ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মীরডাঙ্গী-গাজীরহাট সড়কের গাজীরহাট ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (২৫) ও আব্দুস সবুর (২৬)। জাহাঙ্গীর ভান্ডারা গ্রামের ফয়জুল ইসলামের ছেলে। সবুর আমজোয়ান গ্রামের আব্দুর রশিদের ছেলে। জাহাঙ্গীর রানীশংকৈল বন্দরের একটি ইলেকট্রনিক দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, গাজীরহাট থেকে মোটরসাইকেলে জাহাঙ্গীর ও সবুর রানীশংকৈলের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
স্থানীয়রা ট্রাক্টরটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান ওসি আব্দুল মান্নান।