logo
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৯ ১৪:৫৭
ওয়েজবোর্ড বাস্তবায়ন তদারকি করা হবে : তথ্যমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো

ওয়েজবোর্ড বাস্তবায়ন তদারকি করা হবে : তথ্যমন্ত্রী

নবম ওয়েজবোর্ড দ্রুত বাস্তবায়নে কাজ করার তাগিদ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আগামী ২৮ জানুয়ারি সময়সীমা আছে, চেষ্টা করবো এই সময়সীমার মধ্যে বাস্তবায়ন করতে। পাশাপাশি ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে কেউ না করে থাকলে সেটিও আমরা তদারকি করবো।’

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ওয়েজবোর্ড বাস্তবায়নে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। যত দ্রুত সম্ভব আমরা সেটি করবো। বর্তমান যেই ওয়েজবোর্ড সেখানে টেলিভিশন অন্তর্ভুক্ত নেই। টেলিভিশনে কর্মরত সাংবাদিকরাও ওয়েজবোর্ডে আসা দরকার। সেটি নিয়েও আমরা কাজ করবো।

অনলাইনের জন্য নীতিমালা হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়। কিন্তু নিয়মনীতির মধ্যে থেকে যাতে সঠিকভাবে হয়, সেই কাজটি করাই আমাদের লক্ষ্য। নীতিমালার ভিত্তিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা হবে, তখন ভুঁইফোড় অনলাইনগুলো বন্ধ হয়ে যাবে, কমে যাবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম জেলা পরিষদেও চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।