বাংলাদেশ প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচের টেনশনের মধ্যেই একুশে বইমেলায় এসে হাজির ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
যথারীতি তাকে দেখে উৎসুক দর্শকদের ভিড় লেগে যায়। কেন এসেছেন সাকিব আল হাসান বইমেলায় তা জানতে আগ্রহীদের ভিড় বাড়তে থাকে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রবেশদ্বার খুলতেই বইমেলার মাঠে প্রবেশ করেন তিনি। ভক্ত অনুরাগীদের লম্বা লাইন অবশেষে জানতে পারে বর্ষাদুপুর থেকে প্রকাশিত ‘চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলছি’ সিরিজের নতুন বই ‘নাম্বার ওয়ান সাকিব আল হাসান’ এর মোড়ক উন্মোচন করতেই মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এসেছিলেন এই তারকা ক্রিকেটার।
এ সময় অটোগ্রাফ ও ফটোগ্রাফ শিকারিদের কবলে পড়েন সাকিব।
মোড়ক উন্মোচন মঞ্চে সাকিব বলেন, ‘বইমেলায় আসতে ইচ্ছা করে। কিন্তু এখন সেভাবে আসা হয় না। তবে আজ এখানে এসে আমার ভালো লাগছে।’
অন্যদিকে ‘নাম্বার ওয়ান সাকিব আল হাসান’ প্রসঙ্গে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, ‘ছোট্ট ফয়সাল থেকে দেশসেরা ক্রিকেটার হওয়ার গল্পগুলো আমি বইটিতে তুলে ধরেছি। এতে পরিবার, বন্ধুবান্ধব ও অন্যান্য খেলোয়াড়রা সাকিবের মূল্যায়ন করেছেন। এ ছাড়া টি-টোয়েন্টিতে সাকিবের অভিষেক, উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার ইত্যাদি নানা বিষয় বইটিতে তুলে ধরা হয়েছে।’ মোড়ক উন্মোচনের পরপরই মেলা থেকে বেরিয়ে যান সাকিব।