logo
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ২০:০৮
এবার ৯২ কোটি ডলার রোহিঙ্গা তহবিল চায় জাতিসংঘ
নিজস্ব প্রতিবেদক

এবার ৯২ কোটি ডলার রোহিঙ্গা তহবিল চায় জাতিসংঘ

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ৯২ কোটি মার্কিন ডলার সাহায্য চেয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

নিজ দেশ ছাড়া রোহিঙ্গাদের জন্য চলতি বছরের খরচ হিসেবে এ অর্থ প্রয়োজন পড়বে উল্লেখ করে এ জন্য আন্তর্জাতিক বিভিন্ন দাতাগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান জানায় সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার জাতিসংঘের বিভিন্ন এজেন্সি ও এনজিও সহযোগীরা রোহিঙ্গাদের জন্য যৌথ রেসপন্স প্ল্যান ঘোষণা করে। নতুন পরিকল্পনায় জাতিসংঘসহ মোট ১৩২টি সংস্থা কাজ করবে। গত বছর জাতিসংঘের পক্ষ থেকে ৯৫ কোটি ডলার সহায়তা চাওয়া হয়। তবে পাওয়া গিয়েছিল সাড়ে ৬৫ কোটি ডলার।

এ বছরের সহায়তার অর্ধেকের বেশি খাদ্য, পানি, পয়োনিষ্কাশন, বাসস্থানের জন্য বরাদ্দ করা হবে বলে জানানো হয়। এর বাইরে এ অর্থ স্বাস্থ্য, ক্যাম্প ব্যবস্থাপনা ইত্যাদি খাতে ব্যয় করা হবে।

মিয়ানমারের সেনাবাহিনীর হত্যাযজ্ঞের মুখে ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা দুই লাখেরও বেশি রোহিঙ্গা আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছে। জাতিসংঘ নৃশংস ওই অভিযানকে জাতিগত নিধন বলে উল্লেখ করেছে।