আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৮ ১৮:২৯
সরকারের বিরুদ্ধাচরণ করলে কারো নিস্তার নেই: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর নয়, সত্য প্রকাশের জন্য গণমাধ্যমের উপরও অত্যাচার চালাতে সরকার দ্বিধা করছে না।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাতে দোহারে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে সরকার আবারও প্রমাণ করল তাদের বিরুদ্ধাচরণ করলে নিস্তার নেই।
মির্জা ফখরুল বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদের হানাদার বাহিনীতে পরিণত করেছে। আর তার ফলশ্রুতিতে দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ে আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মী ও সত্য অনুসন্ধানী সাংবাদিকদেরও রক্তাক্ত করতে কুন্ঠিত হচ্ছে না।