তিনি আসবেন। দেশ রূপান্তর অফিসে, মধ্যদুপুরে। কিন্তু আসছেন না। ফোন করা হচ্ছে, মুহুর্মুহু। এদিকে ইনহাউজ প্রস্তুতি শেষ। জম্পেশ আড্ডা হবে, ডিজিটাল স্টুডিওতে। কিন্তু তিনিই তো নেই! সবার মুখ শুকনো। কিছুক্ষণ পর…