তেঁতুল-বরই আচার
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ১১:২৫
বরইয়ের মৌসুমে আচার না বানালে কি চলে। এর সঙ্গে তেঁতুল মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন টক ঝাল মিষ্টি আচার। রইল রেসিপি-
উপকরণ: তেঁতুল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, শুকনো বরই ২৫০ গ্রাম, চিনি ২ কাপ, সরিষার তেল ১ কাপ, লবণ ১ টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ৫টি, জিরা ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ।
রান্না প্রণালি: তেঁতুল ভিজিয়ে নরম করে নিন। গোলা তেঁতুল কড়া রোদে রাখুন একদিন। পেঁয়াজ কুচি করে রোদে রাখুন এক দিন। বরই পানিতে ভিজিয়ে রাখুন ৬ ঘণ্টা। তেঁতুল, পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে রোদে রাখুন এক দিন। চিনি সিরা করুন। তাতে বরই দিয়ে জ্বাল দিন। বরই নরম হলে তেঁতুলের সঙ্গে একে একে সব মেশান।
আরও একদিন রোদে রাখুন। ব্যস তৈরি হয়ে গেল তেঁতুল-বরইয়ের টক ঝাল মিষ্টি আচার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ১১:২৫

বরইয়ের মৌসুমে আচার না বানালে কি চলে। এর সঙ্গে তেঁতুল মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন টক ঝাল মিষ্টি আচার। রইল রেসিপি-
উপকরণ: তেঁতুল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, শুকনো বরই ২৫০ গ্রাম, চিনি ২ কাপ, সরিষার তেল ১ কাপ, লবণ ১ টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়া ৫টি, জিরা ভাজা গুঁড়া ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ।
রান্না প্রণালি: তেঁতুল ভিজিয়ে নরম করে নিন। গোলা তেঁতুল কড়া রোদে রাখুন একদিন। পেঁয়াজ কুচি করে রোদে রাখুন এক দিন। বরই পানিতে ভিজিয়ে রাখুন ৬ ঘণ্টা। তেঁতুল, পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে রোদে রাখুন এক দিন। চিনি সিরা করুন। তাতে বরই দিয়ে জ্বাল দিন। বরই নরম হলে তেঁতুলের সঙ্গে একে একে সব মেশান।
আরও একদিন রোদে রাখুন। ব্যস তৈরি হয়ে গেল তেঁতুল-বরইয়ের টক ঝাল মিষ্টি আচার।
শেয়ার করুন