ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরু শনিবার বঙ্গভবনে প্রায় ১৩ মিনিট বক্তৃতা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী প্রার্থীদের পরিচয় পর্ব শেষে প্রথমে নুর বক্তৃতা রাখেন।
৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ডাকসুর নবনির্বাচিত ভিপিসহ, জিএস গোলাম রাব্বানী ও কেন্দ্রীয় এবং হল সংসদের নেতারা গণভবনে যান। সেখানে নুরুল হক নুর প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে মধ্যে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই।
একে একে ডাকসুর অন্যান্য নেতারা বক্তৃতা রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রশংসা করেন নবনির্বাচিত ভিপি। তিনি শেখ হাসিনার আদর্শে ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনাসহ শিক্ষার মানোন্নয়নে তিনি শেখ হাসিনাকে ভূমিকা রাখার আহ্বান জানান।