গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পৌঁছেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি।
সোমবার দুপুর ১টার পরে বিএসএমএমইউতে পৌঁছান এই কার্ডিয়াক সার্জন।
ভারতের নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠির ১৫ হাজারের বেশি অস্ত্রোপচার করার অভিজ্ঞতা রয়েছে। স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা দেওয়া এই চিকিৎসককে ২০১২ সালে ‘পদ্মভূষণ’ খেতাবে ভূষিত করে দেশটির সরকার।
এর আগে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ-তে দেখার পর বেলা ১১টার দিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সাংবাদিকদের জানান, ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি ঢাকায় আসছেন।
এসময় চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালোর দিকে।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত ৬৭ বছর বয়সী কাদেরের অবস্থা সংকটাপন্ন।
তারা জানান, চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রীর হার্ট অ্যাটাক হয়। পরে এনজিওগ্রাম করে দেখা যায়, তার হৃদযন্ত্রে তিনটি ব্লক। এর একটি সারানো গেলেও বাকি দুটি বর্তমান অবস্থায় সারানো সম্ভব নয়।
উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে সন্ধ্যায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা আসে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ওই এয়ার অ্যাম্বুলেন্সে বিশেষজ্ঞ চিকিৎসকরাও আসেন।