নদীর স্রোত ব্যবহার করে ব্যারেলে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে যাচ্ছেন ৭১ বছর বয়সী এক ফরাসি নাগরিক।
বিবিসি জানিয়েছে, জিন-জ্যাকস সাভিন ইতিমধ্যে স্পেনের ক্যানারি দ্বীপে পৌঁছেছেন। তিন মাসের ভেতর তিনি ক্যারিবিয়ানে পৌঁছাতে চান।
ব্যারেলের ভেতর ঘুমানোর জায়গা, রান্নাঘর এবং একটি গুদামঘর রয়েছে।
দুঃসাহসিক এই ভ্রমণের সর্বশেষ তথ্য একটি ফেসবুক পেজে জানানো হয়েছে। বলা হচ্ছে, ব্যারেলটি ঠিকঠাক আচরণ করছে।
এএফপির সঙ্গে ফোনে আলাপকালে সাভিন বলেন, “আবহাওয়া দারুণ। আমি ঘণ্টায় ২-৩ কিলোমিটার বেগে যেতে পারব। রোববার পর্যন্ত উপযোগী আবহাওয়া থাকবে।”
সাভিন পেশায় প্যারাশুট বাহিনীভুক্ত সৈনিক। পার্ক রেঞ্জার এবং পাইলট হিসেবেও কাজ করেছেন।
ব্যারেলটি তিন মিটার লম্বা। চওড়ায় ২.১০ মিটার। থাকার জন্য ভেতরে ছয় বর্গমিটার জায়গা আছে। মেঝেতে স্বচ্ছ একটি জানালাও রয়েছে, যেখান থেকে মাছ দেখা যাবে।
১৯৫২ সালে অল্যাইন বোম্বার্ড ভাসমান এক নৌকায় করে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। তার সঙ্গে সেই সময় খাবার খুব একটা ছিল না। শুধুমাত্র মাছ শিকার করে বেঁচে থাকেন তিনি। ফরাসি ওই চিকিৎসকের লেখা সমুদ্রযাত্রার বই পড়ে সাভিন অনুপ্রাণিত হয়েছেন।