শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ড ওপেনার টম ল্যাথাম ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস’ এর নতুন কীর্তি গড়েছেন। ওপেন করতে নেমে ২৬৪ রানে অপরাজিত থেকে গেছেন তিনি। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে সবচেয়ে বেশি রান করার কীর্তি এখন কিউই ওপেনারের।
টম ল্যাথাম এদিন ছাড়িয়ে গেছেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুকের কীর্তিকে। এতদিন ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস’ এর সর্বোচ্চ রানের মালিক ছিলেন কুক। ২০১৭ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে ২৪৪ রানের ইনিংস খেলেছিলেন কুক।
ল্যাথামের রেকর্ডের দিনে নিজেদের প্রথম ইনিংসে ৫৭৮ রান করে নিউজিল্যান্ড। ফলে ২৯৬ রানের লিড পায় স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ইনিংস পরাজয় এড়াতে এখনো ২৭৬ রান প্রয়োজন লঙ্কানদের।
আগের দিনের ১২১ রান নিয়ে নতুন দিন শুরু করেছিলেন ল্যাথাম। ৪১২ বলে ডাবল সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছান বাঁহাতি ব্যাটসম্যান। ক্যারিয়ারে এটিই তার প্রথম ডাবল সেঞ্চুরি।
এ নিয়ে টেস্টে ৫৬ বারের মতো ‘ক্যারিং থ্রু দ্য ব্যাটিং’ দেখল দর্শকরা। গ্লেন টার্নারের পর ল্যাথাম প্রথম কিউই ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন। টার্নার ১৯৭২ সালে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেছিলেন। ২২৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
ল্যাথামের এদিনের ইনিংসটি ২০১৮ সালে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এ ছাড়া নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সব মিলে ষষ্ঠ সর্বোচ্চ রানের স্কোর।