। ওই নিলামে ২২টি দরপত্র বিক্রি হয় এবং শেষ দিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে মেসার্স এমএম বিল্ডার্স সর্বোচ্চ ২৭৫ কোটি টাকা দর প্রদান করে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ মেসার্স মোস্তফা গ্রুপ ১৪৫ কোটি টাকা ও তৃতীয় সর্বোচ্চ রফিক অ্যান্ড ব্রাদার্স ১৩৭ কোটি ৫০ লাখ টাকা দর প্রদান করে। তবে উচ্চ আদালতের নির্দেশে ওই নিলাম স্থগিত করা হয়। এরপর চতুর্থ দফায় গত ১ আগস্ট দরপত্র আহ্বান করা হয়। কিন্তু গতকাল সোমবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে ঘটেছে প্রভাবশালীদের বাধা দেওয়ার ঘটনা।
এ ব্যাপারে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির ডিজিএম (অ্যাডমিন) এটিএম বাকী জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দরপত্র জমা না পড়ায় আইন অনুযায়ী নিলাম প্রক্রিয়া বাতিল হয়েছে। কর্র্তৃপক্ষ আবার দরপত্র আহ্বান করবে।
দুই দিন জ্বরে আক্রান্ত থাকার পর চিকিৎসকের কাছে যান ইমরান হোসেন। জ্বর ও লক্ষণ দেখে চিকিৎসক তাকে ডেঙ্গু পরীক্ষা করার কথা বলেন। এরপর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্তের জন্য এনএস-১ পরীক্ষা করান। তবে ডেঙ্গু নেগেটিভ আসে। এরপর বাড়িতে ফিরে যান। কিন্তু জ¦র কমে না। ফের হাসপাতালে গিয়ে সিবিসি টেস্ট করান। এতে দেখা যায়, তার প্লাটিলেট কমে ৮৭ হাজারে নেমেছে। সঙ্গে বমি ও শরীরের বিভিন্ন স্থানে ব্যথার মতো ডেঙ্গুর অন্যান্য উপসর্গও রয়েছে। তখন চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।
ইমরান দেশ রূপান্তরকে বলেন, ‘হাসপাতালে ভর্তির একদিন পর আবার আমার প্লাটিলেট বাড়তে থাকে। তখন ডাক্তার বাড়িতে গিয়ে চিকিৎসা নিতে বলেন। আমি ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে যাই।’ শুধু ইমরান নন, উপসর্গ নিয়ে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে ডেঙ্গু নেগেটিভ এসেছে, কিন্তু প্লাটিলেট অস্বাভাবিকভাবে কমে গেছে এমন রোগীর সংখ্যা কম নয়।
রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবু নোমান হাদী জ¦রে আক্রান্ত হন গত ১৮ আগস্ট। পরদিন রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে এনএস-১ টেস্ট করান। সেখানে তার ডেঙ্গু নেগেটিভ এলেও প্লাটিলেট পাওয়া যায় ১ লাখ ৪৫ হাজার। এখন ইস্কাটনে বাড়িতেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। তার শরীরেও ব্যথার মতো ডেঙ্গুর উপসর্গ রয়েছে।
হাসপাতালে ইমরান কিংবা নোমানের মতো রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, বর্তমানে ডেঙ্গুর মৌসুম চলছে। এর পাশাপাশি অন্যান্য ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জ¦রে আক্রান্ত হয়ে কারও প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গেলে সেটিকে ডেঙ্গু ধরেই চিকিৎসা দিচ্ছেন তারা।
জনস্বাস্থ্যবিদদের মতে, প্লাটিলেটের স্বাভাবিক রেঞ্জ দেড় লাখ থেকে সাড়ে চার লাখ। বর্তমানে ডেঙ্গু ছাড়াও বিভিন্ন ভাইরাস জ¦রের কারণে প্লাটিলেট কমছে। তবে ডেঙ্গুর নমুনা পরীক্ষায় শতভাগ নির্ভুল ফলাফল আসে না।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রিপোর্ট নেগেটিভ এলেই যে ডেঙ্গু হয়নি এই ভেবে বসে থাকলে জটিলতা আরও বাড়বে এবং মৃত্যুর আশঙ্কা তৈরি হবে। লক্ষণ ও উপসর্গ থাকলে কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিলম্বে সেবা নিতে আসার কারণে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু বাড়ছে বলে মনে করছেন তারা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, প্লাটিলেট কমা মানেই ডেঙ্গু নয়। বেশ কিছু কারণে রক্তে প্লাটিলেট কমতে পারে। সাধারণত ভাইরাস জ্বরে প্লাটিলেট কমে থাকে। এখন করোনা, ডেঙ্গু এবং সিজনাল সাধারণ জ্বর এই তিন ধরনের ভাইরাস জ্বর দেখা যাচ্ছে। কারও কিছু শারীরিক জটিলতার কারণেও প্লাটিলেট কমে। আবার কেউ বেশ কিছু ওষুধ খান, এজন্য প্লাটিলেট কমে। তাই জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং জ্বরের কারণ অনুসন্ধান করতে হবে।
চিকিৎসকরা বলছেন, এনএস-১ পরীক্ষা মূলত ডেঙ্গু জ্বর হওয়ার বা লক্ষণ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে করতে হয়। এ সময়ের মধ্যে এনএস-১ পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু শনাক্ত করা যেতে পারে। এরপর এটি আর কার্যকর হয় না। পঞ্চম দিন থেকে এনএস-১ নেগেটিভ হয়ে যেতে পারে। জ্বরের প্রথম তিন দিনের মধ্যে পরীক্ষা করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। সপ্তম দিনে আইজিএম পরীক্ষা করলে ডেঙ্গুর সঠিক ফলাফল পাওয়া যাবে। এরপর থেকে আইজিপি পরীক্ষা করতে হবে। এভাবে রোগীকে ধাপে ধাপে পরীক্ষা করে দেখতে হবে ডেঙ্গুতে আক্রান্ত কি না। একই সঙ্গে প্লাটিলেট কাউন্ট পরীক্ষা চালিয়ে যেতে হবে। নিজেরা কোনো একটি পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পেয়ে বসে থাকলে হবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, অন্যান্য ভাইরাস জ্বরে প্লাটিলেট সামান্য কমতে পারে। কিন্তু যদি কোনো রোগীর প্লাটিলেট ১ লাখ বা ১ লাখ ২০ হাজারের নিচে নেমে যায়, তাহলে তাকে ডেঙ্গু রোগীর মতোই চিকিৎসা নিতে হবে। ধরে নিতে হবে তার ডেঙ্গু হয়েছে। কারণ ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে এনএস-১ টেস্টে শতভাগ নির্ভুলভাবে ফলাফল পাওয়া যায় না। এই টেস্টের মাধ্যমে ৮০ শতাংশ সঠিক ফলাফল পাওয়া যায়। এখন ডেঙ্গুর মৌসুম চলছে। তাই যদি কারও প্লাটিলেট আশঙ্কাজনভাবে কমে যায়, তাহলে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কোনোরকম কালক্ষেপণ করা যাবে না। আমরা এটা বারবার বলছি, রিপোর্ট নেগেটিভ হলেও যদি লক্ষণ ও উপসর্গ থাকে তাহলে ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে হবে। তা নাহলে বিপদ বাড়বে।
দেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
সংবাদ বিজ্ঞপ্তিতে কারও নাম উল্লেখ করা না হলেও যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, তারা সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য।
যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সেসব ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা হয়তো যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেখানে আরও বলা হয়, ভবিষ্যতে আরও কোনো ব্যক্তিবর্গের বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ক্ষুন্ন করা বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তারাও একই ভিসানীতির আওতায় পড়তে পারেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের আজকের পদক্ষেপ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যের প্রতি সমর্থনকে প্রতিফলিত করে। একই সঙ্গে এ পদক্ষেপ যারা সারা বিশ্বে গণতন্ত্রকে এগিয়ে নিতে চান তাদের প্রতিও সমর্থন।’
সুষ্ঠু ও অবাধ নির্বাচন সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে। ওই সময় দেওয়া বিবৃতিতে সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হওয়া ব্যক্তি ও তাদের আত্মীয়স্বজনরা এ নীতির আওতায় পড়বে বলে জানানো হয়েছিল। দ্বাদশ সংসদ নির্বাচনের তিন মাস আগে মার্কিন পররাষ্ট্র বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা প্রয়োগ শুরুর কথা জানাল।
ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশের কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যখন এ ভিসানীতি ঘোষণা করেছি, তখন থেকেই যুক্তরাষ্ট্র সরকার ঘটনাবলির ওপর গভীর দৃষ্টি রাখছে। সতর্কতার সঙ্গে তথ্য-প্রমাণ পর্যালোচনার পর আমরা এসব ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি।’
ব্রায়ান শিলারকে প্রশ্ন করা হয়েছিল, ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের নাম যুক্তরাষ্ট্র প্রকাশ করবে কি না। জবাবে তিনি বলেন, ‘না, এসব ভিসা বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব না।’ কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইনে ভিসা রেকর্ড গোপনীয়।
যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকাদের সঠিক সংখ্যা না জানালেও এটি খুব বড় নয় বলে গণমাধ্যমকে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় তার সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। এ সময় শাহরিয়ার আলম বলেন, ‘এটার বিষয়ে দুদিন আগেই জানিয়েছিল। এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা কথা বলেছে। আমাদের সংখ্যা সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে। তারা যদি না বলেন, মার্কিন দূতাবাস হয়তো বলতে পারবে। তবে সংখ্যাটি বড় নয়, ছোট এটা বলতে পারি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা আশা করব সেটা সঠিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করেই নেওয়া হয়েছে। আমাদের সরকারের কেউ এটার আওতায় পড়লে আমরা এটা জানব। এতে সরকারের কাজে সমস্যা তৈরি হলে পরবর্তী সময়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আমরা কথা বলব। এর আগেও, অন্তত তিনজনের বিষয়ে আমাদের কাজ করতে হয়েছে। আমরা সাকসেসফুল হয়েছি। কাজেই এ নীতির ফলে কার্যক্রমে সমস্যা হলে, সেগুলো আমরা জানলে, সেটা নিয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলব।’
