রাজধানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে সময় আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ারম্যান সোহেল রানা চিরনিদ্রায় শায়িত হয়েছেন নিজ বাড়ির সামনেই।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় চৌগাংগা ফাজিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে মা-বাবার ইচ্ছায় সোহেল রানাকে বাড়ির সামনেই দাফন করা হয়। এ সময় মা-বাবা, আত্মীয়-স্বজনের আর্তনাদ আর কান্নায় আশপাশের বাতাস ভারী হয়ে উঠে। জানাজায় উপস্থিত হাজারো মানুষও কাঁদলেন তাদের সঙ্গে।
জানাজায় কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মো. সারওয়ার মূর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ পিপিএম (বার), ইটনা উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। জানাজার আগে সোহেলের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তাঁরা।