লিগ ওয়ানে নঁতের বিপক্ষে খেলছেন না পিএসজি তারকা নেইমার। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার বিশ্রাম নিতে দেশে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ টমাস টুখেল।
শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় নিজেদের মাঠে ফ্রান্সের শীর্ষ লিগের ম্যাচটিতে নঁতের মুখোমুখি হবে পিএসজি।
বেশ কিছুদিন ধরে কুঁচকির সমস্যায় ভুগছেন নেইমার। সামনে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বড় ধরনের কোনো চোটের শঙ্কা এড়াতেই তাকে বিশ্রামে পাঠানো হয়েছে বলে জানালেন টুখেল।
“আমার অনুমতি নিয়েই নেইমার ব্রাজিলে গিয়েছে। সে চোটাক্রান্ত ছিল। রেডস্টার বেলগ্রেডের বিপক্ষে (চ্যাম্পিয়ন্স লিগে) ঝুঁকি নিয়েই আমরা তাকে খেলিয়েছিলাম।”
“প্রতিটা ম্যাচই সে খেলতে চায়। অবশ্যই সিদ্ধান্ত গ্রহণে আমাদের এখনই সচেতন হতে হবে। তার চোট নিয়ে আমরা অপ্রয়োজনীয় কোনো ঝুঁকি নিতে চাই না। দুই সপ্তাহ তার বিশ্রাম ও আরাম-আয়েশ দরকার।”