আগামী জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও নিষেধাজ্ঞা আসতে পারে কি না, এক সাংবাদিকের এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি না যে নির্বাচনের আগে আর কোনো ধরনের বিবৃতিও আপনারা দেখতে পাবেন। কারণ, আমরা পরিষ্কারভাবে বলেছি যে, এ সেনসেটিভ (স্পর্শকাতর) সময়ে এই ধরনের পদক্ষেপ বা বিবৃতি ইন্টারফারেন্স (হস্তক্ষেপ) হিসেবে মনে হবে।’
যুক্তরাষ্ট্র না চাইলেও বাংলাদেশে ভোটের আগে অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের এ ধরনের সিদ্ধান্ত প্রভাব ফেলবে সে বিষয়টি তাদের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান শাহরিয়ার আলম। এরপর এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এ বিষয়ে দেশ রূপান্তরের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ডিসেম্বরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কয়েকজন কর্মকর্তা ও র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের গতকালের বিবৃতি সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করল। এর আগে ইউরোপীয় ইউনিয়ন চিঠি দিয়ে নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘পৃথিবীব্যাপী যুক্তরাষ্ট্রের ভিসানীতি রয়েছে। বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্তের বিষয়ে যে কথা বলেছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। তাদের এখতিয়ারের ব্যাপার। এটাকে খারাপ বা ভালো হিসেবে নেওয়ার সুযোগ আমাদের নেই।’
ভিসানীতি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে চায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যেহেতু সরকারি দল, সরকারি কর্মকর্তা এবং বিরোধী দল রয়েছে, তাই শুধু আমরা চাপ অনুভব করব কেন? আর এখানে চাপ অনুভব করার কারণ নেই। তারা যদি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য এ নীতিমালা প্রয়োগ করতে চায় বা করে, তাদের চাওয়া এবং আমাদের চাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নেই। কারণ আমরা তো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই।’
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, ‘আমেরিকা যেমন স্যাংশন দিতে পারে, চাইলে আমরাও তো দিতে পারি। নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া শুরু করেছে তাতে আওয়ামী লীগের বা সরকারের কোনো দুশ্চিন্তা নেই। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমেরিকা চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরাও তাই চাই।’
ভিসানীতি প্রয়োগের ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে কি না, এ প্রশ্নে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না কোনো চাপ আমাদের ওপর আছে। কারণ আমাদের একটাই কথা আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা সেটাই করব।’
শাম্মী আহমেদ বলেন, ‘আমি মনে করি এমন ভিসানীতি তারা যদি ২০১৪ ও ’১৮ সালে সংসদ নির্বাচনের আগে দিত, তাহলে বিএনপি দেশজুড়ে জ¦ালাও-পোড়াও করতে পারত না। করতে ভয় পেত।’
বিএনপি নেতারা বলেছেন, তারা সবসময় সরকারকে সতর্ক করে আসছেন। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। কিন্তু সরকার তাতে গুরুত্ব না দিয়ে আবারও একতরফা নির্বাচনের পথে হাঁটছে। তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকার এ পদক্ষেপ নিয়েছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘শুধুই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি শুনেছি। কার কার বিরুদ্ধে দিয়েছে, সে বিষয়টি তারা স্পষ্ট করেনি। খোঁজখবর নিয়ে পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রয়েছে বলে শুনেছি। চলতি মাসে আরও নাম আসবে বলে শুনতে পাচ্ছি।’
বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য মো. আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে সরকারি দল আওয়ামী লীগ ও জাতীয় সংসদের বিরোধী দল।’
যে শহরে উপমহাদেশের প্রথম টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ কার্যক্রম হয়, সেই শহরে ৫৯টি বাণিজ্যিক ব্যাংকের একটিরও প্রধান কার্যালয় নেই। বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সরকারি সিদ্ধান্তের জন্য ব্যবসায়ীদের ঢাকায় দৌড়াতে হয়। সে কারণে একসময় অনেক বহুজাতিক কোম্পানির প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকলেও এখন আর নেই। বাণিজ্যিক রাজধানী হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও বন্দরনগরী ক্রমেই জৌলুস হারাচ্ছে। যদিও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার কথা হয়েছিল।
সাগর-নদী-পাহাড়ের চট্টগ্রাম শহরে নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে কি, নালায় পড়ে মারা যায় মানুষ। সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টি ছাড়াও নালা আটকে গুরুত্বপূর্ণ জিইসি মোড়ে দুদিন রাস্তায় পানি জমে থাকে। পাহাড় কাটা, সবুজ বিনাশ, অপরিকল্পিত নগরায়ণ, পুকুর ও জলাশয় ভরাটের মাধ্যমে চট্টগ্রাম যেমন প্রাকৃতিকভাবে শ্রীহীন হয়ে পড়ছে, তেমনিভাবে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ও স্থপতি জেরিনা হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাব কিংবা তাদের অবহেলাও হতে পারে। এ শহরের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। একটি শহরের নাগরিক সুযোগ-সুবিধাগুলো দিন দিন তলানিতে চলে যাচ্ছে। আমাদের কর্তৃপক্ষগুলো চেয়ারে বসে কিছুই করতে পারছে না। অপরিকল্পিত উন্নয়নের বলি হচ্ছে চট্টগ্রাম।’
জলাবদ্ধতা নিরসনের জন্য ১০ হাজার ৮০২ কোটি টাকার তিনটি প্রকল্প চলমান থাকলেও বৃষ্টি হলেই কেন নগরবাসীকে ডুবতে হবে? এ তিন প্রকল্পের মধ্যে ৫ হাজার ৬১৬ কোটি টাকার মেগা প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে হওয়ার পরও জলাবদ্ধতার তেমন কোনো উন্নতি নেই। এখন প্রশ্ন উঠছে সমন্বয়হীনতার কথা। এ সমন্বয় কে করবে?
জিইসি মোড় বর্তমানে চট্টগ্রামের ব্যস্ততম এলাকাগুলোর একটি। এ মোড়েই গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর টানা দুদিন পানি জমা ছিল। সামান্য বৃষ্টিতেই এ শহরের রাস্তাঘাট ডুবে যায়, অনেক এলাকায় টানা কয়েক দিন পানিবন্দি থাকে মানুষ। চলতি বছর একাধিকবার ডুবেছে নগরী।
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থাকায় প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানি ঘটছে। গত কয়েক বছরে ছয়জনের প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে নালা ও খালে পড়ে। এসব সমস্যা কে সমাধান করবে তা নিয়ে নগরীর দুই প্রধান সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) একে অন্যকে দোষারোপ করতেই ব্যস্ত।
পরিবেশকর্মী শরীফ চৌহান বলেন, ‘এ শহরের পাহাড় কাটা বন্ধ করা গেলে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেমন অটুট থাকবে, তেমনিভাবে জলাবদ্ধতা দুর্ভোগও কমে আসবে। কারণ পাহাড় কাটা মাটি নালা ও খালে গিয়ে তা ভরাট করে ফেলছে। ভরাট হয়ে যাচ্ছে কর্ণফুলী নদী। ফলে পানি নামতে পারছে না।’
কিন্তু পাহাড় কাটা তো বন্ধ হয় না, গত ৪০ বছরে সাবাড় হয়েছে ১২০টি পাহাড়। এর মধ্যে সিডিএ নিজেই কেটেছে ১৬টি পাহাড়।
চট্টগ্রামের সমুদ্র উপকূলকে ব্যবহার করে গড়ে উঠেছিল শিপব্রেকিং ইয়ার্ড। কিন্তু জাহাজ কাটতে পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর ও শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য ঢাকায় যেতে হয়। এতে সময়ের পাশাপাশি অর্থেরও অপচয় হয়ে থাকে। যত আগে জাহাজ কাটা যায়, অর্থনৈতিকভাবে ততই লাভবান হওয়া যায়।
এ বিষয়ে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ভাইস প্রেসিডেন্ট-৩ এবং পিএইচপি রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৮ সালের শিপ রি সাইক্লিং অ্যাক্ট অনুযায়ী, শিপ রিসাইক্লিং বোর্ড চট্টগ্রামে হওয়ার কথা। আর এটা হলে সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এ বোর্ডে থাকবেন। তখন আর অনুমোদনের জন্য ঢাকায় বিভিন্ন সংস্থার কাছে যেতে হবে না।’
শুধু শিপ রি সাইক্লিং ক্ষেত্রই নয়, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হলেও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত, কাস্টমসের বিভিন্ন কায়িক পরীক্ষা, বিএসটিআইয়ের বিভিন্ন পরীক্ষা ঢাকা থেকে করাতে হয়। এ বিষয়ে চিটাগাং চেম্বারের পরিচালক এবং নাহার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল বলেন, ‘চট্টগ্রাম বাণিজ্যিক হাব হলেও সবকিছু অনুমোদন ঢাকা থেকে নিতে হয়। ব্যবসা-বাণিজ্যে ব্যাংকিং লেনদেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সব ব্যাংকের সদর দপ্তর ঢাকায়। যথারীতি অবহেলিত চট্টগ্রাম।’
ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামে কেউ ব্যবসা-বাণিজ্য বা শিল্পকারখানা স্থাপন করতে চাইলে তাকে বারবার ঢাকায় যেতে হয়। ব্যাংকঋণ থেকে শুরু করে আমদানি-রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে অনুমোদনের জন্য ব্যবসায়ীদের এ দৌড় এখনো থামেনি। একটিরও ব্যাংকের প্রধান কার্যালয় চট্টগ্রামে নেই। একসময় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকলেও এখন নেই। এ ছাড়া বিদেশি ব্যাংক এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের প্রথম শাখাও ছিল চট্টগ্রামে। বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রথম শাখা ছিল চট্টগ্রামে। বহুজাতিক কোম্পানি ইস্পাহানি গ্রুপ কলকাতা থেকে প্রথম চট্টগ্রামেই তাদের ব্যবসা স্থানান্তর করেছিল। বহুজাতিক কোম্পানি ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বার্জার, ডানকান ব্রাদার্সসহ অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ছিল চট্টগ্রামে। শুধু বহুজাতিক কোম্পানি নয়, আসাম-বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর ছিল চট্টগ্রামের সিআরবিতে। এখন পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান অফিস চট্টগ্রামে থাকলেও রেলওয়ের প্রধান অফিস ঢাকায়। অর্থাৎ সরকারি ও বেসরকারি সবদিক দিয়েই পিছিয়ে যাচ্ছে চট্টগ্রাম।
দেশে পোশাক খাতের যাত্রা এ চট্টগ্রামের কালুরঘাটের দেশ গার্মেন্টসের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সুবিধার অভাবের কারণে পোশাক শিল্পের উদ্যোক্তারা এখন ঢাকাকেন্দ্রিক। এ ছাড়া রড তৈরির প্রথম কারখানাও ১৯৫২ সালে চট্টগ্রামে হয়েছিল। ঢেউটিন তৈরির জন্য কোল্ড রোল মিলস, বিলেটসহ ইস্পাত কারখানা চিটাগং স্টিল মিলস ছিল চট্টগ্রামেই। মোটরগাড়ি, ফ্রিজ, পেপার মিলস অনেক কারখানার গোড়াপত্তন চট্টগ্রাম থেকে হলেও এখন সেই সুদিন আর নেই।
সম্ভাবনার চট্টগ্রাম : ৩০ হাজার একর জায়গায় গড়ে উঠছে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর। এখানে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। জাপান ও চীনের সরাসরি বিনিয়োগ থাকছে এ শিল্পনগরে। এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘বঙ্গবন্ধু শিল্পনগর দেশের আগামীর অর্থনীতির ভিত্তি। এখানে চীন ও জাপান সরাসরি বিনিয়োগ করছে। এ ছাড়া অন্যান্য দেশও এগিয়ে আসছে। চালু হচ্ছে কর্ণফুলীর নিচ দিয়ে টানেল। সব মিলিয়ে চট্টগ্রামে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে।’
চট্টগ্রামকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই উল্লেখ করে এ ব্যবসায়ী নেতা বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে টার্মিনাল, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে যে অর্থনৈতিক কর্মকা- হচ্ছে, এতে বিনিয়োগকারীদের চট্টগ্রামে আসতেই হবে। এখন আমাদের প্রয়োজন কানেকটিভিটি বাড়ানো।’
একই মন্তব্য করেন অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘মিরসরাইয়ে যে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে এর সঙ্গে সাগরের পাড় ঘেঁষে টানেল হয়ে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কটি বাস্তবায়ন করতে হবে। তবে চট্টগ্রামের কার্যকারিতা বাড়বে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম, আনোয়ারা, মহেশখালী ও কক্সবাজার ঘিরে যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে, সেগুলো চালু হলে চট্টগ্রামই হবে দেশের আগামীর অর্থনীতির ভিত্তি।’
আকাশপথে পিছিয়ে চট্টগ্রাম : দেশের দ্বিতীয় প্রধান নগরী চট্টগ্রামে আন্তর্জাতিকমানের বিমানবন্দর থাকলেও চট্টগ্রাম থেকে মাত্র সাতটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে কলকাতা ছাড়া বাকি সব গন্তব্য মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। কিন্তু আগে এখান থেকে ভারতের একাধিক গন্তব্যে সরাসরি ফ্লাইট ছিল। এ ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্যাংকক রুটেও ফ্লাইট চলাচল করত। বর্তমানে সরাসরি ফ্লাইট কমে যাওয়ায় ঢাকা হয়েই চট্টগ্রামে আসতে হয় ক্রেতা ও বিনিয়োগকারীদের। আবার চট্টগ্রাম থেকে ঢাকা ছাড়া অভ্যন্তরীণ অন্য রুটেও যাতায়াত করা যায় না। এতে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম। দেশের দ্বিতীয় প্রধান নগরী হলেও একমাত্র র্যাডিসন ব্লু বে ভিউ ছাড়া অন্য কোনো পাঁচতারকা হোটেল নেই এ শহরে।
চট্টগ্রাম পিছিয়ে থাকা প্রসঙ্গে এফবিসিসিআইর প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরের কানেকটিভিটি বাড়াতে হবে। কানেকটিভিটি না বাড়ালে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা সহজে আসা-যাওয়া করতে পারবে না। বিশেষ করে জাপান ও চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করা দরকার।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের জন্য অনেক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দকৃত অর্থের কার্যকর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। আর এতেই বিভিন্ন নাগরিক দুর্ভোগ দেখা যাচ্ছে।’
আগামী ২৮ অক্টোবর উপমহাদেশের প্রথম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলীর তলদেশ দিয়ে চালু হতে যাওয়া বঙ্গবন্ধু টানেলকে কেন্দ্র করে নদীর ওপারকে চট্টগ্রাম শহরের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী ও ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ কাজী হাসান বিন শামস বলেন, ‘আমরা নদীর ওপারকে নিয়ে আলাদা পরিকল্পনা করছি। এজন্য ওই এলাকায় ডিটেইল সার্ভে করা হয়েছে। আবাসন, বাণিজ্যিক ও শিল্পায়নের হাবও করা যায় কি না, সেটাও বিবেচনা করছি।’
দেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ গুরুত্ব বিবেচনায় চট্টগ্রাম নামের আগে নানা বিশেষণ জুড়ে দেওয়া হয়। বলা হয় বন্দরনগরী চট্টগ্রাম, দেশের অর্থনীতির সিংহদ্বার, প্রাচ্যের সৌন্দর্যের রানী, বাণিজ্যিক রাজধানী ইত্যাদি। নদী-পাহাড়-সমুদ্রবেষ্টিত এবং প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর চট্টগ্রাম পর্যটন ও শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে দেশ-বিদেশের সবার কাছেই দারুণ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্থান। দেশের প্রধান সমুদ্রবন্দর এ চট্টগ্রামেই। তাই চট্টগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠবে দেশের আগামীর অর্থনীতির ভিত্তি, এটাই আশা করে চট্টগ্রামের মানুষ।
রান্না সুস্বাদু করে তুলতে লবণ হল অপরিহার্য উপাদান। তবে খাবারে লবণের পরিমাণটাও সঠিক হওয়া অনেক জরুরি। একটু এদিক-সেদিক হলেই অনেক স্বাধের রান্না বিফলে যায়।
তবে অনেক সময়ে দেখা যায় মাংস রান্নায় পরিমাণে বেশি লবণ পড়ে যায় বেকায়দায়। পরবর্তীতে স্বাধের মাংসটা নোনতা বা তেতো হয়ে যায়, দেখা যায় যে খাবারটা খাওয়ারই উপযোগী থাকে না। তবে রান্নায় লবণ কমানোর কয়েকটি কৌশল জেনে নিলেই পরিস্থিতি সামাল দিতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক মাংস রান্নায় লবণ কমানোর কয়েকটি পদ্ধতি,
একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে দুই টুকরা করে নিন। তারপর সেগুলি রান্নায় দিয়ে দিন। পেঁয়াজ রান্নার অতিরিক্ত লবণ টেনে নেবে। অবশ্য ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তাতে রান্না সুস্বাদু হবে।
বাড়িতে টক দই থাকলে রান্নায় লবণ বেশি পড়ে গেলেও চিন্তা নেই। একটি ছোট্ট পাত্রে দই ভাল করে ফেটিয়ে নিন। তার পর সেটা রান্নায় দিয়ে দিন। রান্নার নোনতা স্বাদ কেটে যাবে। ঝোলেও অন্য রকম স্বাদ আসবে।
রান্নায় বেশি লবণ হয়ে গেলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বরং চিনি এবং সামান্য ভিনিগার মিশিয়ে নিন। লেবুর রসও দিতে পারেন ভিনিগারের বদলে। এগুলো খাবারের নোনতা ভাব কাটাতে সাহায্য করে।
মাংসের পাতলা ঝোল রেঁধেছেন, কিন্তু লবণ বেশি পড়ে গিয়েছে। সে ক্ষেত্রে লবণ বেশি হলে একটি সহজ উপায় রয়েছে। কিছু আলুর খোসা অথবা বড় বড় আলুর টুকরা রান্নায় দিয়ে দিন। নিমেষে সব বাড়তি লবণ টেনে নেবে। স্বাদ স্বাভাবিক হয়ে গেলে আলুর খোসাগুলো তুলে ফেলে দিন।
ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ শুরু
দেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
সংবাদ বিজ্ঞপ্তিতে কারও নাম উল্লেখ করা না হলেও যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, তারা সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য।
অতীত বঞ্চনার আগামী সম্ভাবনার
যে শহরে উপমহাদেশের প্রথম টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ কার্যক্রম হয়, সেই শহরে ৫৯টি বাণিজ্যিক ব্যাংকের একটিরও প্রধান কার্যালয় নেই। বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সরকারি সিদ্ধান্তের জন্য ব্যবসায়ীদের ঢাকায় দৌড়াতে হয়। সে কারণে একসময় অনেক বহুজাতিক কোম্পানির প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকলেও এখন আর নেই। বাণিজ্যিক রাজধানী হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও বন্দরনগরী ক্রমেই জৌলুস হারাচ্ছে। যদিও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার কথা হয়েছিল।
আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংবিধান সবার মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করে। সবাইকে আইনগত সুরক্ষা প্রদান ও সুবিচার নিশ্চিতকরণে গত এক দশকে বাংলাদেশের আইনি ব্যবস্থার তাৎপর্যপূর্ণ সংশোধন করা হয়েছে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে, জনগণের মানবাধিকার রক্ষায় আমরা সম্পূর্ণরূপে অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে আমরা সারা বিশ্বের আপামর জনগণের মানবাধিকার সংরক্ষণে অন্যান্য সদস্যদের সঙ্গে কাজ করে যাচ্ছি। আজ এ অধিবেশনে আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই যে, বাংলাদেশের সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাব।
