রাজধানী ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
বনানীর কামাল আতাতুর্ক সড়কের ওই ভবনে ভয়াবহ আগুনে আহত হয়েছেন শতাধিক। তাদেরকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আগুন থেকে বেঁচে যাওয়া ওই ভবনের কয়েকজন জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বেশি হবে।
এদিকে ভবনে আর কোনো মরদেহ আছে কিনা তা খুঁজে দেখতে শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সকাল ১০টা নাগাদ তারা নতুন করে কোনো মরদেহ পাওয়ার কথা জানায়নি।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।