আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৯ ০৯:২৫
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার বাসসকে জানান, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন।”
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সকল বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে ভাষণ।
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড গড়েছেন শেখ হাসিনা। একাদশ সংসদ নির্বাচনে তার দল আওয়ামী লীগ বিপুল আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে।
১৯ জানুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষে ‘বিজয় উৎসব’ আয়োজন করা হয়।
সেখানে সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী সব দলকে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তার সরকার সবার জন্য কাজ করবে।”