এত খরচ তবু কেন ডুবছে ঢাকা
ছুটির দিন তো বটেই, রাজধানীর নিউমার্কেট এলাকায় অন্যান্য দিনেও থাকে মানুষের ভিড়। তবে গতকাল শুক্রবার ক্রেতা-বিক্রেতার বদলে সেখানে ছিল হাঁটুপানি। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা গতকালও ভুগিয়েছে রাজধানীবাসীকে। বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে থাকা পানি নামেনি। ঢাকার দুই সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করলেও গতকাল বিকেলে রাজধানীর বেশ কিছু এলাকায় মূল সড়কে হাঁটুসমান বা তার চেয়েও বেশি পানি দেখা গেছে। এ ছাড়া পুরান ঢাকাসহ নিচু এলাকার অলিগলি এবং ঘরের ভেতরেও পানি আটকে থাকতে দেখা গেছে।
বাবা-মা-বোনকে হারিয়ে বেঁচে আছে ৭ মাসের শিশু
রাজধানীর মিরপুরে বৃষ্টির পানিতে জলাবদ্ধ সড়কের ফুটপাত ধরে বাসার পথে হেঁটে যাচ্ছিল এক পরিবারের তিন সদস্য। তাদের সঙ্গে ছিল পরিবারটির আরেক সদস্য সাত মাস বয়সী শিশু হোসাইন। কিন্তু বিদ্যুতের ছেঁড়া তার পড়েছিল ওই পথে। সেখানে আচমকাই বিদ্যুতায়িত হন তারা। এ সময় তাদের সাহায্যে এগিয়ে আসেন এক তরুণ। তিনিও বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান। তবে ভয়াবহ এ দুর্ঘটনায় সবাইকে অবাক করে প্রাণে বেঁচে গেছে শিশু হোসাইন। জানা গেছে, বিদ্যুতায়িত হওয়ার পর হোসাইনের মা যখন পানিতে পড়ে যান তখন হোসাইন মায়ের কোল থেকে ছিটকে কিছুটা দূরে পড়ে যায়। তা দেখে তাদের সাহায্য করতে আসা ওই তরুণ হোসাইনকে উদ্ধার করে এক নারীর কাছে রেখে আবার এগিয়ে গিয়ে প্রাণ হারান।
আইন-সন্দেহে আটকা বিদেশযাত্রা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দাবি করে আসছে দলটি। সেই সঙ্গে তার চিকিৎসায় গঠিত দলীয় চিকিৎসকদের বোর্ডও দাবি করছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা বিদেশে ছাড়া সম্ভব নয়। কিন্তু তার বিদেশযাত্রা আটকে আছে আইনের প্যাঁচে। আবার ক্ষমতাসীন দলও মনে করছে, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিএনপি নেত্রীকে বিদেশ যেতে দিলে সেখানে বসেই তিনি সরকারবিরোধী রাজনীতি করবেন। তাই যত ঝুঁকিই থাকুক, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে চায় না সরকার।
সাহিত্যের ছাত্রের প্রযুক্তিতে মন
পড়াশোনা বাংলা সাহিত্যে, কিন্তু প্রযুক্তির প্রতি অসম্ভব টান। কম্পিউটারে বাংলায় লিখতে বিজয় বাংলা কি-বোর্ড ও সফটওয়্যার তৈরি করেছেন তিনি। ইন্টারনেটে সহজে বাংলা লেখার সুযোগ তৈরির পাশাপাশি শিক্ষায় তথ্যপ্রযুক্তির প্রসার, ডিজিটাল বাংলাদেশ ধারণা, কর্মসূচির প্রকাশ এবং এই ধারণা কার্যকর করায় ও কর্মসূচি বাস্তবায়নে তার বিশেষ অবদান রয়েছে। তিনি হলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম এই কারিগর। তার উদ্ভাবিত বিজয় ডিজিটাল শিক্ষা আন্তর্জাতিক উইটসা পুরস্কারে ভূষিত হয়েছে। তথ্যপ্রযুক্তিবিষয়ক লেখক, কলামিস্ট ও সমাজকর্মী মোস্তাফা জব্বার ২৯টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
নদী ছিল দুই সেতুই সাক্ষী
খুলনার ডুমুরিয়া উপজেলার হরি নদীতে পলি পড়ে এখন মৃতপ্রায়। অথচ ৩০ বছর আগেও এই নদীতে জাহাজ আসত। হামকুড়া নদী নেই। কিন্তু দুটি সেতু এখনো সাক্ষ্য দেয় একসময় নদীটি প্রবহমান ছিল।
শুধু এই দুই নদী নয়, নাব্য হারিয়ে অস্তিত্ব-সংকটের মুখে পড়েছে খুলনার ১২ নদী। আর সেই সঙ্গে দখল ও দূষণে ধুঁকে ধুঁকে মরছে জেলার ৪৮৭টি সরকারি খাল।
নদী-খালের মৃত্যুদশা সামান্য বর্ষায় ডেকে আনছে জলাবদ্ধতা। তলিয়ে যাচ্ছে সড়ক ও ঘরবাড়ি। চরম ভোগান্তিতে পড়ছে মানুষ। ক্ষতির মুখে পড়ছে ফসলি জমি ও মৎস্যঘের।
আক্রান্ত সুমি দেখল মায়াহীন বাস্তব
‘মালিকের বাসায় কাজ করতাম। যখন যে কাজ বলত তা-ই করতে হতো। ওই বাসার কেউ আমাকে আদর করত না। কোনো ভুল করলেই ম্যাডাম আমাকে গালাগালি করত। একদিন রাতে ঠান্ডা লাগে। তারপর জ¦র আসলে একজনকে দিয়ে আমাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। এখানে আমাকে যে নিয়ে আসছিল, তাকে আর পাইনি। আমার খুব ভয় লাগছিল, হাসপাতালে একা একা প্রতিদিন কান্নাকাটি করতাম। আম্মারে কেউ জানায়নি।’ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আটতলার শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ১০ বছরের সুমি এভাবেই বলছিল তার দুর্দশার কথা।
জব্দ ৪৬ খন্ড রেলপাত উধাও
দিনাজপুরের পার্বতীপুরে রেল পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর জব্দ করা ভবানীপুর-মধ্যপাড়া রেললাইন পথের প্রতিটি ৮ ফুট দৈর্ঘ্যরে ৪৬টি রেলপাত উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে বলে রেলের একজন কর্মকর্তা দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রেলের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আল আমিন। এ সময় পার্বতীপুরে রেলওয়ে প্রকৌশল বিভাগের কি-ম্যান, ওয়েম্যান, মেটসহ অর্ধশতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।
বাবার শনাক্তের পরও ছেলের লাশ ‘বেওয়ারিশ’
চট্টগ্রামে জাহাজভাঙা কারখানার এক শ্রমিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ওই শ্রমিকের বাবা মো. ইউনুচের অভিযোগ, মর্গে গিয়ে শনাক্তের পরও নৌপুলিশ তার ছেলে রাসেলের লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে। ৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবী সংস্থাটি ওই শ্রমিকের মরদেহ চট্টগ্রাম নগরীর চৈতন্যগলি করবস্থানে দাফনও করে ফেলেছে।
এর আগে ২ সেপ্টেম্বর রাতে সীতাকুণ্ড থানা এলাকার বাড়বকুণ্ড বেড়িবাঁধ থেকে ২৮-৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির একটি দল। পরদিন এই লাশের ময়নাতদন্ত করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।শনিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৬৬১ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ২৬০ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।
উত্তরাধিকার সূত্রে বা পারিবারিক পরিচয়ে রাজনীতির চর্চা যুগ যুগ ধরে চলে আসছে এ উপমহাদেশে। বাবার সূত্রে কিংবা দাদার সূত্রে রাজনীতিতে এসে অনেকে পূর্বসূরিকে ছাড়িয়ে গেছেন। আদর্শের যোগ্য উত্তরাধিকার হিসেবে নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। রাজনীতিতে হয়েছেন বটবৃক্ষ। আবার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও উত্তরাধিকার সূত্রে পদ-পদবি পেয়ে যাওয়ার উদাহরণও আছে। যারা এভাবে রাজনীতিতে এসেছেন, তারা কার্যত বনসাই হয়ে আছেন।
দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বিএনপি ও জাতীয় পার্টিসহ প্রায় সব দলেই উত্তরাধিকারের চর্চা রয়েছে। পারিবারিক সূত্রে এমপি হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমান একাদশ সংসদে এ সংখ্যা ৯৮। স্বাভাবিকভাবেই আগ্রহ জাগায় যে, আগামী দ্বাদশ সংসদে এ সংখ্যা কত হবে? যদিও বর্তমান সংসদের ৩৪টি উপনির্বাচনে উত্তরাধিকার সূত্রে এমপি হয়েছেন কমই।
রাজনীতিতে উত্তরাধিকারের চর্চা যে খারাপ সেটা মোটেও বলা যাবে না। বরং উত্তরাধিকারের কারণে দেশের জন্য, জনগণের জন্য অবদান রাখা ঐতিহ্যবাহী দল আরও শক্তিশালী হওয়ার উজ্জ্বল উদাহরণও আছে। যেমন ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধী। বাবা নেহরু গান্ধীর উত্তরসূরি হলেও নিজের মেধা ও দক্ষতা দিয়ে কংগ্রেসের রাজনীতিকে অনেকদূর এগিয়ে নিয়েছেন। তেমনি স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের যোগ্য উত্তরাধিকার হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। টানা তিনবারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পঁচাত্তর-পরবর্তী আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে। আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে।
বিএনপির ক্ষেত্রেও বলা যায়, দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। তাদের ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সংসদের ৩০০ আসনে উত্তরসূরি হিসেবে বা পারিবারিক পরিচয়ে মনোনয়ন পাওয়ার পাশাপাশি সংরক্ষিত ৫০ আসনেও এই চর্চা আছে। বরং হিসাব করলে বেশিই দেখা যায়।
সব মিলিয়ে একাদশ সংসদেই উত্তরসূরি বা পারিবারিক পরিচয়ে এমপি রয়েছেন শতাধিক। ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন নিয়ে সরকার গঠন করে। পারিবারিক সূত্রে রাজনীতিতে আসা সরকারি দলের এমপির সংখ্যা ৮৬। এর মধ্যে প্রায় ৭০ জনই মাঠের রাজনীতি করে আসেননি। বিরোধী দল জাতীয় পার্টির ২৯ জনের মধ্যে এই সংখ্যা ৭। এ ছাড়া সংসদে প্রতিনিধিত্ব করা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খান সংরক্ষিত নারী আসনের এমপি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নিজে ও তার স্ত্রী বেগম আফরোজা হকও এমপি।
একাদশ সংসদে বিএনপির সাতটি আসন ছিল। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। তাদের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত আসনে এমপি হন। তার বাবা অলি আহাদ আওয়ামী লীগের প্রথম প্রচার সম্পাদক।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অনেক ক্ষেত্রে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বা সংশ্লিষ্ট এলাকায় দলের প্রভাব ধরে রাখতে নেতার পরিবারের সদস্যদের রাজনীতিতে আনা হয়। আবার অনেক সময় যোগ্য নেতৃত্ব গড়ে না ওঠায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়।
