বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে প্রতিদিন ছয়জন মানুষ খুন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। সংস্থাটির হিসাবে জানুয়ারিতে মোট খুন হয়েছে ১৮৫ জন। এ ছাড়া একই মাসে ধর্ষণের শিকার হয়েছে ৫০ নারী।
বৃহস্পতিবার মানবাধিকার কমিশন এ-সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করে।
তাদের হিসাবে, এর মধ্যে সামাজিক সংঘাতে খুন হয়েছে ৬৪ জন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে খুন হয়েছে ১৮ জন, অজ্ঞাত কারণে খুন ৩৬ এবং পারিবারিক কলহে খুন হয়েছে ১৭ জন।
এসব খুন 'আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নির্দেশক' বলে উল্লেখ করে সংস্থাটি।
একই সময়ে ধর্ষণের শিকার ৫০ জনের মধ্যে ১০ জনকে হত্যা করা হয়েছে বলে সংস্থাটি প্রতিবেদনে উল্লেখ করে।
মানবাধিকার কমিশন জানায়, এই মাসে ২৬৩ ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আত্মহত্যা করেছে ১৯ জন।
সংস্থাটি জানায় বিভিন্ন জেলা, উপজেলা, শহর এলাকা এবং কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে তথ্য নিয়ে তারা প্রতিবেদনটি তৈরি করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সহায়তায় এ প্রতিবেদন তৈরি হয়েছে বলেও জানায় তারা।