মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়া বাংলাদেশি শেখ রহমান দেশটির জর্জিয়া সিনেটে জানুয়ারি মাসে যোগ দেবেন।
১১এলাইভ জানিয়েছে, জর্জিয়ায় রহমানকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। কারণ সেখানকার আইন পরিষদের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম সিনেটর।
বাংলাদেশে জন্ম নেওয়া ও বড় হওয়া রহমান ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করতে যান। পড়াশোনার খরচ জোগাতে হোটেলে থালা-বাসন ধোয়ার কাজ নেন। জীবনের কঠিন অধ্যায় পার করে এক সময় দেখেন সফলতার মুখ।
যুক্তরাষ্ট্রে ৫০টি স্টেট। জর্জিয়া তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি। আইনসভায় সিনেটরের পদ রয়েছে ৫৬টি। ৬ নভেম্বর সেখানে মধ্যবর্তী নির্বাচন হয়। তাতে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি সিনেটর হন।
বিপুল ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন কিশোরগঞ্জের সন্তান রহমান।
রহমান জানিয়েছেন, তিনি বাংলাদেশের একাদশতম নির্বাচনেও প্রচারে নামছেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে তার ভাই অংশ নিচ্ছেন।