তবে উত্তরাধিকার চর্চার প্রভাব নিয়ে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এমন চর্চার কারণে অনেক ক্ষেত্রেই রাজনীতির ভারসাম্য নষ্ট হয়। সংসদে দেখা যায়, অনেকে বক্তব্য দিতে পারেন না। সংসদের কার্যপ্রণালি বিধিও বোঝেন না। আবার জনসমাবেশে অরাজনৈতিক আচরণ করেন, যা সরকার বা দলকে বেকায়দায় ফেলে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘উত্তরাধিকারের রাজনীতি গণতন্ত্র ও আধুনিক রাজনীতির বিরোধী। দলের জন্য ও রাজনীতির জন্য ক্ষতিকর।’ তিনি বলেন, ‘গত ১৫-২০ বছরে এ ধারার রাজনীতির চর্চা বেশি হচ্ছে বলেই দুর্বল হয়েছে রাজনীতি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, ‘রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষা বা যোগ্যতা থাকলে এটা গ্রহণ করা যায়। উত্তরাধিকার সূত্রে সংসদে এত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা অবশ্যই দুশ্চিন্তার। আমি মনে করি, এ সংখ্যা নিয়ে প্রত্যেক দলেরই চিন্তার ব্যাপার আছে। কারণ দাদা, বাবার যোগ্যতায় এসব পদ পেয়ে থাকলে গণতন্ত্র কতটা মজবুত করবে, সেটাও ভাবতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রজাতন্ত্রে উত্তরাধিকারের সুযোগ নেই। আবার এটাকে ধর্মগ্রন্থের বাণী মনে করলেও চলবে না। কারও যদি যোগ্যতা থেকে থাকে, তাহলে বাবা-দাদা থাকলে আসতে পারবেন না সেটাও তো হতে পারে না।’
আওয়ামী লীগের যারা : এমপি ও মন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় থেকে নির্বাচিত। তার বড় ভাই সিরাজুল ইসলাম ১৯৭০, ’৭৩, ’৭৯ ও ’৮৬ সালের এমপি। দিনাজপুর থেকে নির্বাচিত খালিদ মাহমুদ চৌধুরীর বাবা প্রয়াত আবদুর রউফ চৌধুরী। তিনি ১৯৯৬ সালের এমপি ও দলের নেতা ছিলেন। ছিলেন প্রতিমন্ত্রী। খালিদ মাহমুদ চৌধুরীও বর্তমানে প্রতিমন্ত্রী। তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা। এ ছাড়া তিনবার দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
দিনাজপুরের আরেকটি আসন থেকে নির্বাচিত ইকবালুর রহিমের বাবা প্রয়াত আবদুর রহিম। তিনি সত্তরের এমপি ছিলেন। তবে ইকবালুর রহিম ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। দিনাজপুরের আরেকটি আসনের এমপি শিবলী সাদিক। তার বাবা মোস্তাফিজুর রহমান ফিজুও এমপি ছিলেন।
রংপুর-২ আসনের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর চাচা আনিসুল হক চৌধুরী এমপি ছিলেন। গাইবান্ধা-২ আসনের মাহাবুব আরা গিনি পারিবারিক বিবেচনায় এমপি হয়েছেন। বগুড়া-১ আসনের সাহাদারা মান্নান প্রয়াত এমপি আবদুল মান্নানের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সামিল উদ্দিন আহমেদ শিমুল ১৯৭৩ সালের এমপি প্রয়াত মইন উদ্দীন আহমদের ছেলে। নওগাঁ-৫ আসনের নিজাম উদ্দিন জলিলের (জন) বাবা প্রয়াত আবদুল জলিল ছিলেন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী। সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয় প্রয়াত মন্ত্রী ও নেতা মোহাম্মদ নাসিমের ছেলে। তার দাদা জাতীয় চার নেতার অন্যতম মনসুর আলী। সিরাজগঞ্জ-২ আসনের ডা. হাবিবে মিল্লাত সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেয়ের জামাই। সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমাম প্রয়াত নেতা এইচ টি ইমামের ছেলে। সিরাজগঞ্জ-৬ আসনের মেরিনা জাহান দলের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত মযহারুল ইসলামের মেয়ে। তার ভাই চয়ন ইসলামও এমপি ছিলেন। পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের ছেলে। তিনি ১৯৭৩ ও ’৯৬ সালের এমপি ছিলেন। মেহেরপুর-১ আসনের ফরহাদ হোসেনের বাবা প্রয়াত মোহাম্মদ সহিউদ্দিন ছিলেন ১৯৭০, ’৭৩ ও ’৮৬ সালের এমপি। কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জের দাদা গোলাম কিবরিয়া ছিলেন এমপি। ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকীর বাবা প্রয়াত নুরে আলম সিদ্দিকী ছিলেন দলের নেতা। ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান। তার বাবা প্রয়াত শামসুল হুদা জাতীয় পার্টির এমপি ছিলেন। যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্যের ভাই পীযূষ কান্তি ভট্টাচার্য দলের নেতা। অবশ্য রাজনীতিতে স্বপনেরও অবদান রয়েছে। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বাবা প্রয়াত রফিকুল্লাহ চৌধুরী ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর। তার বাবা মোহাম্মদ আছাদুজ্জামান তিনবারের এমপি ছিলেন। আওয়ামী লীগের নেতা শেখ হেলালের ছেলে শেখ ফারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি। বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী। খুলনা-২ আসনের শেখ সালাহউদ্দিন জুয়েল শেখ নাসেরের ছেলে। খুলনা-৩ আসনের মন্নুজান সুফিয়ানের স্বামী আবু সুফিয়ান এ আসনের এমপি ছিলেন। তিনি নিজেও অবশ্য রাজনীতি করেছেন। ভোলা-২ আসনের আলী আজম মুকুল দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা। ভোলা-৪ আসনের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাবা প্রয়াত এমএম নজরুল ইসলাম ১৯৭৯ ও ’৯১ সালের এমপি। টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম সাবেক এমপি হাজি মকবুল আহমেদের ছেলে। টাঙ্গাইলের আরেক আসনের এমপি খান আহমেদ শুভ দলের জেলা সভাপতি ফজলুর রহমান ফারুকের ছেলে। ফারুক ১৯৭৩ সালে এমপি ছিলেন। ময়মনসিংহ-১ আসনের জুয়েল আরেং সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে। ময়মনসিংহ-২ আসনের শরীফ আহমেদের বাবা শামসুল হক চারবারের এমপি। ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেলের বাবা প্রয়াত এমপি আলতাফ হোসেন গোলন্দাজ। নেত্রকোনার এমপি সাজ্জাদ হাসানের বাবা প্রয়াত আখলাকুল হোসাইন আহমেদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দা জাকিয়া নূর চার জাতীয় নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও দলের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন। কিশোরগঞ্জের আরেক এমপি রেজওয়ান আহম্মেদ তৌফিক সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে। অন্য এমপি নাজমুল হাসান পাপনের বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুুর রহমান। তার মা মহিলা আওয়ামী লীগের প্রয়াত নেতা আইভি রহমান। মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয়ের বাবা প্রয়াত সায়েদুর রহমান এমপি ছিলেন। ঢাকার কেরানীগঞ্জ থেকে নির্বাচিত নসরুল হামিদের বাবা হামিদুর রহমান দলের কোষাধ্যক্ষ ছিলেন। মা হাসনা হামিদও রাজনীতি করতেন। গাজীপুরের জাহিদ আহসান রাসেল প্রয়াত নেতা আহসান উল্লাহ মাস্টারের ছেলে। সিমিন হোসেন রিমি প্রয়াত জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের মেয়ে। মেহের আফরোজ চুমকির বাবা প্রয়াত ময়েজউদ্দিন ১৯৭০ ও ’৭৩ সালের এমপি। কাজী কেরামত আলীর বাবা কাজী হেদায়েত হোসেন গণপরিষদ সদস্য ছিলেন। মুজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়। তার আরেক ছেলে নূর-ই-আলম চৌধুরীও এমপি। ফরিদপুর-৩ আসনের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আত্মীয় পরিচয়ে এমপি হন। ফরিদপুরের আরেকটি আসনের এমপি শাহদাব আকবরের মা প্রয়াত এমপি দলের নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। নাহিম রাজ্জাকের বাবা প্রয়াত নেতা ও এমপি আবদুর রাজ্জাক। জয়া সেনগুপ্তা প্রয়াত এমপি সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। এ কে আবদুল মোমেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই। গাজী মোহাম্মদ শাহনওয়াজের (মিলাদ গাজী) বাবা প্রয়াত এমপি দেওয়ান ফরিদ গাজী। মাহবুব আলীর বাবা আছাদ আলী প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। আনিসুল হকের বাবা প্রয়াত সিরাজুল হক ১৯৭০ সালের এমপি ও সাবেক আওয়ামী লীগ নেতা। রাজী মোহাম্মদ ফখরুলের বাবা এএফএম ফখরুল ইসলাম মুন্সী ছিলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের এমপি। দীপু মনির বাবা প্রয়াত এমএ ওয়াদুদ ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আয়েশা ফেরদাউসের স্বামী প্রয়াত এমপি মোহাম্মদ আলী। মাহফুজুর রহমানের বাবা মুস্তাফিজুর রহমান ১৯৯১ ও ’৯৬ সালের এমপি ছিলেন। এবিএম ফজলে করিম চৌধুরীর বাবা প্রয়াত ফজলুল কবির চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা ছিলেন। মহিবুল হাসান চৌধুরীর বাবা চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন আহমেদ চৌধুরী। সাইফুজ্জামান চৌধুরীর বাবা প্রয়াত এমপি আখতারুজ্জামান চৌধুরী। সাইমুম সরওয়ার কমলের বাবা প্রয়াত ওসমান সরওয়ার চৌধুরী ছিলেন ১৯৭৩ সালের এমপি। শাহিনা আক্তার চৌধুরীর স্বামী সাবেক এমপি আবদুর রহমান বদি। শিরীন আহমেদের স্বামী প্রয়াত বজলুর রহমান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। নাহিদ ইজাহার খানের বাবা খন্দকার নাজমুল হুদা পঁচাত্তরের ৭ নভেম্বর নিহত সেনা কর্মকর্তা। খাদিজাতুল আনোয়ারের বাবা প্রয়াত এমপি রফিকুল আনোয়ার। ওয়াসিকা আয়শা খানের বাবা প্রয়াত আতাউর রহমান খান কায়সার দলের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। কানিজ ফাতেমা আহমেদের স্বামী মোস্তাক আহমেদ চৌধুরী আওয়ামী লীগ নেতা। আঞ্জুম সুলতানা সীমার বাবা কুমিল্লার প্রয়াত নেতা আফজল খান। উম্মে ফাতেমা নাজমা বেগমের (শিউলী আজাদ) স্বামী ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ। রুমানা আলীর বাবা প্রয়াত এমপি রহমত আলী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। তার মামা খালেদ মোশাররফ। পারিবারিক পরিচয়ে এমপি হলেও সংগ্রাম এমপি হওয়ার আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। সুলতানা নাদিরার স্বামী প্রয়াত নেতা গোলাম সবুর টুলু। হাবিবা রহমান খান শেফালীর বাবা প্রয়াত ফজলুর রহমান খান তিনবারের এমপি ছিলেন। জাকিয়া পারভীন খানমের বাবা সাবেক এমপি মোস্তাফিজুর রহমান খান চুন্নু মিয়া। তার স্বামী আওয়ামী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। অপরাজিতা হকের বাবা প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ছিলেন তিনবারের এমপি। তামান্না নুসরাত বুবলীর স্বামী প্রয়াত লোকমান হোসেন ছিলেন নরসিংদীর মেয়র। জাকিয়া তাবাসসুমের বাবা প্রয়াত আজিজুর রহমান দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ফরিদা খানম নারী মুক্তিযোদ্ধা। তার স্বামী নোয়াখালী জেলা মুজিব বাহিনী প্রধান মাহমুদুর রহমান বেলায়েত। রাজবাড়ীর সালমা চৌধুরীর বাবা প্রয়াত আবদুল ওয়াজেদ চৌধুরী ছিলেন এমপি। সৈয়দা রাশিদা বেগমের স্বামী কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত সৈয়দ নিজাম উদ্দিন লাইট। ফেরদৌসী ইসলাম জেসীর বাবা প্রয়াত ভাষাসৈনিক ও সংসদ সদস্য আ আ ম মেসবাহুল হক বাচ্চু। পারভীন হক সিকদারের বাবা প্রয়াত ব্যবসায়ী জয়নুল হক সিকদার। জামালপুরের আবুল কালাম আজাদ শেখ ফজলুল করিম সেলিমের ভায়রা। এ ছাড়া শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দীন, আবুল হাসানাত আবদুল্লাহ ও শামীম ওসমানের পারিবারিক পরিচয় থাকলেও তারা এখন প্রত্যেকে রাজনীতিতে স্বনামে প্রতিষ্ঠিত।
জাতীয় পার্টি : বিরোধী দলনেতা রওশন এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী। তাদের ছেলে সাদ এরশাদও এমপি। আহসান আদেলুর রহমান প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ ও দলের চেয়ারম্যান জিএম কাদেরের ভাগ্নে। জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরও এমপি। নীলফামারী-৪ আসনে আদেলুর রহমান আদেল, তার বাবা ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে এমপি ছিলেন। নাসরীন জাহান রত্না দলের কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের স্ত্রী। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।
অন্যান্য : ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খান সংরক্ষিত নারীর আসনে এমপি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নিজে ও তার স্ত্রী বেগম আফরোজা হকও এমপি। মাহী বি চৌধুরীর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, সেলিনা ইসলামের স্বামী পদচ্যুত এমপি কাজী শহিদ ইসলাম পাপুল।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে ৫টি রোডমার্চসহ টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কর্মসূচি পালন করবে দলটি। তবে মাঝে তিন দিন ২০, ২৪ ও ২৮ সেপ্টেম্বর কোনো কর্মসূচি নেই। বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ, রোডমার্চ ও দোয়া মাহফিল।
গতকাল সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের অনেক রাজনৈতিক জোট ও দল যুগপৎ আন্দোলন সফল করার লক্ষ্যে আমরা কতগুলো কর্মসূচি হাতে নিয়েছি।
কর্মসূচি ঘোষণার সময় অসুস্থতার কারণে মহাসচিবের অনুরোধে সেটি পড়ে শোনান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
পাঁচটি রোডমার্চ : ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে সিলেট (সিলেট বিভাগ), ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী (বরিশাল বিভাগ), ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ (ময়মনসিংহ বিভাগ) এবং ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম (কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ) রোডমার্চ অনুষ্ঠিত হবে।
ঢাকায় হবে সমাবেশ : ১৯ সেপ্টেম্বর জিঞ্জিরা/কেরানীগঞ্জ, গাজীপুরের টঙ্গী; ২২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী, উত্তরা; ২৫ সেপ্টেম্বর নয়াবাজার, আমিনবাজার; ২৭ সেপ্টেম্বর গাবতলী এবং নারায়ণগঞ্জের ফতুল্লায়। ঢাকায় ২৯ সেপ্টেম্বর মহিলা সমাবেশ, ৩০ সেপ্টেম্বর শ্রমজীবী সমাবেশ এবং ২ অক্টোবর কৃষক সমাবেশ হবে। এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তবে ২০, ২৪ ও ২৮ সেপ্টেম্বর বিএনপির কোনো কর্মসূচি না থাকলেও যুগপৎ আন্দোলনের অংশীজনদের কর্মসূচি রয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের যুগপৎ আন্দোলনে যে জোট ও দলগুলো আছে, তারা নিজেরা নিজেদের অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে। তারা হয়তো সবগুলো করবে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকাকেন্দ্রিক সমাবেশ-পদযাত্রার কর্মসূচি গণতন্ত্র মঞ্চের : এদিকে গতকাল দুপুরে রাজধানীর পুরানা পল্টনের দারুস সালাম ভবনে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় দপ্তরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। নতুন এই কর্মসূচি হচ্ছে ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা; ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে সমাবেশ ও পদযাত্রা; ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা এবং ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম জোটের পক্ষে লিখিত বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির বাইরে জোটের নিজস্ব কর্মসূচিও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। তারা বলছে, গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভাও হবে। সেসবের তারিখ-স্থানসহ বিস্তারিত পরে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির কর্মসূচি: ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলা জিঞ্জিরা/কেরানীগঞ্জ এবং গাজীপুর জেলার টঙ্গীতে, ২১ সেপ্টেম্বর ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রোডমার্চ, ২২ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী সমাবেশ, ২৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ, ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী রোডমার্চ, ২৫ সেপ্টেম্বর নয়াবাজার ও ঢাকা জেলার আমিনবাজারে সমাবেশ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ রোডমার্চ, ২৭ সেপ্টেম্বর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ, ঢাকায় ২৯ সেপ্টেম্বর মহিলা সমাবেশ ও ৩০ সেপ্টেম্বর কৃষক-শ্রমিক সমাবেশ, ১ অক্টোবর ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ, ৩ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চের কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতারা। এ ছাড়া আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সব দল সমর্থন জানাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলটি।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৪০-৫০ শতাংশ ভোটার উপস্থিতির অঙ্ক কষছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনে করছে, সর্বোচ্চ ৫০ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ ভোটার কেন্দ্রমুখী করতে পারলে নির্বাচন বিতর্ক সামাল দিতে কোনো বেগ পেতে হবে না।
আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেওয়া নানা পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হলো ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো। এ ছাড়া জনআকাক্সক্ষা পূরণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারলে নির্বাচন নিয়ে জনমত আওয়ামী লীগের পক্ষেই থাকবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আওয়ামী লীগ এ তিন পরিকল্পনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে দলের দায়িত্বশীল একাধিক নেতা জানান।
চলতি মাসে প্রধানমন্ত্রী ভারত সফর করেন। এর আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সফর করে। প্রধানমন্ত্রীর সফরের পর আওয়ামী লীগে আত্মবিশ্বাস বেড়েছে বলে দাবি করছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।
তারা দেশ রূপান্তরকে বলেন, বিগত দুই নির্বাচনে ভোটার উপস্থিতি আওয়ামী লীগ তথা সরকারকে দেশ-বিদেশে বেশ বিপাকে ফেলেছিল। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে কোনো প্রশ্নের মুখোমুখি হতে চায় না সরকারি দল। সেজন্য আগে থেকেই আটঘাট বেঁধে নামতে চায় ক্ষমতাসীনরা।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বিএনপি নির্বাচনে আসবে না ধরেই কমপক্ষে ৪০ ভাগ ভোটার উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচন হয়ে যাবে। সেই নির্বাচনে এ সংখ্যক ভোটার ভোট দিতে কেন্দ্রে এলে ভোটের পরে ভোট প্রশ্নবিদ্ধ করার যে চক্রান্ত বিএনপির রয়েছে, সেটি ব্যর্থ হয়ে যাবে। এমন লক্ষ্য নির্ধারণ করার অন্যতম কারণ হলো এটি।
সরকারের ওপর অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের চাপ রয়েছে বিদেশিদের। গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে ফেরার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ ভোট দিতে পারলেই সেটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
