মঙ্গলবার বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে ‘মুক্তা' পানির বোতল হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ জানালেন।
বক্তৃতার এক পর্যায়ে তিনি টেবিলে থাকা মুক্তা পানি চেয়ে নেন। এ সময় শেখ হাসিনা বলেন, 'এই যে এই পানিটা, এটা কারা তৈরি করে জানেন? এটা প্রতিবন্ধীরা তৈরি করে।'
গাজীপুরে অবস্থিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয় মুক্তা পানির প্রকল্প। এর বিশেষত্ব হলো এ কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে। এর পানি মাটির ভেতর থেকে তুলে আনা হয়।
তবে সরকারি অফিসে এ পানির ব্যবহার না হওয়া এবং এর বাজারজাতকরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার তিনি বলেন, 'দুর্ভাগ্য হলো, আমার অফিসে বলেও এই পানিটা নিশ্চিত করা যাচ্ছে না'।
প্রধানমন্ত্রী বলেন, 'আমি যখন বলি আমার জন্য হয়তো কিছু পাঠানো হয়, কিন্তু অন্য ব্রান্ডের পানি নিয়ে আসে। এই ব্রান্ডের (মুক্তা পানি) পানিটা বাজারজাতকরণে আন্তরিকতার একটু অভাব দেখি'।