রওশন এরশাদকে বিরোধীদলীয় উপনেতা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত রবিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ২৩ মার্চের পত্রের প্রেক্ষিতে গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) স্থলে বেগম রওশন এরশাদকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার।
এর আগে, শনিবার গণমাধ্যমে পাঠানো এইচএম এরশাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে জি এম কাদেরকে অপসারণ করে রওশন এরশাদকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে কো-চেয়ারম্যান করা হয়।
রওশন এরশাদ দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ নিজে বিরোধীদলীয় নেতা হন এবং তার ভাই ও পার্টির কো চেয়ারম্যান জি এম কাদেরকে উপনেতা মনোনয়ন দেন।