কখনো বড়, কখনো ছোট, কখনো ঝুঁটি আবার কখনো রং বলা হচ্ছে ডেভিড বেকহামের চুলের স্টাইলের কথা। ১৯৯২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে শুরু থেকে অনেকবার চুলের স্টাইল বদলেছেন। খেলোয়াড় হিসেবে বেকহাম যতটা সমাদৃত, চুলের স্টাইলের জন্যও তার খ্যাতি কোনো অংশে কম নয়। ১৯৯২ থেকে ২০১৩ ম্যানইউ থেকে পিএসজি, ইউরোপিয়ান ফুটবলে তার দাপিয়ে বেড়ানো লম্বা সময়ের পুরোটাই বিশ্ব মোহাচ্ছন্ন ছিল এ তারকার নানান চুলের স্টাইলে। তবে তার ক্যারিয়ারে আরেকটি বড় অংশ কিন্তু টুপি। যার চুল নিয়ে ভক্ত-সমালোচকদের এত আগ্রহ সেই চুলই যদি ঢেকে যায় টুপিতে, তবে তা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। আলোচনাটা হতোই সেটা নিয়ে, আর তা ছিল বেকহামের মাথায় টুপি মানে চুলের নতুন স্টাইল! গুজব রটে যেত, পরেরবার টুপি ছাড়া সাবেক এ ইংলিশ ফুটবলার নতুন স্টাইল নিয়ে মাঠে নামছেন। আর হতোও তাই, আলোচিত ২৫টি চুলের স্টাইলের বেশিরভাগই ওই টুপি পরার পর এসেছে। বর্তমানেও বেকহামের মাথায় টুপি উঠেছে। তবে এবারের গুজব ভিন্ন। ধারণা করা হচ্ছে, মাথায় টাক পড়াতে টুপি পরছেন তিনি। অবশ্য সাবেক ম্যানইউ ও রিয়াল তারকা বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন।