গুজবে বিভ্রান্তি এড়াতে পুলিশ সদর দপ্তর বেশ কিছু উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার বিকেলে পুলিশ একটি বার্তা পাঠিয়েছে। তারা জানিয়েছে, যে কোনো গুজব এড়াতে ৯৯৯-এ ফোন করতে হবে।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগসহ অন্যান্য মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছে। তারা বিভ্রান্তিকর তথ্য, সংবাদ, পোস্টার, লিফলেট, বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ ও প্রচার করছে। গুজবকে কেন্দ্র
করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোরও চেষ্টা করা হচ্ছে। গুজবের বিভ্রান্তি এড়াতে ও সাধারণ মানুষকে এ ব্যাপারে সঠিক তথ্য দিতে নির্বাচনকালে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে ‘৯৯৯’-এর সহায়তা নেওয়া যাবে। কোনো বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে মনে হলে ‘৯৯৯’-এ কল করার জন্য সবাইকে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।