খাবারের জন্য বিখ্যাত ১০ শহর
অনলাইন ডেস্ক | ২৭ অক্টোবর, ২০১৮ ১৭:২৪
থাইল্যান্ডের ব্যাংককের ভাসমান খাবার হোটেল পর্যটকদের প্রিয়। ছবি: সংগৃহীত
ভ্রমণে খাবার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। সুন্দর স্থানের পাশাপাশি ভালো খাবারের আয়োজন থাকলে ভ্রমণের আনন্দ অনেকটা বেড়ে যায়। আর ভোজনরসিকদের কাছে ব্যাপারটার গুরুত্ব একটু বেশিই। সম্প্রতি পর্যটকদের চোখে খাবারের দিক থেকে বিশ্বের সেরা শহরগুলোর একটি জরিপ চালায় ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজার। ওয়েবসাইটটি ব্যবহারকারী পর্যটকদের দেওয়া ভোটে নির্বাচিত সেরা ১০ শহরের তালিকা দেওয়া হলো-
১. রোম, ইতালি
স্বাভাবিকভাবেই ভোজনরসিকদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে ইতালির রোম। প্রাচীন এই শহরটির খাবারের জন্য সুনাম রয়েছে। শুধু নানা সময়ে বিভিন্ন মুখরোচক খাবার খেতেই শহরটিতে আসেন অসংখ্য পর্যটক।
২. ফ্লোরেন্স, ইতালি
বৈচিত্র্যময় খাবারের কারণে ইতালির আরেক বিখ্যাত শহর ফ্লোরেন্সে পর্যটকদের আনাগোনা থাকে বেশ। ১৮৭৪ সালে চালু হওয়া ফ্লোরেন্সের সেন্ট্রাল মার্কেট-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এখানে রেস্টুরেন্টগুলোর অবস্থান একই জায়গায়। নানা ধরনের খাবারের স্টলগুলোও কাছাকাছি।
৩. প্যারিস, ফ্রান্স
পর্যটকদের কাছে পছন্দের শীর্ষে থাকা প্যারিস খাবারের জন্যও খ্যাত। শুধু বিখ্যাত স্থাপনা ও জাদুঘরই নয়, খাবারের জন্যও এখানে ছুটে আসেন অনেক পর্যটক। খাবারের বৈচিত্র্যের কারণে অনেকটা প্রবাদই দাঁড়িয়ে গেছে- প্যারিসে আসলে একাধিক পাকস্থলী নিয়ে এসো।
৪. বার্সেলোনা, স্পেন
সাগরের কোল ঘেঁষে অবস্থিত বার্সেলোনার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। পাশাপাশি স্পেনের ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের আকর্ষণও কম নয়।
৫. নিউ অরলিন্স, যুক্তরাষ্ট্র
লুইজিয়ানা অঙ্গরাজ্যের এই শহরটিতে প্রথম ভ্রমণকারী পা ফেলা মাত্রই অবাক হবেন। চারপাশে নানা খাবারের সমাহার- এ যেন খাদ্যের রাজ্য! শুধু খাবারের আকষর্ণেই এখানে যান অনেক পর্যটক।
৬. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউ ইয়র্কের খাবারের বৈচিত্র্য এতটাই বিশাল যে, গাইড ছাড়া এর পূর্ণাঙ্গ স্বাদ নেওয়া সম্ভব নয়! ক্যাফে, হোটেল, রেস্টুরেন্ট- একেক স্থানে মেলে একেক ধরনের খাবার। নানান উৎসবে ভিন্ন স্বাদের খাবারের রাজ্যে পরিণত হয় যুক্তরাষ্ট্রের ব্যস্ততম এই শহরটি।
৭. ভেনিস, ইতালি
ইতালি কেন ভোজনরসিকদের প্রিয় তা অনুমান করা যায় ভেনিসে গেলে। পানির উপর ভাসমান এই শহরটি দিন-রাত ২৪ ঘণ্টাই থাকে জাঁকজমক। নানা সময়ে মেলে নানা স্বাদের খাবার।
৮. মাদ্রিদ, স্পেন
মাদ্রিদে যাবেন অথচ মার্কাদো দে সান মিগুয়েলে যাবেন না, এটা প্রায় অসম্ভব! মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ নিতে এই মার্কেটের বিকল্প নেই।
৯. তোকিও, জাপান
জাপানের রাজধানী তোকিওতে (যা ইংরেজিতে টোকিও নামে সুপরিচিত) গেলে কেউ ক্ষুধার্ত থাকে না। দিন-রাত ২৪ ঘণ্টা শহরটির অলিগলি থেকে শুরু করে সব জায়গায় খাবারের দোকান ও রেস্টুরেন্ট থাকায় কথাটি চালু হয়েছে। দেশটির নানা পদের রসনার জন্য শহরটি বিখ্যাত।
১০. ব্যাংকক, থাইল্যান্ড
ইদানীং ব্যাংককে বেড়াতে যাওয়া পর্যটকদের সংখ্যা বেড়ে গেছে। প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যের মিশেলের পাশাপাশি শহরটির অন্যতম অকর্ষণ ফুটপাতের খাবার (স্ট্রিট ফুড)। স্বাস্থ্যসম্মত নানা পদের খাবারের সমারোহের কারণে সবসময় পর্যটকে মুখর থাকে সড়কের ফুটপাথ সংলগ্ন ভাসমান বাজারগুলো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ অক্টোবর, ২০১৮ ১৭:২৪

