মিরপুরে দ্বিতীয় টি-টুয়েন্টিতে সাকিব আল হাসানের পারফরম্যান্সে মুগ্ধ স্পিন কোচ সুনীল যোশি। ভারতীয় এই কোচ সাকিবের বোলিংয়ের প্রশংসা করে বলেছেন, কোচ হিসেবে শিষ্যের কাছে এর বেশি চাওয়া নেই তার।
বৃহস্পতিবার সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ৩৬ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে অপরাজিত ৪২ রানের পর বল হাতে ৫ উইকেট নেন সাকিব। সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে হারলেও দারুণভাবে সিরিজে ফিরে আসে টাইগাররা।
শুক্রবার টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের স্পিন কোচ যোশি প্রশংসায় ভাসালেন সাকিবকে। এই কোচ বলেন, “আমি মনেকরি সাকিব অসাধারণ এক পারফরমার। আমরা সবাই জানি সে কতটা প্রতিভাবান। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই সেরাদের একজন সে।’’
যোশি যোগ করে বলেন, ‘‘শুধু টি-টুয়েন্টি নয়, টেস্ট হোক বা ওয়ানডে তিন ফরম্যাটেই সে দারুণ।”
উইন্ডিজের বিপক্ষে সাকিবের বোলিং নিয়ে বলেন, “২০ ওভারের ম্যাচে ৪ ওভারে ৫ উইকেট নিয়েছে, স্পিন কোচ হিসেবে এর চেয়ে বেশি কিছু আমি কি চাইতে পারি।’’
সাকিব এদিন রেকর্ড গড়েছেন বেশ কটি। তিন সংস্করণেই যেমন এখন ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব সাকিবের। যোশি সেই প্রসঙ্গও টানলেন এদিন, ‘‘মাত্র ৮ বোলারের একটি বিশেষ ক্লাবে (তিন সংস্করণেই ৫ উইকেট) জায়গা করে নিয়েছে সে যোগ্য হিসেবেই।”