logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ২১:৩০
ভারতের টি-টুয়েন্টি দলে ফিরলেন ধোনি
অনলাইন ডেস্ক

ভারতের টি-টুয়েন্টি দলে ফিরলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি। ছবি: ফেসবুক

ভারতের টি-টুয়েন্টি দলে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া সফরের টি-টুয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় দলের সাবেক অধিনায়ককে। তবে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের টি-টুয়েন্টি দলে আছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলেও।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টুয়েন্টি দল ঘোষণা করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ ও নিউজিল্যান্ডর বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন রিশভ পান্ত। তবে কিউইদের বিপক্ষে টি-টুয়েন্টি দলে রয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও ধোনিকে নির্বাচকরা না রাখায় অনেকেই এই ক্রিকেটারের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত সব গুঞ্জন বলেই আপাতত প্রমাণিত বলতে হবে।

এদিকে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার টেস্ট দলে যুক্ত হওয়া হার্দিক পান্ডিয়া ফিরেছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে। এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পিঠের ইনজুরিতে পড়ে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন পান্ডিয়া।

রিভশ পান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই দেশে ফিরে আসবেন। ঘরের মাঠে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে খেলবেন তিনি।

২১ বছর বয়সী রিশভ পান্তের টি-টুয়েন্টি অভিষেক ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। তবে টি-টুয়েন্টিতে উইকেটকিপার হিসেবে প্রথম খেলেন উইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে। ধোনির পরিবর্তে উইকেটরক্ষকের দায়িত্ব পলন করেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টিতে উইকেটের পেছনে ছিলেন পান্ত। প্রথমে টেস্টে তো ভারতীয়দের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে ধোনি ও সৈয়দ কিরমানির পাশে বসেন।

উমেশ যাদব বাদ পড়েছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি দল থেকে। ওয়াসিংটন সুন্দর জায়গা পেয়েছেন টি-টুয়েন্টি দলে। কেদার যাদব ওয়ানডে দলে জায়গা ধরে রাখার সঙ্গে টি-টুয়েন্টি দলেও ফিরেছেন।

এদিকে শ্রেয়াশ আয়ার বাদ পড়েছেন টি-টুয়েন্টি দল থেকে। মনিষ পান্ডে বাদ পড়েছেন ওয়ানডে স্কোয়াড থেকে। ওয়ানডে দলে ফিরেছেন দিনেশ কার্তিক।

ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ১২, ১৫ ও ১৮ জানুয়ারি। এরপর অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড পাড়ি দেবে। সেখানে ৫টি ওয়ানডের সঙ্গে খেলবে ৩টি টি-টুয়েন্টি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দল:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, অম্বতি রাইডু, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টুয়েন্টি দল :

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিভশ পান্ত, দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।