ইসরায়েলের একটি অনুষ্ঠানে মাত্র দুটি গান পরিবেশনের জন্য ১০ লাখ ডলার পারিশ্রমিক নিচ্ছেন ম্যাডোনা। ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা যায়, তেল আবিবের এক বার্ষিক আয়োজনে বিশেষ অতিথি হতে রাজি হয়েছেন এই পপ আইকন।
মে মাসে অনুষ্ঠিত হবে ইউরোভিশন সং কনটেস্ট। সেখানে পারফর্ম করবেন ৬০ বছর বয়সী ম্যাডোনা।
জানা গেছে, এ গায়িকার দুই গানের মধ্যে একটি পুরোনো, অন্যটি একদম নতুন। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে গায়িকার দামি শিডিউলগুলোর অন্যতম।
ইতিমধ্যে আয়োজক সংস্থা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলি পত্রিকা হারেৎজ। সেখানে বলা হয়, ‘ম্যাটেরিয়াল গার্ল’ গায়িকার সঙ্গে থাকছে ১৬০ সদস্যের একটি টিম।
শোনা যাচ্ছে, ম্যাডোনার নতুন গানটিতে রাজনৈতিক বার্তা থাকছে। এ নিয়ে আয়োজকদের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়েছে।
এই নিয়ে চতুর্থবারের মতো ইসরায়েল সফরে যাচ্ছেন ম্যাডোনা। এর আগে তিনি ১৯৯৩, ২০০৯ ও ২০১২ সালে মধ্যপ্রাচ্যের বিতর্কিত রাষ্ট্রটিতে গান পরিবেশন করেন।