আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মসনদ ছাড়লেন রাজাপাকসে
রূপান্তর ডেস্ক
পদত্যাগ করলেন শ্রীলঙ্কার সদ্য নিযুক্ত বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। আদালত-সংসদ-বিরোধী দল এই ত্রিমুখী চাপের কাছে তিনি বাধ্য হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। রাজাপাকসের এই পদত্যাগের ফলে দেশটিতে দুই মাস ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান হবে বলে মনে করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার কলম্বোতে নিজ বাসভবনে সাংবাদিক ও সমর্থকদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন রাজাপাকসে। পদত্যাগ করার পর এক সংক্ষিপ্ত ভাষণে ৭৩ বছর বয়সী এই নেতা বলেন, পদত্যাগের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে নতুন সরকার গঠনের পথ উন্মুক্ত করে দিলেন।
গত শুক্রবার শ্রীলঙ্কান সংসদ সদস্য ও রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসে এক টুইট বার্তায় জানান, দেশকে স্থিতিশীল করতে তার বাবা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।