সব মুসলিমকে বিতাড়িত না করা পর্যন্ত ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এমন মন্তব্য করতে দেখা যায় তাকে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু ফেসবুকে এক পোস্টে বলেন, “দুইটা জিনিসই পারে ইসরায়েলে শান্তি প্রতিষ্ঠা করতে। হয় ইসরায়েল থেকে সকল ইহুদিদের বের হয়ে যেতে হবে, নয়তো সকল মুসলমানদের বের করে দিতে হবে। এক্ষেত্রে আমি দ্বিতীয়টিই সমর্থন করি।”
তার পোস্টের সমালোচনাকারীদেরও তিনি আক্রমণ করে বলেন, “যারা ইহুদি সেটেলারদের বের করে দিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে চায়, তাদের এতে আঘাত লাগে কেন?”
পরে ফেসবুক কর্তৃপক্ষ তার এই পোস্ট সরিয়ে ফেললেও রোববার সেটির স্ক্রিনশট পুনরায় পোস্ট করেন ইয়াইর। সেই সঙ্গে ফেসবুকের নীতি নিয়েও সমালোচনা করেন তিনি।
এরপর নীতিবহির্ভূত আচরণের কারণে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য ব্লক করে রাখে।
এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে সমালোচিত হয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছেলে। চলতি বছরের মে মাসে তিনি ইনস্টাগ্রামে তুরস্কের পতাকার ছবি দিয়ে দেশটির বিরুদ্ধে কটূক্তি করেন।