রাজধানীর মোহাম্মদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের কমান্ডোরা। এতে আস্তানায় থাকা সন্দেহভাজন ‘জঙ্গিরা’ নিহত হয়েছেন।
সোমবার সকালে র্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান দেশ রূপান্তরকে বলেন, ভেতরে দুই থেকে তিনজনের লাশ থাকতে পারে।
তিনি বলেন, বিস্ফোরণে টিনশেড বাড়ির চাল উড়ে গেছে। বিস্তারিত কিছু সময় পরে জানানো হবে।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিং এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়।
মুফতি মাহমুদ জানান, চার কক্ষের একতলা টিনশেড বাড়িটিতে জঙ্গি অবস্থানের তথ্য জানার পর বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র্যাব-২।
তিনি জানান, বাড়িটির আশপাশ থেকে যখন লোকজন সরানো হচ্ছিল, তখন ‘জঙ্গিরা’ র্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে। এ সময় একটা বিস্ফোরণ হয়। এর পর ভোররাত সাড়ে ৪টা-পৌনে ৫টার দিকে আরেকটি বড় বিস্ফোরণ হয়।