আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৮ ১৪:৩৬
ধানখেত পাহারার সময় বন্যহাতির আক্রমণে নিহত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় পাকা ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ঘিলাতলী দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের পেকুয়ার বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল গফুর মোল্লা।
নিহত কৃষক নুরুল ইসলাম ওই ইউনিয়নের আবাদী ঘোনা গ্রামের নাইমুল ইসলামের ছেলে।
বন কর্মকর্তা আবদুল গফুর জানান, নুরুল ইসলাম ঘিলাতলী এলাকায় তার পাকা ধান পাহারা দিচ্ছিলেন। এসময় হঠাৎ একদল হাতি এসে তার ধানখেত নষ্ট করার সময় তাকেও আক্রমণ করে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।