নাজিমিউদ্দিন রোডের কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেমন আছেন তা তার পরিবার, চিকিৎসক, দলীয় নেতাকর্মী, চিকিৎসক কেউ জানেন না। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা। তাদের কাছ থেকে তিনি নির্বাচনের সর্বশেষে খোঁজ খবর নেন বলে জানা গেছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাবন্দী।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার দেশ রূপান্তরকে বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসের পর থেকে ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থার কোনো তথ্য আমরা পাইনি। চেয়ারপারসনের সঙ্গে দেখা-সাক্ষাতের অনুমতি চেয়ে বারবার আবেদন করা হলেও কারা কর্তৃপক্ষ কোনো অনুমতি দেয়নি। ১৫ দিন ধরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদেরও কারাগারে যেতে দেওয়া হচ্ছে না।’
কারাগারে দায়িত্বরত এক কারারক্ষী বলেন, খালেদা জিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। মাঝে মধ্যে কারারক্ষীদের সহযোগিতায় তাকে হুইল চেয়ারে বসিয়ে ভবনের বারান্দায় ঘোরানো হয়।
বিএনপির সহসভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘চেয়ারপারসন কেমন আছেন তার সঠিক চিত্র আমরা জানতে পারছি না। তিনি হাঁটুর ব্যথা, আর্থরাইটিস বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।
তবে সরকারি চিকিৎসকদের সঙ্গে কথা বললে তারা জানান, চেয়ারপারসনের অবস্থা স্থিতিশীল। তিনি ভালো আছেন।