আপডেট : ১১ মার্চ, ২০১৯ ০১:০১
সংসদে ভূমিমন্ত্রী
দুই লাখ ৮৫ হাজার ভূমিহীন পরিবারকে খাসজমি বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত সারা দেশে দুই লাখ ৮৫ হাজার ২৮১ ভূমিহীন পরিবারকে এক লাখ ৫১ হাজার ২৯১ দশমিক ৭৫ একর খাসজমি বরাদ্দ দেওয়া হয়েছে।
রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ঢাকা-৭ আসনের হাজী সেলিমের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ব্যাংকের মাধ্যমে খাজনা (ভূমি উন্নয়ন কর) আদায়ে ২০০৪ সালে পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তবে প্রকল্পটি নানা কারণে ফলপ্রসূ হয়নি। এই বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। ফলাফল সন্তোষজনক হলে ব্যাংকের মাধ্যমে জমির খাজনা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।