বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নূরুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার এক শোক বার্তায় বলেন, ‘নূরুল আলম চৌধুরী এর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো।’
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার ভোর ৫টায় মুক্তিযোদ্ধা নূরুল আলম চৌধুরী ৭৫ বছর বয়সে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
বরেণ্য এ রাজনীতিক ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতিরও দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অকুতোভয় সৈনিক হিসেবে তিনি দেশের জন্য লড়েছিলেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর পার্লামেন্টে মাত্র ২৭ বছর বয়সে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে তিনি কারা নির্যাতিতও হয়েছিলেন।
এ ছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তিনবারের সহ-সভাপতি, দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।