logo
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৯ ১০:১৯
গুরুতর অসুস্থ সুবীর নন্দী সিএমএইচে ভর্তি
নিজস্ব প্রতিবেদক

গুরুতর অসুস্থ সুবীর নন্দী সিএমএইচে ভর্তি

গুরুতর অসুস্থ অবস্থায় সংগীত শিল্পী সুবীর নন্দীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। রোববার রাত ১১টার দিকে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

এর আগে রাতে সিলেট থেকে ঢাকা ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন খ্যাতিমান এই শিল্পী।

সুবীর নন্দীর জামাতা রাজেশ শিকদার জানান, অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সুবীর নন্দীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।

সংগীত অঙ্গনে চার দশকের ক্যারিয়ারে আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সংগীতে অবদানের জন্য এ বছরই তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।

সুবীর নন্দী ১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্মগ্রহণ করেন।