অর্থনৈতিক অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের ৪৪ হাজার কোস্টগার্ড সদস্য বেতন পাচ্ছেন না বলে জানিয়েছে হাফিংটন পোস্ট। গত শনিবার থেকে শুরু হওয়া অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সরাসরি প্রভাব না পড়লেও কোস্টগার্ডে এর প্রভাব পড়েছে। দেশটির কোস্টগার্ড বাহিনী হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বেতন পায়।
তবে কংগ্রেস এবং হোয়াইট হাউস যতদিন পর্যন্ত অচলাবস্থা নিরসনে কোনো কার্যকরী পদক্ষেপ না নেবে, ততদিন পর্যন্ত কোস্টগার্ড সদস্যরা বিনা বেতনে কাজ করবেন। অবশ্য হোমল্যান্ড সিকিউরিটির পরামর্শে কোস্টগার্ডের ছয় হাজার সদস্যকে সাময়িক ছুটি দেওয়া হয়েছে। গত সপ্তাহে হাফিংটন পোস্ট অপর এক প্রতিবেদনে জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরাও অচলাবস্থার কারণে বেতন পাচ্ছে না। হোয়াইট হাউসের এক পরিসংখ্যানে বলা হয়, অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের চার লাখ ২০ হাজার সরকারি কর্মচারী বেতন ছাড়াই কাজ করছেন এবং তিন লাখ ৮০ হাজার কর্মচারীকে সাময়িক ছুটি দেওয়া হয়েছে।