আওয়ামী লীগ নেতারা বলেন, ৫০-৪০ শতাংশ ভোট কাস্টিং করার লক্ষ্য নির্ধারণ করেছে আওয়ামী লীগ। তা সম্ভব হলেই ভোট বিতর্ক এড়ানো যাবে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পরে সব নির্বাচনেই ভোটার উপস্থিতি হতাশাজনক ছিল। এ বিষয়টি নিয়ে নানা সমালোচনা ও প্রশ্ন উঠেছে। কোনো কোনো ফোরামে আলোচনায় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে কম ভোটার উপস্থিতির উদাহরণ। তাই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করে নির্বাচন প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
দলের সভাপতিমন্ডলীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবে না এটা ধরে নিয়েই তিন পরিকল্পনায় সফল হতে পারবেন তারা। প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে আওয়ামী লীগ মনে করে নির্বাচন পর্যন্ত জনআকাক্সক্ষা পূরণ ও দ্রব্যমূল্য বেঁধে রাখা পারলেই নির্বাচন পর্যন্ত আর সমস্যাগুলো বড় বাধা হয়ে আসবে না সরকারের সামনে। বাকিটা হলো ভোটের দিন লক্ষ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ঘটানো।
ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা আরও বলেন, ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) তেমন আধুনিক উদ্যোগ নেই। কম ভোট উপস্থিতির এটিও একটি কারণ। প্রত্যেক ভোটারকে ভোট দিতে কেন্দ্রে আসতে হবে এমনকি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, সেটি ইসিকে ভাবতে পরামর্শ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোও কেন্দ্রে ভোটার আনতে যথাযথ দায়িত্ব পালন করেন না। এ নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে কী কী উপায় নেওয়া যেতে পারে তা নিয়ে গবেষণা চলছে। ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা বলেন, স্বল্প সময়ে যে বিষয়গুলো বাস্তবায়ন করা যায়, সেগুলো আগামী নির্বাচনে করা হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ দেশ রূপান্তরকে বলেন, ‘মানুষের কর্মব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে। কর্মব্যস্ত জীবনে সময় পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেয়ে পরিবারকে একটু সময় দেওয়াকে বেশি গুরুত্বের মনে করেন ভোটাররা।’ ভোট দেওয়ার প্রবণতা পৃথিবীর অনেক দেশেই কমেছে দাবি করে তিনি বলেন, ‘আমাদের দেশে একটি দল নির্বাচনে না যাওয়ায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করে না ভোটাররা। ফলে নির্বাচন বর্জন করা দলের ভোটাররা কেন্দ্রে যান না এবং দলের প্রার্থী বিজয়ী হবেন এ ভেবে আওয়ামী লীগের ভোটাররাও যান না। গত নির্বাচনগুলোতে ভোট কম পড়ার বড় কারণ এগুলো। তবে আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে কী পদক্ষেপ গ্রহণ করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন তারা। জাফরউল্যাহ আরও বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বেড়ে যাবে।’
আওয়ামী লীগের হিসাবে মোট ভোটারের প্রায় ৩৫ শতাংশই তাদের ভোটার। এবার দলীয় ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি।
সরকারি দলের নীতিনির্ধারকরা মনে করেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ভোটার কেন্দ্রে আনার উদ্যোগ সফল হলে ভোট নিয়ে সব প্রশ্নই দূর করতে পারবে আওয়ামী লীগ। ২০১৪ ও ’১৮ সালের দুটি জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রশ্নের মধ্যে কম ভোটার উপস্থিতিও অন্যতম। তারা চান না এবার সেই প্রশ্ন উঠুক।
আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ছোট ছোট কিছু জনআকাক্সক্ষা পূরণেও ঘাটতি রয়েছে। ফলে সরকার বড় বড় কাজ করছে ঠিকই, ছোট কিছু জনআকাক্সক্ষা পূরণ করা সম্ভব হয়নি বলে সাধারণ জনগণের একটি অংশ সরকারের প্রতি পুরোপুরি আস্থা রাখতে পারছে না, এমনটাই মনে করছেন তারা। তাই ভোটের আগে বাকি সময়ে ছোট বিষয়গুলো আমলে নিয়ে তা পূরণ করা হলে সাধারণ জনগণের ওই অংশটি আওয়ামী লীগের ওপরই আস্থা রাখবে বলে তারা বিশ্বাস করেন।
সরকারি দলের নীতিনির্ধারকরা বলেন, নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সব শ্রেণির মানুষকে। সংসার জীবনের কশাঘাতে পড়ে সরকারের অবিশ্বাস্য উন্নয়ন ওই শ্রেণির মানুষের কাছে তেমন গুরুত্ব বহন করে না। সংসার সামলাতে যে বিষয়গুলো বেশ বেগ পেতে হচ্ছে সেগুলোকে নির্বাচন পর্যন্ত কড়া মনিটরিংয়ে রেখে সামাল দেওয়া সম্ভব হলে মধ্যবিত্ত/নিম্নবিত্ত অংশের আস্থা অর্জন করতে পারবে বলে তারা মনে করছেন। আর আস্থা অর্জন করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে তাদের বিশ্বাস।
জনআকাক্সক্ষা পূরণের বিষয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, জনপ্রতিনিধি হিসেবে বারবার একই চেহারা দেখছেন এলাকার মানুষ। অন্যদিকে জনগণের আকাক্সক্ষা পূরণে প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন নির্বাচিত ওই জনপ্রতিনিধি। তাতে মানুষ বিরক্ত হন। এলাকার ভোটাররা মনে করেন, একজনকে কতবার ভোট দেব? এটি হলো জনআকাক্সক্ষা। এ জায়গায় নতুন মুখ নিয়ে আসা সম্ভব হলে মানুষের মধ্যে নতুন করে আশা জাগবে। রাজনীতিতে সক্রিয় নন, এমন লোকজনও আগ্রহী হবেন। নতুন প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে ভোটাররা আসবেন।
এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি বিপাকে পড়েছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, ‘খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে, দ্বাদশ সংসদ নির্বাচন হয়ে যাবে এ বিষয়টি বিএনপির কাছেও পরিষ্কার হয়ে গেছে। নির্বাচন সময়মতো হয়ে যাবে এটা এখন বিএনপিও বিশ্বাস করে। দলটি ভাবছে, আন্দোলন জমছে না, নির্বাচনও ঠেকানো যাবে না। আর সেটাই তাদের বিপাকের কারণ।’
রুবেলা বা জার্মান মিজেলস একটি সংক্রামক রোগ। এটি রুবেলাভাইরাস থেকে হয়ে থাকে। একে জার্মান হাম বা তিন দিনের হামও বলা হয়। এটি অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। করোনা ভাইরাসের মতই আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকেই এই রোগ ছড়ায়। গর্ভাবস্থায় এই রোগ গর্ভস্থ শিশুর নানা জটিলতা সৃষ্টি করতে পারে।
রুবেলা সাধারণত ভাইরাসের মাধ্যমে সৃষ্টি হয় এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির ড্রপলেটসের মাধ্যমে বাতাসে ছড়ায় এবং পরবর্তীতে শ্বাসপ্রশ্বাসের মধ্যে দিয়ে আরেকজনকে আক্রান্ত করে। এ ছাড়া গর্ভবতী মা থেকে গর্ভস্থ সন্তানের রুবেলাভাইরাস হতে পারে।
তবে একবার এই রোগটি হয়ে গেলে সাধারণত স্থায়ীভাবে আর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না।
রুবেলার লক্ষণ বোঝা করা কঠিন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। কারণ রোগের লক্ষণ প্রকাশের আগে ভাইরাসটি রোগীর দেহে সাত থেকে ২১ দিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকতে পারে।
এই রোগের লক্ষণ এবং উপসর্গ সাধারণত ভাইরাসের আক্রান্ত হওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দেখা যায় এবং সাধারণত ১ থেকে ৫ দিন স্থায়ী হয়।
হালকা জ্বর ১০২ ডিগ্রি ফারেনহাইট (৩৮.৯ C) বা তার কম
মাথাব্যথা
নাকে সর্দি বা বন্ধ নাক।
চোখ লাল হয়ে যাওয়া ও চুলকানি হওয়া।
মাথা ও ঘাড়ের পেছনের গ্রন্থি ফুলে যাওয়া এবং ব্যথা হওয়া, কানের পিছনের লিম্ফ নড পিণ্ডর মতো ফুলে যাওয়া
লাল বা গোলাপি ফুসকুড়ি যা মুখে শুরু হয় এবং দ্রুত ঘাড়, শরীর, বাহু ও পায়ে ছড়িয়ে পড়ে
জয়েন্টগুলোতে ব্যথা, বিশেষ করে তরুণীদের মধ্যে
হাঁচি-কাশি এবং নাক দিয়ে পানি পড়া
শরীর ম্যাজ ম্যাজ করা
ক্ষুধা মন্দা, বমি বমি ভাব, দুর্বলতা
রুবেলাভাইরাসের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ড্রাগ নেই। চিকিৎসকের পরামর্শ নিয়ে উপসর্গ অনুযায়ী চিকিৎসা নেওয়া যেতে পারে। এটি সাধারণত চিকিৎসা ছাড়াই ৭ থেকে ১০ দিনের মধ্যে ঠিক হয়ে যায়।
এমনকি গর্ভবতী নারী আক্রান্ত হলে মা বা শিশুর ও কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তবে প্রাথমিক পর্যায়ে গর্ভবতী নারী রুবেলা আক্রান্ত কারও সংস্পর্শে এলে তাকে ইমিউনোগ্লোবিউলিন দেওয়া যেতে পারে। তাই রুবেলাকে টিকার মাধ্যমে প্রতিরোধ করা খুব জরুরি।
তবে একবার আক্রান্ত হলে সে সময় যা যা করতে হবে,
১. যেহেতু রোগটি অনেক ছোঁয়াচে তাই আক্রান্ত হওয়ার সাথে সাথে অন্যদের থেকে নিজেকে আলাদা করে ফেলতে হবে।
২. পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং আক্রান্ত হলে কঠোর পরিশ্রমের কাজ না করাই ভালো
৩. সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে
৪. ভিটামিন ‘এ’ ও ‘সি’ যুক্ত ফলমূল খেতে হবে বেশি করে।
৫. প্রতিদিন গোসল করাতে হবে, শরীরে জ্বর থাকলে ভেজা কাপড় একটু পর পর শরীর মুছতে হবে।
৬. কোনও ওষুধ খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে
কেউ যদি গর্ভাবস্থায় রুবেলায় আক্রান্ত হন তবে রুবেলা অনাগত শিশুর ক্ষতি করার পাশাপাশি গর্ভপাতের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এ ছাড়া শিশুর জন্মের পরে তার বিকাশ বাধাগ্রস্ত করতে পারে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে।
হার্টের ত্রুটি
ছানি
বধিরতা
বিলম্বিত শেখা
লিভার এবং প্লীহার ক্ষতি
ডায়াবেটিস
থাইরয়েড সমস্যা
রুবেলার সুনির্দিষ্ট কোনও চিকিৎসা না থাকায় টিকা হলো উত্তম প্রতিষেধক। এই রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হল হাম-মাম্পস-রুবেলা (এমএমআর) টিকার দুই ডোজ টিকা প্রয়োগ। সব বয়সেই এই টিকা নেয়া যায়।
