একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে।
এদিকে সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব শুভেচ্ছা জানিয়েছেন।
এই বিজয়ের মধ্যদিয়ে শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
নির্বাচনে প্রায় সব আসনেই আকাশ-পাতাল ব্যবধান রেখে জিতেছে আওয়ামী লীগের প্রার্থী। ক্ষমতাসীন দলের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে দাবি করা হলেও ব্যাপক ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে আবার তফসিল ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
রোববার রাতে বেসরকারি ফলে দেখা গেছে, ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টিতে, ঐক্যফ্রন্ট ৬টিতে এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ৪টিতে জয়ী হয়েছে। প্রার্থী মারা যাওয়ায় একটি আসনে নির্বাচন স্থগিত রয়েছে। একটি আসনের ফলাফল পাওয়া যায়নি।