আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৯ ১৩:১৩
ব্লগার অভিজিৎ হত্যার চার্জশিট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
নিজস্ব প্রতিবেদক
ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সোমবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) তদন্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর মনিরুল ইসলাম ৬ আসামির নাম চূড়ান্ত করে চার্জশিট অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
চার বছর পর অভিজিৎ হত্যাকাণ্ডের চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একুশে বইমেলা থেকে বের হওয়ার সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে আহত করে।
ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।