টিকার প্রথম ডোজটি সাধারণত শিশুর নয় থেকে ১৫ মাসের মধ্যে দেয়া হয় এবং দ্বিতীয় ডোজ দেয়া হয় শিশুর সাড়ে তিন থেকে ছয় বছর বয়সের মধ্যে। এছাড়া প্রাপ্তবয়স্করা এই টিকা নিতে পারেন। সাধারণত প্রথম ডোজ নেয়ার কমপক্ষে এক মাস থেকে তিন মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হয়।
কিশোরীদের ১৫ বছর বয়সে টিটি টিকার সঙ্গে এক ডোজ হাম-রুবেলা টিকা দিতে হয়। এ ছাড়া গর্ভধারণে ইচ্ছুক নারীদের রুবেলা অ্যান্টিবডি টেস্ট করে প্রয়োজন হলে ৩ মাস ব্যবধানে ২ ডোজ টিকা দেওয়া হয় এবং দ্বিতীয় ডোজ টিকা পরবর্তী এক মাসের মধ্যে সন্তান নিতে নিষেধ করা হয়।
১. অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। কেউ হাঁচি-কাশি দিলে তার থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে।
২. হাত সবসময় সাবান পানি দিয়ে ধুয়ে পরিস্কার রাখতে হবে।
৩. নাকে, চোখে, মুখে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে।
৪. কাশি বা হাঁচি আসলে সে সময় টিস্যু ব্যবহার করতে হবে এবং ব্যবহৃত টিস্যু ডাস্টবিনে ফেলে দিতে হবে।
৫. যাদের শরীরে ফুসকুড়ি বা র্যাশ জাতীয় আছে তাদের সাথে শারীরিক যোগাযোগ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
৬. অতিরিক্ত ভীর বা জনসমাগম এলাকা এড়িয়ে চলতে হবে।
পুলিশের পদোন্নতির তালিকায় থাকা পদ কাটছাঁট করায় অসন্তোষ কমছে না। এ নিয়ে পুলিশ কর্তারা একাধিক বৈঠক করছেন। প্রধানমন্ত্রী দেশে এলে পদোন্নতি নিয়ে তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পুলিশের অসন্তোষ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগও নিয়েছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পদোন্নতির পদ আরও বাড়াতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। চিঠি পেয়ে জনপ্রশাসনও কাজ শুরু করে দিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
পুলিশ কর্মকর্তারা দেশ রূপান্তরকে বলেছেন, পদোন্নতির সংখ্যাটি প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছিলেন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কাটছাঁট করে পুলিশকে বিব্রত করেছে। অন্য ক্যাডাররা একের পর এক পদোন্নতি পেলেও পুলিশ পিছিয়ে আছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র সচিব আশ্বাস দিয়েছেন, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।
এদিকে ক্যাডারদের পাশাপাশি নন-ক্যাডারদেরও পদোন্নতির বিষয়টি ভাবিয়ে তুলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। ইতিমধ্যে সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টরদের পদোন্নতির উদ্যোগ নিতে পুলিশ সদর দপ্তর বিশেষ পদক্ষেপ নিয়েছে। পদোন্নতির তালিকা তৈরি করা হচ্ছে। তিন দিন আগে পদোন্নতি পেতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ওই সময় রাজধানীর ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর থেকে এএসপি পদে পদোন্নতির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের ক্যাডার ও নন-ক্যাডারদের পদোন্নতির বিষয়ে আমরা কাজ করছি। যাদের পদোন্নতি পাওয়ার যোগ্যতা আছে তারা অবশ্যই পদোন্নতি পাবেন। বিসিএস পুলিশ কর্মকর্তাদের পদোন্নতির পদ বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। আশা করি শিগগির বিষয়টি সুরাহা হবে। নন-ক্যাডারদের কর্তারাও কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করেছেন। তাদের বিষয়টিও সমাধান হবে বলে আশা করছি।’ তিনি বলেন, বর্তমান সরকার পুলিশের জন্য যা করেছে, অতীতের কোনো সরকারই তা করেনি। পুলিশের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশ রূপান্তরকে বলেন, পুুলিশের পদোন্নতির তালিকা কাটছাঁটের বিষয়ে গত মঙ্গলবার আইজিপিসহ পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। ওইদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পুলিশের পদোন্নতির বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব নুর-এ- মাহবুবা জয়া।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের আইনশৃক্সক্ষলা রক্ষাবাহিনী প্রধানতম বাহিনী, যা রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা, পেশাদায়িত্ব ও শৃঙ্খলা রক্ষায় তদারকি ও ব্যবস্থাপনা এ বাহিনীর নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুলিশ বাহিনীকে নেতৃত্ব প্রদানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদে পর্যাপ্তসংখ্যক পদ এবং দক্ষ জনবল থাকা বাঞ্ছনীয়। পুলিশের সাংগঠনিক কাঠামোতে উপপুলিশ মহাপরিদর্শক (গ্রেড-৩) ও অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) তুলনামূলক কম। বর্তমান সাংগঠনিক কাঠামোর আলোকে (বিদ্যমান পদে অতিরিক্ত) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হতে উপপুলিশ মহাপরিদর্শক এবং উপপুলিশ মহাপরিদর্শক হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদোন্নতি দীর্ঘ সময় অতিক্রান্ত হবে। প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি প্রদানের জন্য পদ সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। বিদ্যমান পদের অতিরিক্ত সুপারনিউমারারি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের প্রস্তাবে পদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল দেশ রূপান্তরকে বলেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পর্যন্ত ৭২০ কর্মকর্তার পদোন্নতি পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। তালিকাটি সংশোধন করতে ফেরত পাঠায় মন্ত্রণালয়। পরে পুলিশ সদর দপ্তর ৫২৯টি পদ চূড়ান্ত করে আরেকটি তালিকা পাঠায়। সুপারনিউমারারি পদে পদোন্নতি দিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, গত ১ আগস্ট এ প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু মন্ত্রণালয় তালিকা কাটছাঁট করেছে। অতিরিক্ত আইজিপি পদে দুজন, ডিআইজি পদে ৫০ জন, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০ ও পুলিশ সুপার পদে ১৫০ জনকে পদোন্নতি দিতে ১৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় জনপ্রশাসন। পুলিশের তালিকায় ছিল অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ১৫, অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) ৩৪, ডিআইজি ১৪০, অতিরিক্ত ডিআইজি ১৫০ ও এসপি ১৯০ পদে পদোন্নতি দিতে। এ তালিকা কাটছাঁট হওয়ায় পুলিশে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এ অসন্তোষ এখনো অব্যাহত আছে। অসন্তোষ ঠেকাতে আবার জনপ্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, পুলিশে সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে পদোন্নতির নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৫২৯টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করতে গত জুন মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। পদোন্নতির বিষয়ে সিগন্যাল আসার পর ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ-সংক্রান্ত একটি সভা হয়েছিল। সভায় অতিরিক্ত সচিবসহ (পুলিশ ও এনটিএমসি) পুলিশের মহাপরিদর্শক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পুলিশে বর্তমানে একজন অতিরিক্ত আইজিপির পদ খালি রয়েছে। সুপারনিউমারারি পদে অতিরিক্ত আইজিপি হিসেবে ১৫ ও ১৭তম ব্যাচের কর্মকর্তাদের নাম চূড়ান্ত করা হয়েছে। ১৮, ২০, ২১, ২২ ও ২৪তম ব্যাচের প্রায় সবাই ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার বিষয়ে একমত হয়েছেন নীতিনির্ধারকরা। পাশাপাশি ২৭, ২৮ ও ২৯তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপারদের এসপি হিসেবে পদোন্নতির বিষয়টি আমলে নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও বলেন, নন-ক্যাডাররা পদোন্নতি পাবেন। সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর ও ইন্সপেক্টর থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হবে। আগামীকাল (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি বৈঠক হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সুপারনিউমারারি পদে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের মতোই নন-ক্যাডারদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হবে। ইন্সপেক্টর থেকে এএসপি পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। কারা পাবেন তার তালিকা তৈরি হতে পারে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দাবিগুলো ছিল পুলিশ পরিদর্শকদের (ইন্সপেক্টর) ১০ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড দেওয়া। ১০ বছর পূর্তিতে ব্যাজ থেকে স্বয়ংক্রিয়ভাবে গ্রেড পরিবর্তন করা। ১০ বছরের মধ্যে পদোন্নতি না হলে সুপারনিউমারারি পদে পদোন্নতি দেওয়া। সাব-ইন্সপেক্টরদের (এসআই) ক্ষেত্রেও একই প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে এসআই/সার্জেন্ট পদটি দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদের র্যাংক ব্যাজের নীল বা লাল ফিতা তুলে নেওয়া। কনস্টেবলদের বিভাগীয় পরীক্ষায় একবার পাস করলে সেখান থেকে প্রমোশন লিস্ট করে ক্রমান্বয়ে পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়েছে মন্ত্রীর কাছে।’