logo
আপডেট : ৪ মার্চ, ২০১৯ ২১:৪২
নির্বাচনের দায়িত্ব নিজস্ব কর্মকর্তাদের হাতে দেওয়ার পরিকল্পনা ইসির
বিশেষ প্রতিনিধি

নির্বাচনের দায়িত্ব নিজস্ব কর্মকর্তাদের হাতে দেওয়ার পরিকল্পনা ইসির

এবারের উপজেলা নির্বাচনে দেওয়া দায়িত্ব সঠিক ও দৃঢ়তার সঙ্গে পালন করলে আগামীতে সব নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, এ জন্য উপজেলা নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বেশি করে ইসির নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচিতে সিইসি এ কথা বলেন। সাধারণত জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। বাকি নির্বাচনগুলোয় ইসির কর্মকর্তাদের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও এই দায়িত্ব পালন করে থাকেন।

সিইসি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসির নিজস্ব কর্মকর্তাদেরই নির্বাচনের সামগ্রিক দায়িত্ব নিতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এ জন্য ইসির নিজস্ব কর্মকর্তাদের দৃঢ়তা, নিষ্ঠা, সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বেশি সংখ্যক ইসির নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা এই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করলে, প্রভাবমুক্ত নির্বাচন উপহার দিতে পারলে ভবিষ্যতে সব নির্বাচনের সামগ্রিক দায়িত্ব আপনাদের হাতেই ন্যস্ত হবে।

সিইসি আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা নির্বাচনের সময় কয়েক দিনের জন্য ইসির আওতাভুক্ত হন। নির্বাচন শেষে তাঁরা নিজ নিজ দায়িত্বে ফিরে যান। এর ফলে নির্বাচন নিয়ে ইসি কোনো বিষয়ে বোঝাপড়া করতে চাইলে তা সঠিকভাবে করা সম্ভব হয় না। এমন অবস্থায় ইসির নিজস্ব কর্মকর্তারা নির্বাচনের সামগ্রিক দায়িত্বে থাকলে দায়বদ্ধতা অনেক বাড়বে। নির্বাচনও অনেক বেশি গ্রহণযোগ্য হবে।

সিইসি বলেন, এবারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে আমাদের প্রশাসনের কর্মকর্তাদের ওপরই নির্ভর করতে হবে। এ রকম হলে ইসির কর্মকর্তাদের সব সময় প্রশাসনের কর্মকর্তাদের পেছন পেছন ফাইলপত্র বগলদাবা করে ঘুরে বেড়াতে হবে। সুতরাং, উপজেলা নির্বাচনের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রস্তুত করে নিন।

ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।