রাজধানীর মিরপুর থেকে অর্থ আত্মসাৎ প্রতারণার অভিযোগে শামসুজ্জামান সেন্টু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পেশায় বাস মালিক সমিতির সাবেক নেতা। সেন্টু সাধারণ মানুষকে চড়া সুদে ঋণ দিয়ে ব্যবসা করতে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
শাহ আলী থানার ওসি মোহাম্মদ সালাহ উদ্দিন মিয়া দেশ রূপান্তরকে বলেন, সেন্টু এলাকায় সুদ ও জালজালিয়াতির ব্যবসা করেন। তার বিরুদ্ধে মারা-মারি, দাঙ্গা-হাঙ্গামা ও প্রতারণার অভিযোগে শাহ আলী, পল্লবী ও দারুস সালাম থানায় এক ডজনের বেশি মামলা রয়েছে। বেশ কিছু মামলায় পরোয়ানাভুক্ত আসামি সেন্টু। সে দীর্ঘ দিন থেকে পলাতক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মিরপুর থানার এসআই সাদ্দাম হোসেন জানান, সেন্টুকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গাবতলি বাস টার্মিনালে বাস মালিক মালিক সমিতির নেতা ছিলেন সেন্টু। সে চড়া সুদে বহু মানুষকে ঋণ দিয়ে প্রতারণার মাধ্যমে নিঃস্ব করে। চাঁদাবাজি, মারধর, দাঙ্গা-হাঙ্গামাসহ অনেক অভিযোগ থাকলেও সে অনেক ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিল।