আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
হলিউডে বছরের শেষ চমক
প্রতিদিন ডেস্ক
হলিউডে বছর শেষের চমক উপহার দিতে যাচ্ছে ডিসি কমিকস। নাম ‘অ্যাকোয়াম্যান’। জেমস ওয়ান পরিচালিত চলচ্চিত্র অ্যাকুয়াম্যানের মাধ্যমে নতুন করে সাজতে চলেছে ডিসি কমিকস। আগামীকাল আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে চলেছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ ছবি। নির্মাণের শুরু থেকেই আলোচনা তৈরি করে ‘অ্যাকুয়াম্যান’। কারণ এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত অভিনেতা জেসন মোমোয়া। আরো রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। গত ২৬ নভেম্বর লন্ডনে ছবিটির প্রিমিয়ার হওয়ার পর দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পায় ছবিটি। চলচ্চিত্রবিষয়ক ওয়েবমাধ্যম ‘সøাশফিল্ম’-এর পিটার সাইরিটা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রত্যাশার চেয়ে বেশি কিছু অ্যাকোয়াম্যান।’