ইন্তার মিলানের ইতিহাসে সেরা কোচ হোসে মরিনহো। তার কোচিংয়ে ইন্তার পেয়েছিল ‘ট্রেবল’ জয়ের স্বাদ। ২০১০-এ দলটিকে চ্যাম্পিয়নস লিগ, সিরি-আ ও কাপ শিরোপা জিতিয়ে ক্লাবটির ‘অলটাইম ফেভারিট’ হয়ে আছেন মরিনেহা। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সদ্যই চাকরি হারিয়েছেন ‘স্পেশাল ওয়ান’। একই সময়ে ইন্তারের বর্তমান কোচ লুসিয়ানো স্পালেত্তি বাজে সময় পার করছেন দলকে সাফল্য দিতে না পেরে। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ থেকে ছিটকে গেছে তার দল। ভালো মানের দল নিয়েও লিগে চ্যালেঞ্জ জানাতে পারছেন না জুভেন্তাসকে। তাই বেশ চাপেই আছেন স্পালেত্তি। এমন সময় ইন্তারের প্রিয় কোচের ‘ফ্রি’ হয়ে পড়ায় অনেকে হিসাব-নিকাশ করতে শুরু করে দিয়েছেন। ইউরোপিয়ান ফুটবলে জোর গুজব আবার ইন্তারে ফিরতে পারেন মরিনহো। জনপ্রিয় ফুটবল ওয়েবসাইট গোলডটকম বলছে, স্পালেত্তিকে সরিয়ে মরিনহোকে ফেরাতে পারে ক্লাবটি। ম্যানইউর সঙ্গে সম্পর্ক শেষের পর বৃহস্পতিবার প্রথম হাঁটতে বের হন পর্তুগিজ কোচ। সে সময় ফোনে কথা বলছিলেন তিনি। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়া সেই ছবি নিয়ে ডেইলি মেইলের কৌতুকÑ হয়তো এজেন্টের সঙ্গে নতুন দায়িত্ব নিয়ে আলাপ করছেন। সে দায়িত্বটা কি তাহলে ইন্তারই হবে!