ঝালকাঠিতে রাস্তার পাশে ফেলে রাখা বৃদ্ধা চানবরু (৮০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার বিকেলে সদর হাসপাতালে তিনি মারা যান।
গত ২১ নভেম্বর রাতে চানবরুকে শহরের বাস-া সেতুর ঢালে রাস্তার পাশে ফেলে রেখে যান তার স্বজনরা। কয়েকজন সংবাদকর্মী এবং স্থানীয়রা জেলা প্রশাসক হামিদুল হককে ঘটনাটি জানালে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাহার মিয়াকে সেখানে পাঠান এবং চানবরুর সুচিকিৎসার নির্দেশ দেন। পরে চানবরুকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে তিনি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গোলাম ফরহাদের পর্যবেক্ষণে ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চানবরু ছিলেন চিরকুমারী। বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। বাবা-মায়ের মৃত্যুর পর ছোট বোন জাহানুল বেগমের কাছে থাকতেন তিনি। পারিবারিক প্রয়োজনে জাহানুল ঢাকায় চলে যান। স্বাভাবিক জীবনযাপনে অক্ষম চানবরু এর পর থেকে আত্মীয়-স্বজনদের বাড়ি, রান্নাঘর এবং গোয়ালঘরেই রাত কাটাতেন।