আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ হাজার ৩০০ ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল আটক হয়েছে। আটক শিহাব রায় কক্সবাজার জেলায় কর্মরত। এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়নের সিনিয়র এএসপি তারেক দেশ রূপান্তরকে বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের ভেতর থেকে তাকে আটক করে কাস্টমস। পরে তার প্যান্টের বেল্টের ভেতর থেকে ৫ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, শিহাব সড়ক পথে কক্সবাজার থেকে চটগ্রামে আসে। পরে রিজেন্ট এয়ারে করে ঢাকায় পৌঁছায়। তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।