পুলিশের পোশাক পরে নৌকার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ করে কলারোয়া থানার ওসির প্রত্যাহার দাবি করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। গতকাল শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছে লিখিত অভিযোগে কলারোয়া থানার ওসি শেখ মারুফ আহম্মদের প্রত্যাহার চান তিনি।
অভিযোগে হাবিব উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে মহাজোটের প্রার্থী মুস্তাফা লুৎফুল্লাহর পক্ষে প্রকাশ্যে নৌকায় ভোট চান কলারোয়া থানার ওসি। ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই অনুষ্ঠানের মঞ্চে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিষোদগার করেন ওসি। সরকারি কর্মকর্তা হিসেবে একজন ওসির এ ধরনের কর্মকাণ্ডে গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৭ অনুচ্ছেদ, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর লঙ্ঘন হয়েছে।