ভ্রমণে খাবার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। সুন্দর স্থানের পাশাপাশি ভালো খাবারের আয়োজন থাকলে ভ্রমণের আনন্দ অনেকটা বেড়ে যায়। আর ভোজনরসিকদের কাছে ব্যাপারটার গুরুত্ব একটু বেশিই। সম্প্রতি পর্যটকদের চোখে খাবারের দিক থেকে বিশ্বের সেরা শহরগুলোর একটি জরিপ চালায় ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইজার। ওয়েবসাইটটি ব্যবহারকারী পর্যটকদের দেওয়া ভোটে নির্বাচিত সেরা ১০ শহরের তালিকা দেওয়া হলো-
১. রোম, ইতালি

স্বাভাবিকভাবেই ভোজনরসিকদের পছন্দের তালিকায় সবার উপরে রয়েছে ইতালির রোম। প্রাচীন এই শহরটির খাবারের জন্য সুনাম রয়েছে। শুধু নানা সময়ে বিভিন্ন মুখরোচক খাবার খেতেই শহরটিতে আসেন অসংখ্য পর্যটক।
২. ফ্লোরেন্স, ইতালি

বৈচিত্র্যময় খাবারের কারণে ইতালির আরেক বিখ্যাত শহর ফ্লোরেন্সে পর্যটকদের আনাগোনা থাকে বেশ। ১৮৭৪ সালে চালু হওয়া ফ্লোরেন্সের সেন্ট্রাল মার্কেট-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এখানে রেস্টুরেন্টগুলোর অবস্থান একই জায়গায়। নানা ধরনের খাবারের স্টলগুলোও কাছাকাছি।
৩. প্যারিস, ফ্রান্স

পর্যটকদের কাছে পছন্দের শীর্ষে থাকা প্যারিস খাবারের জন্যও খ্যাত। শুধু বিখ্যাত স্থাপনা ও জাদুঘরই নয়, খাবারের জন্যও এখানে ছুটে আসেন অনেক পর্যটক। খাবারের বৈচিত্র্যের কারণে অনেকটা প্রবাদই দাঁড়িয়ে গেছে- প্যারিসে আসলে একাধিক পাকস্থলী নিয়ে এসো।
৪. বার্সেলোনা, স্পেন

সাগরের কোল ঘেঁষে অবস্থিত বার্সেলোনার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা। পাশাপাশি স্পেনের ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের আকর্ষণও কম নয়।
৫. নিউ অরলিন্স, যুক্তরাষ্ট্র

লুইজিয়ানা অঙ্গরাজ্যের এই শহরটিতে প্রথম ভ্রমণকারী পা ফেলা মাত্রই অবাক হবেন। চারপাশে নানা খাবারের সমাহার- এ যেন খাদ্যের রাজ্য! শুধু খাবারের আকষর্ণেই এখানে যান অনেক পর্যটক।
৬. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কের খাবারের বৈচিত্র্য এতটাই বিশাল যে, গাইড ছাড়া এর পূর্ণাঙ্গ স্বাদ নেওয়া সম্ভব নয়! ক্যাফে, হোটেল, রেস্টুরেন্ট- একেক স্থানে মেলে একেক ধরনের খাবার। নানান উৎসবে ভিন্ন স্বাদের খাবারের রাজ্যে পরিণত হয় যুক্তরাষ্ট্রের ব্যস্ততম এই শহরটি।
৭. ভেনিস, ইতালি

ইতালি কেন ভোজনরসিকদের প্রিয় তা অনুমান করা যায় ভেনিসে গেলে। পানির উপর ভাসমান এই শহরটি দিন-রাত ২৪ ঘণ্টাই থাকে জাঁকজমক। নানা সময়ে মেলে নানা স্বাদের খাবার।
৮. মাদ্রিদ, স্পেন

মাদ্রিদে যাবেন অথচ মার্কাদো দে সান মিগুয়েলে যাবেন না, এটা প্রায় অসম্ভব! মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন অঞ্চলের খাবারের স্বাদ নিতে এই মার্কেটের বিকল্প নেই।
৯. তোকিও, জাপান

জাপানের রাজধানী তোকিওতে (যা ইংরেজিতে টোকিও নামে সুপরিচিত) গেলে কেউ ক্ষুধার্ত থাকে না। দিন-রাত ২৪ ঘণ্টা শহরটির অলিগলি থেকে শুরু করে সব জায়গায় খাবারের দোকান ও রেস্টুরেন্ট থাকায় কথাটি চালু হয়েছে। দেশটির নানা পদের রসনার জন্য শহরটি বিখ্যাত।
১০. ব্যাংকক, থাইল্যান্ড

ইদানীং ব্যাংককে বেড়াতে যাওয়া পর্যটকদের সংখ্যা বেড়ে গেছে। প্রাকৃতিক ও কৃত্রিম সৌন্দর্যের মিশেলের পাশাপাশি শহরটির অন্যতম অকর্ষণ ফুটপাতের খাবার (স্ট্রিট ফুড)। স্বাস্থ্যসম্মত নানা পদের খাবারের সমারোহের কারণে সবসময় পর্যটকে মুখর থাকে সড়কের ফুটপাথ সংলগ্ন ভাসমান বাজারগুলো।