স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠিত বেসরকারি হাসপাতালগুলোতে দরিদ্র ও দুস্থদের বিনা মূল্যে ১০ শতাংশ শয্যা ও চিকিৎসা সুবিধা প্রদানের বিষয়ে যে বিধান রয়েছে তা কোন কোন হাসপাতাল প্রতিপালন করছে না এবং কারা করছে তার তালিকা চেয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে আগামী ৮ মে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পাশাপাশি আইন অনুযায়ী দেশের প্রতিষ্ঠিত বেসরকারি হাসপাতালে গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসায় বিনা মূল্যে ১০ শতাংশ শয্যা ও চিকিৎসা সুবিধা প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না- এ মর্মে রুল জারি করেছে আদালত।
আদালতে রিট আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী মো. আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এ বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে গত ২০ ফেব্রুয়ারি হাইকোর্টে এ রিট আবেদনটি করা হয়। এর আগে গত ৩০ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান আইনজীবী আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স।